মমতা শঙ্কর। ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের একজন প্রখ্যাত নৃত্যশিল্পী, নৃত্য পরিকল্পক ও অভিনেত্রী। সত্যজিৎ রায়, মৃণাল সেনদের মতো প্রথিতযশা পরিচালকের সঙ্গে কাজ করেছেন তিনি।
মৃণাল সেনের সঙ্গে তাঁর প্রথম সিনেমা—মৃগয়া। এক সাঁওতালি মেয়ের চরিত্রে অভিনয় করেন মমতা।
সত্যজিৎ ও মৃণাল সেনের সঙ্গে মমতা শঙ্করদের পারিবারিক বন্ধুত্ব ছিল। মৃণাল সেন তাঁকে বারবার বলতেন, তুমি সিনেমা করো না কেন? তাঁর মা অমলা শঙ্করকে বলতেন, ‘কেন ওকে ফিল্মে নামাচ্ছেন না?’
মমতার নাকি তখন পড়াশোনা করতে একদমই ভালো লাগত না। এ নিয়ে হয়তো পরিবারও কিছুটা হতাশ ছিল। মৃণাল সেনের কথা শুনে মা অমলা নিজেই একদিন ফোন করেন। মৃণাল সেনকে তিনি বলেন, তিনি যদি ছবি করার কথা ভাবেন, তাহলে মেয়েকে দিতে রাজি।
মৃণাল সেন তখন ‘মৃগয়া’ ছবিটা ভেবেছেন। তিনি বললেন, ‘ঠিক আছে, কিন্তু একটা সাঁওতালি মেয়ের চরিত্র। তাকে কালো রং করা হবে।’
শুটিং শুরু হলে মমতা শঙ্করকে মেকআপ করে কালো রং করা হয়। নিজেকে দেখে আঁতকে উঠলেন তিনি। মৃণাল সেনকে খুব বিনয়ের সঙ্গে বললেন, ‘যদি কিছু মনে না করেন, আমি মেকআপ করব না, রোদে পুড়ে কালো হব।’
সময়টা ছিল এপ্রিল-মে মাস। সেই সময় সিনেমার চরিত্রের জন্য যতক্ষণ সূর্য থাকত, লবণ-পানি আর গ্লিসারিন গায়ে মেখে রোদে পুড়ে পুড়ে কালো হয়েছিলেন মমতা শঙ্কর।
মমতা শঙ্কর। ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের একজন প্রখ্যাত নৃত্যশিল্পী, নৃত্য পরিকল্পক ও অভিনেত্রী। সত্যজিৎ রায়, মৃণাল সেনদের মতো প্রথিতযশা পরিচালকের সঙ্গে কাজ করেছেন তিনি।
মৃণাল সেনের সঙ্গে তাঁর প্রথম সিনেমা—মৃগয়া। এক সাঁওতালি মেয়ের চরিত্রে অভিনয় করেন মমতা।
সত্যজিৎ ও মৃণাল সেনের সঙ্গে মমতা শঙ্করদের পারিবারিক বন্ধুত্ব ছিল। মৃণাল সেন তাঁকে বারবার বলতেন, তুমি সিনেমা করো না কেন? তাঁর মা অমলা শঙ্করকে বলতেন, ‘কেন ওকে ফিল্মে নামাচ্ছেন না?’
মমতার নাকি তখন পড়াশোনা করতে একদমই ভালো লাগত না। এ নিয়ে হয়তো পরিবারও কিছুটা হতাশ ছিল। মৃণাল সেনের কথা শুনে মা অমলা নিজেই একদিন ফোন করেন। মৃণাল সেনকে তিনি বলেন, তিনি যদি ছবি করার কথা ভাবেন, তাহলে মেয়েকে দিতে রাজি।
মৃণাল সেন তখন ‘মৃগয়া’ ছবিটা ভেবেছেন। তিনি বললেন, ‘ঠিক আছে, কিন্তু একটা সাঁওতালি মেয়ের চরিত্র। তাকে কালো রং করা হবে।’
শুটিং শুরু হলে মমতা শঙ্করকে মেকআপ করে কালো রং করা হয়। নিজেকে দেখে আঁতকে উঠলেন তিনি। মৃণাল সেনকে খুব বিনয়ের সঙ্গে বললেন, ‘যদি কিছু মনে না করেন, আমি মেকআপ করব না, রোদে পুড়ে কালো হব।’
সময়টা ছিল এপ্রিল-মে মাস। সেই সময় সিনেমার চরিত্রের জন্য যতক্ষণ সূর্য থাকত, লবণ-পানি আর গ্লিসারিন গায়ে মেখে রোদে পুড়ে পুড়ে কালো হয়েছিলেন মমতা শঙ্কর।
ফেসবুকে শাকিব খান লেখেন, ’দিন-রাত পর্দার আড়ালে থেকে শুটিং স্পটে নিরলসভাবে কাজ করে যান কিছু মানুষ। তারা ক্যামেরার সামনে থাকেন না, কিন্তু প্রত্যেকটি দৃশ্যের পেছনে থাকে তাদের নিঃশব্দ শ্রম।
১৬ ঘণ্টা আগেনব্বইয়ের দশকের শেষভাগে উপমহাদেশে সামাজিক, অর্থনৈতিক ও রাজনৈতিক পরিবর্তনের ঢেউ বয়ে যাচ্ছিল। সেই অস্থির সময়ে বেড়ে ওঠা এক তরুণের জীবনের খণ্ডচিত্র নিয়ে নির্মিত হয়েছে ২৫ মিনিট ব্যপ্তির এই স্বল্পদৈর্ঘ্যটি।
১৮ ঘণ্টা আগে২০২৩ সালে শোবিজ তারকাদের নিয়ে আয়োজন করা হয়েছিল সেলিব্রিটি ক্রিকেট লিগ (সিসিএল)। নিজেদের মধ্যে কোন্দলের কারণে মাঝপথে বন্ধ করে দেওয়া হয় আয়োজন। দুই বছর পর আবারও ক্রিকেট টুর্নামেন্টে মাঠে নামছেন তারকারা। চারটি দলের অংশগ্রহণে বসুন্ধরা ক্রিকেট স্টেডিয়ামে ৫ মে শুরু হচ্ছে ‘সেলিব্রিটি চ্যাম্পিয়নস ট্রফি’
২১ ঘণ্টা আগেআজ পয়লা মে আন্তর্জাতিক শ্রমিক দিবস। ১৯৮১ সাল থেকে মহান মে দিবস পালন করে আসছে নাট্যদল আরণ্যক। প্রতিবছরের মতো এ বছরেও শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের দিনটি আরণ্যক স্মরণ করবে গান, আবৃত্তি, নাটক, আলোচনাসহ নানা আয়োজনে।
২১ ঘণ্টা আগে