Ajker Patrika

বাপ্পি লাহিড়ীর শেষকৃত্য সম্পন্ন

আপডেট : ১৭ ফেব্রুয়ারি ২০২২, ১৬: ৪৬
বাপ্পি লাহিড়ীর শেষকৃত্য সম্পন্ন

ভারতের প্রখ্যাত গায়ক ও সুরকার বাপ্পি লাহিড়ীর শেষকৃত্য সম্পন্ন হয়েছে। স্থানীয় সময় আজ বৃহস্পতিবার সকালে মুম্বাইয়ের ভিলে পার্লের পবনহংস শ্মশানে তাঁর শেষকৃত্য সম্পন্ন হয়।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির খবরে বলা হয়েছে, এর আগে বৃহস্পতিবার ভোরে যুক্তরাষ্ট্র থেকে সপরিবারে মুম্বাই ফেরেন বাপ্পি লাহিড়ীর ছেলে বাপ্পা লাহিড়ী। ফিরেই বাবার মরদেহ কাঁধে নেন ছেলে। এ সময় কান্নায় ভেঙে পড়েন মেয়ে রিমা লাহিড়ী ও স্বজনেরা। 

বৃহস্পতিবার সকালে মুম্বাইয়ের জুহুর লাহিড়ী হাউস থেকে ফুলে সজ্জিত ট্রাকে অন্তিমযাত্রা শুরু হয় ‘ডিসকো কিং’ বাপ্পি লাহিড়ীর। শেষযাত্রায় দেখা গেছে বাপ্পি লাহিড়ীর বন্ধু-অনুরাগীদের। শেষবারের মতো প্রিয় শিল্পীকে একনজর দেখতে শ্মশানের রাস্তায় ভিড় করেন ভক্ত-শুভাকাঙ্ক্ষীরা। প্রিয় ‘বাপ্পি দা’কে শেষ বিদায় জানাতে উপস্থিত ছিলেন শক্তি কাপুর, অলকা ইয়াগনিক, বিদ্যা বালান, মিকা সিংয়ের মতো তারকারা। 

এক মাস ধরে হাসপাতালে ভর্তি ছিলেন বাপ্পি লাহিড়ী। গত সোমবার হাসপাতাল থেকে বাড়িতে নেওয়া হয়েছিল তাঁকে। কিন্তু মঙ্গলবার তাঁর স্বাস্থ্যের অবনতি হয়। বুধবার মুম্বাইয়ের একটি হাসপাতালে ৬৯ বছর বয়সে শেষ নিশ্বাস ত্যাগ করেন বাপ্পি লাহিড়ী। 

১৯৫২ সালের ২৭ নভেম্বর জলপাইগুড়িতে জন্মগ্রহণ করেন বাপ্পি। পেয়েছেন একাধিক পুরস্কার ও সম্মাননা। বাবা অপরেশ লাহিড়ী ও মা বাঁশরী লাহিড়ী—দুজনেই ছিলেন সংগীতজগতের মানুষ। ফলে একমাত্র সন্তান বাপ্পি ছেলেবেলা থেকেই গানের প্রতি আকৃষ্ট ছিলেন। মা-বাবার কাছেই পান প্রথম গানের তালিম।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

ভারত-পাকিস্তান উত্তেজনা: বিমানবাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি নিতে বললেন প্রধান উপদেষ্টা

সারজিসের সামনেই বগুড়ায় এনসিপি ও বৈষম্যবিরোধীদের মধ্যে হাতাহাতি-সংঘর্ষ

‘ঘুষের জন্য’ ৯১টি ফাইল আটকে রাখেন মাউশির ডিডি: দুদক

রাখাইনে মানবিক করিডর কি প্রক্সি যুদ্ধের ফাঁদ হবে, ভারত-চীন কীভাবে দেখবে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত