কারাগার থেকে প্রায়ই প্রেমিকা জ্যাকুলিন ফার্নান্দেজকে চিঠি লেখেন সুকেশ চন্দ্রশেখর। ২০০ কোটি রুপি আর্থিক জালিয়াতির মামলায় বর্তমানে দিল্লির মান্ডোলি জেলে বন্দী রয়েছেন তিনি। সেখান থেকে আবারও চিঠি লিখলেন। জানালেন, জ্যাকুলিনের জন্য নবরাত্রির ৯ দিন উপোস করবেন তিনি, যাতে ‘মঙ্গল’ হয় নায়িকার, সঙ্গে তাদের দুজনের চারপাশে থাকা সমস্ত নেতিবাচকতাও যেন দূর হয়।
জ্যাকুলিনকে ‘বাঘিনী’ বলে সম্বোধন করে সুকেশ চিঠিতে লিখেছেন, ‘বেবি তোমার দোহার শোতে তোমাকে অনেক সুন্দর লাগছিল। বাবু তোমার চেয়ে সুন্দর আর কেউ নেই।’
এর পরই নবরাত্রিতে ৯ দিন উপোস করার কথা জানান সুকেশ। তাঁর কথায়, ‘আগামীকাল থেকে নবরাত্রি শুরু হচ্ছে। আমি জীবনে প্রথমবার তোমার মঙ্গলের জন্য ৯ দিনই উপোস করব, যাতে আমাদের চারপাশ থেকে সব নেতিবাচকতা দূর হয়ে যায়।’
সুকেশ আরও লিখেছেন, ‘দেখবে সত্যের জয় হবে। খুব শিগগিরই একে অপরের সঙ্গে আমাদের দেখা হবে। যাই হোক না কেন, চিরকাল একসঙ্গে থাকব আমার বেবি গার্ল।’
‘বেবি, এই পৃথিবীর কোনো খাঁচা তোমাকে ভালোবাসা থেকে আটকাতে পারবে না। আমি সব সময় তোমার সুরক্ষায় আছি। আমি জানি তুমিও আমাকে অনেক ভালোবাসো। তোমার জন্য আমার বেঁচে থাকা। তোমার জন্য আমি কাউকে খুনও করতে পারি, নিজে মরতেও পারি।’ লেখা ছিল জ্যাকুলিনকে পাঠানো সুকেশের চিঠিতে।
সুকেশের কেসে নিজেও ফেঁসেছেন জ্যাকুলিন। বেশ কয়েকবার তাঁকে ইডির জেরার মুখোমুখি হতে হয়েছে। হাজিরা দিতে হয়েছে আদালতেও। যদিও বলিউড অভিনেত্রীর দাবি, পরিচয় লুকিয়ে তাঁর সঙ্গে আলাপ করেছিলেন সুকেশ।
তবে জ্যাকুলিনের দাবি মানতে নারাজ ইডি। বরং তাদের দাবি, জ্যাকুলিন জানতেন সুকেশের অন্ধকার জগতের কথা। সুকেশের থেকে মোটা অঙ্কের টাকা ও একাধিক উপহারও নেন অভিনেত্রী।
কারাগার থেকে প্রায়ই প্রেমিকা জ্যাকুলিন ফার্নান্দেজকে চিঠি লেখেন সুকেশ চন্দ্রশেখর। ২০০ কোটি রুপি আর্থিক জালিয়াতির মামলায় বর্তমানে দিল্লির মান্ডোলি জেলে বন্দী রয়েছেন তিনি। সেখান থেকে আবারও চিঠি লিখলেন। জানালেন, জ্যাকুলিনের জন্য নবরাত্রির ৯ দিন উপোস করবেন তিনি, যাতে ‘মঙ্গল’ হয় নায়িকার, সঙ্গে তাদের দুজনের চারপাশে থাকা সমস্ত নেতিবাচকতাও যেন দূর হয়।
জ্যাকুলিনকে ‘বাঘিনী’ বলে সম্বোধন করে সুকেশ চিঠিতে লিখেছেন, ‘বেবি তোমার দোহার শোতে তোমাকে অনেক সুন্দর লাগছিল। বাবু তোমার চেয়ে সুন্দর আর কেউ নেই।’
এর পরই নবরাত্রিতে ৯ দিন উপোস করার কথা জানান সুকেশ। তাঁর কথায়, ‘আগামীকাল থেকে নবরাত্রি শুরু হচ্ছে। আমি জীবনে প্রথমবার তোমার মঙ্গলের জন্য ৯ দিনই উপোস করব, যাতে আমাদের চারপাশ থেকে সব নেতিবাচকতা দূর হয়ে যায়।’
সুকেশ আরও লিখেছেন, ‘দেখবে সত্যের জয় হবে। খুব শিগগিরই একে অপরের সঙ্গে আমাদের দেখা হবে। যাই হোক না কেন, চিরকাল একসঙ্গে থাকব আমার বেবি গার্ল।’
‘বেবি, এই পৃথিবীর কোনো খাঁচা তোমাকে ভালোবাসা থেকে আটকাতে পারবে না। আমি সব সময় তোমার সুরক্ষায় আছি। আমি জানি তুমিও আমাকে অনেক ভালোবাসো। তোমার জন্য আমার বেঁচে থাকা। তোমার জন্য আমি কাউকে খুনও করতে পারি, নিজে মরতেও পারি।’ লেখা ছিল জ্যাকুলিনকে পাঠানো সুকেশের চিঠিতে।
সুকেশের কেসে নিজেও ফেঁসেছেন জ্যাকুলিন। বেশ কয়েকবার তাঁকে ইডির জেরার মুখোমুখি হতে হয়েছে। হাজিরা দিতে হয়েছে আদালতেও। যদিও বলিউড অভিনেত্রীর দাবি, পরিচয় লুকিয়ে তাঁর সঙ্গে আলাপ করেছিলেন সুকেশ।
তবে জ্যাকুলিনের দাবি মানতে নারাজ ইডি। বরং তাদের দাবি, জ্যাকুলিন জানতেন সুকেশের অন্ধকার জগতের কথা। সুকেশের থেকে মোটা অঙ্কের টাকা ও একাধিক উপহারও নেন অভিনেত্রী।
ছয় বছর পর একক অ্যালবাম নিয়ে আসছেন সংগীতশিল্পী জয় শাহরিয়ার। নাম ‘বোকা’। এটি জয়ের পঞ্চম স্টুডিও অ্যালবাম। সম্প্রতি প্রকাশ পেয়েছে এই অ্যালবামের প্রথম গান ‘তোমাকে ভুলতে সময় লাগবে’।
২ ঘণ্টা আগেআজ দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে নতুন চার সিনেমা। দেশের তিনটি সিনেমার সঙ্গে মুক্তির তালিকায় আছে হলিউডের এক সিনেমা। সিনেমাগুলো হলো ‘সাবা’, ‘স্বপ্নে দেখা রাজকন্যা’, ‘উদীয়মান সূর্য’ ও ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’। এ সপ্তাহের মুক্তি পাওয়া সিনেমা নিয়ে এই প্রতিবেদন।
৩ ঘণ্টা আগেপ্রতি সপ্তাহে নতুন সিনেমা বা ওয়েব সিরিজের জন্য দর্শকদের নজর থাকে ওটিটি প্ল্যাটফর্মে। এ সপ্তাহেও মুক্তি পাবে নানা দেশের, নানা ভাষার কনটেন্ট। বাছাই করা এমন কিছু কনটেন্টের খোঁজ থাকছে এ প্রতিবেদনে।
৪ ঘণ্টা আগেবুসান ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে ‘কুরাক’ চলচ্চিত্রকে বাংলাদেশের জুলাই মেমোরিয়াল পদকে ভূষিত করা হয়েছে। আজ বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) আনুষ্ঠানিকভাবে সিনেমার পরিচালক এর্কে জুমাকমাতোভার হাতে পুরস্কার তুলে দেন সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী।
১১ ঘণ্টা আগে