Ajker Patrika

ধূসর শাড়িতে সাদা গোলাপ হাতে কার অপেক্ষায় মিম

আপডেট : ৩১ মে ২০২৩, ১২: ৪৩
ধূসর শাড়িতে সাদা গোলাপ হাতে কার অপেক্ষায় মিম

ঢালিউডের ব্যস্ত অভিনেত্রী বিদ্যা সিনহা মিম সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায়ই হাজির হন বিভিন্ন অবতারে। সিনেমায় ব্যস্ততার বাইরেও ফ্যাশন নিয়ে বেশ সচেতন এই অভিনেত্রী। ওয়েস্টার্ন পোশাক থেকে শুরু করে বাঙালিয়ানা—সব পোশাকেই মিম দ্যুতি ছড়ান তাঁর সৌন্দর্যে।

আজ নিজের ফেসবুকে ধূসর শাড়িতে সাদা গোলাপ হাতে বেশ কিছু ছবি শেয়ার করেছেন মিম। ভক্তরা তাঁকে ভাসাচ্ছেন প্রশংসায়, ছবিগুলো রীতিমতো ভাইরাল।

অভিনেত্রী বিদ্যা সিনহা মিমএকজন মন্তব্য করেছেন, ‘আপনার জন্য অনেক অনেক ভালোবাসা।’ আরেকজন লিখেছেন, ‘সৌন্দর্যের দেবী’। এ ছাড়া বেশির ভাগ ভক্ত মন্তব্যের ঘরে জুড়ে দিয়েছেন ভালোবাসার ইমুজি।

অভিনেত্রী বিদ্যা সিনহা মিম‘পরাণ’ ও ‘দামাল’-এর পর বিদ্যা সিনহা মিম হাজির হচ্ছেন তাঁর নতুন সিনেমা ‘অন্তর্জাল’ নিয়ে। আগামী ঈদুল আজহায় প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে সিনেমাটির। অভিনেত্রী তাঁর ফেসবুকে জানিয়েছেন, পাঁচ মহাদেশে একযোগে মুক্তি পাচ্ছে ‘অন্তর্জাল’।

অভিনেত্রী বিদ্যা সিনহা মিমসিনেমাটি নিয়ে এক অনুষ্ঠানে মিম বলেছিলেন, ‘এমন গল্পের সিনেমা এর আগে কখনো হয়নি। আমি যখন চরিত্রটি পাই তখন ভাবছিলাম কীভাবে চরিত্রটি ফুটিয়ে তুলতে পারব! এই ছবিতে এক অন্য মিমকে পাবেন সবাই।’

অভিনেত্রী বিদ্যা সিনহা মিমআইসিটি বিভাগের উদ্যোগে বাংলাদেশের প্রথম সাইবার থ্রিলার চলচ্চিত্র ‘অন্তর্জাল’। সিনেমাটি পরিচালনা করেছেন দীপংকর দীপন। এতে মিমকে দেখা যাবে একজন সাইবার যোদ্ধার চরিত্রে।

অভিনেত্রী বিদ্যা সিনহা মিমবিদ্যা সিনহা মিম ছাড়াও এই ছবিতে আরও অভিনয় করেছেন সিয়াম আহমেদ, সুনেরাহ বিনতে কামাল, এ বি এম সুমন প্রমুখ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তাঁর প্রেমিকাকে ধর্ষণ করলেন ছাত্রদল নেতা

বিবাহিতদের পুলিশ ক্যাডারে না নেওয়ার প্রস্তাব র‍্যাব ডিজির

পরিপাকতন্ত্রের ওষুধের পেছনেই মানুষের ব্যয় সাড়ে ৫ হাজার কোটি টাকা

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত