Ajker Patrika

শ্রীলেখা-গৌরব-প্রিয়াংকার নতুন ছবি ‘নির্ভয়া’

আপডেট : ০১ নভেম্বর ২০২১, ২৩: ৪১
শ্রীলেখা-গৌরব-প্রিয়াংকার নতুন ছবি ‘নির্ভয়া’

নির্মাতা অংশুমান প্রত্যুষের নতুন ছবির ট্রেলার এল সোমবার। ছবির নাম ‘নির্ভয়া’। ট্রেলারে উঠে এল এক অন্য ‘নির্ভয়া’র গল্প। সোমবার সকালে প্রকাশ হওয়ার পর প্রশংসা কুড়াচ্ছে ছবিটির ট্রেলার।

১৩ বছরের এক কিশোরী গণধর্ষণের ঘটনাকে কেন্দ্র করে বোনা হয়েছে ছবির গল্প। পিয়ালী নামের এক প্রাণোচ্ছল মেয়ে দুর্ভাগ্যবশত গণধর্ষণের শিকার হয়। সে কোমায় চলে যায়। এমনকি তার বেঁচে থাকার সম্ভাবনাও তখন খুব কম ছিল। প্রায় ৬ মাস পর কোমা থেকে জেগে জানতে পারে, গণধর্ষণের ফলে সে গর্ভবতী হয়ে পড়েছে। এই ক্রাইসিস নিয়েই এগোয় ছবির গল্প।

গৌরব চক্রবর্তী ও প্রিয়াংকা সরকার‘নির্ভয়া’ সম্পর্কে পরিচালক অংশুমান প্রত্য়ুষ ভারতীয় সংবাদমাধ্যমকে বলেন, ‘এটিকে কেবল ছবি হিসেবে দেখছি না। ছবিটি একটা মুভমেন্টের দিকে এগিয়ে যাবে বলেই আশা রাখি। কারণ, ছবিটি সমাজের এমন এক ইস্যুর দিকে আঙুল তোলে, যা নিয়ে খুব একটা আলোচনা হয় না। দেশে একটা ধর্ষণের ঘটনা ঘটলে গোটা দেশে প্রতিবাদ শুরু হয়। ধিক্কার মিছিল বের হয়। দোষীদের শাস্তির দাবীতে সবাই এগিয়ে আসে। কিন্তু নির্যাতিতাদের পাশে দাঁড়ায় কজন? তারা যে মানসিক অবক্ষয়ের মধ্য়ে দিয়ে যায়, তার খবর কেউ রাখে? আমাদের এই ছবি সেই প্রশ্নগুলোই তুলবে।’

‘নির্ভয়া’ ছবিতে ১৩ বছরের কিশোরী পিয়ালী চরিত্রে অভিনয় করেছেন হিয়া দে। এটিই তার প্রথম ছবি। ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে থাকছেন শ্রীলেখা মিত্র, প্রিয়াংকা সরকার, গৌরব চক্রবর্তী, শান্তিলাল মুখোপাধ্যায়, সব্যসাচী চক্রবর্তী প্রমুখ।

দেখুন ‘নির্ভয়া’ ছবির ট্রেলার:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত