কারাগার থেকে প্রায়ই প্রেমিকা জ্যাকুলিন ফার্নান্দেজকে চিঠি লেখেন সুকেশ চন্দ্রশেখর। ২০০ কোটি রুপি আর্থিক জালিয়াতির মামলায় বর্তমানে দিল্লির মান্ডোলি জেলে বন্দী রয়েছেন তিনি। সেখান থেকে আবারও চিঠি লিখলেন। জানালেন, জ্যাকুলিনের জন্য নবরাত্রির ৯ দিন উপোস করবেন তিনি, যাতে ‘মঙ্গল’ হয় নায়িকার, সঙ্গে তাদের দুজনের চারপাশে থাকা সমস্ত নেতিবাচকতাও যেন দূর হয়।
জ্যাকুলিনকে ‘বাঘিনী’ বলে সম্বোধন করে সুকেশ চিঠিতে লিখেছেন, ‘বেবি তোমার দোহার শোতে তোমাকে অনেক সুন্দর লাগছিল। বাবু তোমার চেয়ে সুন্দর আর কেউ নেই।’
এর পরই নবরাত্রিতে ৯ দিন উপোস করার কথা জানান সুকেশ। তাঁর কথায়, ‘আগামীকাল থেকে নবরাত্রি শুরু হচ্ছে। আমি জীবনে প্রথমবার তোমার মঙ্গলের জন্য ৯ দিনই উপোস করব, যাতে আমাদের চারপাশ থেকে সব নেতিবাচকতা দূর হয়ে যায়।’
সুকেশ আরও লিখেছেন, ‘দেখবে সত্যের জয় হবে। খুব শিগগিরই একে অপরের সঙ্গে আমাদের দেখা হবে। যাই হোক না কেন, চিরকাল একসঙ্গে থাকব আমার বেবি গার্ল।’
‘বেবি, এই পৃথিবীর কোনো খাঁচা তোমাকে ভালোবাসা থেকে আটকাতে পারবে না। আমি সব সময় তোমার সুরক্ষায় আছি। আমি জানি তুমিও আমাকে অনেক ভালোবাসো। তোমার জন্য আমার বেঁচে থাকা। তোমার জন্য আমি কাউকে খুনও করতে পারি, নিজে মরতেও পারি।’ লেখা ছিল জ্যাকুলিনকে পাঠানো সুকেশের চিঠিতে।
সুকেশের কেসে নিজেও ফেঁসেছেন জ্যাকুলিন। বেশ কয়েকবার তাঁকে ইডির জেরার মুখোমুখি হতে হয়েছে। হাজিরা দিতে হয়েছে আদালতেও। যদিও বলিউড অভিনেত্রীর দাবি, পরিচয় লুকিয়ে তাঁর সঙ্গে আলাপ করেছিলেন সুকেশ।
তবে জ্যাকুলিনের দাবি মানতে নারাজ ইডি। বরং তাদের দাবি, জ্যাকুলিন জানতেন সুকেশের অন্ধকার জগতের কথা। সুকেশের থেকে মোটা অঙ্কের টাকা ও একাধিক উপহারও নেন অভিনেত্রী।
কারাগার থেকে প্রায়ই প্রেমিকা জ্যাকুলিন ফার্নান্দেজকে চিঠি লেখেন সুকেশ চন্দ্রশেখর। ২০০ কোটি রুপি আর্থিক জালিয়াতির মামলায় বর্তমানে দিল্লির মান্ডোলি জেলে বন্দী রয়েছেন তিনি। সেখান থেকে আবারও চিঠি লিখলেন। জানালেন, জ্যাকুলিনের জন্য নবরাত্রির ৯ দিন উপোস করবেন তিনি, যাতে ‘মঙ্গল’ হয় নায়িকার, সঙ্গে তাদের দুজনের চারপাশে থাকা সমস্ত নেতিবাচকতাও যেন দূর হয়।
জ্যাকুলিনকে ‘বাঘিনী’ বলে সম্বোধন করে সুকেশ চিঠিতে লিখেছেন, ‘বেবি তোমার দোহার শোতে তোমাকে অনেক সুন্দর লাগছিল। বাবু তোমার চেয়ে সুন্দর আর কেউ নেই।’
এর পরই নবরাত্রিতে ৯ দিন উপোস করার কথা জানান সুকেশ। তাঁর কথায়, ‘আগামীকাল থেকে নবরাত্রি শুরু হচ্ছে। আমি জীবনে প্রথমবার তোমার মঙ্গলের জন্য ৯ দিনই উপোস করব, যাতে আমাদের চারপাশ থেকে সব নেতিবাচকতা দূর হয়ে যায়।’
সুকেশ আরও লিখেছেন, ‘দেখবে সত্যের জয় হবে। খুব শিগগিরই একে অপরের সঙ্গে আমাদের দেখা হবে। যাই হোক না কেন, চিরকাল একসঙ্গে থাকব আমার বেবি গার্ল।’
‘বেবি, এই পৃথিবীর কোনো খাঁচা তোমাকে ভালোবাসা থেকে আটকাতে পারবে না। আমি সব সময় তোমার সুরক্ষায় আছি। আমি জানি তুমিও আমাকে অনেক ভালোবাসো। তোমার জন্য আমার বেঁচে থাকা। তোমার জন্য আমি কাউকে খুনও করতে পারি, নিজে মরতেও পারি।’ লেখা ছিল জ্যাকুলিনকে পাঠানো সুকেশের চিঠিতে।
সুকেশের কেসে নিজেও ফেঁসেছেন জ্যাকুলিন। বেশ কয়েকবার তাঁকে ইডির জেরার মুখোমুখি হতে হয়েছে। হাজিরা দিতে হয়েছে আদালতেও। যদিও বলিউড অভিনেত্রীর দাবি, পরিচয় লুকিয়ে তাঁর সঙ্গে আলাপ করেছিলেন সুকেশ।
তবে জ্যাকুলিনের দাবি মানতে নারাজ ইডি। বরং তাদের দাবি, জ্যাকুলিন জানতেন সুকেশের অন্ধকার জগতের কথা। সুকেশের থেকে মোটা অঙ্কের টাকা ও একাধিক উপহারও নেন অভিনেত্রী।
ঢাকাই চলচ্চিত্রের চিত্রনায়িকা নুসরাত ফারিয়া, অপু বিশ্বাস, নিপুণ আক্তার, আসনা হাবিব ভাবনা, চিত্রনায়ক জায়েদ খানসহ ১৭ অভিনয়শিল্পীর বিরুদ্ধে হত্যাচেষ্টার মামলা হয়েছে। ঢাকার নিম্ন আদালতে এই মামলা করা হয়।
১৩ ঘণ্টা আগেগত নভেম্বরে ফার্স্ট লুক পোস্টার প্রকাশ করে আদর আজাদ ও বুবলী অভিনীত ‘পিনিক’ সিনেমার আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়েছিল। জানানো হয়েছিল, রোজার ঈদে মুক্তির লক্ষ্য নিয়ে তৈরি হচ্ছে সিনেমাটি। শেষ পর্যন্ত ঈদে মুক্তি দেওয়া সম্ভব হয়নি। রোজার ঈদে না এলেও কোরবানির ঈদে প্রেক্ষাগৃহে আসবে পিনিক। আজকের পত্রিকাকে বিষয়টি
১ দিন আগেআজ ২৯ এপ্রিল, আন্তর্জাতিক নৃত্য দিবস। এ উপলক্ষে রাত ১০টা ৩০ মিনিটে মাছরাঙা টেলিভিশন প্রচার করবে বিশেষ অনুষ্ঠান ‘মায়া বেঙ্গল ইন মোশন’। সম্প্রতি রাজধানীর গুলশানের একটি কনভেনশন সেন্টারে আয়োজন করা হয়েছিল অনুষ্ঠানটি। সেটি আজ প্রচার করা হবে দর্শকদের জন্য।
১ দিন আগে‘বজরঙ্গি ভাইজান’ দেখে চোখ ভিজেছিল দর্শকদের। ২০১৫ সালে মুক্তি পাওয়া সিনেমাটি প্রায় ৯৬৯ কোটি রুপি ব্যবসা করেছিল। শুধু টাকার অঙ্ক নয়, সালমানের ক্যারিয়ারও সমৃদ্ধ করেছিল হনুমানভক্ত পবন কল্যাণ আর এক বোবা শিশুর ঘরে ফেরার এই গল্প। অনেক দিন ধরে গুঞ্জন, আসতে পারে বজরঙ্গি ভাইজান-এর সিকুয়েল। এবার সেই গুঞ্জনের
১ দিন আগে