বলিউডের তারকা অভিনেতা সালমান খানকে আবারও হত্যার হুমকি দেওয়া হয়েছে। পাশাপাশি একই ধরনের হুমকি দেওয়া হয়েছে মহারাষ্ট্রের বিধায়ক ও কিছুদিন আগে গুপ্তহত্যার শিকার বাবা সিদ্দিকির ছেলে জিশান সিদ্দিকিকেও। এই হুমকির পরপরই ২০ বছর বয়সী এক তরুণকে গ্রেপ্তার করেছে পুলিশ।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির খবরে বলা হয়েছে, গ্রেপ্তার ওই তরুণের নাম গোফরান খান। তাঁকে উত্তর প্রদেশের নয়ডা থেকে গ্রেপ্তার করা হয়। পরে তাঁকে হেফাজতে নেয় মুম্বাই পুলিশ। জিজ্ঞাসাবাদের জন্য গোফরান খানকে রিমান্ডে নেওয়ার প্রক্রিয়াও চলছে।
পুলিশ সূত্র জানিয়েছে, গত শুক্রবার সন্ধ্যায় মুম্বাইয়ের বান্দ্রায় জিশান সিদ্দিকীর অফিসে একটি বার্তা পাঠানো হয়। সেখানে সালমান খান ও মহারাষ্ট্রের বিধায়ক জিশানকে হত্যার হুমকি দেওয়া হয় এবং মুক্তিপণ দাবি করা হয়। জিশানের সিদ্দিকীর অফিসের এক কর্মচারী এ বিষয়ে পুলিশের কাছে অভিযোগ করেন এবং একটি এফআইআর দায়ের করা হয়। পুলিশ পরে, হুমকির মূল হোতা হিসেবে মোহাম্মদ তৈয়ব নামে একজনকে শনাক্ত করে এবং তাঁকে গ্রেপ্তার করে।
এর আগে, মুম্বাই পুলিশ জামশেদপুরের ২৪ বছর বয়সী সবজি বিক্রেতা শেখ হুসেন শেখ মহসিনকে গ্রেপ্তার করে সালমান খানকে হুমকি দেওয়ার অভিযোগে। মহসিন মুম্বাই ট্রাফিক পুলিশের হোয়াটসঅ্যাপ হেল্পলাইন নম্বরে হুমকির বার্তা পাঠিয়েছি ৫ কোটি রুপি মুক্তিপণ দাবি করেন।
সালমান খান এর আগে লরেন্স বিষ্ণোই গ্যাং থেকে প্রাণনাশের হুমকি পেয়েছিলেন। বিষ্ণোই গ্যাংয়ের সন্দেহভাজন সদস্যরা গত এপ্রিলে দাবাং খানের বান্দ্রার বাড়ির বাইরে গুলি চালিয়েছিল। একের পর এক হুমকির পর তাঁর নিরাপত্তা জোরদার করা হয়েছে।
এদিকে, চলতি মাসের শুরুর দিকে সালমান খানের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত সাবেক বিধায়ক এবং ন্যাশনাল কংগ্রেস পার্টি (অজিত পাওয়ার) শিবিরের নেতা বাবা সিদ্দিকি মুম্বাইয়ে তাঁর ছেলে জিশানের অফিসের কাছে গুলিবিদ্ধ হন। তাঁর হত্যাকাণ্ডের কয়েক সপ্তাহ পরে জিশান ও সালমান খানকে নতুন করে এই হুমকি দেওয়া হলো।
বলিউডের তারকা অভিনেতা সালমান খানকে আবারও হত্যার হুমকি দেওয়া হয়েছে। পাশাপাশি একই ধরনের হুমকি দেওয়া হয়েছে মহারাষ্ট্রের বিধায়ক ও কিছুদিন আগে গুপ্তহত্যার শিকার বাবা সিদ্দিকির ছেলে জিশান সিদ্দিকিকেও। এই হুমকির পরপরই ২০ বছর বয়সী এক তরুণকে গ্রেপ্তার করেছে পুলিশ।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির খবরে বলা হয়েছে, গ্রেপ্তার ওই তরুণের নাম গোফরান খান। তাঁকে উত্তর প্রদেশের নয়ডা থেকে গ্রেপ্তার করা হয়। পরে তাঁকে হেফাজতে নেয় মুম্বাই পুলিশ। জিজ্ঞাসাবাদের জন্য গোফরান খানকে রিমান্ডে নেওয়ার প্রক্রিয়াও চলছে।
পুলিশ সূত্র জানিয়েছে, গত শুক্রবার সন্ধ্যায় মুম্বাইয়ের বান্দ্রায় জিশান সিদ্দিকীর অফিসে একটি বার্তা পাঠানো হয়। সেখানে সালমান খান ও মহারাষ্ট্রের বিধায়ক জিশানকে হত্যার হুমকি দেওয়া হয় এবং মুক্তিপণ দাবি করা হয়। জিশানের সিদ্দিকীর অফিসের এক কর্মচারী এ বিষয়ে পুলিশের কাছে অভিযোগ করেন এবং একটি এফআইআর দায়ের করা হয়। পুলিশ পরে, হুমকির মূল হোতা হিসেবে মোহাম্মদ তৈয়ব নামে একজনকে শনাক্ত করে এবং তাঁকে গ্রেপ্তার করে।
এর আগে, মুম্বাই পুলিশ জামশেদপুরের ২৪ বছর বয়সী সবজি বিক্রেতা শেখ হুসেন শেখ মহসিনকে গ্রেপ্তার করে সালমান খানকে হুমকি দেওয়ার অভিযোগে। মহসিন মুম্বাই ট্রাফিক পুলিশের হোয়াটসঅ্যাপ হেল্পলাইন নম্বরে হুমকির বার্তা পাঠিয়েছি ৫ কোটি রুপি মুক্তিপণ দাবি করেন।
সালমান খান এর আগে লরেন্স বিষ্ণোই গ্যাং থেকে প্রাণনাশের হুমকি পেয়েছিলেন। বিষ্ণোই গ্যাংয়ের সন্দেহভাজন সদস্যরা গত এপ্রিলে দাবাং খানের বান্দ্রার বাড়ির বাইরে গুলি চালিয়েছিল। একের পর এক হুমকির পর তাঁর নিরাপত্তা জোরদার করা হয়েছে।
এদিকে, চলতি মাসের শুরুর দিকে সালমান খানের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত সাবেক বিধায়ক এবং ন্যাশনাল কংগ্রেস পার্টি (অজিত পাওয়ার) শিবিরের নেতা বাবা সিদ্দিকি মুম্বাইয়ে তাঁর ছেলে জিশানের অফিসের কাছে গুলিবিদ্ধ হন। তাঁর হত্যাকাণ্ডের কয়েক সপ্তাহ পরে জিশান ও সালমান খানকে নতুন করে এই হুমকি দেওয়া হলো।
গ্লাসগোর রাস্তায় শুটিং দেখতে জড়ো হয়েছেন অনেকে। ভক্তদের উদ্দেশে হাত নাড়ছেন হল্যান্ড। তাঁদের সঙ্গে কথা বলছেন। ছবি তুলছেন। স্পাইডার-ম্যানের পোশাক পরা এক শিশুকে কাছে টেনে নেন তিনি।
১২ ঘণ্টা আগেঅভিনেত্রী ভূমি পেডনেকারও শুরু করলেন নিজের ব্যবসা প্রতিষ্ঠান। তবে খানিকটা ভিন্ন পথে হেঁটেছেন। মিনারেল ওয়াটারের ব্যবসা শুরু করেছেন তিনি। এ উদ্যোগে ভূমির সঙ্গে আছেন তাঁর বোন সমীক্ষা পেডনেকার।
১৫ ঘণ্টা আগেসেই দৃশ্যের শুটিংয়ের সময় যাতে প্রেমিকাকে বারবার জড়িয়ে ধরতে পারেন ধর্মেন্দ্র, সেই ব্যবস্থা করেছিলেন। স্পটবয়দের প্রত্যেককে ২০ রুপি দিয়ে বলেছিলেন, শটটি কোনো না কোনোভাবে বারবার ভেস্তে দিতে; যাতে বারবার রিটেকের প্রয়োজন হয়।
১৭ ঘণ্টা আগেব্যক্তিগত বিষয় আড়ালে রাখতেই পছন্দ করেন অভিনেত্রী জয়া আহসান। সিনেমা, সমাজ, পরিবেশ, সংস্কৃতি—নানা বিষয় নিয়ে সংবাদমাধ্যমে ঘণ্টার পর ঘণ্টা সাক্ষাৎকার দিলেও, ব্যক্তিগত প্রসঙ্গ তিনি সব সময় এড়িয়ে যান। তবে সম্প্রতি এক সাক্ষাৎকারে জয়া জানালেন, দীর্ঘদিন ধরে প্রেমের সম্পর্কে আছেন তিনি।
২০ ঘণ্টা আগে