চরের মানুষের জীবনের গল্প নিয়ে সোহেল রানা বয়াতি বানিয়েছেন তাঁর প্রথম সিনেমা ‘নয়া মানুষ’। গত বছর শেষ হয়েছিল শুটিং। এবার প্রেক্ষাগৃহে মুক্তির জন্য চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড থেকে ছাড়পত্র পেল সিনেমাটি। এ বছরই সিনেমাটি মুক্তি দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন বলে জানান নির্মাতা।
নয়া মানুষের ছাড়পত্র পাওয়ার বিষয়টি নিশ্চিত করে নির্মাতা সোহেল রানা বয়াতি বলেন, ‘বানভাসি মানুষের গল্পের মতোই নানা দুর্যোগ মোকাবিলা করে নয়া মানুষ গতকাল আনকাট সার্টিফিকেট পেয়েছে। দ্রুত সিনেমাটি দর্শকদের কাছে পৌঁছে দিতে চাই।’
আ মা ম হাসানুজ্জামানের ‘বেদনার বালুচরে’ উপন্যাস অবলম্বনে তৈরি হয়েছে নয়া মানুষ। ২০২২ সালের অক্টোবরে সিনেমার চিত্রধারণ শুরু হয়। কিন্তু সুপার সাইক্লোন সিত্রাংয়ের তাণ্ডবে শুটিং সেট চরম ক্ষতিগ্রস্ত হয়, বন্ধু হয়ে যায় কাজ। ২০২৩ সালের ৬ এপ্রিল থেকে নতুন করে শুরু হয় সিনেমার কাজ, শেষ হয় ১২ এপ্রিল।
নয়া মানুষ সিনেমায় সুজলা চরিত্রে দেখা যাবে মৌসুমী হামিদকে। সিনেমাটি নিয়ে অভিনেত্রী বলেন, ‘চরের সুবিধাবঞ্চিত মানুষদের গল্প দেখা যাবে এ সিনেমায়। আমিও তাদেরই একজন। চরের মধ্যে অনেক কষ্ট করে শুটিং করেছি। চরেই থেকেছি। তবে একজন অভিনেত্রী হিসেবে কষ্টটা উপভোগ করেছি। আশা করছি, সিনেমাটি মুক্তি পেলে সবার ভালো লাগবে।’
এতে আরও অভিনয় করেছেন রওনক হাসান, আশীষ খন্দকার, ঝুনা চৌধুরী, নিলুফার ওয়াহিদ, বদরুদ্দোজা, স্মরণ সাহা, শিখা কর্মকার প্রমুখ।
জি-সিরিজের ব্যানারে নান্দনিক ফিল্মসের প্রযোজনায় সিনেমাটি এ বছরই মুক্তি দেওয়ার পরিকল্পনা করা হচ্ছে। শিগগিরই আসবে আনুষ্ঠানিক ঘোষণা।
চরের মানুষের জীবনের গল্প নিয়ে সোহেল রানা বয়াতি বানিয়েছেন তাঁর প্রথম সিনেমা ‘নয়া মানুষ’। গত বছর শেষ হয়েছিল শুটিং। এবার প্রেক্ষাগৃহে মুক্তির জন্য চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড থেকে ছাড়পত্র পেল সিনেমাটি। এ বছরই সিনেমাটি মুক্তি দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন বলে জানান নির্মাতা।
নয়া মানুষের ছাড়পত্র পাওয়ার বিষয়টি নিশ্চিত করে নির্মাতা সোহেল রানা বয়াতি বলেন, ‘বানভাসি মানুষের গল্পের মতোই নানা দুর্যোগ মোকাবিলা করে নয়া মানুষ গতকাল আনকাট সার্টিফিকেট পেয়েছে। দ্রুত সিনেমাটি দর্শকদের কাছে পৌঁছে দিতে চাই।’
আ মা ম হাসানুজ্জামানের ‘বেদনার বালুচরে’ উপন্যাস অবলম্বনে তৈরি হয়েছে নয়া মানুষ। ২০২২ সালের অক্টোবরে সিনেমার চিত্রধারণ শুরু হয়। কিন্তু সুপার সাইক্লোন সিত্রাংয়ের তাণ্ডবে শুটিং সেট চরম ক্ষতিগ্রস্ত হয়, বন্ধু হয়ে যায় কাজ। ২০২৩ সালের ৬ এপ্রিল থেকে নতুন করে শুরু হয় সিনেমার কাজ, শেষ হয় ১২ এপ্রিল।
নয়া মানুষ সিনেমায় সুজলা চরিত্রে দেখা যাবে মৌসুমী হামিদকে। সিনেমাটি নিয়ে অভিনেত্রী বলেন, ‘চরের সুবিধাবঞ্চিত মানুষদের গল্প দেখা যাবে এ সিনেমায়। আমিও তাদেরই একজন। চরের মধ্যে অনেক কষ্ট করে শুটিং করেছি। চরেই থেকেছি। তবে একজন অভিনেত্রী হিসেবে কষ্টটা উপভোগ করেছি। আশা করছি, সিনেমাটি মুক্তি পেলে সবার ভালো লাগবে।’
এতে আরও অভিনয় করেছেন রওনক হাসান, আশীষ খন্দকার, ঝুনা চৌধুরী, নিলুফার ওয়াহিদ, বদরুদ্দোজা, স্মরণ সাহা, শিখা কর্মকার প্রমুখ।
জি-সিরিজের ব্যানারে নান্দনিক ফিল্মসের প্রযোজনায় সিনেমাটি এ বছরই মুক্তি দেওয়ার পরিকল্পনা করা হচ্ছে। শিগগিরই আসবে আনুষ্ঠানিক ঘোষণা।
অনেক দিন ধরে হাতে কাজ না থাকায় অর্থকষ্টে ভুগছেন বলে জানিয়েছেন রুদ্রনীল। সম্প্রতি এক সাক্ষাৎকারে জানালেন, অর্থাভাবে নিজের বাড়ি-গাড়িও বিক্রি করতে হয়েছে তাঁকে।
৩ ঘণ্টা আগেসালমান খান নাকি রাত ৮টার আগে সেটেই আসেন না! সারা দিন শুটিং ইউনিটকে বসে থাকতে হয় সালমানের অপেক্ষায়। তিনি আসেন রাত ৮টার দিকে। এরপর গভীর রাত পর্যন্ত চলে শুটিং।
৬ ঘণ্টা আগে‘ওয়ান্স আপন আ টাইম ইন হলিউড’ তাঁর পছন্দের সিনেমা, আর ‘ইনগ্লোরিয়াস বাস্টার্ডস’কে মনে করেন নিজের সেরা নির্মাণ। তবে যে সিনেমাটির জন্য নিজেকে নির্মাতা হিসেবে পরিচয় দিতে বেশি স্বাচ্ছন্দ্যবোধ করেন, সেটা হলো ‘কিল বিল’।
৮ ঘণ্টা আগেদুই যুগের বেশি একসঙ্গে আছেন জাহিদ হাসান ও সাদিয়া ইসলাম মৌ। তবে প্রকাশ্যে একসঙ্গে তেমন দেখা যায় না তাঁদের। শোবিজের কোনো অনুষ্ঠানেও একত্রে যান না তাঁরা। এ থেকে অনেকে ধরে নেন, ভালো নেই জাহিদ-মৌর সংসার।
১০ ঘণ্টা আগে