বিনোদন প্রতিবেদক, ঢাকা
আজ ২৫ অক্টোবর একসঙ্গে দুটি আলোচিত হলিউড সিনেমা মুক্তি পাচ্ছে দেশে। জনপ্রিয় সুপারহিরো সিনেমা ভেনম ফ্রাঞ্চাইজির নতুন ছবি ‘ভেনম: দ্য লাস্ট ড্যান্স’ বিশ্বব্যাপী মুক্তি পাচ্ছে আজ। একই দিনে সিনেমাটি মুক্তি পাচ্ছে দেশের স্টার সিনেপ্লেক্সে। এ ছাড়া ১৬ অক্টোবর বিশ্বব্যাপী মুক্তি পাওয়া সাইকো হরর সিনেমা ‘স্মাইল টু’ মুক্তি পাচ্ছে আজ স্টার সিনেপ্লেক্সে।
ভেনম: দ্য লাস্ট ড্যান্স
হলিউডের জনপ্রিয় সুপারহিরো চলচ্চিত্র ভেনম ফ্র্যাঞ্চাইজির তৃতীয় কিস্তি ‘ভেনম: দ্য লাস্ট ড্যান্স’ মুক্তি পাওয়ার কথা ছিল ২০২৩ সালের ৮ নভেম্বর। কিন্তু হলিউডে ধর্মঘটের কারণে কাজ বন্ধ হয়ে যায় সিনেমাটির। অবশেষে আজ বিশ্বব্যাপী মুক্তি পাচ্ছে সিনেমাটি। এটি ভেনম ট্রিলজির চূড়ান্ত পর্ব। ভেনম চরিত্রে এবারও থাকছেন টম হার্ডি। এ ছাড়া থাকছেন জুনো টেম্পল, চিওয়েটেল ইজিওফোর ও ক্লার্ক ব্যাকো। পরিচালনা করেছেন কেরি মার্সেল। চিত্রনাট্য লিখেছেন যৌথভাবে কেরি মার্সেল ও টম হার্ডি। প্রথম দুটি সিনেমা পরিচালনা করেছিলেন যথাক্রমে রুবেন ফ্লেশার ও অ্যান্ডি সার্কিস। বক্স অফিসে মোট ১.৩ বিলিয়ন আয় করেছিল সিনেমা দুটি।
স্মাইল টু
হলিউডের জনপ্রিয় সাইকো-হরর ফ্রাঞ্চাইজি ‘স্মাইল’-এর দ্বিতীয় কিস্তি ‘স্মাইল টু’। প্রথমটির মতো এই পর্বটিও পরিচালনা করেছেন পার্কার ফিন। ‘স্মাইল’ শিরোনামে প্রথম সিনেমাটি মুক্তি পেয়েছিল ২০২২ সালে। ১৭ মিলিয়ন ডলার বাজেটের এই সিনেমা তখন ২১৭ মিলিয়ন আয় করেছিল।
একজন পপশিল্পীকে ঘিরে তৈরি হয়েছে সিনেমার গল্প। ওই শিল্পী গান নিয়ে ট্যুরে যাওয়ার পরিকল্পনা করছে। ঠিক সেই সময় তার সঙ্গে ঘটতে থাকে একের পর এক অলৌকিক ঘটনা। এমন প্রেক্ষাপটে কী করবে পপ স্টার, কী করে রক্ষা পাবে সেই অশরীরী শক্তির হাত থেকে, কেনইবা এমন ঘটনার শিকার হলো সে? এসব প্রশ্নের উত্তর পাওয়া যাবে ‘স্মাইল ২’ সিনেমায়।
স্মাইল টু সিনেমার মুখ্য চরিত্রে অভিনয় করেছেন নাওমি স্কট। আরও থাকছেন সোসি বেকন, পিটার জ্যাকবসন, কাইল গ্যালনার, লুকাস গেগ প্রমুখ। ১৮ অক্টোবর যুক্তরাষ্ট্রে মুক্তি পাওয়ার পর এখন পর্যন্ত ৫০ মিলিয়ন ডলারেরও বেশি আয় করেছে সিনেমাটি।
আজ ২৫ অক্টোবর একসঙ্গে দুটি আলোচিত হলিউড সিনেমা মুক্তি পাচ্ছে দেশে। জনপ্রিয় সুপারহিরো সিনেমা ভেনম ফ্রাঞ্চাইজির নতুন ছবি ‘ভেনম: দ্য লাস্ট ড্যান্স’ বিশ্বব্যাপী মুক্তি পাচ্ছে আজ। একই দিনে সিনেমাটি মুক্তি পাচ্ছে দেশের স্টার সিনেপ্লেক্সে। এ ছাড়া ১৬ অক্টোবর বিশ্বব্যাপী মুক্তি পাওয়া সাইকো হরর সিনেমা ‘স্মাইল টু’ মুক্তি পাচ্ছে আজ স্টার সিনেপ্লেক্সে।
ভেনম: দ্য লাস্ট ড্যান্স
হলিউডের জনপ্রিয় সুপারহিরো চলচ্চিত্র ভেনম ফ্র্যাঞ্চাইজির তৃতীয় কিস্তি ‘ভেনম: দ্য লাস্ট ড্যান্স’ মুক্তি পাওয়ার কথা ছিল ২০২৩ সালের ৮ নভেম্বর। কিন্তু হলিউডে ধর্মঘটের কারণে কাজ বন্ধ হয়ে যায় সিনেমাটির। অবশেষে আজ বিশ্বব্যাপী মুক্তি পাচ্ছে সিনেমাটি। এটি ভেনম ট্রিলজির চূড়ান্ত পর্ব। ভেনম চরিত্রে এবারও থাকছেন টম হার্ডি। এ ছাড়া থাকছেন জুনো টেম্পল, চিওয়েটেল ইজিওফোর ও ক্লার্ক ব্যাকো। পরিচালনা করেছেন কেরি মার্সেল। চিত্রনাট্য লিখেছেন যৌথভাবে কেরি মার্সেল ও টম হার্ডি। প্রথম দুটি সিনেমা পরিচালনা করেছিলেন যথাক্রমে রুবেন ফ্লেশার ও অ্যান্ডি সার্কিস। বক্স অফিসে মোট ১.৩ বিলিয়ন আয় করেছিল সিনেমা দুটি।
স্মাইল টু
হলিউডের জনপ্রিয় সাইকো-হরর ফ্রাঞ্চাইজি ‘স্মাইল’-এর দ্বিতীয় কিস্তি ‘স্মাইল টু’। প্রথমটির মতো এই পর্বটিও পরিচালনা করেছেন পার্কার ফিন। ‘স্মাইল’ শিরোনামে প্রথম সিনেমাটি মুক্তি পেয়েছিল ২০২২ সালে। ১৭ মিলিয়ন ডলার বাজেটের এই সিনেমা তখন ২১৭ মিলিয়ন আয় করেছিল।
একজন পপশিল্পীকে ঘিরে তৈরি হয়েছে সিনেমার গল্প। ওই শিল্পী গান নিয়ে ট্যুরে যাওয়ার পরিকল্পনা করছে। ঠিক সেই সময় তার সঙ্গে ঘটতে থাকে একের পর এক অলৌকিক ঘটনা। এমন প্রেক্ষাপটে কী করবে পপ স্টার, কী করে রক্ষা পাবে সেই অশরীরী শক্তির হাত থেকে, কেনইবা এমন ঘটনার শিকার হলো সে? এসব প্রশ্নের উত্তর পাওয়া যাবে ‘স্মাইল ২’ সিনেমায়।
স্মাইল টু সিনেমার মুখ্য চরিত্রে অভিনয় করেছেন নাওমি স্কট। আরও থাকছেন সোসি বেকন, পিটার জ্যাকবসন, কাইল গ্যালনার, লুকাস গেগ প্রমুখ। ১৮ অক্টোবর যুক্তরাষ্ট্রে মুক্তি পাওয়ার পর এখন পর্যন্ত ৫০ মিলিয়ন ডলারেরও বেশি আয় করেছে সিনেমাটি।
বলিউডের প্রয়াত অভিনেতা ইরফান খানের ছেলে বাবিল খানের একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। ভাইরাল ক্লিপটিতে বাবিলকে বেশ হতাশ এবং অশ্রুসজল দেখাচ্ছে।
১ ঘণ্টা আগেঅভিনেত্রী আমিশা প্যাটেল এবং সঞ্জয় দত্তের মধ্যকার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বলিউডে বেশ পরিচিত। আমিশা বহুবার সঞ্জয় দত্তের স্নেহ এবং অধিকার নিয়ে কথা বলা ও আচরণ করার কথা উল্লেখ করেছেন।
৪ ঘণ্টা আগে‘মেলোডি আনলিশড’ শিরোনামের কনসার্টে গান শোনাতে গত মাসে ঢাকায় এসেছিলেন পাকিস্তানের শিল্পী মুস্তাফা জাহিদ। তবে কনসার্ট শুরুর ঘণ্টাখানেক আগে হঠাৎ করে ফেসবুকে একটি পোস্ট শেয়ার করে নিরাপত্তার কারণ দেখিয়ে কনসার্ট স্থগিতের ঘোষণা দেয় আয়োজক প্রতিষ্ঠান মেলোডি অ্যান্ড মাইন্ড কমিউনিকেশন। ঢাকায় এসেও গাইতে না...
৫ ঘণ্টা আগেগত মাসে অনুষ্ঠিত মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রিমিয়ার হয়েছে মোহাম্মদ নূরুজ্জামানের সিনেমা ‘মাস্তুল’। উৎসবে ফেডারেশন অব ফিল্ম সোসাইটির স্পেশাল মেনশন অ্যাওয়ার্ড (জুরি) জিতেছে সিনেমাটি। এবার স্পেনের এক চলচ্চিত্র উৎসবে মনোনয়ন পেল মাস্তুল।
৬ ঘণ্টা আগে