Ajker Patrika

এক দশক পর অভিনয়ে শতাব্দী রায়

এক দশক পর অভিনয়ে শতাব্দী রায়

রাজনীতিতে পা দেওয়ার পর অভিনয় থেকে নিজেকে সরিয়ে নিয়েছিলেন অভিনেত্রী থেকে তৃণমূল সাংসদ হওয়া শতাব্দী রায়। তবে আর নয়, প্রায় একদশক পর এবার সিনেমার পর্দায় ফিরছেন শতাব্দী। পরিচালক দেবাদিত্য বন্দ্যোপাধ্যায়ের ছবি ‘দ্য জঙ্গিপুর ট্রায়াল’-এ আইনজীবীর চরিত্রে দেখা যাবে তাঁকে। যে আইনজীবী ৩৫ বছর পুরনো একটি মামলা পুনরায় শুরু করেন এবং তা নিয়ে তোলপাড় পড়ে যায়।

ভারতীয় সংবাদমাধ্যমে শতাব্দী রায় বলেন,‘আমি আবার নিশ্বাস নিতে চেয়েছিলাম। একজন সৃজনশীল মানুষ হিসেবে শুটিং ফ্লোরে ফিরে এসে নিজেকে ফিনিক্স পাখির মতো মনে হচ্ছে। সিনেমা, অভিনয় আমার কাছে নেশা। আমি আজ যা, যাই করি না কেন, আমার শিল্পের কাছে আমি চিরঋণী।’

তবে শতাব্দী বাংলা ছবি দিয়ে কামব্যাক করছেন না। ‘দ্য জঙ্গিপুর ট্রায়াল’ ছবিটি তৈরি হচ্ছে হিন্দিতে। শতাব্দী রায় ছাড়াও এই ছবিতে দেখা যাবে কবির বেদী, অমিত বহেল, জাভেদ জাফরি, রাজেশ খট্টর, জাকির হুসেইনের মতো অভিনেতাদের।

শতাব্দী রায়শতাব্দী রায় বলেন,‘এই সময়ের পরিচালকের সঙ্গে কাজ করতে চাই। এমন কোনও চরিত্রে অভিনয় করতে চাই, যার মধ্য়ে নানা চারিত্রিক বৈশিষ্ট রয়েছে। সৃজিত মুখার্জি, অনিরুদ্ধ রায়চৌধুরীর মতো পরিচালকের সঙ্গে কাজ করতে চাইব। আর বলিউডে রাজকুমার হিরানী ও কবির খান দারুণ কাজ করছেন।

সম্প্রতি দেবশ্রী রায় অভিনয়ে ফিরেছেন ধারাবাহিক ‘সর্বজয়া’তে। ইতিমধ্যেই জনপ্রিয় হয়েছে এই ধারাবাহিক। আর এবার ফের শতাব্দী রায়কে পর্দায় দেখার জন্য মুখিয়ে রয়েছেন অনুরাগীরা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত