Ajker Patrika

নায়ক ফারুক হাঁটছেন, কথা বলছেন

নায়ক ফারুক হাঁটছেন, কথা বলছেন

চিত্রনায়ক ও সংসদ সদস্য আকবর হো‌সেন পাঠান ফারুকের শারীরিক অবস্থার অনেক উন্নতি হয়েছে। আগে কথা বলতে না পারলেও তিনি এখন কথা বলতে পারছেন। তাঁর শারীরিক অবস্থা উন্নতির কারণে আইসিইউ থেকে কেবিনে আনা হয়েছে। সেখানে তিনি চিকিৎসা নিচ্ছেন। কথা বলছেন, নামাজ পড়ছেন বলেও জানান শিল্পী সমিতির সাধারণ সম্পাদক জায়েদ খান। তিনি আরও বলেন, ‘স্বাভাবিক খাবার খাচ্ছেন। হাঁটছেন। ইনশাআল্লাহ খুব তাড়াতাড়ি আমাদের মাঝে ফিরে আসবেন, কথা দিয়েছেন।’

জায়েদ যোগ করেন,‘ভাবীর প্রতি অসীম কৃতজ্ঞতা। একজন আদর্শ স্ত্রী। ফারুক ভাই ভাগ্যবান ওনার মত জীবনসঙ্গী পেয়েছেন। সবার কাছে দোয়া চেয়েছেন মিয়া ভাই। সবাই দোয়া করবেন।’

আকবর হো‌সেন পাঠান ফারুকফারুকের শারীরিক অবস্থা উন্নতির বিষয়টি জানিয়েছেন তাঁর স্ত্রী ফারহানা পাঠানও। চিত্রনায়কের স্ত্রী বলেন, ‘প্রায় ১ মাসের বেশি সময় ধরে কেবিনে থেকে চিকিৎসা নিচ্ছেন। শারীরিক অবস্থা আগের চেয়ে অনেক ভালো। স্বাভাবিকভাবে খাবার খাচ্ছেন। তবে পুরোপুরি সুস্থ হতে আরও কিছুদিন লাগবে। তার জন্য সবাই দোয়া করবেন।

গত মার্চের প্রথম সপ্তাহ থেকে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন তিনি। ২১ মার্চ থেকে আইসিইউতে ছিলেন ঢাকা-১৭ আসনের এই সাংসদ। নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য চলতি বছরের মার্চ মাসের প্রথম দিকে সিঙ্গাপুরে যান অভিনেতা ও সাংসদ আকবর হোসেন পাঠান ফারুক। পরীক্ষায় তার রক্তে সংক্রমণ ধরা পড়ে। হাসপাতালে ভর্তির কয়েক দিন পর তার মস্তিষ্কেও সংক্রমণ ধরা পড়ে।

আকবর হো‌সেন পাঠান ফারুকজানা যায়, নায়ক ফারুক গত আট বছর ধরে সিঙ্গাপুরের এই হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। ফারুকের স্ত্রী ফারহানা জানান, মার্চের শেষের দিকে যে অবস্থা তৈরি হয়েছিল, তাতে ভীষণ চিন্তায় ফেলে দিয়েছিলেন এই নায়ক। এখন সেই আশঙ্কা অনেকটা কেটে গেছে। রক্তচাপ ও মস্তিষ্কে যে সমস্যা ছিল, তা চিকিৎসকেরা নিয়ন্ত্রণে এনেছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নিজের প্রস্রাব পান করে ‘আশিকি’ অভিনেত্রী অনু আগারওয়াল বললেন, ‘আহা অমৃত’

মে. জে. ফজলুরের সেভেন সিস্টার্স দখলের মন্তব্য সমর্থন করে না সরকার: পররাষ্ট্র মন্ত্রণালয়

বাংলাদেশ ও পাকিস্তানে স্টারলিংকের প্রস্তাবিত কার্যক্রমের বিস্তারিত চায় ভারত

গায়ে কেরোসিন ঢেলে কলেজছাত্রীর আত্মহনন, পলাতক ইমাম গ্রেপ্তার

ভারত-বাংলাদেশ বাণিজ্য বিধিনিষেধের মূল্য গুনছেন ব্যবসায়ীরা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত