সুন্দরবনজীবীদের কাছে পূজিত এক নারীশক্তি ‘বনবিবি’। যেসব জেলে, বাওয়ালি কিংবা মৌয়ালরা সুন্দরবনে যান জীবিকার প্রয়োজনে, তাঁদের কাছে বনবিবি হচ্ছেন সুরক্ষা দেবী। বাংলাদেশ ও ভারতের সুন্দরবন-ঘনিষ্ঠ লোকালয়ে বনবিবিকে নিয়ে ছড়িয়ে আছে নানা গল্প, উপকথা। এই চরিত্রের আবহ এবার উঠে আসছে বড় পর্দায়। কলকাতায় তৈরি হচ্ছে বনবিবিকে নিয়ে ছবি ‘বনবিবি’।
ছবিটি বানাচ্ছেন রাজদীপ ঘোষ। কাহিনি ও চিত্রনাট্য লিখেছেন রোহিত সৌম্য। অন্নপূর্ণা বসু ও রোহিত সৌম্যর সংলাপে নির্মিত ‘বনবিবি’ প্রযোজনা করছেন রানা সরকার ও সায়নদীপ ধর। প্রযোজক রানা সরকার জানান, ভারতে সুন্দরবন এবং সংলগ্ন অঞ্চলে ছবিটির শুটিং চলছে। চিত্রগ্রহণে আছেন সুপ্রিয় দত্ত।
‘বনবিবি’ ছবির মুখ্য চরিত্রে অভিনয় করছেন পার্নো মিত্র। ছবিতে তিনি আছেন রেশম চরিত্রে, যে একজন ‘বাঘ-বিধবা’। বছর তিনেক আগে তার স্বামীকে বাঘে নিয়ে যায়। স্বামীর মৃতদেহও খুঁজে পাওয়া যায়নি। সুন্দরবনে যেসব বিদেশি আসেন পর্যটক হয়ে, তাঁদের গাইড হিসেবে কাজ করে রেশম। সে স্বনির্ভর ও আত্মবিশ্বাসী।
‘বনবিবি’ ছবিতে আরও আছেন আর্য দাশগুপ্ত, দিব্যেন্দু ভট্টাচার্য, রূপাঞ্জনা মিত্র, মিশকা হালিম, দীপান্বিতা নাথ এবং একটি বিশেষ চরিত্রে সোহিনী সরকার। সুন্দরবন অঞ্চলের জীবন-জীবিকা, লোককথা ও অপরাধের গল্প উঠে আসবে ছবিতে। পাওয়া যাবে সব প্রতিবন্ধকতা ডিঙিয়ে নতুনভাবে বাঁচার অনুপ্রেরণা।
বনবিবির যাত্রাপালায় গান একটি গুরুত্বপূর্ণ অনুষঙ্গ। তাই ‘বনবিবি’ ছবিতে থাকবে এমন কিছু গান। সংগীত পরিচালনা করবেন সৌম্যদীপ শিকদার। গান গাইবেন সাহানা বাজপেয়ী, সোমলতা আচার্য চৌধুরীর মতো শিল্পীরা।
প্রযোজক রানা সরকার আশা করছেন, ‘বনবিবি’ হবে আগামী বছরের অন্যতম আলোচিত ছবি। জাতীয় ও আন্তর্জাতিক পরিমণ্ডলে ছবিটি নিয়ে যথেষ্ট কৌতূহল তৈরি হবে বলে আশা তাঁর। কোনো ওটিটি প্ল্যাটফর্ম নয়, ‘বনবিবি’ মুক্তি পাবে বড় পর্দায়—জানিয়েছেন প্রযোজক।
সুন্দরবনজীবীদের কাছে পূজিত এক নারীশক্তি ‘বনবিবি’। যেসব জেলে, বাওয়ালি কিংবা মৌয়ালরা সুন্দরবনে যান জীবিকার প্রয়োজনে, তাঁদের কাছে বনবিবি হচ্ছেন সুরক্ষা দেবী। বাংলাদেশ ও ভারতের সুন্দরবন-ঘনিষ্ঠ লোকালয়ে বনবিবিকে নিয়ে ছড়িয়ে আছে নানা গল্প, উপকথা। এই চরিত্রের আবহ এবার উঠে আসছে বড় পর্দায়। কলকাতায় তৈরি হচ্ছে বনবিবিকে নিয়ে ছবি ‘বনবিবি’।
ছবিটি বানাচ্ছেন রাজদীপ ঘোষ। কাহিনি ও চিত্রনাট্য লিখেছেন রোহিত সৌম্য। অন্নপূর্ণা বসু ও রোহিত সৌম্যর সংলাপে নির্মিত ‘বনবিবি’ প্রযোজনা করছেন রানা সরকার ও সায়নদীপ ধর। প্রযোজক রানা সরকার জানান, ভারতে সুন্দরবন এবং সংলগ্ন অঞ্চলে ছবিটির শুটিং চলছে। চিত্রগ্রহণে আছেন সুপ্রিয় দত্ত।
‘বনবিবি’ ছবির মুখ্য চরিত্রে অভিনয় করছেন পার্নো মিত্র। ছবিতে তিনি আছেন রেশম চরিত্রে, যে একজন ‘বাঘ-বিধবা’। বছর তিনেক আগে তার স্বামীকে বাঘে নিয়ে যায়। স্বামীর মৃতদেহও খুঁজে পাওয়া যায়নি। সুন্দরবনে যেসব বিদেশি আসেন পর্যটক হয়ে, তাঁদের গাইড হিসেবে কাজ করে রেশম। সে স্বনির্ভর ও আত্মবিশ্বাসী।
‘বনবিবি’ ছবিতে আরও আছেন আর্য দাশগুপ্ত, দিব্যেন্দু ভট্টাচার্য, রূপাঞ্জনা মিত্র, মিশকা হালিম, দীপান্বিতা নাথ এবং একটি বিশেষ চরিত্রে সোহিনী সরকার। সুন্দরবন অঞ্চলের জীবন-জীবিকা, লোককথা ও অপরাধের গল্প উঠে আসবে ছবিতে। পাওয়া যাবে সব প্রতিবন্ধকতা ডিঙিয়ে নতুনভাবে বাঁচার অনুপ্রেরণা।
বনবিবির যাত্রাপালায় গান একটি গুরুত্বপূর্ণ অনুষঙ্গ। তাই ‘বনবিবি’ ছবিতে থাকবে এমন কিছু গান। সংগীত পরিচালনা করবেন সৌম্যদীপ শিকদার। গান গাইবেন সাহানা বাজপেয়ী, সোমলতা আচার্য চৌধুরীর মতো শিল্পীরা।
প্রযোজক রানা সরকার আশা করছেন, ‘বনবিবি’ হবে আগামী বছরের অন্যতম আলোচিত ছবি। জাতীয় ও আন্তর্জাতিক পরিমণ্ডলে ছবিটি নিয়ে যথেষ্ট কৌতূহল তৈরি হবে বলে আশা তাঁর। কোনো ওটিটি প্ল্যাটফর্ম নয়, ‘বনবিবি’ মুক্তি পাবে বড় পর্দায়—জানিয়েছেন প্রযোজক।
আজ ‘রূপনগরের রাজকন্যা’খ্যাত চলচ্চিত্র অভিনেত্রী শবনমের ৮০তম জন্মদিন। এ উপলক্ষে দীর্ঘ ২৬ বছর পর তিনি অংশ নিয়েছেন কোনো টিভি অনুষ্ঠানে। চ্যানেল আইয়ের সাক্ষাৎকারভিত্তিক অনুষ্ঠানটির নাম ‘শবনম: রূপনগরের রাজকন্যা’।
১৮ ঘণ্টা আগেরুপালি পর্দার মানুষদের জীবনের গল্প নিয়ে সিনেমা বানাচ্ছেন নির্মাতা আলী জুলফিকার জাহেদী। নাম দিয়েছেন ‘চলচ্চিত্র: দ্য সিনেমা’। এই সিনেমায় যুক্ত হয়েছেন রুনা খান। তিনি অভিনয় করবেন একজন চিত্রনায়িকার চরিত্রে।
১৮ ঘণ্টা আগেআগামীকাল নাট্যাচার্য সেলিম আল দীনের ৭৬তম জন্মবার্ষিকী। এ উপলক্ষে নাট্যদল স্বপ্নদল ১৮ ও ১৯ আগস্ট জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ও বাংলাদেশ শিল্পকলা একাডেমির এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে আয়োজন করেছে দুই দিনব্যাপী ‘নাট্যাচার্য সেলিম আল দীন জন্মোৎসব ২০২৫’।
১৮ ঘণ্টা আগেগতকাল কলকাতার একটি পাঁচ তারকা হোটেলে ‘দ্য বেঙ্গল ফাইলস’ সিনেমার ট্রেলার প্রকাশ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। অনুষ্ঠানে যোগ দিতে শুক্রবার মুম্বাই থেকে কলকাতায় আসেন নির্মাতা বিবেক অগ্নিহোত্রী। নির্ধারিত সময়ে শুরু হলেও বাধার মুখে মাঝপথে বন্ধ হয়ে যায় অনুষ্ঠান।
১৮ ঘণ্টা আগে