বলিউড অভিনেতা ইমরান হাশমির ক্যারিয়ারের প্রথম দিকের সিনেমার সঙ্গে ইদানীংয়ের সিনেমার বিরাট তফাৎ। এই বিষয়ে তিনি নিজেও সম্প্রতি মুখ খুলেছেন। জানিয়েছেন, তাঁর ক্যারিয়ার সময়ের সঙ্গে সঙ্গে অনেকটা বদলেছে। একই সঙ্গে তিনি জানিয়েছেন, এই পেশার প্রতি তাঁর খুব একটা আগ্রহ বা ভালোবাসা ছিল না।
ইমরান হাশমি এখানে মূলত এসেছিলেন এই পেশার সুবিধা, অর্থ এবং খ্যাতির জন্য। তাঁর মূল পছন্দের বিষয় ছিল সাফল্য এবং পরিচিতি পাওয়া। সম্প্রতি ইনস্ট্যান্ট বলিউডকে দেওয়া একটি সাক্ষাৎকারে এসব বিষয় নিয়ে কথা বলেন ইমরান হাশমি।
ইনস্ট্যান্ট বলিউডকে দেওয়া সাক্ষাৎকারে ইমরান বলেন, ‘আমার ক্যারিয়ারের একদম শুরুতে ৬-৭ বছর আমি মূলত বিভিন্ন সুযোগ-সুবিধাগুলোর দিকে আকর্ষিত ছিলাম। অর্থ ও পরিচিতির জন্যই আমি কাজ করতাম। পেশাটাকে যে একেবারে ভালোবাসতাম না সেটা নয়। কিন্তু পেশাটাকে মন দিয়ে ভালোবাসতাম না। আসলে ক্যারিয়ারের শুরুর দিকে মানুষ ধীরে ধীরে অভিজ্ঞতা অর্জন করেন, মজা করে এবং শেখে।’
ইমরান হাশমি আরও বলেন, ‘কেউ যদি বলে সে এখানে অর্থ ও খ্যাতির জন্য আসেনি, তবে সে নিশ্চিত মিথ্যা বলছে। কারণ আমরা সবাই খ্যাতির পাগল।’ ইমরানের কথায় এই বিনোদন জগৎ যে পরিচিতি, খ্যাতি ও অর্থ দেয় সেটাকে অস্বীকার করার কোনও জায়গা নেই। যদিও একই সঙ্গে তৈরি হয়ে যায় একাধিক নিরাপত্তাহীনতার জায়গা। সাক্ষাৎকারে ইমরান হাশমি আরও জানান বর্তমানে বলিউডে নিজের জায়গা বানানো, কাজ পাওয়া আগের থেকে অনেক কঠিন হয়ে গেছে।
ইমরান হাশমিকে সামনে দেখা যাবে ‘অ্যায় ওয়াতান মেরে ওয়াতান’ সিনেমায়। ১৯৪২ সালের ভারত ছাড়ো আন্দোলনের পটভূমিতে নির্মিত সিনেমাটিতে তিনি রাম মনোহর লোহিয়ার চরিত্রে অভিনয় করেছেন। আর সিনেমাটিতে স্বাধীনতা সংগ্রামী ঊষা মেহতার চরিত্রে দেখা যাবে সারা আলি খানকে।
বলিউড অভিনেতা ইমরান হাশমির ক্যারিয়ারের প্রথম দিকের সিনেমার সঙ্গে ইদানীংয়ের সিনেমার বিরাট তফাৎ। এই বিষয়ে তিনি নিজেও সম্প্রতি মুখ খুলেছেন। জানিয়েছেন, তাঁর ক্যারিয়ার সময়ের সঙ্গে সঙ্গে অনেকটা বদলেছে। একই সঙ্গে তিনি জানিয়েছেন, এই পেশার প্রতি তাঁর খুব একটা আগ্রহ বা ভালোবাসা ছিল না।
ইমরান হাশমি এখানে মূলত এসেছিলেন এই পেশার সুবিধা, অর্থ এবং খ্যাতির জন্য। তাঁর মূল পছন্দের বিষয় ছিল সাফল্য এবং পরিচিতি পাওয়া। সম্প্রতি ইনস্ট্যান্ট বলিউডকে দেওয়া একটি সাক্ষাৎকারে এসব বিষয় নিয়ে কথা বলেন ইমরান হাশমি।
ইনস্ট্যান্ট বলিউডকে দেওয়া সাক্ষাৎকারে ইমরান বলেন, ‘আমার ক্যারিয়ারের একদম শুরুতে ৬-৭ বছর আমি মূলত বিভিন্ন সুযোগ-সুবিধাগুলোর দিকে আকর্ষিত ছিলাম। অর্থ ও পরিচিতির জন্যই আমি কাজ করতাম। পেশাটাকে যে একেবারে ভালোবাসতাম না সেটা নয়। কিন্তু পেশাটাকে মন দিয়ে ভালোবাসতাম না। আসলে ক্যারিয়ারের শুরুর দিকে মানুষ ধীরে ধীরে অভিজ্ঞতা অর্জন করেন, মজা করে এবং শেখে।’
ইমরান হাশমি আরও বলেন, ‘কেউ যদি বলে সে এখানে অর্থ ও খ্যাতির জন্য আসেনি, তবে সে নিশ্চিত মিথ্যা বলছে। কারণ আমরা সবাই খ্যাতির পাগল।’ ইমরানের কথায় এই বিনোদন জগৎ যে পরিচিতি, খ্যাতি ও অর্থ দেয় সেটাকে অস্বীকার করার কোনও জায়গা নেই। যদিও একই সঙ্গে তৈরি হয়ে যায় একাধিক নিরাপত্তাহীনতার জায়গা। সাক্ষাৎকারে ইমরান হাশমি আরও জানান বর্তমানে বলিউডে নিজের জায়গা বানানো, কাজ পাওয়া আগের থেকে অনেক কঠিন হয়ে গেছে।
ইমরান হাশমিকে সামনে দেখা যাবে ‘অ্যায় ওয়াতান মেরে ওয়াতান’ সিনেমায়। ১৯৪২ সালের ভারত ছাড়ো আন্দোলনের পটভূমিতে নির্মিত সিনেমাটিতে তিনি রাম মনোহর লোহিয়ার চরিত্রে অভিনয় করেছেন। আর সিনেমাটিতে স্বাধীনতা সংগ্রামী ঊষা মেহতার চরিত্রে দেখা যাবে সারা আলি খানকে।
গ্লাসগোর রাস্তায় শুটিং দেখতে জড়ো হয়েছেন অনেকে। ভক্তদের উদ্দেশে হাত নাড়ছেন হল্যান্ড। তাঁদের সঙ্গে কথা বলছেন। ছবি তুলছেন। স্পাইডার-ম্যানের পোশাক পরা এক শিশুকে কাছে টেনে নেন তিনি।
৮ ঘণ্টা আগেঅভিনেত্রী ভূমি পেডনেকারও শুরু করলেন নিজের ব্যবসা প্রতিষ্ঠান। তবে খানিকটা ভিন্ন পথে হেঁটেছেন। মিনারেল ওয়াটারের ব্যবসা শুরু করেছেন তিনি। এ উদ্যোগে ভূমির সঙ্গে আছেন তাঁর বোন সমীক্ষা পেডনেকার।
১১ ঘণ্টা আগেসেই দৃশ্যের শুটিংয়ের সময় যাতে প্রেমিকাকে বারবার জড়িয়ে ধরতে পারেন ধর্মেন্দ্র, সেই ব্যবস্থা করেছিলেন। স্পটবয়দের প্রত্যেককে ২০ রুপি করে দিয়ে বলেছিলেন, শটটি কোনো না কোনোভাবে বারবার ভেস্তে দিতে। যাতে বারবার রিটেকের প্রয়োজন হয়।
১৩ ঘণ্টা আগেব্যক্তিগত বিষয় আড়ালে রাখতেই পছন্দ করেন অভিনেত্রী জয়া আহসান। সিনেমা, সমাজ, পরিবেশ, সংস্কৃতি—নানা বিষয় নিয়ে সংবাদমাধ্যমে ঘণ্টার পর ঘণ্টা সাক্ষাৎকার দিলেও, ব্যক্তিগত প্রসঙ্গ তিনি সব সময় এড়িয়ে যান। তবে সম্প্রতি এক সাক্ষাৎকারে জয়া জানালেন, দীর্ঘদিন ধরে প্রেমের সম্পর্কে আছেন তিনি।
১৬ ঘণ্টা আগে