চলতি বছরের তৃতীয় সিনেমা, ‘ডানকি’ নিয়ে আজ ২১ ডিসেম্বর হাজির বলিউড বাদশাহ শাহরুখ খান। গতকাল রাত থেকেই ভক্তদের উন্মাদনা ছিল দেখার মতো। ‘পাঠান’ আর ‘জওয়ানের’ মতো মাঝরাত থেকেই রাস্তায় ভক্তরা, ভোর থেকেই সিনেমা হলের সামনে দীর্ঘ সারি।
মুম্বাইয়ের গেইটি গ্যালাক্সি যেন শাহরুখের জন্য আশীর্বাদ, সেই সিঙ্গেল স্ক্রিন থিয়েটারে একটানা দু’দশক ধরে চলেছে শাহরুখের ‘দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে’। আর সেই প্রেক্ষাগৃহেই ‘ডানকি’র ফার্স্ট ডে ফার্স্ট শো দেখতে গিয়ে ভক্তদের উচ্ছ্বাস যেন কিছুতেই বাঁধ মানছে না।
গেইটি গ্যালাক্সিতে ভোর ৫টা ৫৫ থেকে প্রথম শো। শাহরুখ খানের ভক্তদের ক্যামেরাবন্দী মুহূর্ত নেটপাড়ায় হয়েছে ভাইরাল। হলের সামনে বলিউড বাদশাহর বিশাল কাটআউটের সামনে ঢোল-তাসার তালে নাচের পাশাপাশি আতশবাজি পুড়িয়েছেন অনুরাগীরা।
এক্সে শেয়ার করা হয়েছে শাহরুখের কাট আউটের সামনে উদ্যাপনের ছবি। ক্যাপশনে লেখা হয়েছে, ‘ভোর ৫.১৫। শীতের কনকনে ঠান্ডা। যদিও তা শাহরুখ ভক্তদের আটকাতে পারেনি ডানকি উদ্যাপনের থেকে। একই চিত্র ছিল পাঠান আর জওয়ানের সময়তেও। আর ‘‘ডানকি’’র রিভিউ নিয়ে বলব, শাহরুখ আর রাজকুমার হিরানির ক্যারিয়ারের সেরা সিনেমা এটা।’
এদিকে সকাল হতে না হতেই এক্সে ট্রেডিংয়ে রয়েছে ‘ডানকি’। সিনেমা হলে বসেই রিভিউ দিতে শুরু করেছেন শাহরুখের ভক্তরা।
উল্লেখ্য, উল্লেখ্য, রাজকুমার হিরানি পরিচালিত ‘ডানকি’ সিনেমায় শাহরুখ অভিনয় করেছেন হার্ডি চরিত্রে। হার্ডি ও তার চার বন্ধুর গল্পে এগিয়েছে ‘ডানকির’র গল্প। স্বপ্নপূরণের জন্য যারা যেকোনো মূল্যে যেতে চায় লন্ডনে। এই সিনেমায় শাহরুখের সহশিল্পী হিসেবে রয়েছেন তাপসী পান্নু, ভিকি কৌশল, বোমান ইরানি প্রমুখ।
চলতি বছরের তৃতীয় সিনেমা, ‘ডানকি’ নিয়ে আজ ২১ ডিসেম্বর হাজির বলিউড বাদশাহ শাহরুখ খান। গতকাল রাত থেকেই ভক্তদের উন্মাদনা ছিল দেখার মতো। ‘পাঠান’ আর ‘জওয়ানের’ মতো মাঝরাত থেকেই রাস্তায় ভক্তরা, ভোর থেকেই সিনেমা হলের সামনে দীর্ঘ সারি।
মুম্বাইয়ের গেইটি গ্যালাক্সি যেন শাহরুখের জন্য আশীর্বাদ, সেই সিঙ্গেল স্ক্রিন থিয়েটারে একটানা দু’দশক ধরে চলেছে শাহরুখের ‘দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে’। আর সেই প্রেক্ষাগৃহেই ‘ডানকি’র ফার্স্ট ডে ফার্স্ট শো দেখতে গিয়ে ভক্তদের উচ্ছ্বাস যেন কিছুতেই বাঁধ মানছে না।
গেইটি গ্যালাক্সিতে ভোর ৫টা ৫৫ থেকে প্রথম শো। শাহরুখ খানের ভক্তদের ক্যামেরাবন্দী মুহূর্ত নেটপাড়ায় হয়েছে ভাইরাল। হলের সামনে বলিউড বাদশাহর বিশাল কাটআউটের সামনে ঢোল-তাসার তালে নাচের পাশাপাশি আতশবাজি পুড়িয়েছেন অনুরাগীরা।
এক্সে শেয়ার করা হয়েছে শাহরুখের কাট আউটের সামনে উদ্যাপনের ছবি। ক্যাপশনে লেখা হয়েছে, ‘ভোর ৫.১৫। শীতের কনকনে ঠান্ডা। যদিও তা শাহরুখ ভক্তদের আটকাতে পারেনি ডানকি উদ্যাপনের থেকে। একই চিত্র ছিল পাঠান আর জওয়ানের সময়তেও। আর ‘‘ডানকি’’র রিভিউ নিয়ে বলব, শাহরুখ আর রাজকুমার হিরানির ক্যারিয়ারের সেরা সিনেমা এটা।’
এদিকে সকাল হতে না হতেই এক্সে ট্রেডিংয়ে রয়েছে ‘ডানকি’। সিনেমা হলে বসেই রিভিউ দিতে শুরু করেছেন শাহরুখের ভক্তরা।
উল্লেখ্য, উল্লেখ্য, রাজকুমার হিরানি পরিচালিত ‘ডানকি’ সিনেমায় শাহরুখ অভিনয় করেছেন হার্ডি চরিত্রে। হার্ডি ও তার চার বন্ধুর গল্পে এগিয়েছে ‘ডানকির’র গল্প। স্বপ্নপূরণের জন্য যারা যেকোনো মূল্যে যেতে চায় লন্ডনে। এই সিনেমায় শাহরুখের সহশিল্পী হিসেবে রয়েছেন তাপসী পান্নু, ভিকি কৌশল, বোমান ইরানি প্রমুখ।
ঢাকাই চলচ্চিত্রের চিত্রনায়িকা নুসরাত ফারিয়া, অপু বিশ্বাস, নিপুণ আক্তার, আসনা হাবিব ভাবনা, চিত্রনায়ক জায়েদ খানসহ ১৭ অভিনয়শিল্পীর বিরুদ্ধে হত্যাচেষ্টার মামলা হয়েছে। ঢাকার নিম্ন আদালতে এই মামলা করা হয়।
১১ ঘণ্টা আগেগত নভেম্বরে ফার্স্ট লুক পোস্টার প্রকাশ করে আদর আজাদ ও বুবলী অভিনীত ‘পিনিক’ সিনেমার আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়েছিল। জানানো হয়েছিল, রোজার ঈদে মুক্তির লক্ষ্য নিয়ে তৈরি হচ্ছে সিনেমাটি। শেষ পর্যন্ত ঈদে মুক্তি দেওয়া সম্ভব হয়নি। রোজার ঈদে না এলেও কোরবানির ঈদে প্রেক্ষাগৃহে আসবে পিনিক। আজকের পত্রিকাকে বিষয়টি
১ দিন আগেআজ ২৯ এপ্রিল, আন্তর্জাতিক নৃত্য দিবস। এ উপলক্ষে রাত ১০টা ৩০ মিনিটে মাছরাঙা টেলিভিশন প্রচার করবে বিশেষ অনুষ্ঠান ‘মায়া বেঙ্গল ইন মোশন’। সম্প্রতি রাজধানীর গুলশানের একটি কনভেনশন সেন্টারে আয়োজন করা হয়েছিল অনুষ্ঠানটি। সেটি আজ প্রচার করা হবে দর্শকদের জন্য।
১ দিন আগে‘বজরঙ্গি ভাইজান’ দেখে চোখ ভিজেছিল দর্শকদের। ২০১৫ সালে মুক্তি পাওয়া সিনেমাটি প্রায় ৯৬৯ কোটি রুপি ব্যবসা করেছিল। শুধু টাকার অঙ্ক নয়, সালমানের ক্যারিয়ারও সমৃদ্ধ করেছিল হনুমানভক্ত পবন কল্যাণ আর এক বোবা শিশুর ঘরে ফেরার এই গল্প। অনেক দিন ধরে গুঞ্জন, আসতে পারে বজরঙ্গি ভাইজান-এর সিকুয়েল। এবার সেই গুঞ্জনের
১ দিন আগে