সঞ্জয় লীলা বানসালির ‘হীরামান্ডি’ সিরিজে অভিনয় করে এখন আলোচনার কেন্দ্রে অদিতি রাও হায়দারি। নেটফ্লিক্সের এ সিরিজে তাঁকে দেখা গেছে মল্লিকাজানের বড় মেয়ে বিবোজানের চরিত্রে। অন্যদিকে একই সিরিজে অভিনয় করে প্রশংসার বদলে কেবল সমালোচনাই কুড়িয়েছেন শারমিন সেহগাল।
হীরামান্ডিতে অদিতির ছোট বোনের চরিত্রে শারমিনের অভিনয় নিয়ে অনেকেই ট্রোল করেছেন। বানসালির ভাগ্নি হওয়ার কারণেই কি এতে সুযোগ পেয়েছেন শারমিন? এমন প্রশ্ন তুলেছেন অনেকে। এ আলোচনা যখন তুঙ্গে, তখন অদিতি রাও হায়দারিকে ‘স্কুল গার্ল’ বলে আরো একবার নেটিজেনদের সমালোচনার মুখে পড়েছেন শারমিন।
সম্প্রতি এক সাক্ষাৎকারে শারমিন বলেন, ‘অদিতি হচ্ছে স্কুলের বাচ্চাদের মতো। শিক্ষক বলবেন, তোমাকে এই সময়ে হোমওয়ার্ক জমা দিতে হবে। অদিতি ঠিক সেটাই করবে। একচুলও নড়চড় হবে না। এমনকি যত শব্দে হোমওয়ার্ক করতে বলবেন শিক্ষক, অদিতি একটি শব্দও কমবেশি করবে না। অদিতি এমনই। তার মতে, সবাই সেটে দেরি করে আর সে-ই শুধু সময়মতো আসে।’ শারমিনের এমন মন্তব্যে খেপেছেন অদিতির ভক্তরা। অনেকের অভিযোগ, অদিতির নিয়মানুবর্তিতা ও পেশাদারত্বের প্রতি ঈর্ষান্বিত হয়ে এমন কথা বলেছেন শারমিন। তাছাড়া একজন সিনিয়র অভিনেত্রীর সম্পর্কে কীভাবে কথা বলতে হয়, সেটা শারমিনের শেখ উচিত বলে মন্তব্য করেছেন অনেকে।
কিছুদিন আগে হীরামান্ডি সিরিজের আরেক অভিনেত্রী সানজিদা শেখকে ‘বহিরাগত’ বলে কটাক্ষের মুখে পড়েছিলেন শারমিন সেহগাল। সানজিদা বলেছিলেন, ‘সঞ্জয় লীলা বানসালি পারফেকশনিস্ট। কোনো কিছুই তিনি মাঝারি মানের চান না। সবই হতে হবে সেরা।’ এর পর সানজিদাকে খোঁচা দিয়ে শারমিন বলেছিলেন, ‘বানসালি সম্পর্কে পারফেকশনিস্ট কথাটা খুবই সাধারণ একটি শব্দ। তিনি (সানজিদা) বহিরাগত, বানসালির সঙ্গে আগে কাজ করেননি বলেই হয়তো এভাবে বলেছেন।’ সানজিদা সম্পর্কে শারমিনের এমন মন্তব্যও ভালো লাগেনি দর্শকদের। অনেকেই শারমিনকে অহংকারী বলে আখ্যা দিয়েছেন।
হীরামান্ডিতে শারমিন সেহগাল আছেন মল্লিকাজানের ছোট মেয়ে আলমজেবের চরিত্রে। এটি এমন এক চরিত্র, যে হীরামান্ডির গণ্ডি থেকে বেরোতে চায়। কবি হতে চায়। এ চরিত্রে শারমিনের অভিনয় প্রশংসা পায়নি একেবারেই। অভিযোগ উঠেছিল, নিজের ভাগ্নি বলেই এত গুরুত্বপূর্ণ চরিত্রে শারমিনকে কাস্ট করেছেন বানসালি। এ অভিযোগ অস্বীকার করে বানসালি বলেছেন, ‘শারমিন আমার বোনের মেয়ে, এজন্য ওকে কাস্ট করেছি, তা নয়। সবার মতো তাকেও নির্দিষ্ট প্রক্রিয়ার মধ্যে দিয়ে যেতে হয়েছে। একাধিকবার অডিশন দিতে হয়েছে।’
সঞ্জয় লীলা বানসালির ‘হীরামান্ডি’ সিরিজে অভিনয় করে এখন আলোচনার কেন্দ্রে অদিতি রাও হায়দারি। নেটফ্লিক্সের এ সিরিজে তাঁকে দেখা গেছে মল্লিকাজানের বড় মেয়ে বিবোজানের চরিত্রে। অন্যদিকে একই সিরিজে অভিনয় করে প্রশংসার বদলে কেবল সমালোচনাই কুড়িয়েছেন শারমিন সেহগাল।
হীরামান্ডিতে অদিতির ছোট বোনের চরিত্রে শারমিনের অভিনয় নিয়ে অনেকেই ট্রোল করেছেন। বানসালির ভাগ্নি হওয়ার কারণেই কি এতে সুযোগ পেয়েছেন শারমিন? এমন প্রশ্ন তুলেছেন অনেকে। এ আলোচনা যখন তুঙ্গে, তখন অদিতি রাও হায়দারিকে ‘স্কুল গার্ল’ বলে আরো একবার নেটিজেনদের সমালোচনার মুখে পড়েছেন শারমিন।
সম্প্রতি এক সাক্ষাৎকারে শারমিন বলেন, ‘অদিতি হচ্ছে স্কুলের বাচ্চাদের মতো। শিক্ষক বলবেন, তোমাকে এই সময়ে হোমওয়ার্ক জমা দিতে হবে। অদিতি ঠিক সেটাই করবে। একচুলও নড়চড় হবে না। এমনকি যত শব্দে হোমওয়ার্ক করতে বলবেন শিক্ষক, অদিতি একটি শব্দও কমবেশি করবে না। অদিতি এমনই। তার মতে, সবাই সেটে দেরি করে আর সে-ই শুধু সময়মতো আসে।’ শারমিনের এমন মন্তব্যে খেপেছেন অদিতির ভক্তরা। অনেকের অভিযোগ, অদিতির নিয়মানুবর্তিতা ও পেশাদারত্বের প্রতি ঈর্ষান্বিত হয়ে এমন কথা বলেছেন শারমিন। তাছাড়া একজন সিনিয়র অভিনেত্রীর সম্পর্কে কীভাবে কথা বলতে হয়, সেটা শারমিনের শেখ উচিত বলে মন্তব্য করেছেন অনেকে।
কিছুদিন আগে হীরামান্ডি সিরিজের আরেক অভিনেত্রী সানজিদা শেখকে ‘বহিরাগত’ বলে কটাক্ষের মুখে পড়েছিলেন শারমিন সেহগাল। সানজিদা বলেছিলেন, ‘সঞ্জয় লীলা বানসালি পারফেকশনিস্ট। কোনো কিছুই তিনি মাঝারি মানের চান না। সবই হতে হবে সেরা।’ এর পর সানজিদাকে খোঁচা দিয়ে শারমিন বলেছিলেন, ‘বানসালি সম্পর্কে পারফেকশনিস্ট কথাটা খুবই সাধারণ একটি শব্দ। তিনি (সানজিদা) বহিরাগত, বানসালির সঙ্গে আগে কাজ করেননি বলেই হয়তো এভাবে বলেছেন।’ সানজিদা সম্পর্কে শারমিনের এমন মন্তব্যও ভালো লাগেনি দর্শকদের। অনেকেই শারমিনকে অহংকারী বলে আখ্যা দিয়েছেন।
হীরামান্ডিতে শারমিন সেহগাল আছেন মল্লিকাজানের ছোট মেয়ে আলমজেবের চরিত্রে। এটি এমন এক চরিত্র, যে হীরামান্ডির গণ্ডি থেকে বেরোতে চায়। কবি হতে চায়। এ চরিত্রে শারমিনের অভিনয় প্রশংসা পায়নি একেবারেই। অভিযোগ উঠেছিল, নিজের ভাগ্নি বলেই এত গুরুত্বপূর্ণ চরিত্রে শারমিনকে কাস্ট করেছেন বানসালি। এ অভিযোগ অস্বীকার করে বানসালি বলেছেন, ‘শারমিন আমার বোনের মেয়ে, এজন্য ওকে কাস্ট করেছি, তা নয়। সবার মতো তাকেও নির্দিষ্ট প্রক্রিয়ার মধ্যে দিয়ে যেতে হয়েছে। একাধিকবার অডিশন দিতে হয়েছে।’
অভিনেত্রী ভূমি পেডনেকারও শুরু করলেন নিজের ব্যবসা প্রতিষ্ঠান। তবে খানিকটা ভিন্ন পথে হেঁটেছেন। মিনারেল ওয়াটারের ব্যবসা শুরু করেছেন তিনি। এ উদ্যোগে ভূমির সঙ্গে আছেন তাঁর বোন সমীক্ষা পেডনেকার।
১ ঘণ্টা আগেসেই দৃশ্যের শুটিংয়ের সময় যাতে প্রেমিকাকে বারবার জড়িয়ে ধরতে পারেন ধর্মেন্দ্র, সেই ব্যবস্থা করেছিলেন। স্পটবয়দের প্রত্যেককে ২০ রুপি করে দিয়ে বলেছিলেন, শটটি কোনো না কোনোভাবে বারবার ভেস্তে দিতে। যাতে বারবার রিটেকের প্রয়োজন হয়।
৩ ঘণ্টা আগেব্যক্তিগত বিষয় আড়ালে রাখতেই পছন্দ করেন অভিনেত্রী জয়া আহসান। সিনেমা, সমাজ, পরিবেশ, সংস্কৃতি—নানা বিষয় নিয়ে সংবাদমাধ্যমে ঘণ্টার পর ঘণ্টা সাক্ষাৎকার দিলেও, ব্যক্তিগত প্রসঙ্গ তিনি সব সময় এড়িয়ে যান। তবে সম্প্রতি এক সাক্ষাৎকারে জয়া জানালেন, দীর্ঘদিন ধরে প্রেমের সম্পর্কে আছেন তিনি।
৬ ঘণ্টা আগেহলিউডের আলোচিত সিনেমা ‘দ্য ইন্টার্ন’-এর স্বত্ব কিনেছিলেন দীপিকা পাড়ুকোন। ২০২১ সালে সিনেমাটির হিন্দি রিমেকের ঘোষণা দেন অভিনেত্রী। তাঁর প্রযোজনা প্রতিষ্ঠান কা প্রোডাকশনস থেকে সিনেমাটি তৈরির কথা ছিল। তবে নানা কারণে পিছিয়েছে কাজ। দীর্ঘদিন আটকে থাকার পর অবশেষে দ্য ইন্টার্নের হিন্দি রিমেকের শুটিং...
৬ ঘণ্টা আগে