আজ সারা দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে দেশের নতুন দুই সিনেমা। একটি অরুণা বিশ্বাসের ‘অসম্ভব’, অন্যটি ওয়ালিদ আহমেদের ‘মেঘের কপাট’। দুই নির্মাতারই প্রথম সিনেমা। এই দুই সিনেমার সঙ্গে মুক্তি পাচ্ছে টেলর সুইফটের সংগীত সফর নিয়ে নির্মিত ‘টেলর সুইফট: দ্য ইরাস ট্যুর’।
অসম্ভব
মহান মুক্তিযুদ্ধ, পারিবারিক সম্পর্ক ও যাত্রাপালার ঐতিহ্য নিয়ে নির্মিত হয়েছে ‘অসম্ভব’। সরকারি অনুদানে সিনেমাটি বানিয়েছেন অরুণা বিশ্বাস। অসম্ভব দিয়েই রুপালি পর্দার নির্মাতা হিসেবে অভিষেক হচ্ছে অরুণা বিশ্বাসের। এতে অভিনয় করেছেন আবুল হায়াত, শতাব্দী ওয়াদুদ, সোহানা সাবা, গাজী আবদুন নূর, শাহেদ, স্বাগতা, অরুণা বিশ্বাস প্রমুখ। অরুণা বলেন, ‘এটি প্রেম-সংঘাত, মান-অভিমান, নিজস্ব সংস্কৃতি এবং দেশপ্রেমের ঠাসবুনোট গল্পে মোড়ানো পাশের বাড়ির পরিচিত একটি গল্প।’
মেঘের কপাট
নিজের প্রথম সিনেমায় ওয়ালিদ আহমেদ বেছে নিয়েছেন একঝাঁক নতুন অভিনয়শিল্পীকে। ত্রিভুজ প্রেমের গল্পের পাশাপাশি ‘মেঘের কপাট’ সিনেমায় দেখা যাবে পারিবারিক, ব্যক্তিগত ও মানসিক নানা ক্রাইসিসের গল্প। অভিনয় করেছেন রাকিব হোসেন ইভন, সিন্ডি রোলিং, তন্বী, সাইফ-উজ-জামান, রেজাউর রহমান রিজভী, রোহানা পারভীন প্রমুখ। নির্মাতা ওয়ালিদ আহমেদ বলেন, ‘সবাই চেষ্টা করেছে নিজের সেরা কাজটা উপহার দিতে। মনোরম লোকেশনে শুটের সঙ্গে সঙ্গে গল্পের জন্য মানানসই আবহ দেওয়ার চেষ্টা করেছি স্ক্রিনে।
আশা করি দর্শক বেশ ভালো উপভোগ করবেন।’
টেলর সুইফট: দ্য ইরাস ট্যুর
ইরাস ট্যুর দিয়ে এখন বিশ্ব মাতাচ্ছেন পপসংগীতশিল্পী টেলর সুইফট। গত ১৭ মার্চ থেকে শুরু হওয়া এ ট্যুর চলবে আগামী বছরের ১৭ আগস্ট পর্যন্ত। এ সংগীত সফরকে পর্দায় তুলে ধরেছেন টেলর। নির্মাণ করেছেন ডকুমেন্টারি সিনেমা। সিনেমাটি বানিয়েছেন স্যাম রেঞ্চ। আজ থেকে স্টার সিনেপ্লেক্সে দেখা যাবে টেলর সুইফট: দ্য ইরাস ট্যুর।
আজ সারা দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে দেশের নতুন দুই সিনেমা। একটি অরুণা বিশ্বাসের ‘অসম্ভব’, অন্যটি ওয়ালিদ আহমেদের ‘মেঘের কপাট’। দুই নির্মাতারই প্রথম সিনেমা। এই দুই সিনেমার সঙ্গে মুক্তি পাচ্ছে টেলর সুইফটের সংগীত সফর নিয়ে নির্মিত ‘টেলর সুইফট: দ্য ইরাস ট্যুর’।
অসম্ভব
মহান মুক্তিযুদ্ধ, পারিবারিক সম্পর্ক ও যাত্রাপালার ঐতিহ্য নিয়ে নির্মিত হয়েছে ‘অসম্ভব’। সরকারি অনুদানে সিনেমাটি বানিয়েছেন অরুণা বিশ্বাস। অসম্ভব দিয়েই রুপালি পর্দার নির্মাতা হিসেবে অভিষেক হচ্ছে অরুণা বিশ্বাসের। এতে অভিনয় করেছেন আবুল হায়াত, শতাব্দী ওয়াদুদ, সোহানা সাবা, গাজী আবদুন নূর, শাহেদ, স্বাগতা, অরুণা বিশ্বাস প্রমুখ। অরুণা বলেন, ‘এটি প্রেম-সংঘাত, মান-অভিমান, নিজস্ব সংস্কৃতি এবং দেশপ্রেমের ঠাসবুনোট গল্পে মোড়ানো পাশের বাড়ির পরিচিত একটি গল্প।’
মেঘের কপাট
নিজের প্রথম সিনেমায় ওয়ালিদ আহমেদ বেছে নিয়েছেন একঝাঁক নতুন অভিনয়শিল্পীকে। ত্রিভুজ প্রেমের গল্পের পাশাপাশি ‘মেঘের কপাট’ সিনেমায় দেখা যাবে পারিবারিক, ব্যক্তিগত ও মানসিক নানা ক্রাইসিসের গল্প। অভিনয় করেছেন রাকিব হোসেন ইভন, সিন্ডি রোলিং, তন্বী, সাইফ-উজ-জামান, রেজাউর রহমান রিজভী, রোহানা পারভীন প্রমুখ। নির্মাতা ওয়ালিদ আহমেদ বলেন, ‘সবাই চেষ্টা করেছে নিজের সেরা কাজটা উপহার দিতে। মনোরম লোকেশনে শুটের সঙ্গে সঙ্গে গল্পের জন্য মানানসই আবহ দেওয়ার চেষ্টা করেছি স্ক্রিনে।
আশা করি দর্শক বেশ ভালো উপভোগ করবেন।’
টেলর সুইফট: দ্য ইরাস ট্যুর
ইরাস ট্যুর দিয়ে এখন বিশ্ব মাতাচ্ছেন পপসংগীতশিল্পী টেলর সুইফট। গত ১৭ মার্চ থেকে শুরু হওয়া এ ট্যুর চলবে আগামী বছরের ১৭ আগস্ট পর্যন্ত। এ সংগীত সফরকে পর্দায় তুলে ধরেছেন টেলর। নির্মাণ করেছেন ডকুমেন্টারি সিনেমা। সিনেমাটি বানিয়েছেন স্যাম রেঞ্চ। আজ থেকে স্টার সিনেপ্লেক্সে দেখা যাবে টেলর সুইফট: দ্য ইরাস ট্যুর।
তিন বছর পর ওয়েব সিরিজ নিয়ে ওটিটিতে ফিরছেন আফরান নিশো। অভিনয় করেছেন ভিকি জাহেদের পরিচালনায় ‘আকা’ সিরিজে। এতে নিশোর সঙ্গী হয়েছেন মাসুমা রহমান নাবিলা।
১০ ঘণ্টা আগে২০১২ সালে অপূর্ব ও পড়শীর সঙ্গে ‘রিদম’ নামের নাটকে অভিনয় করেছিলেন প্রত্যয়। এরপর বিজ্ঞাপন ও গানের মডেল হলেও কোনো নাটকে দেখা যায়নি তাঁকে।
১১ ঘণ্টা আগেইত্যাদির নতুন পর্ব ধারণ করা হয়েছে দ্বীপ জেলা ভোলার ঐতিহ্যবাহী জনপদ চরফ্যাশনে। মঞ্চ নির্মাণ করা হয়েছে ব্রিটিশ আমলে তৈরি প্রায় শত বছরের প্রাচীন ঐতিহাসিক ট্যাফনাল ব্যারেট স্কুলের সামনে।
১৬ ঘণ্টা আগেসোমবার দুপুরে ইনস্টাগ্রামে ছবি ও ভিডিও পোস্ট করে পরিণীতি ও রাঘব জানিয়েছেন, শিগগিরই তাঁদের সংসারে আসছে নতুন অতিথি। এই ঘোষণার পর শুভেচ্ছার জোয়ারে ভাসছেন হবু মা-বাবা।
১৭ ঘণ্টা আগে