আনিসুর রহমান মিলন ও শিরিন শিলা জুটির প্রথম সিনেমা ‘নদীর জলে শাপলা ভাসে’। গত বছরের ১২ মার্চ থেকে বগুড়ার মহাস্থানগড়ে শুরু হয়েছিল শুটিং। এতদিনে এসে ‘নদীর জলে শাপলা ভাসে’ মুক্তির অনুমতি পেল। রোববার (২৩ জানুয়ারি) বাংলাদেশ ফিল্ম সেন্সর বোর্ড থেকে বিনাকর্তনে ছাড়পত্র পেয়েছে সিনেমাটি। বিষয়টি নিশ্চিত করেছেন সিনেমার নির্মাতা মেহেদী হাসান।
এতে মিলন অভিনয় করেছেন নায়েব চরিত্রে। যিনি একজন মাঝি। গ্রামের খালে নৌকা চালান। গ্রামীণ পটভূমিতে বোনা হয়েছে সিনেমাটির গল্প। ‘নদীর জলে শাপলা ভাসে’ দিয়ে প্রথমবারের মতো মাঝির চরিত্রে অভিনয় করেছেন মিলন। সাঁতার না জানায় এর আগে তিনি নৌকা চালাতে পারতেন না। ভয় পেতেন। শুটিংয়ের বড় অংশজুড়ে নদীর বুকেই থাকতে হয়েছে মিলনকে। এ সিনেমার কাজ করতে গিয়ে ভয় কেটে গেছে, হয়ে গেছে তাঁর নৌকা চালানোর প্রশিক্ষণ।
‘নদীর জলে শাপলা ভাসে’ সেন্সর ছাড়পত্র পাওয়ায় উচ্ছ্বসিত মিলন। তিনি বলেন, ‘একটি সুস্থ সিনেমা যা আমরা প্রত্যাশা করি, আমার অভিনীত নদীর জলে শাপলা ভাসে ঠিক তেমনই একটি ফিল্ম। ধন্যবাদ বাংলাদেশ ফিল্ম সেন্সর বোর্ডের সব সদস্যকে এই চলচ্চিত্রটি বিনা কর্তনে সেন্সর সনদপত্র দেওয়ার জন্য।’
শিরিন শিলা জানিয়েছেন, একটি হৃদয়বিদারক গল্প। গল্পে তিনি গ্রামের সহজ-সরল মাঝির বউ। তারামন বানু তাঁর চরিত্রের নাম।
এ ধরনের চরিত্রে তিনি আগে অভিনয় করেননি। অনেক দিন ধরেই এ রকম একটি গল্প খুঁজছিলেন। শিরিন শিলার বিশ্বাস, সিনেমাটি মুক্তি পেলে গল্প ও অভিনয়ে সবার হৃদয় ছুঁয়ে যাবে।
‘নদীর জলে শাপলা ভাসে’ সিনেমার গল্প ও চিত্রনাট্য লিখেছেন মশিউর রহমান। আনিসুর রহমান মিলন ও শিরিন শিলা ছাড়াও এ সিনেমায় আরও অভিনয় করছেন মাহমুদুল ইসলাম মিঠু, রেবেকা রউফ, সুব্রত, আসমা ঝিলিক, মাইশা প্রমুখ।
নির্মাতা জানিয়েছেন, করোনা পরিস্থিতি স্বাভাবিক হলে যে কোনো তারিখে হলে আসবে সিনেমাটি।
আনিসুর রহমান মিলন ও শিরিন শিলা জুটির প্রথম সিনেমা ‘নদীর জলে শাপলা ভাসে’। গত বছরের ১২ মার্চ থেকে বগুড়ার মহাস্থানগড়ে শুরু হয়েছিল শুটিং। এতদিনে এসে ‘নদীর জলে শাপলা ভাসে’ মুক্তির অনুমতি পেল। রোববার (২৩ জানুয়ারি) বাংলাদেশ ফিল্ম সেন্সর বোর্ড থেকে বিনাকর্তনে ছাড়পত্র পেয়েছে সিনেমাটি। বিষয়টি নিশ্চিত করেছেন সিনেমার নির্মাতা মেহেদী হাসান।
এতে মিলন অভিনয় করেছেন নায়েব চরিত্রে। যিনি একজন মাঝি। গ্রামের খালে নৌকা চালান। গ্রামীণ পটভূমিতে বোনা হয়েছে সিনেমাটির গল্প। ‘নদীর জলে শাপলা ভাসে’ দিয়ে প্রথমবারের মতো মাঝির চরিত্রে অভিনয় করেছেন মিলন। সাঁতার না জানায় এর আগে তিনি নৌকা চালাতে পারতেন না। ভয় পেতেন। শুটিংয়ের বড় অংশজুড়ে নদীর বুকেই থাকতে হয়েছে মিলনকে। এ সিনেমার কাজ করতে গিয়ে ভয় কেটে গেছে, হয়ে গেছে তাঁর নৌকা চালানোর প্রশিক্ষণ।
‘নদীর জলে শাপলা ভাসে’ সেন্সর ছাড়পত্র পাওয়ায় উচ্ছ্বসিত মিলন। তিনি বলেন, ‘একটি সুস্থ সিনেমা যা আমরা প্রত্যাশা করি, আমার অভিনীত নদীর জলে শাপলা ভাসে ঠিক তেমনই একটি ফিল্ম। ধন্যবাদ বাংলাদেশ ফিল্ম সেন্সর বোর্ডের সব সদস্যকে এই চলচ্চিত্রটি বিনা কর্তনে সেন্সর সনদপত্র দেওয়ার জন্য।’
শিরিন শিলা জানিয়েছেন, একটি হৃদয়বিদারক গল্প। গল্পে তিনি গ্রামের সহজ-সরল মাঝির বউ। তারামন বানু তাঁর চরিত্রের নাম।
এ ধরনের চরিত্রে তিনি আগে অভিনয় করেননি। অনেক দিন ধরেই এ রকম একটি গল্প খুঁজছিলেন। শিরিন শিলার বিশ্বাস, সিনেমাটি মুক্তি পেলে গল্প ও অভিনয়ে সবার হৃদয় ছুঁয়ে যাবে।
‘নদীর জলে শাপলা ভাসে’ সিনেমার গল্প ও চিত্রনাট্য লিখেছেন মশিউর রহমান। আনিসুর রহমান মিলন ও শিরিন শিলা ছাড়াও এ সিনেমায় আরও অভিনয় করছেন মাহমুদুল ইসলাম মিঠু, রেবেকা রউফ, সুব্রত, আসমা ঝিলিক, মাইশা প্রমুখ।
নির্মাতা জানিয়েছেন, করোনা পরিস্থিতি স্বাভাবিক হলে যে কোনো তারিখে হলে আসবে সিনেমাটি।
১ থেকে ৫ সেপ্টেম্বর ভারতের দিল্লিতে অনুষ্ঠিত হয়েছে ‘ডক প্রোডিউসিং সাউথ’ শীর্ষক আয়োজন। স্বাধীন চলচ্চিত্র নির্মাতাদের নিয়ে অনুষ্ঠিত এই আয়োজনে তথ্যচিত্র নির্মাণের বাজেট, ডিস্ট্রিবিউশন পরিকল্পনা, চিত্রনাট্য রচনাসহ নানা বিষয়ে আলোচনা করেন বিভিন্ন দেশের নির্মাতা ও প্রযোজকেরা।
১২ ঘণ্টা আগেগত বছরের শেষ দিকে মাদককাণ্ডে জড়িত থাকার অভিযোগে খবরের শিরোনাম হন টিভি নাটকের অভিনেত্রী—তানজিন তিশা, মুমতাহিনা চৌধুরী টয়া ও সাফা কবির। তাঁদের বিরুদ্ধে অভিযোগ ছিল, একটি বিশেষ হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে নিয়মিত মাদক সংগ্রহ করছিলেন তাঁরা।
১২ ঘণ্টা আগে২০২১ সালের শেষ দিন অর্থাৎ ৩১ ডিসেম্বর নাট্যদল বাতিঘর থিয়েটার মঞ্চে নিয়ে এসেছিল তাদের ১৫তম প্রযোজনা ‘মাংকি ট্রায়াল’। চার বছরের মাথায় অনুষ্ঠিত হতে যাচ্ছে মাংকি ট্রায়ালের রজতজয়ন্তী প্রদর্শনী। ১৯ সেপ্টেম্বর শুক্রবার সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার পরীক্ষণ থিয়েটার...
১২ ঘণ্টা আগেশাহরুখপুত্র আরিয়ান খানের প্রথম ওয়েব সিরিজে তিন খানকে দেখা যাবে অতিথি চরিত্রে। প্রথমবারের মতো একই প্রজেক্টে অভিনয় করেছেন তাঁরা।
১ দিন আগে