Ajker Patrika

হেরা ফেরি থ্রির যাত্রা হলো শুরু

বিনোদন ডেস্ক
হেরা ফেরির তিন অভিনেতা অক্ষয় কুমার, পরেশ রাওয়াল ও সুনীল শেঠি। ছবি: সংগৃহীত
হেরা ফেরির তিন অভিনেতা অক্ষয় কুমার, পরেশ রাওয়াল ও সুনীল শেঠি। ছবি: সংগৃহীত

আবার ফিরছে ‘হেরা ফেরি’। বলিউডের কমেডি সিনেমার প্রসঙ্গ এলেই প্রথম দিকে থাকে প্রিয়দর্শন পরিচালিত হেরা ফেরির নাম। ২০০০ সালে মুক্তি পায় এ ফ্রাঞ্চাইজির প্রথম সিনেমা। ২০০৬ সালে আসে সিকুয়েল ‘ফির হেরা ফেরি’। এটিও সাফল্য পায়। ফির হেরা ফেরি এমনভাবে শেষ হয়েছিল, বোঝাই গিয়েছিল, আসবে পরের কিস্তি। তার পর থেকে কেবলই অপেক্ষা। প্রায় দুই দশক পর তৈরি হচ্ছে ‘হেরা ফেরি থ্রি’।

সম্প্রতি এ সিনেমার শুটিংয়ে একত্র হয়েছেন হেরা ফেরির তিন কান্ডারি পরেশ রাওয়াল, অক্ষয় কুমার ও সুনীল শেঠি। হিন্দুস্তান টাইমস জানিয়েছে, ৩ এপ্রিল হেরা ফেরি থ্রির প্রোমো শুটে আসেন সিনেমার তিন আলোচিত চরিত্র রাজু, শ্যাম ও বাবু ভাইয়া। এদিন প্রোমোর পাশাপাশি সিনেমার প্রথম দৃশ্যের শুটিংও করা হয়। এত দিন পর হেরা ফেরির গল্প নিয়ে ক্যামেরার সামনে দাঁড়িয়ে উচ্ছ্বসিত ছিলেন পরেশ, অক্ষয় ও সুনীল। সঙ্গে পরিচালক প্রিয়দর্শনও।

২০১৭ সাল থেকেই হেরা ফেরির তৃতীয় পর্ব নির্মাণের তোড়জোড় চলছিল। ওই সময় নীরাজ ভোরার পরিচালনা করার কথা ছিল। ‘ফির হেরা ফেরি’ তিনিই বানিয়েছিলেন। তৃতীয় পর্বে অভিনয়ের কথা ছিল জন আব্রাহাম, নানা পাটেকর ও অভিষেক বচ্চনের। ওই বছর নীরাজ ভোরার মৃত্যু হয়, থমকে যায় সিনেমার কাজ। পরের বছর ইন্দ্র কুমার যুক্ত হন পরিচালক হিসেবে। তিনি পরেশ, অক্ষয় ও সুনীলকে রাজি করান এ গল্পে ফেরার ব্যাপারে। তবে ‘টোটাল ধামাল’ নিয়ে ব্যস্ত হয়ে পড়ায় কাজটি পিছিয়ে যায়। পরে করোনার কারণে অনিশ্চিত হয়ে পড়ে হেরা ফেরি থ্রির ভবিষ্যৎ।

২০২২ সালে পরিচালক অনীশ বাজমিকে নিয়ে আবার শুটিং শুরুর উদ্যোগ নেওয়া হয়। ওই সময় রাজু চরিত্রে অক্ষয়ের বদলে কার্তিক আরিয়ানকে নেওয়ার গুঞ্জন শোনা যায়। ফরহাদ সামজির পরিচালনা করবেন, এমন কথা শোনা গিয়েছিল পরের বছর।

অনেক অনিশ্চয়তা পেরিয়ে এ বছর আবার আলোচনায় হেরা ফেরি থ্রি। ১৯ বছর পর ৬৮ বছর বয়সে তৃতীয় পর্ব পরিচালনার জন্য আবারও হেরা ফেরির ঘরে ফিরেছেন প্রিয়দর্শন। তিনি বলেন, ‘তৃতীয় পর্বটি বানানো খুব চ্যালেঞ্জের। কারণ, দর্শকের প্রত্যাশা অনেক বেড়েছে, অভিনেতাদেরও বয়স হয়ে গেছে। সে অনুযায়ী দর্শকের সামনে বিশ্বাসযোগ্য গল্প উপস্থাপন করাটাও গুরুত্বপূর্ণ। এগুলোকে আমি চ্যালেঞ্জ হিসেবে নিচ্ছি।’

জানা গেছে, ক্যামেরা ওপেন হলেও এখনই চূড়ান্ত শুটিংয়ে যাচ্ছেন না প্রিয়দর্শন। অক্ষয়কে নিয়ে ‘ভূত বাংলা’ সিনেমার পোস্ট প্রোডাকশনের কাজ শেষ করবেন আগামী জুনে। এরপর কয়েক মাসের বিরতি নিয়ে শুরু করবেন হেরা ফেরি থ্রির কাজ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এরদোয়ানের বাধায় নেতানিয়াহুকে মিসরের সম্মেলনে নিতে পারলেন না ট্রাম্প

ইসরায়েল থেকে মুক্তি পেলেও ফিলিস্তিনে ফিরছেন না ১৫৪ জন, যেতে হবে ‘অমানবিক’ নির্বাসনে

ভারতে দলিত পুলিশ কর্মকর্তার আত্মহত্যায় তোলপাড়, সুইসাইড নোটে বর্ণবৈষম্যের অভিযোগ

বাংলাদেশ-হংকং ফুটবল ম্যাচ টিভিতে দেখাবে না, তাহলে দেখার উপায়

রাজধানীতে ডিপ ফ্রিজ থেকে নারীর মরদেহ উদ্ধার

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত

অভিনয়ে ফিরতে চান কাবেরী

বিনোদন প্রতিবেদক, ঢাকা
কাবেরী।
কাবেরী।

আবারও সিনেমায় অভিনয় করতে চান চিত্রনায়িকা কাবেরী। সম্প্রতি তিনি জানিয়েছেন, মানসম্মত কাজের সুযোগ পেলে আবারও অভিনয় করতে চান, তবে অবশ্যই সেটা তাঁর বয়সের সঙ্গে মানানসই হতে হবে।

কাবেরী বলেন, ‘খুব ইচ্ছে করে সিনেমায় অভিনয় করি। কিন্তু একটা ভয় কাজ করে। সিনেমায় আগের মতো সেই শ্রদ্ধা, সম্মান আর নেই এখন। আমরা যখন কাজ করতাম তখন শিল্পীদের প্রতি সবার যে কী ভীষণ শ্রদ্ধা-ভালোবাসা ছিল, তা ভাষায় প্রকাশের নয়। কিন্তু এখন যা শুনি, তাতে মন খারাপ হয়ে যায়। তারপরও মাঝে মাঝে মনে হয়, আরেকবার ফিল্মে কাজ করি। কারণ, ফিল্ম থেকেই তো আমার আজকের কাবেরী হয়ে ওঠা। তবে অবশ্যই চরিত্রটা আমার সঙ্গে মানানসই হতে হবে।’

কাবেরীর পরিবারের অনেকেই বাংলা সিনেমায় অসামান্য অবদান রেখেছেন। উপমহাদেশের খ্যাতিমান নারী প্রযোজক মালতী দেবীর মেয়ে চিত্রনায়িকা কাবেরী। কাবেরীর ভাই উত্তম আকাশ দেশের প্রখ্যাত চলচ্চিত্র পরিচালক। স্বামী প্রদীপ দে একজন প্রযোজক, পরিচালক, পরিবেশক ও প্রদর্শক। কাবেরী ও প্রদীপ দম্পতির এক ছেলে এক মেয়ে। ছেলে সুদীপ দে সুমন চলচ্চিত্র প্রযোজক। ১৯৮৪ সালে ‘ন্যায় বিচার’ সিনেমায় অভিনয় করে শিশুশিল্পী হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছিলেন তিনি।

কাবেরী জানিয়েছেন, চাঁদপুর থেকে ঢাকার খিলগাঁওয়ে এসে যখন ক্লাস ফাইভ কিংবা সিক্সে পড়েন, তখন পরিচালক দীলিপ সোমের চোখে পড়েন তিনি। দীলিপ সোম কাবেরীর পরিবারের কাছে প্রস্তাব রাখেন তাঁকে নিয়ে ফোক সিনেমা নির্মাণের। পরিবারের সম্মতি পেয়ে কাবেরী ও শাম্মীকে নিয়ে দীলিপ সোম নির্মাণ করেন ফোক সিনেমা ‘মনি মালা’। মুক্তি পায় ১৯৭০ সালে। ১৯৭৩ সালে মুক্তি পায় তাঁর অভিনীত সুভাষ দত্তের ‘বলাকা মন’। এরপর ‘সুখদুঃখ’, ‘অবাক পৃথিবী’, ‘বাংলার চব্বিশ বছর’, ‘আমির ফকির’সহ শতাধিক সিনেমায় অভিনয় করে কাবেরী পেয়েছেন দর্শকের ভালোবাসা, শ্রদ্ধা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এরদোয়ানের বাধায় নেতানিয়াহুকে মিসরের সম্মেলনে নিতে পারলেন না ট্রাম্প

ইসরায়েল থেকে মুক্তি পেলেও ফিলিস্তিনে ফিরছেন না ১৫৪ জন, যেতে হবে ‘অমানবিক’ নির্বাসনে

ভারতে দলিত পুলিশ কর্মকর্তার আত্মহত্যায় তোলপাড়, সুইসাইড নোটে বর্ণবৈষম্যের অভিযোগ

বাংলাদেশ-হংকং ফুটবল ম্যাচ টিভিতে দেখাবে না, তাহলে দেখার উপায়

রাজধানীতে ডিপ ফ্রিজ থেকে নারীর মরদেহ উদ্ধার

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত

সুজানের নতুন গান ‘নিঝুম রাত’: ভিডিও তৈরি হলো এআই দিয়ে

বিনোদন প্রতিবেদক, ঢাকা
‘নিঝুম রাত’ গানের ভিডিওতে সুজান আফজাল। ছবি: সংগৃহীত
‘নিঝুম রাত’ গানের ভিডিওতে সুজান আফজাল। ছবি: সংগৃহীত

২০১৮ সালে নমনের সংগীত আয়োজনে ‘আঁধার পেরিয়ে’ শিরোনামের একটি অ্যালবাম প্রকাশ করেছিলেন সুজান আফজাল। গানগুলো শ্রোতাদের প্রশংসা কুড়িয়েছিল। এরপর ‘তুমিহীনা’, ‘স্বপ্নকথা’, ‘নিস্তব্ধ ভালোবাসা’সহ বেশ কিছু একক গান প্রকাশ করেন সুজান। নিজের প্রতিটি গানে ভিন্নতা আনার চেষ্টা করেন তিনি। এবার নতুন গান নিয়ে এলেন সুজান আফজাল। যথারীতি এই গানের সংগীতায়োজনেও থাকছে ভিন্নতা। তবে, এবার সুজান চমক দিয়েছেন গানের ভিডিওতে। পুরো ভিডিওটি বানিয়েছেন এআই দিয়ে।

সারা বিশ্বে এখন কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই দিয়ে ভিডিও কনটেন্ট তৈরি হচ্ছে। সেই কথা মাথায় রেখে প্রথমবারের মতো সুজান উপহার দিলেন সম্পূর্ণ এআই জেনারেটেড সিনেম্যাটিক মিউজিক ভিডিও। যেখানে শিল্পীদের চেহারায় কোনো ধরনের পরিবর্তন না এনে তৈরি হয়েছে পুরো ভিডিও।

সুজানের গাওয়া নতুন গানের শিরোনাম ‘নিঝুম রাত’। গানটি লিখেছেন ও সুর করেছেন সুজান। সংগীত পরিচালনা করেছেন নমন। সুজান নিজেই তৈরি করেছেন গানের পুরো ভিডিও। ১২ অক্টোবর গানটি ইউটিউবসহ দেশ-বিদেশের বিভিন্ন ডিজিটাল প্ল্যাটফর্মে মুক্তি পেয়েছে। ইতিমধ্যেই শ্রোতামহলে প্রশংসা কুড়াচ্ছে নিঝুম রাত।

এ প্রসঙ্গে কণ্ঠশিল্পী সুজান আফজাল বলেন, ‘সম্পূর্ণ এআই দিয়ে নিখুঁতভাবে গানের ভিডিওটি তৈরি হয়েছে। সব চিত্রায়ণ একদমই রিয়েল ক্যারেক্টর ইমেজ দিয়ে এডিটিং হয়েছে। এমন রিয়েল ক্যারেক্টর ইমেজভিত্তিক সিনেম্যাটিক ভিডিও দিয়ে বাংলাদেশে এআইভিত্তিক মিউজিক ভিডিওর আরেকটি অধ্যায়ের সূচনা হলো। আমরাই প্রথম এমন মিউজিক ভিডিও তৈরি করেছি। আশা করছি, দর্শকদের পছন্দ হবে।’

সংগীত পরিচালক নমন বলেন, ‘নিঝুম রাত গানটি মেলোডি ঘরানার। গানের সঙ্গে সামঞ্জস্য রেখেই এমন সিনেম্যাটিক মিউজিক ভিডিও বানানো হয়েছে। এআইভিত্তিক এমন মেইনস্ট্রিম ভিডিও সম্পাদন করা বড় চ্যালেঞ্জ ছিল। সেই চ্যালেঞ্জটাই জয় করার চেষ্টা করেছেন সুজান। আশা করি, সব শ্রোতার কাছে গানটি গ্রহণযোগ্যতা পাবে।’

ভিডিওটির গ্রাফিকস, কালার গ্রেডিং, এডিটিংসহ সব কাজই করেছেন সুজান আফজাল। গানে গিটার বাজিয়েছেন শামসুজ্জামান জামান। মিউজিক কম্পোজিশন, মিক্সিং ও মাস্টারিং করেছেন নমন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এরদোয়ানের বাধায় নেতানিয়াহুকে মিসরের সম্মেলনে নিতে পারলেন না ট্রাম্প

ইসরায়েল থেকে মুক্তি পেলেও ফিলিস্তিনে ফিরছেন না ১৫৪ জন, যেতে হবে ‘অমানবিক’ নির্বাসনে

ভারতে দলিত পুলিশ কর্মকর্তার আত্মহত্যায় তোলপাড়, সুইসাইড নোটে বর্ণবৈষম্যের অভিযোগ

বাংলাদেশ-হংকং ফুটবল ম্যাচ টিভিতে দেখাবে না, তাহলে দেখার উপায়

রাজধানীতে ডিপ ফ্রিজ থেকে নারীর মরদেহ উদ্ধার

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত

এক যুগ পর শততম মঞ্চায়ন নিয়ে ফিরছে ‘ডাকঘর’

বিনোদন প্রতিবেদক, ঢাকা
‘ডাকঘর’ নাটকের দৃশ্য
‘ডাকঘর’ নাটকের দৃশ্য

দুই যুগের বেশি সময় ধরে স্টুডিও থিয়েটারভিত্তিক নাট্যচর্চায় সরব থেকে নাট্যাঙ্গনে মুখর থেকেছে পালাকার। নানা বিষয়-বৈচিত্র্যের নাট্যনিরীক্ষা পালাকারকে স্বতন্ত্র পরিচয় এনে দিয়েছে। এক যুগেরও বেশি সময় পর মঞ্চে ফিরছে দলটির প্রশংসিত প্রযোজনা ‘ডাকঘর’। এ সপ্তাহে ৩টি প্রদর্শনীর মধ্য দিয়ে নাটকটির শততম মঞ্চায়ন উদ্‌যাপিত হবে।

রবীন্দ্রনাথ ঠাকুরের রচনা অবলম্বনে ডাকঘর নাটকের নির্দেশনা দিয়েছেন শামীম সাগর। ১৬ অক্টোবর সন্ধ্যা ৭টা এবং ১৭ অক্টোবর বিকেল ৫টা ও সন্ধ্যা ৭টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির স্টুডিও থিয়েটার হলে প্রদর্শিত হবে নাটকটি।

ডাকঘর নাটকের গল্পে দেখা যাবে, শরতে প্রাণের উৎসবে মেতেছে ছেলের দল। এর মাঝেই গগন হরকরার গানে উদাসী সুর বাজে, সঙ্গে বাজে মাধবদত্তের হৃদয়। কবিরাজের চেষ্টা মাধবের হৃদয়কে বাঁধতে পারে না। মুক্তপ্রাণের কলরবকে সঙ্গী করে হাজির হয় ঠাকুরদা। বদ্ধ প্রাণের প্রতি বড় বিরূপ আচরণ তার। ঠাকুরদা চলে গেলে মাধবের প্রাণ প্রতিষ্ঠা পায় পাখিরূপে। আর এই প্রাণ পাখির রূপান্তরই অমল। স্বপ্নচারী অমলের মুক্ত হওয়ার আকুতি অসীম। মাধবের ভেতরের রুদ্ধ অমল মুক্তির প্রতীক্ষায় কখনো কাঁদে, কখনো গল্পের ঝুলি সাজায়।

অমল আর মাধবের মাঝে ক্ষণে জমে ওঠে খুনসুটি, আবার ক্ষণে দুজনের রূপান্তর ঘটে দুই সত্তায়; যার একজন নিরেট বাস্তববাদী আর অন্যজন সওয়ার হতে চায় কল্পনার ঘোড়ার পিঠে। তারপর স্বপ্নবিলাসী ঠাকুরদা দইওয়ালা, প্রহরী, আবার কখনো ফকির হয়ে এসে সহস্র স্বপ্নের ফসল বুনে চলে অমলের সরল মনের জমিনে। কখনো অমল স্বপ্ন দেখে, আবার কখনো স্বপ্নে ভাসিয়ে দেয় ঠাকুরদাকে। এ খেলা জমতে থাকে শেষাবধি।

ডাকঘর নাটকটি নিয়ে নির্দেশক শামীম সাগর বলেন, ‘আমরা সবাই অপেক্ষায় আছি। আমাদের এই ছোট্ট শরীরটার পানে বিরাট বিশ্ব-শরীরের একটা আনন্দের টান কাজ করছে সব সময়। এটা পূর্ণতার আকর্ষণ। এই পূর্ণতাপ্রাপ্তি যদি ঘটে কারও, তখন স্বজনহারাদের বুকে বাজে হাহাকার। কিন্তু কোনো মৃত্যুই নিঃশেষের কথা বলে না। সীমাবদ্ধ জীবন থেকে অসীমে যাবার মুক্তির চিঠি হচ্ছে মৃত্যু। মুক্তি সব সময়ই আনন্দের। আর এই আনন্দে মেতে ওঠার উৎসবেই মেতেছি আমরা ডাকঘরে। এখানে বিষণ্নতার অণু পরিমাণ স্থানও নেই।’

ডাকঘর নাটকে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন ফেরদৌসী শর্মী, ফরহাদ লিমন, সুমন, আশিক, শুভ, নাহিদা শারমীন, নাহরিন, ইকতারুল, তুহিন, সেতু, শাহজাহান, পিটার, রবিন ও আমিনুর রহমান মুকুল। মঞ্চ পরিকল্পনায় আমিনুর রহমান মুকুল, আলোক পরিকল্পনায় জুনায়েদ ইউসুফ, কোরিওগ্রাফিতে সুমি ডরথী রোজারিও, বেশভূষা পরিকল্পনায় রয়েছেন নাহিদা শারমিন ও চারু পিন্টু।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এরদোয়ানের বাধায় নেতানিয়াহুকে মিসরের সম্মেলনে নিতে পারলেন না ট্রাম্প

ইসরায়েল থেকে মুক্তি পেলেও ফিলিস্তিনে ফিরছেন না ১৫৪ জন, যেতে হবে ‘অমানবিক’ নির্বাসনে

ভারতে দলিত পুলিশ কর্মকর্তার আত্মহত্যায় তোলপাড়, সুইসাইড নোটে বর্ণবৈষম্যের অভিযোগ

বাংলাদেশ-হংকং ফুটবল ম্যাচ টিভিতে দেখাবে না, তাহলে দেখার উপায়

রাজধানীতে ডিপ ফ্রিজ থেকে নারীর মরদেহ উদ্ধার

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত

অরিজিৎ সিংয়ের সঙ্গে দ্বন্দ্ব নিয়ে মুখ খুললেন সালমান খান

বিনোদন ডেস্ক
সালমান খান ও অরিজিৎ সিং। ছবি: সংগৃহীত
সালমান খান ও অরিজিৎ সিং। ছবি: সংগৃহীত

বড় পর্দা আর ছোট পর্দা—দুই মাধ্যমেই ব্যস্ত সময় যাচ্ছে সালমান খানের। নতুন সিনেমা ‘ব্যাটল অব গালওয়ান’-এর শুটিং করছেন। পাশাপাশি চলছে ‘বিগ বস ১৯’-এর উপস্থাপনা। বিগ বসের রোববারের পর্বে বলা চলে বোমা ফাটালেন সালমান খান। এমন বিষয় নিয়ে মুখ খুললেন, যেটা নিয়ে গত এক যুগে কখনো কথা বলেননি।

দীর্ঘ ৯ বছর অরিজিৎ সিংয়ের সঙ্গে মুখ দেখাদেখি বন্ধ ছিল সালমান খানের। অনেকেই ভেবেছিলেন, সালমানের সঙ্গে ঝামেলার পর হয়তো বলিউডে অরিজিতের ক্যারিয়ার শেষ। তবে অরিজিৎ ঠিকই নীরবে কাজ করে গেছেন। ধরে রেখেছেন বলিউডে নিজের অবস্থান। অনেক বছর পর অতীতের বিবাদ ভুলে ২০২৩ সালে ‘টাইগার থ্রি’ সিনেমায় অরিজিতকে দিয়ে গান গাওয়ান সালমান। তবে গায়কের সঙ্গে সম্পর্কের অবনতি হওয়া নিয়ে কখনো মুখ খোলেননি বলিউড ভাইজান। এই প্রথম বিগ বস ১৯-এর মঞ্চে উইকেন্ড কা বার পর্বে সালমান স্বীকার করলেন, ভুলটা তাঁরই ছিল।

বিগ বসের এ পর্বে অতিথি হয়ে এসেছিলেন কমেডিয়ান রবি গুপ্ত। তাঁর সঙ্গে অরিজিতের মুখের আদল খানিকটা মেলে। তাই সালমানের সামনে আসার আগে নাকি বেশ ভয়ে ভয়েই ছিলেন রবি। এ কথা শুনে হেসে ফেলেন সালমান। তারপর বলেন, ‘অরিজিৎ আর আমি খুব ভালো বন্ধু। একটা ভুল বোঝাবুঝি হয়েছিল, সেটা অবশ্য আমার দিক থেকেই হয়েছে। ওই ঘটনার পর ও তো আমার জন্য গানও গেয়েছে। টাইগার থ্রিতে ওর গান আছে। সামনে ব্যাটল অব গালওয়ান সিনেমাতেও অরিজিৎ গাইবে।’

সালমানের এমন সহজ স্বীকারোক্তিতে রীতিমতো হইচই পড়ে গেছে ভক্তদের মধ্যে। কী এমন হয়েছিল যে দুজনের সম্পর্কে চিড় ধরে? সেটা জানতে পিছিয়ে যেতে হবে ১১ বছর আগে। সাল ২০১৪। স্টার গিল্ডস অ্যাওয়ার্ড শোয়ের মঞ্চে সালমান-অরিজিতের দ্বন্দ্ব শুরু। সেই শোয়ের সঞ্চালনায় ছিলেন সালমান। এতে সেরা গায়ক হিসেবে পুরস্কার পান অরিজিৎ। এর আগে কলকাতায় একটি গানের কাজ নিয়ে ব্যস্ত ছিলেন। টানা ১২-১৩ ঘণ্টা কাজের পর ক্লান্ত শরীরে মুম্বাইয়ে ওই অ্যাওয়ার্ড অনুষ্ঠানে পৌঁছান অরিজিৎ।

বিজয়ী হিসেবে তাঁর নাম ঘোষণার পর মঞ্চে পৌঁছাতে কিছুটা সময় লাগে অরিজিতের। সালমান তাঁকে ঠাট্টা করে বলেছিলেন ‘ঘুমিয়ে পড়েছিলি নাকি?’ উত্তরে গায়ক বলেন, ‘আপনারাই তো আমাকে ঘুম পাড়িয়ে দিলেন।’ এ উত্তর পছন্দ হয়নি সালমানের। তবে আগুনে ঘি পড়ে যখন অরিজিৎ পুরস্কার নিয়ে মঞ্চ থেকে নেমে চেয়ারে না বসে সোজা বাইরে চলে যান। সালমানের মনে হয়েছিল, অরিজিৎ তাঁকে ঔদ্ধত্য দেখিয়েছেন।

সালমানের মুখের ওপর জবাব দেওয়ার ফলে বেশ ভুগতে হয়েছিল অরিজিতকে। ‘কিক’ সিনেমার জন্য গান রেকর্ড করেছিলেন অরিজিৎ। সালমানের নির্দেশে সেই গান বাদ দেওয়া হয়। ‘বজরঙ্গি ভাইজান’ সিনেমাতেও গাওয়ার কথা ছিল, সেটাও শেষ পর্যন্ত হয়নি। তবে অরিজিৎ হাল ছেড়ে দেননি। প্রকাশ্যে ক্ষমা চান। তাতেও মন গলেনি সালমানের। ঘটনার ৯ বছর পর মন বদলায় বলিউড ভাইজানের। ‘টাইগার থ্রি’র গান দিয়ে আবার একত্র হন তাঁরা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এরদোয়ানের বাধায় নেতানিয়াহুকে মিসরের সম্মেলনে নিতে পারলেন না ট্রাম্প

ইসরায়েল থেকে মুক্তি পেলেও ফিলিস্তিনে ফিরছেন না ১৫৪ জন, যেতে হবে ‘অমানবিক’ নির্বাসনে

ভারতে দলিত পুলিশ কর্মকর্তার আত্মহত্যায় তোলপাড়, সুইসাইড নোটে বর্ণবৈষম্যের অভিযোগ

বাংলাদেশ-হংকং ফুটবল ম্যাচ টিভিতে দেখাবে না, তাহলে দেখার উপায়

রাজধানীতে ডিপ ফ্রিজ থেকে নারীর মরদেহ উদ্ধার

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত