গত বছর সেপ্টেম্বরে রাজস্থানের উদয়পুরের লীলা প্যালেসে বিবাহবন্ধনে আবদ্ধ হবেন বলিউড অভিনেত্রী পরিণীতি চোপড়া এবং ভারতীয় আম আদমি পার্টির নেতা রাঘব চাড্ডা। লন্ডনে প্রথম দেখাতেই রাঘবের প্রেমে পড়েন পরিণীতি। এমনকি প্রথম দেখার সময় অভিনেত্রী জানতেন না রাঘবের বয়স ও তার বৈবাহিক অবস্থা। সম্প্রতি আইসিসি ইয়াং লিডার্স ফোরামে রাঘবের সঙ্গে প্রথম দেখা হওয়ার স্মৃতি হাতড়ে কী জানালেন পরিণীতি চোপড়া।
পরিণীতি চোপড়া এদিন জানান তিনি এবং রাঘব চাড্ডার প্রথমবার দেখা হয় লন্ডনে। সেই ইভেন্টে তাঁদের দুজনকেই পুরস্কার দিয়ে সম্মানিত করা হয়। পরিণীতির কথায়, ‘খুব ভোরে ব্রেকফাস্টের সময় আমরা দেখা করেছিলাম। আমার মনে আছে, দিনটা প্রজাতন্ত্র দিবস ছিল। আমরা আধা ঘণ্টার মতো সময় একে অন্যের সঙ্গে কাটিয়েছিলাম। আর তখনই আমি বুঝেছিলাম যে, এই সেই পুরুষ যাকে আমি বিয়ে করব। কিন্তু ওর বিষয়ে আমার কাছে কোনো তথ্যই ছিল না। ওর বয়স কত সেটাও জানতাম না। এমনকি ও বিবাহিত কিনা সেটাও জানা ছিল না। আসলে আমি খুব একটা রাজনীতি ফলো করি না।’
এরপর তিনি আরও বলেন, ‘রাঘবের ব্যক্তিগত বিষয়ে কোনো তথ্যই আমার কাছে ছিল না। তখন আমি এক প্রকার বাধ্য হয়ে আমার হোটেলে এসে ওর বিষয়ে গুগল করেছিলাম। সেখানেই রাঘব চাড্ডার বয়স, রাঘব চাড্ডা কি বিবাহিত এসব প্রশ্ন করে জেনেছিলাম। আসলে আমি মনে মনে স্থির করে নিয়েছিলাম এই আমার মনের মানুষ, তার জন্যই আমি অপেক্ষা করছিলাম। আর ভাগ্য ভালো ছিল যে ও সিঙ্গেল ছিল, তখন থেকেই আমাদের কথা শুরু হয়।’
উল্লেখ্য, অভিনয়ের পর সদ্যই গানের জগতে পা রেখেছেন পরিণীতি চোপড়া। অভিনয় দিয়ে অল্প সময়ে নিজের শক্ত অবস্থান তৈরি করেছেন বলিউডে। তবে তিনি বরাবরই গান গাইতে ভালোবাসতেন। সেটাকেই এবার পেশা বানালেন। অভিনয়ের পাশাপাশি শুরু করলেন নতুন সফর। স্ত্রীর প্রথম শোয়ের পর রাঘব তাঁর বেশ প্রশংসা করেন। শোয়ের ছবি শেয়ার করে পরিণীতিকে রকস্টার বলে আখ্যা দেন রাঘব।
গত বছর সেপ্টেম্বরে রাজস্থানের উদয়পুরের লীলা প্যালেসে বিবাহবন্ধনে আবদ্ধ হবেন বলিউড অভিনেত্রী পরিণীতি চোপড়া এবং ভারতীয় আম আদমি পার্টির নেতা রাঘব চাড্ডা। লন্ডনে প্রথম দেখাতেই রাঘবের প্রেমে পড়েন পরিণীতি। এমনকি প্রথম দেখার সময় অভিনেত্রী জানতেন না রাঘবের বয়স ও তার বৈবাহিক অবস্থা। সম্প্রতি আইসিসি ইয়াং লিডার্স ফোরামে রাঘবের সঙ্গে প্রথম দেখা হওয়ার স্মৃতি হাতড়ে কী জানালেন পরিণীতি চোপড়া।
পরিণীতি চোপড়া এদিন জানান তিনি এবং রাঘব চাড্ডার প্রথমবার দেখা হয় লন্ডনে। সেই ইভেন্টে তাঁদের দুজনকেই পুরস্কার দিয়ে সম্মানিত করা হয়। পরিণীতির কথায়, ‘খুব ভোরে ব্রেকফাস্টের সময় আমরা দেখা করেছিলাম। আমার মনে আছে, দিনটা প্রজাতন্ত্র দিবস ছিল। আমরা আধা ঘণ্টার মতো সময় একে অন্যের সঙ্গে কাটিয়েছিলাম। আর তখনই আমি বুঝেছিলাম যে, এই সেই পুরুষ যাকে আমি বিয়ে করব। কিন্তু ওর বিষয়ে আমার কাছে কোনো তথ্যই ছিল না। ওর বয়স কত সেটাও জানতাম না। এমনকি ও বিবাহিত কিনা সেটাও জানা ছিল না। আসলে আমি খুব একটা রাজনীতি ফলো করি না।’
এরপর তিনি আরও বলেন, ‘রাঘবের ব্যক্তিগত বিষয়ে কোনো তথ্যই আমার কাছে ছিল না। তখন আমি এক প্রকার বাধ্য হয়ে আমার হোটেলে এসে ওর বিষয়ে গুগল করেছিলাম। সেখানেই রাঘব চাড্ডার বয়স, রাঘব চাড্ডা কি বিবাহিত এসব প্রশ্ন করে জেনেছিলাম। আসলে আমি মনে মনে স্থির করে নিয়েছিলাম এই আমার মনের মানুষ, তার জন্যই আমি অপেক্ষা করছিলাম। আর ভাগ্য ভালো ছিল যে ও সিঙ্গেল ছিল, তখন থেকেই আমাদের কথা শুরু হয়।’
উল্লেখ্য, অভিনয়ের পর সদ্যই গানের জগতে পা রেখেছেন পরিণীতি চোপড়া। অভিনয় দিয়ে অল্প সময়ে নিজের শক্ত অবস্থান তৈরি করেছেন বলিউডে। তবে তিনি বরাবরই গান গাইতে ভালোবাসতেন। সেটাকেই এবার পেশা বানালেন। অভিনয়ের পাশাপাশি শুরু করলেন নতুন সফর। স্ত্রীর প্রথম শোয়ের পর রাঘব তাঁর বেশ প্রশংসা করেন। শোয়ের ছবি শেয়ার করে পরিণীতিকে রকস্টার বলে আখ্যা দেন রাঘব।
অনিরুদ্ধ রায় চৌধুরী পরিচালিত জয়া আহসান অভিনীত ‘ডিয়ার মা’ সিনেমাটি যুক্তরাষ্ট্র ও কানাডায় রেকর্ড গড়েছে। প্রথম দিনে সিনেমাটি আয় করেছে ১ লাখ ১ হাজার ১০০ ডলার। এর আগে কলকাতার কোনো সিনেমা প্রথম দিনে এত আয় করেনি।
২ ঘণ্টা আগে‘ভদ্রলোক’ নাটকে মোশাররফ করিমের সঙ্গে প্রথম অভিনয় করেন মিম চৌধুরী। এরপর একসঙ্গে বেশ কিছু নাটকে অভিনয় করেছেন তাঁরা দুজন। এবার তাঁরা একসঙ্গে অভিনয় করলেন একই পরিচালকের দুটি ধারাবাহিক নাটকে। শামস করিম পরিচালিত ধারাবাহিক দুটি হলো ‘রঙ্গিলা পুতুল’ ও ‘৭ কিলো ১ গ্রাম’।
৩ ঘণ্টা আগেগাজায় চলমান ইসরায়েলি আগ্রাসনে প্রাণ হারাচ্ছে অনেক শিশু। তীব্র খাদ্যসংকটে শিশুরা অনাহার ও অপুষ্টিতে প্রাণ হারাচ্ছে। শিশুদের এই কষ্ট সহ্য করতে পারছেন না মার্কিন পপতারকা ম্যাডোনা।
৫ ঘণ্টা আগেভৌতিক গল্পের প্রতি আলাদা টান রয়েছে অর্থহীন ব্যান্ডের সাইদুস সালেহীন সুমন ও ক্রিপটিক ফেইটের শাকিব চৌধুরীর। দুই বন্ধু মিলে দেখেছেন অনেক হরর সিনেমা। ভৌতিক গল্পের সন্ধানে ছুটে গেছেন দেশের বিভিন্ন জায়গায়।
১৬ ঘণ্টা আগে