Ajker Patrika

ইমরান ও তুষিকে নিয়ে সুমনের সিনেমা ‘রইদ’

ইমরান ও তুষিকে নিয়ে সুমনের সিনেমা ‘রইদ’

২০২২ সালে মুক্তি পেয়েছিল ‘হাওয়া’। প্রথম সিনেমাতেই বাজিমাত করেছিলেন নির্মাতা মেজবাউর রহমান সুমন। মাল্টিপ্লেক্স ও সিঙ্গেল স্ক্রিন দুই জায়গাতেই দর্শক ভিড় করেছেন দেখার জন্য। অভিনয় করেছিলেন চঞ্চল চৌধুরী, শরিফুল রাজ, নাজিফা তুষি প্রমুখ। দুই বছর পর নতুন সিনেমার শুটিং শুরু করেছেন সুমন। চঞ্চল, রাজ না থাকলেও এবার সুমনের সিনেমায় দেখা যাবে নাজিফা তুষিকে। তাঁর সঙ্গে আছেন মোস্তাফিজ নূর ইমরান।

তিন বছর আগেই ‘রইদ’ নির্মাণের ঘোষণা দিয়েছিলেন সুমন। সে সময় সিনেমাটি প্রযোজনার কথা ছিল অভিনেত্রী জয়া আহসানের। ২০২০-২১ অর্থবছরে সিনেমা নির্মাণের জন্য ৬০ লাখ টাকার সরকারি অনুদান পেয়েছিলেন জয়া। তবে সময়মতো সিনেমার কাজ শুরু করতে না পারায় চলতি বছরের শুরুতে অনুদানের টাকা ফেরত দিয়েছিলেন তিনি। বলেছিলেন, ‘নানা কারণেই নির্মাণপ্রক্রিয়া বিলম্ব হচ্ছে। এদিকে অনুদানের অর্থ নিয়ে সিনেমা নির্মাণ না করাটা আমার কাছে অশোভন মনে হয়েছে, তাই টাকা ফেরত দিয়েছি।’

নাজিফা তুষি; ছবি: সংগৃহীতঅনুদানের টাকা ফেরত দিলেও নতুন আয়োজনে রইদ নির্মাণ করবেন বলে জানিয়েছিলেন সুমন। কথা রেখেছেন হাওয়াখ্যাত এই নির্মাতা। সম্প্রতি শ্রীমঙ্গলে শুরু হয়েছে সিনেমার শুটিং। তবে বদলে গেছে সিনেমার প্রযোজক। জয় আহসান নন, এখন সিনেমাটির নতুন প্রযোজক বেঙ্গল ক্রিয়েশনস।

শুটিং শেষে আনুষ্ঠানিক ঘোষণার আগপর্যন্ত রইদ নিয়ে কোনো কথা বলতে চান না নির্মাতা। একই কথা অভিনেতা মোস্তাফিজ নূর ইমরানের কণ্ঠেও। জানালেন, প্রযোজনা প্রতিষ্ঠান থেকে জানানোর পর এ সিনেমা নিয়ে কথা বলবেন।

মেজবাউর রহমান সুমন। ছবি: সংগৃহীতহাওয়া সিনেমার শুটিংয়ের জন্য সমুদ্রকে বেছে নিয়েছিলেন সুমন। সমুদ্রের বুকে মাছ ধরার একটি ট্রলারে বুনেছিলেন রহস্যের জাল। নিজের দ্বিতীয় সিনেমার জন্য বেছে নিয়েছেন পাহাড়। ধারণা করা হচ্ছে, পাহাড়ি রহস্যে রইদের গল্প সাজাবেন নির্মাতা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নারী কমিশনের রিপোর্ট বাতিল হলে অন্যগুলোও বাতিলযোগ্য: উমামা ফাতেমা

এস আলমের জামাতার পেটে ৩৭৪৫ কোটি টাকা

হেফাজতের সমাবেশে জুলাইয়ের নারীদের গালিগালাজের নিন্দা জানাই: রিফাত রশিদ

ইউনাইটেড মেডিকেল কলেজ হাসপাতালে রোগী নেই ১ শতাংশও

জামায়াতের ‘রোহিঙ্গা রাজ্যের প্রস্তাব’ প্রত্যাখ্যান করল মিয়ানমার সরকার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত