Ajker Patrika

‘ডানকি’র প্রথম দিনের আয় তো নেবে স্টার্ক, মজা করে বললেন শাহরুখ 

আপডেট : ২১ ডিসেম্বর ২০২৩, ১৫: ০৪
‘ডানকি’র প্রথম দিনের আয় তো নেবে স্টার্ক, মজা করে বললেন শাহরুখ 

‘ডানকি’ উন্মাদনা চরমে। আজ বৃহস্পতিবার মুক্তি পেয়েছে শাহরুখের বছরের তৃতীয় সিনেমা ‘ডানকি’। মুক্তির আগে শাহরুখ খান টুইটারে আরও একবার হাজির হয়েছিলেন আস্কএসআরকে সেশনে। অন্যদিনের মতো এদিনও ভক্তদের প্রশ্নে শাহরুখের উত্তর মুহূর্তে ভাইরাল।

সেখানে শাহরুখ খানের কাছে একজন প্রশ্ন রাখেন, ‘ডানকির প্রথম দিনের আয় আর অস্ট্রেলিয়ান ক্রিকেটার মিচেল স্টার্কের নিলামের দামের মধ্যে কী পার্থক্য রয়েছে? এমন প্রশ্নে শাহরুখ দিয়েছেন হাস্যরস মেশানো জবাব।

জবাবে শাহরুখ লিখেছেন, ‘এই দুটোর মধ্যে তুলনাই হয় না। তবে ডানকি থেকে আমার কাছে যে টাকা আসবে তা মিচেল স্টার্ক আমার থেকে নিয়ে নেবে।’

অস্ট্রেলিয়ার বাঁ হাতি ফাস্ট বোলার মিচেল স্টার্ক।প্রসঙ্গত, গত ১৯ ডিসেম্বর দুবাইয়ে আইপিএলের মিনি নিলামে অস্ট্রেলিয়ার বাঁ হাতি ফাস্ট বোলার মিচেল স্টার্ককে ২৪ কোটি ৭৫ লাখ রুপিতে কিনে নিয়েছে শাহরুখের মালিকানাধীন কলকাতা নাইট রাইডার্স। যা আইপিএলের ইতিহাসের সবচেয়ে বেশি দাম এত দিনে।

এ ছাড়া এদিন আরও কিছু প্রশ্নের উত্তর দেন শাহরুখ। এক ভক্ত প্রশ্ন করেছিলেন, ২০২৩ সালে তাঁর করা তিনটি চরিত্রর মধ্যে সব নিজের প্রিয় কোনটা? এই প্রশ্নের জবাবে শাহরুখ লিখেছেন, ‘আমার প্রিয় চরিত্র হল সেটা যেটা দর্শকের পছন্দ হয়েছে। আমি আশা করি সবার হার্ডিকে ততটাই পছন্দ হবে, যতটা অন্য চরিত্রগুলোকে হয়েছে।’

‘ডানকি’র দৃশ্যে শাহরুখ।আরেকজন প্রশ্ন করেন, ‘এত বছর পর ক্লাসরুমের বেঞ্চে বসে কীরকম বোধ করছিলেন শাহরুখ?’ যাতে শাহরুখ খানের জবাব ছিল, ‘এবারও সব প্রশ্নের ভুল জবাব দিয়েছি। আর ক্লাসে ঘুমিয়ে পড়ার জন্য শিক্ষকের বকাও খেয়েছি।’

উল্লেখ্য, রাজকুমার হিরানি পরিচালিত ‘ডানকি’ সিনেমায় শাহরুখ অভিনয় করেছেন হার্ডি চরিত্রে। হার্ডি ও তার চার বন্ধুর গল্পে এগিয়েছে ‘ডানকির’র গল্প। স্বপ্নপূরণের জন্য যারা যেকোনো মূল্যে যেতে চায় লন্ডনে। এই সিনেমায় শাহরুখের সহশিল্পী হিসেবে রয়েছেন তাপসী পান্নু, ভিকি কৌশল, বোমান ইরানি প্রমুখ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

বগুড়ায় ছাত্রদল নেতার ওপর হামলা, পাঁচ নেতা-কর্মীকে শোকজ

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত