Ajker Patrika

বিজয়ের মাসে আসছে ‘নয়া মানুষ’

বিনোদন প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২১ নভেম্বর ২০২৪, ১৬: ৫৫
নয়া মানুষ সিনেমার দৃশ্যে মৌসুমী হামিদ। ছবি: সংগৃহীত
নয়া মানুষ সিনেমার দৃশ্যে মৌসুমী হামিদ। ছবি: সংগৃহীত

চরের মেহনতি মানুষের জীবন ও প্রকৃতির খেয়ালিপনার নানা দিক নিয়ে ‘নয়া মানুষ’ নামের সিনেমা নির্মাণ করছেন সোহেল রানা বয়াতি। আজ সিনেমার পোস্টার প্রকাশ করে জানানো হলো মুক্তির তারিখ। আগামী ৬ ডিসেম্বর সারা দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাবে সিনেমাটি।

নির্মাতা সোহলে রানা বয়াতী বলেন, ‘বানভাসি মানুষের গল্প নিয়ে তৈরি হয়েছে নয়া মানুষ। চলচ্চিত্রটি নির্মাণের সময়েও নানা দুর্যোগ মোকাবিলা করতে হয়েছে আমাদের। ২০২২ সালের অক্টোবরে চলচ্চিত্রটির শুটিং শুরু হয় কিন্তু সুপার সাইক্লোন সিত্রাং এর তাণ্ডবে শুটিং সেট ক্ষতিগ্রস্ত হয় এবং কাজ বন্ধ হয়ে যায়। এরপর আবার সেট তৈরি করে শুটিং করেছি। নির্মাণ শেষে সেন্সরের জন্য অনেক দিন জমা পড়েছিল সিনেমাটি। অবশেষে সিনেমাটি মুক্তি দিতে পারছি। বিজয়ের মাসে সিনেমাটি দর্শকেরা উপভোগ করতে পারবেন। নয়া মানুষ নিয়ে আমি বেশ আশাবাদী।’

নয়া মানুষ সিনেমার পোস্টার। ছবি: সংগৃহীত
নয়া মানুষ সিনেমার পোস্টার। ছবি: সংগৃহীত

আ মা ম হাসানুজ্জামানের ‘বেদনার বালুচর’ গল্প অবলম্বনে তৈরি হয়েছে নয়া মানুষ। চিত্রনাট্য লিখেছেন মাসুম রেজা। নয়া মানুষ মূলত নদীর চরে বসবাসরত মানুষের গল্প। ভাসতে ভাসতে মানুষ এক চর থেকে আরেক চরে চলে যায়। নতুন মানুষ চরে এলে তাদের কী রকম সংকট বা সমস্যার মুখে পড়তে হয়, তা নিয়েই সিনেমার গল্প।

নয়া মানুষ সিনেমার দৃশ্যে রওনক হাসান। ছবি: সংগৃহীত
নয়া মানুষ সিনেমার দৃশ্যে রওনক হাসান। ছবি: সংগৃহীত

কমল চন্দ্র দাসের চিত্রগ্রহণে নয়া মানুষ সিনেমায় অভিনয় করছেন– রওনক হাসান, মৌসুমী হামিদ, আশীষ খন্দকার, ঝুনা চৌধুরী, নিলুফার ওয়াহিদ, বদরুদ্দোজা, স্মরণ সাহা, শিখা কর্মকার, মাহিন রহমান, মেহারান সানজানা, পারভীন পারু, মেরি ও শিশু শিল্পী উষশী প্রমুখ। 

জি-সিরিজ’র ব্যানারে নান্দনিক ফিল্মসের প্রযোজনায় নির্মিত হয়েছে সিনেমাটি। সিনেমার প্রযোজক নাজমুল হক ভূঁইয়া।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

বগুড়ায় ছাত্রদল নেতার ওপর হামলা, পাঁচ নেতা-কর্মীকে শোকজ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত