যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় রোববার (২৫ জুন) রাতে নিউইয়র্কের জ্যামাইকার অ্যামাজুরা হলে ২১ তম ঢালিউড ফিল্ম অ্যান্ড মিউজিক অ্যাওয়ার্ডের প্রথম পর্ব মিউজিক অ্যাওয়ার্ড অনুষ্ঠিত হয়। সেখানে অংশ নিতে বাংলাদেশ থেকে উড়ে গিয়েছিলেন দেশের একঝাঁক তারকা অভিনেতা ও সংগীতশিল্পী। সেখানে পারফর্ম করার জন্য ঢাকা থেকে সেই বহরে ছিলেন আলোচিত নায়ক জায়েদ খান। রাত সাড়ে নয়টায় পারফর্ম করার জন্য মঞ্চে ওঠেন তিনি। কিন্তু তার নাম ঘোষণা করতেই হল ভর্তি হাজারো দর্শক ভুয়া ভুয়া ধ্বনি তোলেন। এ সময় তিনি মঞ্চ ত্যাগ করতে বাধ্য হোন।
ঢাকা থেকে যাওয়া তারকাশিল্পী মোশাররফ করিম চঞ্চল চৌধুরী, মেহের আফরোজ শাওন, জেমস, তাহসান এবং চিরকুট ব্যান্ডের শিল্পী সুমীসহ একঝাঁক তারকা শিল্পী বিভিন্ন পরিবেশনায় অংশ নেন। হাজারেরও বেশি দর্শক অনুষ্ঠানটি উপভোগ করেন। কিন্তু দর্শকেরা বাঁধ সাধেন অনুষ্ঠানের শেষভাগে এসে।
উপস্থাপক ও অভিনেতা সাজু খাদেম জায়েদ খানকে মঞ্চে আহ্বান জানালে শত শত দর্শক একসঙ্গে তাকে ‘ভুয়া’ বলে চিৎকার করতে থাকেন। এতে বিব্রত হন তিনি। কয়েকবার মঞ্চ থেকে বেরিয়েও যান।
তখন বাধ্য হয়ে অনুষ্ঠানের আয়োজক শো-টাইম মিউজিকের কর্ণধার আলমগীর আলম খান দর্শকের উদ্দেশ্যে বলেন, ‘বাড়িতে অতিথি এলে তাকে সম্মান করতে হয়। নিশ্চয়ই আমরা সেটা করব।’
এরপর জায়েদ খান নবাগত নায়িকা প্রিয়ামনিকে সঙ্গে নিয়ে মঞ্চে আসেন। কথা ছিল তিনি প্রিয়ামনির সঙ্গে নাচবেন। এরপরও দর্শকেরা তাকে ‘ভুয়া’ বলতে থাকেন। কিন্তু জায়েদ খান তাতে কর্ণপাত না করে নাচের বদলে একটি গানের কয়েক লাইন গেয়ে মঞ্চ ছেড়ে যান।
জানা গেছে, ঢালিউড ফিল্ম অ্যান্ড মিউজিক অ্যাওয়ার্ডের দ্বিতীয় পর্ব ফিল্ম অ্যাওয়ার্ড অনুষ্ঠিত হবে পয়লা জুলাই যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ায়। এ দিন ঢাকা থেকে যাওয়া একঝাঁক তারকাশিল্পী অংশ নেবেন।
যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় রোববার (২৫ জুন) রাতে নিউইয়র্কের জ্যামাইকার অ্যামাজুরা হলে ২১ তম ঢালিউড ফিল্ম অ্যান্ড মিউজিক অ্যাওয়ার্ডের প্রথম পর্ব মিউজিক অ্যাওয়ার্ড অনুষ্ঠিত হয়। সেখানে অংশ নিতে বাংলাদেশ থেকে উড়ে গিয়েছিলেন দেশের একঝাঁক তারকা অভিনেতা ও সংগীতশিল্পী। সেখানে পারফর্ম করার জন্য ঢাকা থেকে সেই বহরে ছিলেন আলোচিত নায়ক জায়েদ খান। রাত সাড়ে নয়টায় পারফর্ম করার জন্য মঞ্চে ওঠেন তিনি। কিন্তু তার নাম ঘোষণা করতেই হল ভর্তি হাজারো দর্শক ভুয়া ভুয়া ধ্বনি তোলেন। এ সময় তিনি মঞ্চ ত্যাগ করতে বাধ্য হোন।
ঢাকা থেকে যাওয়া তারকাশিল্পী মোশাররফ করিম চঞ্চল চৌধুরী, মেহের আফরোজ শাওন, জেমস, তাহসান এবং চিরকুট ব্যান্ডের শিল্পী সুমীসহ একঝাঁক তারকা শিল্পী বিভিন্ন পরিবেশনায় অংশ নেন। হাজারেরও বেশি দর্শক অনুষ্ঠানটি উপভোগ করেন। কিন্তু দর্শকেরা বাঁধ সাধেন অনুষ্ঠানের শেষভাগে এসে।
উপস্থাপক ও অভিনেতা সাজু খাদেম জায়েদ খানকে মঞ্চে আহ্বান জানালে শত শত দর্শক একসঙ্গে তাকে ‘ভুয়া’ বলে চিৎকার করতে থাকেন। এতে বিব্রত হন তিনি। কয়েকবার মঞ্চ থেকে বেরিয়েও যান।
তখন বাধ্য হয়ে অনুষ্ঠানের আয়োজক শো-টাইম মিউজিকের কর্ণধার আলমগীর আলম খান দর্শকের উদ্দেশ্যে বলেন, ‘বাড়িতে অতিথি এলে তাকে সম্মান করতে হয়। নিশ্চয়ই আমরা সেটা করব।’
এরপর জায়েদ খান নবাগত নায়িকা প্রিয়ামনিকে সঙ্গে নিয়ে মঞ্চে আসেন। কথা ছিল তিনি প্রিয়ামনির সঙ্গে নাচবেন। এরপরও দর্শকেরা তাকে ‘ভুয়া’ বলতে থাকেন। কিন্তু জায়েদ খান তাতে কর্ণপাত না করে নাচের বদলে একটি গানের কয়েক লাইন গেয়ে মঞ্চ ছেড়ে যান।
জানা গেছে, ঢালিউড ফিল্ম অ্যান্ড মিউজিক অ্যাওয়ার্ডের দ্বিতীয় পর্ব ফিল্ম অ্যাওয়ার্ড অনুষ্ঠিত হবে পয়লা জুলাই যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ায়। এ দিন ঢাকা থেকে যাওয়া একঝাঁক তারকাশিল্পী অংশ নেবেন।
সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে নায়ক রুবেলের মৃত্যুর খবর। এমন ঘটনায় বিরক্তি প্রকাশের পাশাপাশি যাঁরা মিথ্যা ছড়াচ্ছেন, তাঁদের হুঁশিয়ার করে দিলেন রুবেলের বড় ভাই অভিনেতা, প্রযোজক ও নির্দেশক মাসুদ পারভেজ সোহেল রানা।
৩ ঘণ্টা আগেভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলায় ২৬ জন নিহত হওয়ার পর নয়া দিল্লি পাকিস্তানের সঙ্গে ৬ দশকের পুরোনো সিন্ধু পানিবণ্টন চুক্তি স্থগিতের ঘোষণা দেয়। তবে সেই ঘোষণা কতটা কার্যকর হয়েছে তা এখনো সঠিকভাবে জানা যায়নি। দুই দেশের মূল ধারার গণমাধ্যম এই বিষয়ে সেই অর্থে কোনো তথ্য দেয়নি।
৬ ঘণ্টা আগেঈদে মুক্তি পাওয়া আফরান নিশো অভিনীত ‘দাগি’ সিনেমায় জেফার রহমানের গাওয়া ‘নিয়ে যাবে কি’ শিরোনামের গানটি ইতিমধ্যেই শ্রোতাদের মন ছুঁয়েছে। অনলাইনেও গানটি নেটিজেনদের প্রশংসা কুড়াচ্ছে। ‘নিয়ে যাবে কি আমায় দূরে কল্পনায়, তোমার আর আমার গল্পে কি আবার হবে নতুন সূচনা’ এমন কথায় গানটি লিখেছেন বাঁধন, সুর করেছেন জেফার
১৩ ঘণ্টা আগেআন্তর্জাতিক নৃত্য দিবসে নতুন উদ্যোগের কথা জানালেন অভিনেত্রী ও নৃত্যশিল্পী উম্মে হাবিবা। রাজধানীর নিকেতনে শুরু করেছেন নিজের নৃত্য প্রতিষ্ঠান। টিম কালারস ড্যান্স ক্লাস নামের এই প্রতিষ্ঠানে ভরতনাট্যম, সেমি-ক্লাসিক্যাল, কনটেম্পরারি ও বলিউড নৃত্যশৈলীতে প্রশিক্ষণ দেওয়া হবে।
১৩ ঘণ্টা আগে