ভারতের দক্ষিণী ছবির জনপ্রিয় নায়িকা সামান্থা রুথ প্রভু। ২০১০ সালে তামিল সিনেমায় অভিষেক। একই বছর নাগা চৈতন্য আক্কিনেনির সঙ্গে জুটি হয়ে তেলুগু ভাষার ‘ইয়ে মায়া চেসাভ’ নামের ছবিতে অভিনয় করেন। তারপরই প্রেমের সম্পর্কে জড়ান তাঁরা।
লুকিয়ে দীর্ঘদিন প্রেম করেন এই তারকা জুটি। প্রেমের সম্পর্ক নিয়ে নানা খবর রটে গণমাধ্যমে। সবকিছুর অবসান ঘটিয়ে ২০১৭ সালের ৬ অক্টোবর বিবাহবন্ধনে আবদ্ধ হন তাঁরা। এই জুটি নিয়ে নতুন গুঞ্জন, ভেঙে যাচ্ছে চৈতন্য-সামান্থার সংসার!
বিয়ের পর সামান্থা তাঁর নামের শেষাংশে স্বামীর পদবি ‘আক্কিনেনি’ যুক্ত করেন। তাঁর ইনস্টাগ্রাম, টুইটার, ফেসবুক অ্যাকাউন্টে সামান্থা রুথ প্রভুর পরিবর্তে লেখেন সামান্থা আক্কিনেনি। কিন্তু হঠাৎ ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে নিজের নামের সঙ্গে যুক্ত করা ‘আক্কিনেনি’ অংশটুকু মুছে ফেলেছেন তিনি।
‘আমার নিজের একটা পরিচয় ছিল। যে পরিচয়টা বহু কষ্টে অর্জিত। কিন্তু গত কয়েক বছরে মনে হচ্ছে সেই পরিচয়টা অন্য কোনো বড় নামের আড়ালে ঢেকে যাচ্ছে। আমি আমার পরিচয়ে পরিচিত হতে চাই।’
সামান্থা আক্কিনেনি, অভিনেত্রী
আগের মতো সামান্থা রুথ প্রভু নামে দেখা যাচ্ছে তাঁর প্রোফাইলের নাম। এরপরই শুরু হয়েছে সামান্থা-নাগার সংসার ভাঙার গুঞ্জন। তবে এ বিষয়ে এখনো আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি সামান্থার।
টাইমস অব ইন্ডিয়ার সঙ্গে গত সপ্তাহেই এক সাক্ষাৎকারে কথা বলেছেন সামান্থা। সেখানে তিনি বলেছেন, ‘আমার নিজের একটা পরিচয় ছিল। যে পরিচয়টা বহু কষ্টে অর্জিত। কিন্তু গত কয়েক বছরে মনে হচ্ছে সেই পরিচয়টা অন্য কোনো বড় নামের আড়ালে ঢেকে যাচ্ছে। আমি আমার পরিচয়ে পরিচিত হতে চাই।’
বর্তমানে ‘কাতুবাকুলা রেন্ডু কাদাল’ ছবি নিয়ে ব্যস্ত সামান্থা। এ ছাড়া ‘শকুন্তলাম’ ছবিতে দেখা যাবে তাঁকে। এ ছাড়া অশ্বিন সারাবানাম পরিচালিত একটি ভৌতিক ছবিতে অভিনয় করবেন সামান্থা। এর কোনো ছবিতেই চৈতন্যের সঙ্গে দেখা যাবে না সামান্থাকে।
ভারতের দক্ষিণী ছবির জনপ্রিয় নায়িকা সামান্থা রুথ প্রভু। ২০১০ সালে তামিল সিনেমায় অভিষেক। একই বছর নাগা চৈতন্য আক্কিনেনির সঙ্গে জুটি হয়ে তেলুগু ভাষার ‘ইয়ে মায়া চেসাভ’ নামের ছবিতে অভিনয় করেন। তারপরই প্রেমের সম্পর্কে জড়ান তাঁরা।
লুকিয়ে দীর্ঘদিন প্রেম করেন এই তারকা জুটি। প্রেমের সম্পর্ক নিয়ে নানা খবর রটে গণমাধ্যমে। সবকিছুর অবসান ঘটিয়ে ২০১৭ সালের ৬ অক্টোবর বিবাহবন্ধনে আবদ্ধ হন তাঁরা। এই জুটি নিয়ে নতুন গুঞ্জন, ভেঙে যাচ্ছে চৈতন্য-সামান্থার সংসার!
বিয়ের পর সামান্থা তাঁর নামের শেষাংশে স্বামীর পদবি ‘আক্কিনেনি’ যুক্ত করেন। তাঁর ইনস্টাগ্রাম, টুইটার, ফেসবুক অ্যাকাউন্টে সামান্থা রুথ প্রভুর পরিবর্তে লেখেন সামান্থা আক্কিনেনি। কিন্তু হঠাৎ ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে নিজের নামের সঙ্গে যুক্ত করা ‘আক্কিনেনি’ অংশটুকু মুছে ফেলেছেন তিনি।
‘আমার নিজের একটা পরিচয় ছিল। যে পরিচয়টা বহু কষ্টে অর্জিত। কিন্তু গত কয়েক বছরে মনে হচ্ছে সেই পরিচয়টা অন্য কোনো বড় নামের আড়ালে ঢেকে যাচ্ছে। আমি আমার পরিচয়ে পরিচিত হতে চাই।’
সামান্থা আক্কিনেনি, অভিনেত্রী
আগের মতো সামান্থা রুথ প্রভু নামে দেখা যাচ্ছে তাঁর প্রোফাইলের নাম। এরপরই শুরু হয়েছে সামান্থা-নাগার সংসার ভাঙার গুঞ্জন। তবে এ বিষয়ে এখনো আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি সামান্থার।
টাইমস অব ইন্ডিয়ার সঙ্গে গত সপ্তাহেই এক সাক্ষাৎকারে কথা বলেছেন সামান্থা। সেখানে তিনি বলেছেন, ‘আমার নিজের একটা পরিচয় ছিল। যে পরিচয়টা বহু কষ্টে অর্জিত। কিন্তু গত কয়েক বছরে মনে হচ্ছে সেই পরিচয়টা অন্য কোনো বড় নামের আড়ালে ঢেকে যাচ্ছে। আমি আমার পরিচয়ে পরিচিত হতে চাই।’
বর্তমানে ‘কাতুবাকুলা রেন্ডু কাদাল’ ছবি নিয়ে ব্যস্ত সামান্থা। এ ছাড়া ‘শকুন্তলাম’ ছবিতে দেখা যাবে তাঁকে। এ ছাড়া অশ্বিন সারাবানাম পরিচালিত একটি ভৌতিক ছবিতে অভিনয় করবেন সামান্থা। এর কোনো ছবিতেই চৈতন্যের সঙ্গে দেখা যাবে না সামান্থাকে।
গ্লাসগোর রাস্তায় শুটিং দেখতে জড়ো হয়েছেন অনেকে। ভক্তদের উদ্দেশে হাত নাড়ছেন হল্যান্ড। তাঁদের সঙ্গে কথা বলছেন। ছবি তুলছেন। স্পাইডার-ম্যানের পোশাক পরা এক শিশুকে কাছে টেনে নেন তিনি।
১২ ঘণ্টা আগেঅভিনেত্রী ভূমি পেডনেকারও শুরু করলেন নিজের ব্যবসা প্রতিষ্ঠান। তবে খানিকটা ভিন্ন পথে হেঁটেছেন। মিনারেল ওয়াটারের ব্যবসা শুরু করেছেন তিনি। এ উদ্যোগে ভূমির সঙ্গে আছেন তাঁর বোন সমীক্ষা পেডনেকার।
১৫ ঘণ্টা আগেসেই দৃশ্যের শুটিংয়ের সময় যাতে প্রেমিকাকে বারবার জড়িয়ে ধরতে পারেন ধর্মেন্দ্র, সেই ব্যবস্থা করেছিলেন। স্পটবয়দের প্রত্যেককে ২০ রুপি দিয়ে বলেছিলেন, শটটি কোনো না কোনোভাবে বারবার ভেস্তে দিতে; যাতে বারবার রিটেকের প্রয়োজন হয়।
১৭ ঘণ্টা আগেব্যক্তিগত বিষয় আড়ালে রাখতেই পছন্দ করেন অভিনেত্রী জয়া আহসান। সিনেমা, সমাজ, পরিবেশ, সংস্কৃতি—নানা বিষয় নিয়ে সংবাদমাধ্যমে ঘণ্টার পর ঘণ্টা সাক্ষাৎকার দিলেও, ব্যক্তিগত প্রসঙ্গ তিনি সব সময় এড়িয়ে যান। তবে সম্প্রতি এক সাক্ষাৎকারে জয়া জানালেন, দীর্ঘদিন ধরে প্রেমের সম্পর্কে আছেন তিনি।
২০ ঘণ্টা আগে