Ajker Patrika

‘টুঙ্গিপাড়ার সাহসী খোকা’র দল যাচ্ছে টুঙ্গিপাড়ায়

‘টুঙ্গিপাড়ার সাহসী খোকা’র দল যাচ্ছে টুঙ্গিপাড়ায়

করোনা পরিস্থিতিতে ১৬টি পূর্ণদৈর্ঘ্য ও ৯টি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের জন্য গত বছর অনুদান দিয়েছে তথ্য মন্ত্রণালয়। এর মাঝে সর্বোচ্চ আর্থিক অনুদান পেয়েছে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে ‘টুঙ্গিপাড়ার দুঃসাহসী খোকা’ নামের চলচ্চিত্রটি। এটি পরিচালনা করছেন মুশফিকুর রহমান গুলজার। নির্মাতা জানিয়েছেন, বেশ বড় ক্যানভাসের ছবি হবে এটি। ফলে সব মিলিয়ে এই ছবিটি এখন পর্যন্ত আলোচনায় শীর্ষে। এরই মাঝে নির্মাতা জানিয়ে দিলেন ছবির শুটিং শুরুর তারিখ। জানিয়েছেন বেশ কজন অভিনেতার নাম।

আগামী ৫ অক্টোবর থেকে এই ছবির প্রথম লটের শুটিং শুরু হবে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায়। এই ছবিতে উঠে আসবে বঙ্গবন্ধু কৈশোর ও যৌবনের গল্প। আর এ দুটি সময় তুলে ধরতে ছবির বিভিন্ন চরিত্রে থাকছেন শহীদুল আলম সাচ্চু, লুৎফর রহমান জর্জ, ফজলুর রহমান বাবু, গোলাম ফরিদা ছন্দা, এলিনা শাম্মী প্রমুখ।

বঙ্গবন্ধুর তিন বয়স উঠে আসবে এই ছবিতে। তিন বয়সের বঙ্গবন্ধুর চরিত্রে কারা অভিনয় করবেন সেই নামগুলো এখনই ঘোষণা করতে চাইলেন না নির্মাতা। শুধু জানালেন, ‘তিনজনই নতুন মুখ নেব। সংবাদ সম্মেলন করে তাঁদের আনুষ্ঠানিকভাবে পরিচয় করিয়ে দেওয়া হবে।’

মুশফিকুর রহমান গুলজার বলেন, ‘এ ছবিতে প্রচলিত নায়ক-নায়িকা থাকবেন না। আমি ভালো অভিনয়শিল্পী খুঁজেছি। ছবিটির জন্য অনেক দিন ধরে পরিশ্রম করছি। তথ্য সংগ্রহ করে পাণ্ডুলিপি করেছি। এতে বঙ্গবন্ধুর ছোটবেলা ও বড়বেলার ঘটনা উঠে আসবে। আর যেহেতু বঙ্গবন্ধু প্রশ্নাতীত এক ব্যক্তিত্ব, তাই চরিত্রটির রূপায়ণে খুবই সতর্ক আমি। ইতিমধ্যে দুজনকে চূড়ান্ত করেছি। তবে তাঁরা মিডিয়ায় সেভাবে পরিচিত নন। তাঁদের নিয়েই প্রস্তুতি নিচ্ছি।’

এলিনা শাম্মী বলেন, ‘আমার চরিত্রটা নিয়ে এখন বলা বারণ আছে। আমাদের শুটিং শুরু হলেই গুলজার ভাই বিস্তারিত বলবেন। তবে আমরা শুটিংয়ের জন্য প্রস্তুতি নিচ্ছি। এমন একটা গল্পে কাজ করার সুযোগ পেয়েছি। গুলজার ভাইয়ের সঙ্গে কাজ করতে পারব। এই সেটে থাকতে পারাও আমার জন্য অনেক অভিজ্ঞতা নিয়ে আসবে।’

অনুদানে সবচেয়ে বেশি বরাদ্দ ৭০ লাখ টাকা পেয়েছেন মুশফিকুর রহমান গুলজার। সঙ্গে নিজেও থাকছেন প্রযোজক হিসেবে। তিনি বলেন, ‘বহুদিন ধরেই বঙ্গবন্ধুর কৈশোর ও যৌবনকাল নিয়ে চলচ্চিত্রটি নির্মাণের স্বপ্ন ও পরিকল্পনা ছিল। বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীতে সেটা পূরণ হতে যাচ্ছে, এটা আনন্দের। সরকার অনুদান দেওয়ায় এই কাজটি করা আমার জন্য সহজ হলো। সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত