বরেণ্য অভিনয়শিল্পী আলমগীরের মৃত্যুর গুজব ছড়িয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। বৃহস্পতিবার (২৮ অক্টোবর) দিবাগত মধ্যরাতে খবর ছড়াতে থাকে নায়ক আলমগীর মারা গেছেন। দ্রুতই গুজবটি ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়। খোঁজ নিয়ে জানা যায়, সুস্থ আছেন কিংবদন্তি এ নায়ক। বাসাতেই রয়েছেন তিনি।
আরও জানা যায়, নয়বার জাতীয় চলচ্চিত্র পুরস্কারজয়ী এ অভিনেতা বৃহস্পতিবার সন্ধ্যায় এফডিসি গিয়েছিলেন। সেখানে পরিচালক ও প্রযোজকদের সঙ্গে সময় কাটিয়েছেন। আড্ডা দিয়েছেন নায়ক সাইমনের সঙ্গেও।
নিশ্চিত না হয়ে মিথ্যা তথ্যে আলমগীরের মৃত্যুর গুজব ছড়ানোয় আহত হয়েছেন তাঁর মেয়ে কণ্ঠশিল্পী আঁখি আলমগীর। সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি বলেন, ‘আব্বুকে নিয়ে কে বা কারা গুজব ছড়িয়েছে বুঝতে পারছি না। তবে আব্বু ভালো আছেন, নিরাপদ ও সুস্থ আছেন।’ ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, ‘মানুষের এমন আচরণ দেখে আমরা খুব ব্যথিত।’ তাঁর স্ত্রী প্রখ্যাত সংগীতশিল্পী রুনা লায়লা বলেন, ‘এ ধরনের গুজবে আমরা মর্মাহত। কে বা কারা এমন গুজব রটায় জানি না। এটি খুবই অস্বস্তির এবং দুঃখজনক। নায়ক আলমগীর ভালো আছেন, সুস্থ আছেন। তিনি বাসাতেই আছেন।’
আলমগীর বলেন, ‘এ নিয়ে আর কী বলব! এ ধরনের গুজব ছড়ানোয় কার কী স্বার্থ আছে জানি না। তবে এ ধরনের গুজব ছড়ানো ঠিক নয়।’ গুজব রটনাকারীদের বিরুদ্ধে প্রশাসনের ব্যবস্থা নেওয়া উচিত বলে মনে করেন আলমগীর।
বরেণ্য অভিনয়শিল্পী আলমগীরের মৃত্যুর গুজব ছড়িয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। বৃহস্পতিবার (২৮ অক্টোবর) দিবাগত মধ্যরাতে খবর ছড়াতে থাকে নায়ক আলমগীর মারা গেছেন। দ্রুতই গুজবটি ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়। খোঁজ নিয়ে জানা যায়, সুস্থ আছেন কিংবদন্তি এ নায়ক। বাসাতেই রয়েছেন তিনি।
আরও জানা যায়, নয়বার জাতীয় চলচ্চিত্র পুরস্কারজয়ী এ অভিনেতা বৃহস্পতিবার সন্ধ্যায় এফডিসি গিয়েছিলেন। সেখানে পরিচালক ও প্রযোজকদের সঙ্গে সময় কাটিয়েছেন। আড্ডা দিয়েছেন নায়ক সাইমনের সঙ্গেও।
নিশ্চিত না হয়ে মিথ্যা তথ্যে আলমগীরের মৃত্যুর গুজব ছড়ানোয় আহত হয়েছেন তাঁর মেয়ে কণ্ঠশিল্পী আঁখি আলমগীর। সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি বলেন, ‘আব্বুকে নিয়ে কে বা কারা গুজব ছড়িয়েছে বুঝতে পারছি না। তবে আব্বু ভালো আছেন, নিরাপদ ও সুস্থ আছেন।’ ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, ‘মানুষের এমন আচরণ দেখে আমরা খুব ব্যথিত।’ তাঁর স্ত্রী প্রখ্যাত সংগীতশিল্পী রুনা লায়লা বলেন, ‘এ ধরনের গুজবে আমরা মর্মাহত। কে বা কারা এমন গুজব রটায় জানি না। এটি খুবই অস্বস্তির এবং দুঃখজনক। নায়ক আলমগীর ভালো আছেন, সুস্থ আছেন। তিনি বাসাতেই আছেন।’
আলমগীর বলেন, ‘এ নিয়ে আর কী বলব! এ ধরনের গুজব ছড়ানোয় কার কী স্বার্থ আছে জানি না। তবে এ ধরনের গুজব ছড়ানো ঠিক নয়।’ গুজব রটনাকারীদের বিরুদ্ধে প্রশাসনের ব্যবস্থা নেওয়া উচিত বলে মনে করেন আলমগীর।
গ্লাসগোর রাস্তায় শুটিং দেখতে জড়ো হয়েছেন অনেকে। ভক্তদের উদ্দেশে হাত নাড়ছেন হল্যান্ড। তাঁদের সঙ্গে কথা বলছেন। ছবি তুলছেন। স্পাইডার-ম্যানের পোশাক পরা এক শিশুকে কাছে টেনে নেন তিনি।
৬ ঘণ্টা আগেঅভিনেত্রী ভূমি পেডনেকারও শুরু করলেন নিজের ব্যবসা প্রতিষ্ঠান। তবে খানিকটা ভিন্ন পথে হেঁটেছেন। মিনারেল ওয়াটারের ব্যবসা শুরু করেছেন তিনি। এ উদ্যোগে ভূমির সঙ্গে আছেন তাঁর বোন সমীক্ষা পেডনেকার।
১০ ঘণ্টা আগেসেই দৃশ্যের শুটিংয়ের সময় যাতে প্রেমিকাকে বারবার জড়িয়ে ধরতে পারেন ধর্মেন্দ্র, সেই ব্যবস্থা করেছিলেন। স্পটবয়দের প্রত্যেককে ২০ রুপি করে দিয়ে বলেছিলেন, শটটি কোনো না কোনোভাবে বারবার ভেস্তে দিতে। যাতে বারবার রিটেকের প্রয়োজন হয়।
১২ ঘণ্টা আগেব্যক্তিগত বিষয় আড়ালে রাখতেই পছন্দ করেন অভিনেত্রী জয়া আহসান। সিনেমা, সমাজ, পরিবেশ, সংস্কৃতি—নানা বিষয় নিয়ে সংবাদমাধ্যমে ঘণ্টার পর ঘণ্টা সাক্ষাৎকার দিলেও, ব্যক্তিগত প্রসঙ্গ তিনি সব সময় এড়িয়ে যান। তবে সম্প্রতি এক সাক্ষাৎকারে জয়া জানালেন, দীর্ঘদিন ধরে প্রেমের সম্পর্কে আছেন তিনি।
১৫ ঘণ্টা আগে