Ajker Patrika

নিষিদ্ধ সিনেমার পুনর্নির্মাণ

নিষিদ্ধ সিনেমার পুনর্নির্মাণ

নারায়ণগঞ্জের একটি সত্য ঘটনা অবলম্বনে নির্মিত হয়েছে ‘আমার শেষ কথা’। চলতি বছরের ফেব্রুয়ারি মাসে সিনেমাটির শুটিং করেন নির্মাতা ইসলাম মিয়া। সমস্ত কাজ শেষ করে মুক্তির জন্য ছাড়পত্র পেতে জমা দিয়েছিলেন সেন্সর বোর্ডে। সেই ধাপ পার হতে পারেনি সিনেমাটি। গত মাসে এই সিনেমার সেন্সর ছাড়পত্র বাতিল করেছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। একই সঙ্গে সিনেমাটির সব ধরনের প্রদর্শনীও নিষিদ্ধ করা হয়। এমন সিদ্ধান্তের পর আপত্তির জায়গাগুলো নতুন করে শুটিং করার সিদ্ধান্ত নিয়েছেন নির্মাতা ইসলাম মিয়া। বুধবার থেকে গাজীপুরের পুবাইলে শুরু হয়েছে শুটিং। বিষয়টি নিশ্চিত করেছেন সিনেমার নায়ক জয় চৌধুরী।

শুটিংয়ের একটি ছবিতে দেখা যায়, কারাগারে কয়েদির বেশে জেলরক্ষীদের সঙ্গে দাঁড়িয়ে আছেন জয় চৌধুরী। আজকের পত্রিকাকে জয় বলেন, ‘সেন্সর বোর্ড সদস্যদের কাছে যে বিষয়গুলো আপত্তিকর মনে হয়েছে, সেই দৃশ্যগুলো নতুন করে শুট করছি আমরা। সিনেমার গল্পে কিছু ভায়োলেন্স ছিল। এ ছাড়া আইনের প্রয়োগ কম দেখানো হয়েছিল। সেই বিষয়গুলো নতুন করে শুটিং হচ্ছে।’ 

শুটিং চলবে ৫ নভেম্বর পর্যন্ত। টানা পাঁচ দিনে ১৫ থেকে ২০টি দৃশ্যের নতুন করে শুটিং হবে। এমনটাই জানান জয় চৌধুরী। আমার শেষ কথা সিনেমায় জয় চৌধুরীর বিপরীতে অভিনয় করেছেন কাজী জারা টায়রা। এ সিনেমা দিয়েই বড় পর্দায় প্রথম কাজ করলেন টায়রা। ঢালিউডে স্বামী-স্ত্রীর জুটি দেখা গেলেও দুলাভাই-শ্যালিকা জুটি এবারই প্রথম। ব্যক্তিগত জীবনে টায়রার দুলাভাই জয় চৌধুরী।

জানা গেছে, ‘আমার শেষ কথা’ সিনেমাটি নির্মিত হয়েছে নারায়ণগঞ্জের একটি ঘটনা অবলম্বনে। গল্পের নায়ক একজন নাস্তিক। ঘৃণ্য সব কাজ করত, মানুষ পাচার করত। কোনো এক ঘটনায় নিজের স্ত্রীও পাচার হয়ে যায়। সেই ঘটনার পর সে ধর্মের পথে চলে আসে।

আমার শেষ কথা সিনেমায় আরও আছেন কাজী হায়াৎ, মাহমুদুল হাসান মিঠু, রেবেকা, ববি, সুব্রত, রিনা খান, দুলারি, হাবিব খান, আবু সাইদ, টাইগার রবি প্রমুখ। চলতি বছরের ফেব্রুয়ারিতে ‘আমার শেষ কথা’ সিনেমার শুটিং শুরু হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত