বলিউড অভিনেতা অক্ষয় কুমার অভিনীত ‘ওএমজি ২’ মুক্তি পেয়েছিল গত ১১ আগস্ট। ১৫০ কোটি রুপির বেশি আয় করা সিনেমাটির মাধ্যমে বহুদিন পর সফলতার মুখ দেখেন অক্ষয়। তবে আবারও যেন ছন্দপতন, গতকাল শুক্রবার মুক্তি পাওয়া অক্ষয় কুমার ও পরিণীতি চোপড়ার ‘মিশন রানিগঞ্জ’-এর শুরুটা আশানুরূপ হয়নি।
দর্শক ও সমালোচক উভয়ের কাছ থেকে মিশ্র প্রতিক্রিয়া পাওয়া সিনেমাটির প্রথম দিনের আয় মাত্র ২ কোটি ৮ লাখ রুপি, যেখানে ‘ওএমজি ২’ প্রথম দিনে আয় করেছিল ১০ কোটি রুপিরও বেশি।
বলিউড বক্স অফিস রিপোর্ট প্রদানকারী সাকনিল্ক জানিয়েছে, গতকাল শুক্রবার সামগ্রিকভাবে হিন্দি বাজারের ১১.৮৩ শতাংশ দখলে ছিল মিশন রানিগঞ্জের। সকালের শোগুলোর দখল ছিল ৯.৮৪ শতাংশ, রাতের শোগুলোতে তা বেড়ে ১৮ শতাংশের কাছাকাছি হয়।
এখন দেখার পালা, আজ শনি ও আগামীকাল রোববার বাড়ে কি না, সিনেমাটির আয়। নাকি আবারও ফ্লপের খাতায় নাম ঢুকে যায় বলিউড খিলাড়ির।
‘মিশন রানিগঞ্জ’কে বক্স অফিসে টক্কর দিচ্ছে ‘থ্যাঙ্ক ইউ ফর কামিং’। এই ছবির বক্স অফিসে আয় আরও কম। শুক্রবার মাত্র ৮০ লাখ রুপি আয় করেছে সিনেমাটি।
১৮৯৯ সালের ১৩ নভেম্বরের ভয়াবহ গল্প উঠে এসেছে মিশন রানিগঞ্জে। যখন হঠাৎ পানি ঢুকে বন্ধ হয় ভূগর্ভে থাকা খনির বড় অংশ। আটকা পড়েন ৭১ জন শ্রমিক। সেই সময় ত্রাতা হয়ে এসেছিলেন মাইনিং ইঞ্জিনিয়ার যশোবন্ত সিং গিল। খনির ওপর থেকে বোরহোল করে ‘ক্যাপসুল’ নামিয়ে চালানো হয়েছিল উদ্ধারকাজ। এই যশোবন্ত সিং গিলের চরিত্রেই দেখা যাচ্ছে অক্ষয়কে। তাঁর স্ত্রীর চরিত্রে অভিনয় করেছেন পরিণীতি চোপড়া।
এদিকে শুক্রবার শাহরুখ খানের ‘জওয়ান’ আয় করেছে ১.৩০ কোটি রুপি। আর কমেডি ঘরানার সিনেমা ‘ফুঁকরে ৩’-এর আয় ছিল ২.২০ কোটি রুপি।
বলিউড অভিনেতা অক্ষয় কুমার অভিনীত ‘ওএমজি ২’ মুক্তি পেয়েছিল গত ১১ আগস্ট। ১৫০ কোটি রুপির বেশি আয় করা সিনেমাটির মাধ্যমে বহুদিন পর সফলতার মুখ দেখেন অক্ষয়। তবে আবারও যেন ছন্দপতন, গতকাল শুক্রবার মুক্তি পাওয়া অক্ষয় কুমার ও পরিণীতি চোপড়ার ‘মিশন রানিগঞ্জ’-এর শুরুটা আশানুরূপ হয়নি।
দর্শক ও সমালোচক উভয়ের কাছ থেকে মিশ্র প্রতিক্রিয়া পাওয়া সিনেমাটির প্রথম দিনের আয় মাত্র ২ কোটি ৮ লাখ রুপি, যেখানে ‘ওএমজি ২’ প্রথম দিনে আয় করেছিল ১০ কোটি রুপিরও বেশি।
বলিউড বক্স অফিস রিপোর্ট প্রদানকারী সাকনিল্ক জানিয়েছে, গতকাল শুক্রবার সামগ্রিকভাবে হিন্দি বাজারের ১১.৮৩ শতাংশ দখলে ছিল মিশন রানিগঞ্জের। সকালের শোগুলোর দখল ছিল ৯.৮৪ শতাংশ, রাতের শোগুলোতে তা বেড়ে ১৮ শতাংশের কাছাকাছি হয়।
এখন দেখার পালা, আজ শনি ও আগামীকাল রোববার বাড়ে কি না, সিনেমাটির আয়। নাকি আবারও ফ্লপের খাতায় নাম ঢুকে যায় বলিউড খিলাড়ির।
‘মিশন রানিগঞ্জ’কে বক্স অফিসে টক্কর দিচ্ছে ‘থ্যাঙ্ক ইউ ফর কামিং’। এই ছবির বক্স অফিসে আয় আরও কম। শুক্রবার মাত্র ৮০ লাখ রুপি আয় করেছে সিনেমাটি।
১৮৯৯ সালের ১৩ নভেম্বরের ভয়াবহ গল্প উঠে এসেছে মিশন রানিগঞ্জে। যখন হঠাৎ পানি ঢুকে বন্ধ হয় ভূগর্ভে থাকা খনির বড় অংশ। আটকা পড়েন ৭১ জন শ্রমিক। সেই সময় ত্রাতা হয়ে এসেছিলেন মাইনিং ইঞ্জিনিয়ার যশোবন্ত সিং গিল। খনির ওপর থেকে বোরহোল করে ‘ক্যাপসুল’ নামিয়ে চালানো হয়েছিল উদ্ধারকাজ। এই যশোবন্ত সিং গিলের চরিত্রেই দেখা যাচ্ছে অক্ষয়কে। তাঁর স্ত্রীর চরিত্রে অভিনয় করেছেন পরিণীতি চোপড়া।
এদিকে শুক্রবার শাহরুখ খানের ‘জওয়ান’ আয় করেছে ১.৩০ কোটি রুপি। আর কমেডি ঘরানার সিনেমা ‘ফুঁকরে ৩’-এর আয় ছিল ২.২০ কোটি রুপি।
গ্লাসগোর রাস্তায় শুটিং দেখতে জড়ো হয়েছেন অনেকে। ভক্তদের উদ্দেশে হাত নাড়ছেন হল্যান্ড। তাঁদের সঙ্গে কথা বলছেন। ছবি তুলছেন। স্পাইডার-ম্যানের পোশাক পরা এক শিশুকে কাছে টেনে নেন তিনি।
৯ ঘণ্টা আগেঅভিনেত্রী ভূমি পেডনেকারও শুরু করলেন নিজের ব্যবসা প্রতিষ্ঠান। তবে খানিকটা ভিন্ন পথে হেঁটেছেন। মিনারেল ওয়াটারের ব্যবসা শুরু করেছেন তিনি। এ উদ্যোগে ভূমির সঙ্গে আছেন তাঁর বোন সমীক্ষা পেডনেকার।
১৩ ঘণ্টা আগেসেই দৃশ্যের শুটিংয়ের সময় যাতে প্রেমিকাকে বারবার জড়িয়ে ধরতে পারেন ধর্মেন্দ্র, সেই ব্যবস্থা করেছিলেন। স্পটবয়দের প্রত্যেককে ২০ রুপি দিয়ে বলেছিলেন, শটটি কোনো না কোনোভাবে বারবার ভেস্তে দিতে; যাতে বারবার রিটেকের প্রয়োজন হয়।
১৫ ঘণ্টা আগেব্যক্তিগত বিষয় আড়ালে রাখতেই পছন্দ করেন অভিনেত্রী জয়া আহসান। সিনেমা, সমাজ, পরিবেশ, সংস্কৃতি—নানা বিষয় নিয়ে সংবাদমাধ্যমে ঘণ্টার পর ঘণ্টা সাক্ষাৎকার দিলেও, ব্যক্তিগত প্রসঙ্গ তিনি সব সময় এড়িয়ে যান। তবে সম্প্রতি এক সাক্ষাৎকারে জয়া জানালেন, দীর্ঘদিন ধরে প্রেমের সম্পর্কে আছেন তিনি।
১৮ ঘণ্টা আগে