নির্মাতা অংশুমান প্রত্যুষের নতুন ছবির ট্রেলার এল সোমবার। ছবির নাম ‘নির্ভয়া’। ট্রেলারে উঠে এল এক অন্য ‘নির্ভয়া’র গল্প। সোমবার সকালে প্রকাশ হওয়ার পর প্রশংসা কুড়াচ্ছে ছবিটির ট্রেলার।
১৩ বছরের এক কিশোরী গণধর্ষণের ঘটনাকে কেন্দ্র করে বোনা হয়েছে ছবির গল্প। পিয়ালী নামের এক প্রাণোচ্ছল মেয়ে দুর্ভাগ্যবশত গণধর্ষণের শিকার হয়। সে কোমায় চলে যায়। এমনকি তার বেঁচে থাকার সম্ভাবনাও তখন খুব কম ছিল। প্রায় ৬ মাস পর কোমা থেকে জেগে জানতে পারে, গণধর্ষণের ফলে সে গর্ভবতী হয়ে পড়েছে। এই ক্রাইসিস নিয়েই এগোয় ছবির গল্প।
‘নির্ভয়া’ সম্পর্কে পরিচালক অংশুমান প্রত্য়ুষ ভারতীয় সংবাদমাধ্যমকে বলেন, ‘এটিকে কেবল ছবি হিসেবে দেখছি না। ছবিটি একটা মুভমেন্টের দিকে এগিয়ে যাবে বলেই আশা রাখি। কারণ, ছবিটি সমাজের এমন এক ইস্যুর দিকে আঙুল তোলে, যা নিয়ে খুব একটা আলোচনা হয় না। দেশে একটা ধর্ষণের ঘটনা ঘটলে গোটা দেশে প্রতিবাদ শুরু হয়। ধিক্কার মিছিল বের হয়। দোষীদের শাস্তির দাবীতে সবাই এগিয়ে আসে। কিন্তু নির্যাতিতাদের পাশে দাঁড়ায় কজন? তারা যে মানসিক অবক্ষয়ের মধ্য়ে দিয়ে যায়, তার খবর কেউ রাখে? আমাদের এই ছবি সেই প্রশ্নগুলোই তুলবে।’
‘নির্ভয়া’ ছবিতে ১৩ বছরের কিশোরী পিয়ালী চরিত্রে অভিনয় করেছেন হিয়া দে। এটিই তার প্রথম ছবি। ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে থাকছেন শ্রীলেখা মিত্র, প্রিয়াংকা সরকার, গৌরব চক্রবর্তী, শান্তিলাল মুখোপাধ্যায়, সব্যসাচী চক্রবর্তী প্রমুখ।
দেখুন ‘নির্ভয়া’ ছবির ট্রেলার:
নির্মাতা অংশুমান প্রত্যুষের নতুন ছবির ট্রেলার এল সোমবার। ছবির নাম ‘নির্ভয়া’। ট্রেলারে উঠে এল এক অন্য ‘নির্ভয়া’র গল্প। সোমবার সকালে প্রকাশ হওয়ার পর প্রশংসা কুড়াচ্ছে ছবিটির ট্রেলার।
১৩ বছরের এক কিশোরী গণধর্ষণের ঘটনাকে কেন্দ্র করে বোনা হয়েছে ছবির গল্প। পিয়ালী নামের এক প্রাণোচ্ছল মেয়ে দুর্ভাগ্যবশত গণধর্ষণের শিকার হয়। সে কোমায় চলে যায়। এমনকি তার বেঁচে থাকার সম্ভাবনাও তখন খুব কম ছিল। প্রায় ৬ মাস পর কোমা থেকে জেগে জানতে পারে, গণধর্ষণের ফলে সে গর্ভবতী হয়ে পড়েছে। এই ক্রাইসিস নিয়েই এগোয় ছবির গল্প।
‘নির্ভয়া’ সম্পর্কে পরিচালক অংশুমান প্রত্য়ুষ ভারতীয় সংবাদমাধ্যমকে বলেন, ‘এটিকে কেবল ছবি হিসেবে দেখছি না। ছবিটি একটা মুভমেন্টের দিকে এগিয়ে যাবে বলেই আশা রাখি। কারণ, ছবিটি সমাজের এমন এক ইস্যুর দিকে আঙুল তোলে, যা নিয়ে খুব একটা আলোচনা হয় না। দেশে একটা ধর্ষণের ঘটনা ঘটলে গোটা দেশে প্রতিবাদ শুরু হয়। ধিক্কার মিছিল বের হয়। দোষীদের শাস্তির দাবীতে সবাই এগিয়ে আসে। কিন্তু নির্যাতিতাদের পাশে দাঁড়ায় কজন? তারা যে মানসিক অবক্ষয়ের মধ্য়ে দিয়ে যায়, তার খবর কেউ রাখে? আমাদের এই ছবি সেই প্রশ্নগুলোই তুলবে।’
‘নির্ভয়া’ ছবিতে ১৩ বছরের কিশোরী পিয়ালী চরিত্রে অভিনয় করেছেন হিয়া দে। এটিই তার প্রথম ছবি। ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে থাকছেন শ্রীলেখা মিত্র, প্রিয়াংকা সরকার, গৌরব চক্রবর্তী, শান্তিলাল মুখোপাধ্যায়, সব্যসাচী চক্রবর্তী প্রমুখ।
দেখুন ‘নির্ভয়া’ ছবির ট্রেলার:
নতুন ওয়েব কনটেন্টে অভিনয় করেছেন এফ এস নাঈম। ‘খুব কাছেরই কেউ’ নামের এই কনটেন্টকে বলা হচ্ছে ফ্ল্যাশ ফিকশন। এতে নাঈমের সহশিল্পী সুনেরাহ বিনতে কামাল। রোমান্টিক ঘরানার কনটেন্টটি পরিচালনা করেছেন সুরকার, গীতিকার ও কণ্ঠশিল্পী আরাফাত মহসিন নিধি। এটি তাঁর দ্বিতীয় নির্মাণ।
২ ঘণ্টা আগেআলিয়ঁস ফ্রঁসেজ দো ঢাকার ফ্রাইডে থিয়েটার স্কুলের উদ্যোগে ১৩ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে ‘হ্যামেলিনের পাইড পাইপার’ শিরোনামের মঞ্চনাটক। আলিয়ঁস ফ্রঁসেজের ধানমন্ডি শাখার মিলনায়তনে ওই দিন দুটি প্রদর্শনী হবে নাটকটির। প্রথম প্রদর্শনী শুরু হবে বিকেল ৪টা ৩০ মিনিটে, দ্বিতীয়টি সন্ধ্যা ৭টায়।
২ ঘণ্টা আগেইতিহাস গড়তে চলেছে দক্ষিণি অভিনেত্রী কল্যাণী প্রিয়দর্শন অভিনীত মালয়ালম সিনেমা ‘লোকা: চ্যাপ্টার ওয়ান-চন্দ্রা’। ডমিনিক অরুণ পরিচালিত সিনেমাটি মুক্তি পেয়েছিল গত ২৮ আগস্ট। এই সুপারহিরো ফ্যান্টাসি গল্প দেখতে প্রথম দিন থেকেই প্রেক্ষাগৃহে ছিল উপচে পড়া ভিড়। প্রথম সপ্তাহেই শতকোটির ঘর পেরিয়ে যায়।
২ ঘণ্টা আগে১৩ সেপ্টেম্বর শনিবার, রাজধানীর লো মেরিডিয়ান হোটেলে অনুষ্ঠিত হবে গ্লোবাল ব্র্যান্ডস ও মেগাস্টার ফিলিপাইন আয়োজিত ‘মিস অ্যান্ড মিসেস এলিগ্যান্স বাংলাদেশ’। অনুষ্ঠান শুরু হবে সন্ধ্যা ৬টায়। সভাপতিত্ব করবেন সাংবাদিক ও মিডিয়া ব্যক্তিত্ব এবং মিস অ্যান্ড মিসেস এলিগ্যান্স বাংলাদেশের প্রধান উপদেষ্টা রাজু আলীম।
২ ঘণ্টা আগে