ভারতের দক্ষিণী চলচ্চিত্র অঙ্গনে নয়নতারা এখন আলোচিত নাম। বেশ কয়েক বছর ধরে গল্পনির্ভর সিনেমা করে প্রশংসা কুড়াচ্ছেন তিনি। ভক্তরা তাঁকে ‘লেডি সুপারস্টার’ বলে ডাকেন। জনপ্রিয় এই অভিনেত্রীর নতুন ছবি মুক্তির দিনক্ষণ ঠিক হলো এবার। আগস্টের ১৩ তারিখ ডিজনি হটস্টার প্লাসে প্রচার শুরু হবে ‘নেত্রিকান’ নামের ছবিটি। নয়নতারার ৬৫ নম্বর ছবি এটি। ১৯৮১ সালে মুক্তি পাওয়া রজনীকান্তের ‘নেত্রিকান’ ছবির নামেই এই ছবির নামকরণ করা হয়েছে।
ছবিটি পরিচালনা করছেন সুপারহিট ‘আভাল’-এর পরিচালক মিলিন্দ রাউ। এটি আহন-সাং-হুন পরিচালিত কোরিয়ান থ্রিলার ‘ব্লাইন্ড’ -এর অফিশিয়াল তামিল রিমেক। নায়িকা-প্রধান এই ছবিতে একজন অন্ধের ভূমিকায় অভিনয় করেছেন নয়নতারা, যিনি একটি খুনের সাক্ষী হন। এরপরই তাঁর জীবনে নেমে আসে একের পর এক দুর্বিষহ ঘটনা। এই ছবিতে অভিনয়ের জন্য নয়নতারা তামিল নায়িকা হিসেবে রেকর্ড ১০ কোটি রুপি নিয়েছেন। ছবিটি মুক্তির আগেই ব্যবসা করেছে প্রায় ২০ কোটি রুপি।
নয়নতারা প্রতি সিনেমার জন্য পাঁচ থেকে ছয় কোটি রুপি নেন। যদিও আসন্ন ‘আন্নাথে’ সিনেমার জন্য নাকি নয়নতারা সাড়ে চার কোটি রুপি পারিশ্রমিক নিয়েছেন। আর ‘নেত্রিকান’ ছবির জন্য পারিশ্রমিক বেশি হাঁকানোর কারণ ডিজনি বেশ বড় অঙ্কের বাজেট দিয়ে কিনে নিয়েছে এটি।
সম্প্রতি নয়নতারা আলোচনায় এসেছেন আরও এক কারণে। বলিউডের কিং খান এবার অভিনয় করবেন দক্ষিণের পরিচালক অ্যাটলির পরিচালনায়। শাহরুখের বিপরীতে থাকছেন দক্ষিণের এই নায়িকা। এর আগে একই পরিচালকের ‘বিজিল’ ও ‘রাজা রানি’ তে অভিনয়ের পর এবার নয়নতারার হাতেখড়ি হচ্ছে বলিউডে, তা-ও আবার শাহরুখের সঙ্গে! বড় বাজেটের এই সিনেমার শুটিং শুরু হবে আগামী মাসে। বছরখানেক ধরে চলছে এর নির্মাণ প্রস্তুতি। পরিচালক ও শাহরুখ অবশ্য এখনো আনুষ্ঠানিকভাবে কোনো ঘোষণা দেননি।
ভারতের দক্ষিণী চলচ্চিত্র অঙ্গনে নয়নতারা এখন আলোচিত নাম। বেশ কয়েক বছর ধরে গল্পনির্ভর সিনেমা করে প্রশংসা কুড়াচ্ছেন তিনি। ভক্তরা তাঁকে ‘লেডি সুপারস্টার’ বলে ডাকেন। জনপ্রিয় এই অভিনেত্রীর নতুন ছবি মুক্তির দিনক্ষণ ঠিক হলো এবার। আগস্টের ১৩ তারিখ ডিজনি হটস্টার প্লাসে প্রচার শুরু হবে ‘নেত্রিকান’ নামের ছবিটি। নয়নতারার ৬৫ নম্বর ছবি এটি। ১৯৮১ সালে মুক্তি পাওয়া রজনীকান্তের ‘নেত্রিকান’ ছবির নামেই এই ছবির নামকরণ করা হয়েছে।
ছবিটি পরিচালনা করছেন সুপারহিট ‘আভাল’-এর পরিচালক মিলিন্দ রাউ। এটি আহন-সাং-হুন পরিচালিত কোরিয়ান থ্রিলার ‘ব্লাইন্ড’ -এর অফিশিয়াল তামিল রিমেক। নায়িকা-প্রধান এই ছবিতে একজন অন্ধের ভূমিকায় অভিনয় করেছেন নয়নতারা, যিনি একটি খুনের সাক্ষী হন। এরপরই তাঁর জীবনে নেমে আসে একের পর এক দুর্বিষহ ঘটনা। এই ছবিতে অভিনয়ের জন্য নয়নতারা তামিল নায়িকা হিসেবে রেকর্ড ১০ কোটি রুপি নিয়েছেন। ছবিটি মুক্তির আগেই ব্যবসা করেছে প্রায় ২০ কোটি রুপি।
নয়নতারা প্রতি সিনেমার জন্য পাঁচ থেকে ছয় কোটি রুপি নেন। যদিও আসন্ন ‘আন্নাথে’ সিনেমার জন্য নাকি নয়নতারা সাড়ে চার কোটি রুপি পারিশ্রমিক নিয়েছেন। আর ‘নেত্রিকান’ ছবির জন্য পারিশ্রমিক বেশি হাঁকানোর কারণ ডিজনি বেশ বড় অঙ্কের বাজেট দিয়ে কিনে নিয়েছে এটি।
সম্প্রতি নয়নতারা আলোচনায় এসেছেন আরও এক কারণে। বলিউডের কিং খান এবার অভিনয় করবেন দক্ষিণের পরিচালক অ্যাটলির পরিচালনায়। শাহরুখের বিপরীতে থাকছেন দক্ষিণের এই নায়িকা। এর আগে একই পরিচালকের ‘বিজিল’ ও ‘রাজা রানি’ তে অভিনয়ের পর এবার নয়নতারার হাতেখড়ি হচ্ছে বলিউডে, তা-ও আবার শাহরুখের সঙ্গে! বড় বাজেটের এই সিনেমার শুটিং শুরু হবে আগামী মাসে। বছরখানেক ধরে চলছে এর নির্মাণ প্রস্তুতি। পরিচালক ও শাহরুখ অবশ্য এখনো আনুষ্ঠানিকভাবে কোনো ঘোষণা দেননি।
গ্লাসগোর রাস্তায় শুটিং দেখতে জড়ো হয়েছেন অনেকে। ভক্তদের উদ্দেশে হাত নাড়ছেন হল্যান্ড। তাঁদের সঙ্গে কথা বলছেন। ছবি তুলছেন। স্পাইডার-ম্যানের পোশাক পরা এক শিশুকে কাছে টেনে নেন তিনি।
১২ ঘণ্টা আগেঅভিনেত্রী ভূমি পেডনেকারও শুরু করলেন নিজের ব্যবসা প্রতিষ্ঠান। তবে খানিকটা ভিন্ন পথে হেঁটেছেন। মিনারেল ওয়াটারের ব্যবসা শুরু করেছেন তিনি। এ উদ্যোগে ভূমির সঙ্গে আছেন তাঁর বোন সমীক্ষা পেডনেকার।
১৫ ঘণ্টা আগেসেই দৃশ্যের শুটিংয়ের সময় যাতে প্রেমিকাকে বারবার জড়িয়ে ধরতে পারেন ধর্মেন্দ্র, সেই ব্যবস্থা করেছিলেন। স্পটবয়দের প্রত্যেককে ২০ রুপি দিয়ে বলেছিলেন, শটটি কোনো না কোনোভাবে বারবার ভেস্তে দিতে; যাতে বারবার রিটেকের প্রয়োজন হয়।
১৭ ঘণ্টা আগেব্যক্তিগত বিষয় আড়ালে রাখতেই পছন্দ করেন অভিনেত্রী জয়া আহসান। সিনেমা, সমাজ, পরিবেশ, সংস্কৃতি—নানা বিষয় নিয়ে সংবাদমাধ্যমে ঘণ্টার পর ঘণ্টা সাক্ষাৎকার দিলেও, ব্যক্তিগত প্রসঙ্গ তিনি সব সময় এড়িয়ে যান। তবে সম্প্রতি এক সাক্ষাৎকারে জয়া জানালেন, দীর্ঘদিন ধরে প্রেমের সম্পর্কে আছেন তিনি।
২০ ঘণ্টা আগে