Ajker Patrika

আলিয়ার ব্যক্তিগত মুহূর্ত ক্যামেরাবন্দী, পাপারাজ্জিদের ওপর চটলেন অভিনেত্রী

আপডেট : ২২ ফেব্রুয়ারি ২০২৩, ২০: ১২
আলিয়ার ব্যক্তিগত মুহূর্ত ক্যামেরাবন্দী, পাপারাজ্জিদের ওপর চটলেন অভিনেত্রী

বলিউডের তারকারা সব সময় থাকেন পাপারাজ্জিদের নজরদারিতে। বাসা থেকে জিম, বিমানবন্দর পাপারাজ্জিদের ক্যামেরা তারকাদের ধাওয়া করে সব সময়। তবে এবার যা হলো তা রীতিমতো কারও গোপনীয়তা লঙ্ঘন। দুই পাপারাজ্জির লেন্সে এবার ধরা পরল বলিউড অভিনেত্রী আলিয়া ভাটের ব্যক্তিগত কিছু মুহূর্ত। আর এতেই রেগে আগুন আলিয়া। নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে ক্ষোভ প্রকাশ করেন এ অভিনেত্রী। 

ছবিতে আলিয়াকে নিজ বাসায় অলসভাবে সময় কাটাতে দেখা যায়। তাঁর পরনে ছিল ঘরের পোশাক। কিন্তু নিজের বাসাতেও অলস দুপুর কাটাতে পারেননি আলিয়া। তাঁর বাসার সামনের এক ভবন থেকে দুই পাপারাজ্জি আলিয়ার কিছু ব্যক্তিগত ছবি ল্যান্স বন্দী করে। 

এ ঘটনায় ইনস্টাগ্রাম স্টোরিতে ক্ষোভ প্রকাশ করে আলিয়া লেখেন, ‘আপনারা কী আমার সঙ্গে রসিকতা করছেন? অন্যান্য আর পাঁচটা দুপুরের মতো আমি আমার বাড়ির বৈঠকখানায় বসেছিলাম। আর তখনই আমার মনে হয়েছিল, কেউ আমার ওপর নজরদারি করছে। আমি ওপরের দিকে তাকাতেই অবাক! দেখি পাশের বিল্ডিং থেকে দুজন মানুষ ক্যামেরা নিয়ে দাঁড়িয়ে আছে। আর তাদের ক্যামেরার লেন্স আমার দিকেই তাক করা। এবার বলুন, এ ধরনের আচরণ কি কখনোই কাম্য? এ ধরনের কাজের অনুমতি কেউ কি কখনো দেয়? এটা একজনের গোপনীয়তাকে হনন করা ছাড়া আর কী? আপনাদের আর আমাদের মধ্যে এক সীমারেখা ছিল, যা আজ অতিক্রম করা হয়েছে।’ আলিয়া তাঁর পোস্টটিতে মুম্বাই পুলিশকে ট্যাগ করেছেন। 

শুধু আলিয়া নন, এ ব্যাপারে ক্ষোভ প্রকাশ করেছেন বলিউডের অনেক তারকা। বলিউড অভিনেত্রী আনুশকা শর্মা ইনস্টাগ্রাম স্টোরিতে লিখেছেন, ‘এ ধরনের ঘটনা এরা প্রথমবার ঘটায়নি। প্রায় দু’বছর আগে এরা আমাদের ছবি চুপিচুপি নিয়েছিল। আর আমরা তা নিজের চোখে দেখেছি। এরপর আমরা এদের এক হাত নিয়েছিলাম। মানুষের গোপনীয়তা আর ব্যক্তিগত সময়কে এরা সম্মান করতে জানে না। এটা খুবই লজ্জাজনক ঘটনা। আমরা বারবার অনুরোধ করা সত্ত্বেও তারা আমাদের কন্যার ছবি পোস্ট করে।’ 

জাহ্নবী কাপুর তীব্র নিন্দা করে লেখেন, ‘অত্যন্ত নিন্দনীয় এবং বাজে আচরণ এটি। আমিও এদের একাধিকবার নিষেধ করেছি, কিন্তু এরা আমার অনুমতি না নিয়েই আমার ছবি তুলতে থাকে। আমি জিমে থাকাকালীন ওরা বাইরে থেকে লুকিয়ে আমায় দেখে।’ 

অর্জুন কাপুর আলিয়ার সমর্থনে বলেছেন, ‘অত্যন্ত লজ্জাজনক ঘটনা এটি। ঘটনাটি সব সীমাকে অতিক্রম করে ফেলেছে। একজন নারী তাঁর নিজের বাড়িতেও সুরক্ষিত নয়।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নতুন মেট্রো নয়, রুট বাড়ানোর চিন্তা

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত