বলিউড তারকা সালমান খান বরাবরই রসিক। সেটা তাঁর বিভিন্ন সাক্ষাৎকার দেখলেই টের পাওয়া যায়। এমনিতে খুব বেশি সাক্ষাৎকার দেন না তিনি। তবে যেখানে মুখ খোলেন, জমিয়ে দেন একেবারে।
১৯৯২ সালের একটি সাক্ষাৎকারে এমনই এক বোমা ফাটিয়েছিলেন সালমান। কানাডায় স্টেজ শো করতে গিয়েছিলেন। সেখানে এক টিভি চ্যানেলের শোয়ে কড়া প্রশ্নের মুখে পড়তে হয়েছিল তাঁকে।
উপস্থাপিকা প্রশ্ন ছুড়ে দিয়েছিলেন, ‘এটা কি সত্যি যে আপনার কাছে সব সময় গোপন ক্যামেরা থাকে, যা দিয়ে আপনি দর্শকদের ছবি তোলেন?’
এমন প্রশ্নের মুখে পড়ে মোটেই অপ্রস্তুত হননি সালমান। খুব স্বাভাবিক ভঙ্গিতে টি-শার্টের ভেতর থেকে একটি লকেট ঝোলানো চেইন বের করে দেখিয়ে দেন, ‘হ্যাঁ, এই তো সেই ক্যামেরা, এর মধ্যেই আছে।’
উপস্থাপিকার পরের প্রশ্ন, ‘তাহলে তো শো চলাকালে মঞ্চের সামনে বসে থাকা সুন্দরী নারীদের ছবি আপনার কাছে থাকে’। এবার সালমান আরও অকপট, ‘হ্যাঁ, আমি তো ওই ছবিগুলো মুম্বাই নিয়ে যাই। তারপর অটোগ্রাফ দিয়ে সেগুলো ফেরত পাঠাই’।
কিন্তু পাঠানোর জন্য তো ঠিকানা দরকার পড়ে। ওই নারীদের ঠিকানা কোথায় পান সালমান? ওই সাক্ষাৎকারে এ প্রশ্নের উত্তর হাসিমুখে এড়িয়ে গিয়েছিলেন তিনি।
সোশ্যাল মিডিয়ায় ইদানীং পুরোনো এই সাক্ষাৎকার নতুন করে ভাইরাল হয়েছে।
দেখুন সালমান খানের সেই সাক্ষাৎকার:
সালমান খান সম্পর্কিত আরও পড়ুন:
বলিউড তারকা সালমান খান বরাবরই রসিক। সেটা তাঁর বিভিন্ন সাক্ষাৎকার দেখলেই টের পাওয়া যায়। এমনিতে খুব বেশি সাক্ষাৎকার দেন না তিনি। তবে যেখানে মুখ খোলেন, জমিয়ে দেন একেবারে।
১৯৯২ সালের একটি সাক্ষাৎকারে এমনই এক বোমা ফাটিয়েছিলেন সালমান। কানাডায় স্টেজ শো করতে গিয়েছিলেন। সেখানে এক টিভি চ্যানেলের শোয়ে কড়া প্রশ্নের মুখে পড়তে হয়েছিল তাঁকে।
উপস্থাপিকা প্রশ্ন ছুড়ে দিয়েছিলেন, ‘এটা কি সত্যি যে আপনার কাছে সব সময় গোপন ক্যামেরা থাকে, যা দিয়ে আপনি দর্শকদের ছবি তোলেন?’
এমন প্রশ্নের মুখে পড়ে মোটেই অপ্রস্তুত হননি সালমান। খুব স্বাভাবিক ভঙ্গিতে টি-শার্টের ভেতর থেকে একটি লকেট ঝোলানো চেইন বের করে দেখিয়ে দেন, ‘হ্যাঁ, এই তো সেই ক্যামেরা, এর মধ্যেই আছে।’
উপস্থাপিকার পরের প্রশ্ন, ‘তাহলে তো শো চলাকালে মঞ্চের সামনে বসে থাকা সুন্দরী নারীদের ছবি আপনার কাছে থাকে’। এবার সালমান আরও অকপট, ‘হ্যাঁ, আমি তো ওই ছবিগুলো মুম্বাই নিয়ে যাই। তারপর অটোগ্রাফ দিয়ে সেগুলো ফেরত পাঠাই’।
কিন্তু পাঠানোর জন্য তো ঠিকানা দরকার পড়ে। ওই নারীদের ঠিকানা কোথায় পান সালমান? ওই সাক্ষাৎকারে এ প্রশ্নের উত্তর হাসিমুখে এড়িয়ে গিয়েছিলেন তিনি।
সোশ্যাল মিডিয়ায় ইদানীং পুরোনো এই সাক্ষাৎকার নতুন করে ভাইরাল হয়েছে।
দেখুন সালমান খানের সেই সাক্ষাৎকার:
সালমান খান সম্পর্কিত আরও পড়ুন:
শাশ্বত চট্টোপাধ্যায় এখন শুধু বাংলার নন, বলিউডেও তাঁর ব্যস্ততা বেড়েছে। তবু বাংলাদেশের সিরিজে অভিনয়ের প্রস্তাব পেতেই উচ্ছ্বসিত হয়ে উঠেছিলেন। বাংলাদেশে আসতে পারবেন, এটাই ছিল তাঁর প্রধান আগ্রহের বিষয়। সৈয়দ আহমেদ শাওকীর পরিচালনায় ‘গুলমোহর’ সিরিজের শুটিং করতে গত বছর ঢাকায় এসেছিলেন শাশ্বত।
১০ ঘণ্টা আগেবিশ্বের অন্যতম ধনী সংগীতশিল্পী সেলেনা গোমেজ। গত বছর বিলিয়নিয়ার হওয়ার গৌরব অর্জন করেন তিনি। সেই সেলেনাই নাকি হিমশিম খাচ্ছেন কর্মীদের বেতন দিতে। প্রতিষ্ঠান চালাতে তাঁর মা ব্যাংক থেকে বড় অঙ্কের ঋণ নিয়েছেন। ফোর্বসে এমন খবর প্রকাশের পর সমালোচনার মুখে পড়েছেন সেলেনা।
১১ ঘণ্টা আগেকিংবদন্তি নির্মাতা মৃণাল সেনের বায়োপিক বানিয়েছিলেন সৃজিত মুখার্জি। ‘পদাতিক’ নামের সিনেমাটিতে মৃণাল সেনের ভূমিকায় অভিনয় করেন বাংলাদেশের চঞ্চল চৌধুরী। বিভিন্ন চলচ্চিত্র উৎসব ঘুরে, প্রেক্ষাগৃহে মুক্তির পর সিনেমাটি এবার আসছে টিভির পর্দায়।
১১ ঘণ্টা আগে১৯৯৯ সালে যাত্রা শুরু নেমেসিস ব্যান্ডের। প্রতিষ্ঠার ছয় বছর পর ২০০৫ সালে প্রকাশ পেয়েছিল ব্যান্ডের প্রথম স্টুডিও অ্যালবাম ‘অন্বেষণ’। এরপর ২০১১ ও ২০১৭ সালে আসে ‘তৃতীয় যাত্রা’ ও ‘গণজোয়ার’ নামের আরও দুটি স্টুডিও অ্যালবাম। প্রতিটি অ্যালবামে ছিল ৬ বছরের গ্যাপ। তবে চতুর্থ অ্যালবাম প্রকাশ করতে আরও বেশি সময়
১ দিন আগে