চলতি বছরের তৃতীয় সিনেমা, ‘ডানকি’ নিয়ে আজ ২১ ডিসেম্বর হাজির বলিউড বাদশাহ শাহরুখ খান। গতকাল রাত থেকেই ভক্তদের উন্মাদনা ছিল দেখার মতো। ‘পাঠান’ আর ‘জওয়ানের’ মতো মাঝরাত থেকেই রাস্তায় ভক্তরা, ভোর থেকেই সিনেমা হলের সামনে দীর্ঘ সারি।
মুম্বাইয়ের গেইটি গ্যালাক্সি যেন শাহরুখের জন্য আশীর্বাদ, সেই সিঙ্গেল স্ক্রিন থিয়েটারে একটানা দু’দশক ধরে চলেছে শাহরুখের ‘দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে’। আর সেই প্রেক্ষাগৃহেই ‘ডানকি’র ফার্স্ট ডে ফার্স্ট শো দেখতে গিয়ে ভক্তদের উচ্ছ্বাস যেন কিছুতেই বাঁধ মানছে না।
গেইটি গ্যালাক্সিতে ভোর ৫টা ৫৫ থেকে প্রথম শো। শাহরুখ খানের ভক্তদের ক্যামেরাবন্দী মুহূর্ত নেটপাড়ায় হয়েছে ভাইরাল। হলের সামনে বলিউড বাদশাহর বিশাল কাটআউটের সামনে ঢোল-তাসার তালে নাচের পাশাপাশি আতশবাজি পুড়িয়েছেন অনুরাগীরা।
এক্সে শেয়ার করা হয়েছে শাহরুখের কাট আউটের সামনে উদ্যাপনের ছবি। ক্যাপশনে লেখা হয়েছে, ‘ভোর ৫.১৫। শীতের কনকনে ঠান্ডা। যদিও তা শাহরুখ ভক্তদের আটকাতে পারেনি ডানকি উদ্যাপনের থেকে। একই চিত্র ছিল পাঠান আর জওয়ানের সময়তেও। আর ‘‘ডানকি’’র রিভিউ নিয়ে বলব, শাহরুখ আর রাজকুমার হিরানির ক্যারিয়ারের সেরা সিনেমা এটা।’
এদিকে সকাল হতে না হতেই এক্সে ট্রেডিংয়ে রয়েছে ‘ডানকি’। সিনেমা হলে বসেই রিভিউ দিতে শুরু করেছেন শাহরুখের ভক্তরা।
উল্লেখ্য, উল্লেখ্য, রাজকুমার হিরানি পরিচালিত ‘ডানকি’ সিনেমায় শাহরুখ অভিনয় করেছেন হার্ডি চরিত্রে। হার্ডি ও তার চার বন্ধুর গল্পে এগিয়েছে ‘ডানকির’র গল্প। স্বপ্নপূরণের জন্য যারা যেকোনো মূল্যে যেতে চায় লন্ডনে। এই সিনেমায় শাহরুখের সহশিল্পী হিসেবে রয়েছেন তাপসী পান্নু, ভিকি কৌশল, বোমান ইরানি প্রমুখ।
চলতি বছরের তৃতীয় সিনেমা, ‘ডানকি’ নিয়ে আজ ২১ ডিসেম্বর হাজির বলিউড বাদশাহ শাহরুখ খান। গতকাল রাত থেকেই ভক্তদের উন্মাদনা ছিল দেখার মতো। ‘পাঠান’ আর ‘জওয়ানের’ মতো মাঝরাত থেকেই রাস্তায় ভক্তরা, ভোর থেকেই সিনেমা হলের সামনে দীর্ঘ সারি।
মুম্বাইয়ের গেইটি গ্যালাক্সি যেন শাহরুখের জন্য আশীর্বাদ, সেই সিঙ্গেল স্ক্রিন থিয়েটারে একটানা দু’দশক ধরে চলেছে শাহরুখের ‘দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে’। আর সেই প্রেক্ষাগৃহেই ‘ডানকি’র ফার্স্ট ডে ফার্স্ট শো দেখতে গিয়ে ভক্তদের উচ্ছ্বাস যেন কিছুতেই বাঁধ মানছে না।
গেইটি গ্যালাক্সিতে ভোর ৫টা ৫৫ থেকে প্রথম শো। শাহরুখ খানের ভক্তদের ক্যামেরাবন্দী মুহূর্ত নেটপাড়ায় হয়েছে ভাইরাল। হলের সামনে বলিউড বাদশাহর বিশাল কাটআউটের সামনে ঢোল-তাসার তালে নাচের পাশাপাশি আতশবাজি পুড়িয়েছেন অনুরাগীরা।
এক্সে শেয়ার করা হয়েছে শাহরুখের কাট আউটের সামনে উদ্যাপনের ছবি। ক্যাপশনে লেখা হয়েছে, ‘ভোর ৫.১৫। শীতের কনকনে ঠান্ডা। যদিও তা শাহরুখ ভক্তদের আটকাতে পারেনি ডানকি উদ্যাপনের থেকে। একই চিত্র ছিল পাঠান আর জওয়ানের সময়তেও। আর ‘‘ডানকি’’র রিভিউ নিয়ে বলব, শাহরুখ আর রাজকুমার হিরানির ক্যারিয়ারের সেরা সিনেমা এটা।’
এদিকে সকাল হতে না হতেই এক্সে ট্রেডিংয়ে রয়েছে ‘ডানকি’। সিনেমা হলে বসেই রিভিউ দিতে শুরু করেছেন শাহরুখের ভক্তরা।
উল্লেখ্য, উল্লেখ্য, রাজকুমার হিরানি পরিচালিত ‘ডানকি’ সিনেমায় শাহরুখ অভিনয় করেছেন হার্ডি চরিত্রে। হার্ডি ও তার চার বন্ধুর গল্পে এগিয়েছে ‘ডানকির’র গল্প। স্বপ্নপূরণের জন্য যারা যেকোনো মূল্যে যেতে চায় লন্ডনে। এই সিনেমায় শাহরুখের সহশিল্পী হিসেবে রয়েছেন তাপসী পান্নু, ভিকি কৌশল, বোমান ইরানি প্রমুখ।
ব্যক্তিগত বিষয় আড়ালে রাখতেই পছন্দ করেন অভিনেত্রী জয়া আহসান। সিনেমা, সমাজ, পরিবেশ, সংস্কৃতি—নানা বিষয় নিয়ে সংবাদমাধ্যমে ঘণ্টার পর ঘণ্টা সাক্ষাৎকার দিলেও, ব্যক্তিগত প্রসঙ্গ তিনি সব সময় এড়িয়ে যান। তবে সম্প্রতি এক সাক্ষাৎকারে জয়া জানালেন, দীর্ঘদিন ধরে প্রেমের সম্পর্কে আছেন তিনি।
২ ঘণ্টা আগেহলিউডের আলোচিত সিনেমা ‘দ্য ইন্টার্ন’-এর স্বত্ব কিনেছিলেন দীপিকা পাড়ুকোন। ২০২১ সালে সিনেমাটির হিন্দি রিমেকের ঘোষণা দেন অভিনেত্রী। তাঁর প্রযোজনা প্রতিষ্ঠান কা প্রোডাকশনস থেকে সিনেমাটি তৈরির কথা ছিল। তবে নানা কারণে পিছিয়েছে কাজ। দীর্ঘদিন আটকে থাকার পর অবশেষে দ্য ইন্টার্নের হিন্দি রিমেকের শুটিং...
৩ ঘণ্টা আগেজনপ্রিয় তুর্কি সিরিজ ‘কুরুলুস ওসমান’ এবার দেখা যাবে ডিজিটাল বিনোদন প্ল্যাটফর্ম টফি অ্যাপে। সিরিজটির প্রথম ছয়টি সিজন বাংলা ডাবিং করে দেখানোর জন্য সম্প্রতি এসআরকে গ্রুপের সঙ্গে চুক্তি স্বাক্ষর করেছে টফি। এ সময় উপস্থিত ছিলেন বাংলালিংকের চিফ করপোরেট ও রেগুলেটরি অ্যাফেয়ার্স অফিসার তাইমুর রহমান...
৩ ঘণ্টা আগেগত বছর প্রয়াত হয়েছেন দুই সংগীত তারকা শাফিন আহমেদ ও হাসান আবিদুর রেজা জুয়েল। তাঁদের স্মরণে ‘স্মৃতিতে সুরের সারথি’ নামের অনুষ্ঠান আয়োজন করা হয় গতকাল শনিবার।
১৩ ঘণ্টা আগে