Ajker Patrika

সাকিব-রকিবুলের বায়োপিক বানাবেন সৃজিত

সাকিব-রকিবুলের বায়োপিক বানাবেন সৃজিত

বাংলাদেশের দুই খ্যাতিমান খেলোয়ারকে সেলুলয়েডের পর্দায় বুনতে চান কলকাতার জনপ্রিয় পরিচালক সৃজিত মুখার্জি। আর দুটোই ক্রিকেট ও বাংলাদেশকেন্দ্রিক। সিনেমায় তুলে ধরতে চান বাংলাদেশের দুই সুপারস্টার ক্রিকেটার রকিবুল হাসান ও সাকিব আল হাসানকে।

আজ (৮ ডিসেম্বর) মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে চলা বাংলাদেশ ও পাকিস্তানের টেস্ট ম্যাচ দেখতে হাজির হয়ে নিজের ইচ্ছের কথা জানালেন এই নির্মাতা। বিবাহ বার্ষিকী পালন করতে বাংলাদেশে ‘শ্বশুর বাড়ি’তে এসেছেন কলকাতার জনপ্রিয় পরিচালক সৃজিত মুখার্জি। সেই ফাঁকে ক্রিকেটের পাড় ভক্ত সৃজিত চলে গেলেন বাংলাদেশ-পাকিস্তানের টেস্ট ম্যাচ দেখতে। বাংলাদেশের কোন গ্যালারিতে এই প্রথম খেলা দেখলেন।

সাকিবের প্রসঙ্গে তিনি বলেন,‘সাকিবকে নিয়ে তোমাদের এখানে কেউ বায়োপিক করবে না? আমার না খুব ইচ্ছে আছে সাকিবকে নিয়ে একটা বায়োপিক করব।’ সৃজিত যোগ করলেন,‘শুধু সাকিব না সাবেক ক্রিকেটার রকিবুল হাসানকে নিয়েও সিনেমা বানাতে চাই। রকিবুল হাসান সিনেমার জন্য দুর্দান্ত ক্যারেক্টার। কারণ যখন বাংলাদেশ স্বাধীন হয়নি তখন তিনি নিজ দেশের নেতার উদ্দেশে (বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান) কটু কথা বলায় পাকিস্তানি খোলেয়াড়কে শায়েস্তা করতেও দ্বিধা করেননি। আবার সবাই যখন পাকিস্তানের (অবিভক্ত) ইস্টিকার (তলোয়ার ও তারা) নিয়ে ব্যাট করতে নেমেছেন, তখন রকিবুল সেটা তুলে ফেলে ‘জয় বাংলা’ স্টিকার লাগিয়ে মাঠে নেমেছিলেন। উনার যে সাহসিকতা ও অবদান তার জন্য অবশ্যই তাকে নিয়ে সিনেমা হওয়া উচিত।’ তিনি প্রশ্ন তুললেন,‘ওটা নিয়ে তো কোন কাজ হয়নি, তাই না?’

ক্রিকেটার রকিবুল হাসানএমনকি ব্যান্ডশিল্পী আজম খানকে সিনেমা বানাতে চেয়েছিলেন সৃজিত, ‘আজম খানকে নিয়ে কাজ করার আমার খুব ইচ্ছে ছিল। আজম খানেরও তো ক্রিকেটের সঙ্গে যোগাযোগ আছে। উনিও ক্রিকেট খেলতেন।’

সাকিব আল হাসানএ সময় সৃজিত মনে করিয়ে দিলেন, ‘ফেলুদাও তো ক্রিকেট খেলতেন। অফ স্পিন বল করতেন।’ এই ফাঁকে সৃজিত জানিয়ে দিলেন ফেলুদাকে নিয়ে বানানো ওয়েব সিরিজের দ্বিতীয় সিজন আসবে আগামী মাসে। তৃতীয় সিজনের কাজও শেষ। তবে সেটা আড্ডাটাইমস নয়, মুক্তিপাবে হইচই প্লাটফর্মে।

শুটিংয়ের ফাঁকে ক্রিকেট খেলছেন সৃজিতভারতের নারী ক্রিকেটের মিতালি রাজকে নিয়ে তার নতুন সিনেমা ‘সাবাশ মিঠু’ কদিন পরই মুক্তি পেতে যাচ্ছে। ভারতের কোন নারী ক্রিকেটারকে নিয়ে এর আগে কোন সিনেমা হয়নি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত