গত মাসে ‘প্রিয়তমা’ সিনেমার মুক্তি উপলক্ষে যুক্তরাষ্ট্রে উড়ে গেলেও সম্প্রতি একসঙ্গে সিনেমাটি দেখেছেন চিত্রনায়ক শাকিব খান ও পরিচালক হিমেল আশরাফ। নিউ ইয়র্কের জ্যামাইকা মাল্টিপ্লেক্স সিনেমাসে হলভর্তি দর্শকের সঙ্গে ‘প্রিয়তমা’ দেখেন তাঁরা। এদিন তাঁদের সঙ্গে বাংলাদেশের আরও শোবিজ তারকাদেরও দেখা গেছে।
সিনেমাটি দেখে আবেগতাড়িত হয়ে পড়েন ঢাকাই সিনেমার শীর্ষ নায়ক শাকিব খান। এমনটাই জানিয়েছেন নির্মাতা হিমেল আশরাফ। সেই সঙ্গে তিনিও স্মৃতিকাতর হয়ে পড়েন।
সিনেমা শেষ করে হলের মধ্যেই করা একটি ভিডিও ক্লিপ শেয়ার করেন হিমেল আশরাফ। যেখানে তাঁর সঙ্গে আপ্লুত শাকিব খানকেও দেখা যায়। হিমেল আশরাফ ভিডিওটি শেয়ার করে লিখেছেন, ‘২০১৭ সালে ‘প্রিয়তমা’ বানানোর ঘোষণার পরে আমাকে আমেরিকায় চলে আসতে হয় জীবনের প্রয়োজনে। তারপর থেকে আজ পর্যন্ত আমাকে মিডিয়ায় ছোট করে হলেও বাঁচিয়ে রেখেছিলেন শাকিব খান। আমি দেশে উপস্থিত ছিলাম না, এর পরেও তাঁর প্রায় প্রতিটা সিনেমার অনুষ্ঠানে তিনি আমার কথা বলতেন, আমার নাম বলতেন। ‘প্রিয়তমা’ না করতে পারার পরেও তার ঘরের রাজকুমার ও মায়া নামের দুটি সিনেমায় আমার নাম ঘোষণা করার পরে মোটামুটি সবাই টিটকারি মেরে হেসেছেন।’
অতীতের তিক্ত অভিজ্ঞতার কথা স্মরণ করে হিমেল আরও লিখেছেন, ‘শাকিব ভাইকে সবাই বলতেন হিমেলকে দিয়ে হবে না, নাটকের ছেলে, নাটক বানায় ফেলবে। কেউ বলতেন ওর প্রথম সিনেমা ভালো যায় নাই, কুফা ভাই, নিয়েন না। কেউ কেউ বলেছে, শাকিব ভাই ভুল করছেন, ও তো নাটকের কিছু করতে পারে নাই, পরে বুঝবেন। ৯৯ ভাগ মানুষ শাকিব ভাইর কাছে আমার নামে নেগেটিভ মন্তব্য করতেন। কিন্তু কোনো এক অদ্ভুত কারণে উনি আমার ওপর আস্থা পেতেন। প্রায়ই বলতেন, তুই একদিন বড় ডিরেক্টর হবি হিমেল। আমি আজও জানি না তিনি আসলে কেন বলতেন এই কথা। শুধু আমাকে না, আমার অনুপস্থিতিতেও তিনি খুবই কনফিডেন্সের সঙ্গে বলতেন, হিমেল ভালো বানাবে। তার কথা শুনে মানুষ মুচকি হাসত।’
হিমেল আশরাফ আরও লিখেছেন, ‘আজ “প্রিয়তমা” দেখা শেষে তার ভেজা চোখে চোখ পড়তেই আমাকে দেখে হেসে আমার কাঁধে হাত রেখে কিছু না বলেও যেন কত কিছু বললেন। আর আমি তার বিজয়ের হাসি দেখে মনে মনে বারবার বলছিলাম, ভাইয়া থ্যাংক ইউ…।’
শাকিবের কাছে আজীবন ঋণী হয়ে থাকবেন, এমন মন্তব্য করে হিমেল আশরাফ লিখেছেন, ‘শাকিব খানের ব্যস্ত শিডিউলে হয়তো তার সঙ্গে আমার অনেক কাজ হবে না, কিন্তু একজন নির্মাতা হিমেল আশরাফ আজীবন শাকিব খানের কাছে ঋণী হয়ে থাকবে।’
প্রিয়তমায় জুটি বেঁধে অভিনয় করেছেন শাকিব খান ও কলকাতার ইধিকা পাল। ঈদের দিন (২৯ জুন) ছবিটি দেশের ১০৭টি হলে মুক্তি পায়।
এদিকে যুক্তরাষ্ট্র এবং কানাডার পর এই মাসে অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড ও ফ্রান্সে মুক্তি পেতে যাচ্ছে।
গত মাসে ‘প্রিয়তমা’ সিনেমার মুক্তি উপলক্ষে যুক্তরাষ্ট্রে উড়ে গেলেও সম্প্রতি একসঙ্গে সিনেমাটি দেখেছেন চিত্রনায়ক শাকিব খান ও পরিচালক হিমেল আশরাফ। নিউ ইয়র্কের জ্যামাইকা মাল্টিপ্লেক্স সিনেমাসে হলভর্তি দর্শকের সঙ্গে ‘প্রিয়তমা’ দেখেন তাঁরা। এদিন তাঁদের সঙ্গে বাংলাদেশের আরও শোবিজ তারকাদেরও দেখা গেছে।
সিনেমাটি দেখে আবেগতাড়িত হয়ে পড়েন ঢাকাই সিনেমার শীর্ষ নায়ক শাকিব খান। এমনটাই জানিয়েছেন নির্মাতা হিমেল আশরাফ। সেই সঙ্গে তিনিও স্মৃতিকাতর হয়ে পড়েন।
সিনেমা শেষ করে হলের মধ্যেই করা একটি ভিডিও ক্লিপ শেয়ার করেন হিমেল আশরাফ। যেখানে তাঁর সঙ্গে আপ্লুত শাকিব খানকেও দেখা যায়। হিমেল আশরাফ ভিডিওটি শেয়ার করে লিখেছেন, ‘২০১৭ সালে ‘প্রিয়তমা’ বানানোর ঘোষণার পরে আমাকে আমেরিকায় চলে আসতে হয় জীবনের প্রয়োজনে। তারপর থেকে আজ পর্যন্ত আমাকে মিডিয়ায় ছোট করে হলেও বাঁচিয়ে রেখেছিলেন শাকিব খান। আমি দেশে উপস্থিত ছিলাম না, এর পরেও তাঁর প্রায় প্রতিটা সিনেমার অনুষ্ঠানে তিনি আমার কথা বলতেন, আমার নাম বলতেন। ‘প্রিয়তমা’ না করতে পারার পরেও তার ঘরের রাজকুমার ও মায়া নামের দুটি সিনেমায় আমার নাম ঘোষণা করার পরে মোটামুটি সবাই টিটকারি মেরে হেসেছেন।’
অতীতের তিক্ত অভিজ্ঞতার কথা স্মরণ করে হিমেল আরও লিখেছেন, ‘শাকিব ভাইকে সবাই বলতেন হিমেলকে দিয়ে হবে না, নাটকের ছেলে, নাটক বানায় ফেলবে। কেউ বলতেন ওর প্রথম সিনেমা ভালো যায় নাই, কুফা ভাই, নিয়েন না। কেউ কেউ বলেছে, শাকিব ভাই ভুল করছেন, ও তো নাটকের কিছু করতে পারে নাই, পরে বুঝবেন। ৯৯ ভাগ মানুষ শাকিব ভাইর কাছে আমার নামে নেগেটিভ মন্তব্য করতেন। কিন্তু কোনো এক অদ্ভুত কারণে উনি আমার ওপর আস্থা পেতেন। প্রায়ই বলতেন, তুই একদিন বড় ডিরেক্টর হবি হিমেল। আমি আজও জানি না তিনি আসলে কেন বলতেন এই কথা। শুধু আমাকে না, আমার অনুপস্থিতিতেও তিনি খুবই কনফিডেন্সের সঙ্গে বলতেন, হিমেল ভালো বানাবে। তার কথা শুনে মানুষ মুচকি হাসত।’
হিমেল আশরাফ আরও লিখেছেন, ‘আজ “প্রিয়তমা” দেখা শেষে তার ভেজা চোখে চোখ পড়তেই আমাকে দেখে হেসে আমার কাঁধে হাত রেখে কিছু না বলেও যেন কত কিছু বললেন। আর আমি তার বিজয়ের হাসি দেখে মনে মনে বারবার বলছিলাম, ভাইয়া থ্যাংক ইউ…।’
শাকিবের কাছে আজীবন ঋণী হয়ে থাকবেন, এমন মন্তব্য করে হিমেল আশরাফ লিখেছেন, ‘শাকিব খানের ব্যস্ত শিডিউলে হয়তো তার সঙ্গে আমার অনেক কাজ হবে না, কিন্তু একজন নির্মাতা হিমেল আশরাফ আজীবন শাকিব খানের কাছে ঋণী হয়ে থাকবে।’
প্রিয়তমায় জুটি বেঁধে অভিনয় করেছেন শাকিব খান ও কলকাতার ইধিকা পাল। ঈদের দিন (২৯ জুন) ছবিটি দেশের ১০৭টি হলে মুক্তি পায়।
এদিকে যুক্তরাষ্ট্র এবং কানাডার পর এই মাসে অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড ও ফ্রান্সে মুক্তি পেতে যাচ্ছে।
ভৌতিক গল্পের সিনেমা বানাচ্ছেন রায়হান রাফী। কয়েক দিন ধরেই গুঞ্জন শোনা যাচ্ছে ‘আন্ধার’ নামের এ সিনেমায় অভিনয় করবেন সিয়াম আহমেদ। এবার জানা গেল এ সিনেমায় সিয়ামের সঙ্গে থাকবেন নাজিফা তুষি। নাজিফা তুষিকে সবশেষ পর্দায় দেখা গেছে তিন বছর আগে ‘হাওয়া’ সিনেমায়। এই সিনেমা দিয়ে ছয় বছর পর বড় পর্দায় ফিরেছিলেন...
৯ ঘণ্টা আগেপ্রথমবারের মতো সংগীতসফরে যুক্তরাষ্ট্রে যাচ্ছেন ‘সেরাকণ্ঠ’খ্যাত শিল্পী আতিয়া আনিসা। সেখানকার বিভিন্ন রাজ্যে ১৪টি অনুষ্ঠানে গান গাওয়ার কথা রয়েছে তাঁর। অনুষ্ঠানের এই সংখ্যা আরও বাড়তে পারে বলে জানিয়েছেন আনিসা।
৯ ঘণ্টা আগেঅনুস্বর নাট্যদলের তৃতীয় প্রযোজনা ‘মূল্য অমূল্য’ আবার ফিরছে মঞ্চে। রাজধানীর বাংলাদেশ শিল্পকলা একাডেমির এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে নাটকটি সর্বশেষ দেখা গিয়েছিল গত বছরের জুন মাসে। ১৩ মাস পর একই মঞ্চে ২০ আগস্ট সন্ধ্যা সাড়ে ৭টায় দেখা যাবে মূল্য অমূল্যর ৩১তম প্রদর্শনী।
৯ ঘণ্টা আগেকলেজের প্রথম দিনে সবচেয়ে দুষ্টু ছাত্র সাদের (ইয়াশ রোহান) সঙ্গে দেখা হয় হৃদির। সাদ যতটা চঞ্চল ও দুষ্টু, হৃদি ঠিক ততটাই মিষ্টি ও গম্ভীর। ধীরে ধীরে হৃদিকে ভালোবেসে ফেলে সাদ।
২০ ঘণ্টা আগে