বিনোদন প্রতিবেদক, ঢাকা
সম্প্রতি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বেড়েছে বাংলাদেশের অংশগ্রহণ। শুধু অংশগ্রহণই নয়, বিভিন্ন উৎসবে মিলছে নানা পুরস্কারও। গত মে মাসে ৭৮তম কান চলচ্চিত্র উৎসবে স্বল্পদৈর্ঘ্য বিভাগে স্পেশাল মেনশন পুরস্কার জিতে নেয় আদনান আল রাজীবের ‘আলী’। এবার চেক প্রজাতন্ত্রের মর্যাদাপূর্ণ ৫৯তম কার্লোভি ভ্যারি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে পুরস্কার জিতল পূর্ণদৈর্ঘ্য সিনেমা ‘বালুর নগরীতে’। উৎসবের প্রক্সিমা প্রতিযোগিতা শাখায় ‘গ্র্যান্ড প্রিক্স’ পুরস্কার পেয়েছে মেহেদি হাসান পরিচালিত সিনেমাটি। জানা গেছে, এই পুরস্কারের অর্থমূল্য ১৫ হাজার ডলার বা বাংলাদেশি মুদ্রায় ১৮ লাখ টাকার বেশি।
চেক প্রজাতন্ত্রের কার্লোভি ভ্যারি শহরে ৪ জুলাই শুরু হয় কার্লোভি ভ্যারি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ৫৯তম আসর। ১২ জুলাই শনিবার পুরস্কার ঘোষণার মাধ্যমে শেষ হয় এই উৎসব। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বালুর নগরীতে সিনেমার নির্মাতা, প্রযোজক ও সিনেমার কলাকুশলীরা।
বালুর নগরীতে সিনেমাটির ইংরেজি নাম স্যান্ড সিটি। গল্প মূলত নগরের বালুকে ঘিরে। সিনেমায় এমা চরিত্রে অভিনয় করেছেন ভিক্টোরিয়া চাকমা, যাকে দেখা যাবে বিড়ালের ক্যাট লিটারের জন্য শহরের বিভিন্ন জায়গা থেকে স্কুটারে করে বালু সংগ্রহ করতে। বালু সংগ্রহ করতে গিয়ে এমা একদিন বিচ্ছিন্ন আঙুল খুঁজে পায়। এই রহস্য নাটকীয় পরিবর্তন আনে সিনেমার গল্পে। হাসান চরিত্রে অভিনয় করেছেন মোস্তফা মন্ওয়ার। হাসান বালুর প্ল্যান্টে কাজ করে। সেখান থেকে কিছু প্রয়োজনীয় জিনিস চুরি করে বাড়িতেই কাচ তৈরির চেষ্টা করে সে। তার স্বপ্ন, একদিন কাচের ফ্যাক্টরির মালিক হবে, যা শেষ পর্যন্ত তাকে ধ্বংসাত্মক উদ্ভট পরিকল্পনার দিকে নিয়ে যায়।
কার্লোভি ভ্যারি উৎসবের এবারের আয়োজনে মূল প্রতিযোগিতা বিভাগে সেরা হয়েছে চেক প্রজাতন্ত্রের সিনেমা ‘বেটার গো ম্যাপ জন দ্য ওয়াইল্ড’। পরিচালনা করেছেন মারো নেমো। বিশেষ জুরি পুরস্কার জিতে নিয়েছে ইরানি সিনেমা ‘বিদার’। সেরা পরিচালক হয়েছেন যৌথভাবে ভিটটাস কাটকুস (দ্য ভিজিটর) ও নামান অ্যামব্রোসিওনি (আউট অব লাভ)। স্পেনের ‘হোয়েন আ রিভার বিকামস দ্য সি’ সিনেমার জন্য সেরা অভিনেতার খেতাব জিতেছেন আলেক্স ব্রেনডেমুল। সেরা অভিনেত্রীর পুরস্কার জিতেছেন নরওয়ের পিয়া শেলতা। ‘ডোন্ট কল কিম মামা’ সিনেমার জন্য সেরা নির্বাচিত হয়েছেন তিনি।
সম্প্রতি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বেড়েছে বাংলাদেশের অংশগ্রহণ। শুধু অংশগ্রহণই নয়, বিভিন্ন উৎসবে মিলছে নানা পুরস্কারও। গত মে মাসে ৭৮তম কান চলচ্চিত্র উৎসবে স্বল্পদৈর্ঘ্য বিভাগে স্পেশাল মেনশন পুরস্কার জিতে নেয় আদনান আল রাজীবের ‘আলী’। এবার চেক প্রজাতন্ত্রের মর্যাদাপূর্ণ ৫৯তম কার্লোভি ভ্যারি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে পুরস্কার জিতল পূর্ণদৈর্ঘ্য সিনেমা ‘বালুর নগরীতে’। উৎসবের প্রক্সিমা প্রতিযোগিতা শাখায় ‘গ্র্যান্ড প্রিক্স’ পুরস্কার পেয়েছে মেহেদি হাসান পরিচালিত সিনেমাটি। জানা গেছে, এই পুরস্কারের অর্থমূল্য ১৫ হাজার ডলার বা বাংলাদেশি মুদ্রায় ১৮ লাখ টাকার বেশি।
চেক প্রজাতন্ত্রের কার্লোভি ভ্যারি শহরে ৪ জুলাই শুরু হয় কার্লোভি ভ্যারি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ৫৯তম আসর। ১২ জুলাই শনিবার পুরস্কার ঘোষণার মাধ্যমে শেষ হয় এই উৎসব। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বালুর নগরীতে সিনেমার নির্মাতা, প্রযোজক ও সিনেমার কলাকুশলীরা।
বালুর নগরীতে সিনেমাটির ইংরেজি নাম স্যান্ড সিটি। গল্প মূলত নগরের বালুকে ঘিরে। সিনেমায় এমা চরিত্রে অভিনয় করেছেন ভিক্টোরিয়া চাকমা, যাকে দেখা যাবে বিড়ালের ক্যাট লিটারের জন্য শহরের বিভিন্ন জায়গা থেকে স্কুটারে করে বালু সংগ্রহ করতে। বালু সংগ্রহ করতে গিয়ে এমা একদিন বিচ্ছিন্ন আঙুল খুঁজে পায়। এই রহস্য নাটকীয় পরিবর্তন আনে সিনেমার গল্পে। হাসান চরিত্রে অভিনয় করেছেন মোস্তফা মন্ওয়ার। হাসান বালুর প্ল্যান্টে কাজ করে। সেখান থেকে কিছু প্রয়োজনীয় জিনিস চুরি করে বাড়িতেই কাচ তৈরির চেষ্টা করে সে। তার স্বপ্ন, একদিন কাচের ফ্যাক্টরির মালিক হবে, যা শেষ পর্যন্ত তাকে ধ্বংসাত্মক উদ্ভট পরিকল্পনার দিকে নিয়ে যায়।
কার্লোভি ভ্যারি উৎসবের এবারের আয়োজনে মূল প্রতিযোগিতা বিভাগে সেরা হয়েছে চেক প্রজাতন্ত্রের সিনেমা ‘বেটার গো ম্যাপ জন দ্য ওয়াইল্ড’। পরিচালনা করেছেন মারো নেমো। বিশেষ জুরি পুরস্কার জিতে নিয়েছে ইরানি সিনেমা ‘বিদার’। সেরা পরিচালক হয়েছেন যৌথভাবে ভিটটাস কাটকুস (দ্য ভিজিটর) ও নামান অ্যামব্রোসিওনি (আউট অব লাভ)। স্পেনের ‘হোয়েন আ রিভার বিকামস দ্য সি’ সিনেমার জন্য সেরা অভিনেতার খেতাব জিতেছেন আলেক্স ব্রেনডেমুল। সেরা অভিনেত্রীর পুরস্কার জিতেছেন নরওয়ের পিয়া শেলতা। ‘ডোন্ট কল কিম মামা’ সিনেমার জন্য সেরা নির্বাচিত হয়েছেন তিনি।
কয়েক বছর ধরে নাটকে অভিনয় কমিয়ে দিয়েছেন মেহজাবীন চৌধুরী। মনোযোগ দিয়েছেন ওটিটি ও সিনেমায়। ‘প্রিয় মালতী’ সিনেমা দিয়ে গত বছর ডিসেম্বরে বড় পর্দায় অভিষেক হয়েছে তাঁর। প্রিয় মালতী মেহজাবীনের মুক্তি পাওয়া প্রথম সিনেমা হলেও তিনি প্রথম অভিনয় করেছিলেন ‘সাবা’ সিনেমায়।
১৯ মিনিট আগেনির্মাণের পর থেকে বিভিন্ন দেশের আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয়েছে ‘ফেরেশতে’ ও ‘বাড়ির নাম শাহানা’। এবার দেশের দর্শকদের দেখার পালা। আজ দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে সিনেমা দুটি। এ ছাড়া গত মঙ্গলবার থেকে সিনেপ্লেক্সে দেখা যাচ্ছে জাপানি অ্যানিমে ‘ডেমন স্লেয়ার: ইনফিনিটি ক্যাসেল’।
২ ঘণ্টা আগেআরও এক সিনেমা থেকে বাদ পড়লেন দীপিকা পাড়ুকোন। নাগ অশ্বিনের ‘কল্কি ২৮৯৮ এডি’ ছিল সাম্প্রতিক সময়ের সবচেয়ে বড় প্যান-ইন্ডিয়া রিলিজ। প্রভাস, অমিতাভ বচ্চন, কমল হাসান এবং দীপিকা পাড়ুকোনকে নিয়ে তৈরি এই সায়েন্স ফিকশন-মিথোলজি মিশ্রিত কাহিনি গত বছর নতুন উদাহরণ সৃষ্টি করেছিল বক্স অফিসে।
২ ঘণ্টা আগেপ্রতি সপ্তাহে নতুন সিনেমা বা ওয়েব সিরিজের জন্য দর্শকদের নজর থাকে ওটিটি প্ল্যাটফর্মে। এ সপ্তাহেও মুক্তি পাবে নানা দেশের, নানা ভাষার কনটেন্ট। বাছাই করা এমন কিছু কনটেন্টের খোঁজ থাকছে এ প্রতিবেদনে।
৩ ঘণ্টা আগে