বাংলাদেশের দুই খ্যাতিমান খেলোয়ারকে সেলুলয়েডের পর্দায় বুনতে চান কলকাতার জনপ্রিয় পরিচালক সৃজিত মুখার্জি। আর দুটোই ক্রিকেট ও বাংলাদেশকেন্দ্রিক। সিনেমায় তুলে ধরতে চান বাংলাদেশের দুই সুপারস্টার ক্রিকেটার রকিবুল হাসান ও সাকিব আল হাসানকে।
আজ (৮ ডিসেম্বর) মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে চলা বাংলাদেশ ও পাকিস্তানের টেস্ট ম্যাচ দেখতে হাজির হয়ে নিজের ইচ্ছের কথা জানালেন এই নির্মাতা। বিবাহ বার্ষিকী পালন করতে বাংলাদেশে ‘শ্বশুর বাড়ি’তে এসেছেন কলকাতার জনপ্রিয় পরিচালক সৃজিত মুখার্জি। সেই ফাঁকে ক্রিকেটের পাড় ভক্ত সৃজিত চলে গেলেন বাংলাদেশ-পাকিস্তানের টেস্ট ম্যাচ দেখতে। বাংলাদেশের কোন গ্যালারিতে এই প্রথম খেলা দেখলেন।
সাকিবের প্রসঙ্গে তিনি বলেন,‘সাকিবকে নিয়ে তোমাদের এখানে কেউ বায়োপিক করবে না? আমার না খুব ইচ্ছে আছে সাকিবকে নিয়ে একটা বায়োপিক করব।’ সৃজিত যোগ করলেন,‘শুধু সাকিব না সাবেক ক্রিকেটার রকিবুল হাসানকে নিয়েও সিনেমা বানাতে চাই। রকিবুল হাসান সিনেমার জন্য দুর্দান্ত ক্যারেক্টার। কারণ যখন বাংলাদেশ স্বাধীন হয়নি তখন তিনি নিজ দেশের নেতার উদ্দেশে (বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান) কটু কথা বলায় পাকিস্তানি খোলেয়াড়কে শায়েস্তা করতেও দ্বিধা করেননি। আবার সবাই যখন পাকিস্তানের (অবিভক্ত) ইস্টিকার (তলোয়ার ও তারা) নিয়ে ব্যাট করতে নেমেছেন, তখন রকিবুল সেটা তুলে ফেলে ‘জয় বাংলা’ স্টিকার লাগিয়ে মাঠে নেমেছিলেন। উনার যে সাহসিকতা ও অবদান তার জন্য অবশ্যই তাকে নিয়ে সিনেমা হওয়া উচিত।’ তিনি প্রশ্ন তুললেন,‘ওটা নিয়ে তো কোন কাজ হয়নি, তাই না?’
এমনকি ব্যান্ডশিল্পী আজম খানকে সিনেমা বানাতে চেয়েছিলেন সৃজিত, ‘আজম খানকে নিয়ে কাজ করার আমার খুব ইচ্ছে ছিল। আজম খানেরও তো ক্রিকেটের সঙ্গে যোগাযোগ আছে। উনিও ক্রিকেট খেলতেন।’
এ সময় সৃজিত মনে করিয়ে দিলেন, ‘ফেলুদাও তো ক্রিকেট খেলতেন। অফ স্পিন বল করতেন।’ এই ফাঁকে সৃজিত জানিয়ে দিলেন ফেলুদাকে নিয়ে বানানো ওয়েব সিরিজের দ্বিতীয় সিজন আসবে আগামী মাসে। তৃতীয় সিজনের কাজও শেষ। তবে সেটা আড্ডাটাইমস নয়, মুক্তিপাবে হইচই প্লাটফর্মে।
ভারতের নারী ক্রিকেটের মিতালি রাজকে নিয়ে তার নতুন সিনেমা ‘সাবাশ মিঠু’ কদিন পরই মুক্তি পেতে যাচ্ছে। ভারতের কোন নারী ক্রিকেটারকে নিয়ে এর আগে কোন সিনেমা হয়নি।
বাংলাদেশের দুই খ্যাতিমান খেলোয়ারকে সেলুলয়েডের পর্দায় বুনতে চান কলকাতার জনপ্রিয় পরিচালক সৃজিত মুখার্জি। আর দুটোই ক্রিকেট ও বাংলাদেশকেন্দ্রিক। সিনেমায় তুলে ধরতে চান বাংলাদেশের দুই সুপারস্টার ক্রিকেটার রকিবুল হাসান ও সাকিব আল হাসানকে।
আজ (৮ ডিসেম্বর) মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে চলা বাংলাদেশ ও পাকিস্তানের টেস্ট ম্যাচ দেখতে হাজির হয়ে নিজের ইচ্ছের কথা জানালেন এই নির্মাতা। বিবাহ বার্ষিকী পালন করতে বাংলাদেশে ‘শ্বশুর বাড়ি’তে এসেছেন কলকাতার জনপ্রিয় পরিচালক সৃজিত মুখার্জি। সেই ফাঁকে ক্রিকেটের পাড় ভক্ত সৃজিত চলে গেলেন বাংলাদেশ-পাকিস্তানের টেস্ট ম্যাচ দেখতে। বাংলাদেশের কোন গ্যালারিতে এই প্রথম খেলা দেখলেন।
সাকিবের প্রসঙ্গে তিনি বলেন,‘সাকিবকে নিয়ে তোমাদের এখানে কেউ বায়োপিক করবে না? আমার না খুব ইচ্ছে আছে সাকিবকে নিয়ে একটা বায়োপিক করব।’ সৃজিত যোগ করলেন,‘শুধু সাকিব না সাবেক ক্রিকেটার রকিবুল হাসানকে নিয়েও সিনেমা বানাতে চাই। রকিবুল হাসান সিনেমার জন্য দুর্দান্ত ক্যারেক্টার। কারণ যখন বাংলাদেশ স্বাধীন হয়নি তখন তিনি নিজ দেশের নেতার উদ্দেশে (বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান) কটু কথা বলায় পাকিস্তানি খোলেয়াড়কে শায়েস্তা করতেও দ্বিধা করেননি। আবার সবাই যখন পাকিস্তানের (অবিভক্ত) ইস্টিকার (তলোয়ার ও তারা) নিয়ে ব্যাট করতে নেমেছেন, তখন রকিবুল সেটা তুলে ফেলে ‘জয় বাংলা’ স্টিকার লাগিয়ে মাঠে নেমেছিলেন। উনার যে সাহসিকতা ও অবদান তার জন্য অবশ্যই তাকে নিয়ে সিনেমা হওয়া উচিত।’ তিনি প্রশ্ন তুললেন,‘ওটা নিয়ে তো কোন কাজ হয়নি, তাই না?’
এমনকি ব্যান্ডশিল্পী আজম খানকে সিনেমা বানাতে চেয়েছিলেন সৃজিত, ‘আজম খানকে নিয়ে কাজ করার আমার খুব ইচ্ছে ছিল। আজম খানেরও তো ক্রিকেটের সঙ্গে যোগাযোগ আছে। উনিও ক্রিকেট খেলতেন।’
এ সময় সৃজিত মনে করিয়ে দিলেন, ‘ফেলুদাও তো ক্রিকেট খেলতেন। অফ স্পিন বল করতেন।’ এই ফাঁকে সৃজিত জানিয়ে দিলেন ফেলুদাকে নিয়ে বানানো ওয়েব সিরিজের দ্বিতীয় সিজন আসবে আগামী মাসে। তৃতীয় সিজনের কাজও শেষ। তবে সেটা আড্ডাটাইমস নয়, মুক্তিপাবে হইচই প্লাটফর্মে।
ভারতের নারী ক্রিকেটের মিতালি রাজকে নিয়ে তার নতুন সিনেমা ‘সাবাশ মিঠু’ কদিন পরই মুক্তি পেতে যাচ্ছে। ভারতের কোন নারী ক্রিকেটারকে নিয়ে এর আগে কোন সিনেমা হয়নি।
অনুমতি ছাড়া বলিউড অভিনেত্রী ঐশ্বরিয়া রাইয়ের নাম-ছবি বেআইনিভাবে ব্যবহার করা হচ্ছে বিভিন্ন মাধ্যমে। এআই নির্মিত অশ্লীল-বিকৃত ছবি ছড়িয়ে দেওয়া হচ্ছে সোশ্যাল মিডিয়ায়। শুধু তা-ই নয়, প্রযুক্তির সাহায্য নিয়ে তাঁর কণ্ঠস্বরেরও অপব্যবহার হচ্ছে। তাই ভারতীয় আইন মোতাবেক ‘ব্যক্তিত্বের অধিকার’ কার্যকর করার দাবি
৬ ঘণ্টা আগেসংগীত ক্যারিয়ারে সাড়ে তিন দশকের পথচলা কনকচাঁপার। পুরো নাম রুমানা মোর্শেদ কনকচাঁপা। সাবিনা ইয়াসমীন ও রুনা লায়লার পর কনকচাঁপা প্লেব্যাক শিল্পী হিসেবে চলচ্চিত্রে ৩ হাজারের বেশি গানে কণ্ঠ দিয়েছেন। তাঁর অনেক গান শ্রোতাদের মুখে মুখে। জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন তিনবার। এ ছাড়া কনকচাঁপার একক অ্যালবাম
৬ ঘণ্টা আগেফিলিস্তিনের ওপর ইসরায়েলের বর্বরতা ও গণহত্যার বিরুদ্ধে শিল্পীদের প্রতিবাদ এবার আরও কঠোর হলো। আরও শক্ত অবস্থান নিলেন শিল্পীরা। হলিউডসহ সারা বিশ্বের বিভিন্ন ইন্ডাস্ট্রির ১২ শর বেশি শিল্পী ঘোষণা দিয়েছেন, এখন থেকে ইসরায়েলি কোনো ইনস্টিটিউশন কিংবা প্রযোজনা প্রতিষ্ঠানের সঙ্গে
৬ ঘণ্টা আগে১ থেকে ৫ সেপ্টেম্বর ভারতের দিল্লিতে অনুষ্ঠিত হয়েছে ‘ডক প্রোডিউসিং সাউথ’ শীর্ষক আয়োজন। স্বাধীন চলচ্চিত্র নির্মাতাদের নিয়ে অনুষ্ঠিত এই আয়োজনে তথ্যচিত্র নির্মাণের বাজেট, ডিস্ট্রিবিউশন পরিকল্পনা, চিত্রনাট্য রচনাসহ নানা বিষয়ে আলোচনা করেন বিভিন্ন দেশের নির্মাতা ও প্রযোজকেরা।
১ দিন আগে