বিনোদন ডেস্ক
রোডিজ, স্লিপটসভিলা, বিগ বসের মতো রিয়েলিটি শো যেমন পছন্দ করেন অভিনেত্রী সোহা আলী খান; তেমনি কমেডি সিরিজও তাঁর খুব প্রিয়। সোহা সম্প্রতি দেখেছেন রোমান্টিক কমেডি ‘কলিন ফ্রম অ্যাকাউন্টস’ ও ডার্ক কমেডি ‘ইয়োর ফ্রেন্ডস অ্যান্ড নেইবারস’। সিরিজ দুটি নিয়ে নিজের ভালো লাগার কথা জানিয়েছেন তিনি।
কলিন ফ্রম অ্যাকাউন্টস
অস্ট্রেলিয়ান রোমান্টিক কমেডি সিরিজ ‘কলিন ফ্রম অ্যাকাউন্টস’ বিঞ্জে প্রচারিত হয় ২০২২ সালে। পরের বছর প্যারামাউন্ট প্লাসেও মুক্তি পায়। এ পর্যন্ত দুটি সিজন এসেছে। এ বছর দেওয়া হয়েছে তৃতীয় সিজনের ঘোষণা। সিডনি শহরের গল্প। গল্পের কেন্দ্রে রয়েছে অ্যাশলে ও গর্ডন নামের দুই চরিত্র। এক সড়ক দুর্ঘটনার সূত্র ধরে তাদের পরিচয়। এই দুই মজার চরিত্রের মানুষ একসঙ্গে থাকার সিদ্ধান্ত নেয়। কলিন ফ্রম অ্যাকাউন্টস নিয়ে সোহা আলী খান বলেন, ‘এত ভালো চিত্রনাট্যের সিরিজ আগে খুব কমই দেখেছি। চরিত্রগুলো আনন্দ দেয়। সিরিজটি লিখেছেন প্যাট্রিক ব্রামাল ও হ্যারিয়েট ডায়ার, যাঁরা বাস্তবেও দম্পতি। প্রধান চরিত্রে অভিনয় করেছেন ডায়ার।’
ইয়োর ফ্রেন্ডস অ্যান্ড নেইবারস
অ্যাপল টিভি প্লাসে ‘ইয়োর ফ্রেন্ডস অ্যান্ড নেইবারস’ সিরিজটি প্রচারিত হয় গত এপ্রিলে। কুপ নামের এক ব্যক্তিকে নিয়ে এই সিরিজের গল্প। সম্প্রতি তার বিবাহবিচ্ছেদ হয়েছে।
এদিকে উচ্চ বেতনে যে প্রতিষ্ঠানে সে কাজ করত, সেখান থেকে বরখাস্ত করা হয়েছে তাকে। কুপ এখন সম্পূর্ণ বেকার। কিন্তু উন্নত জীবনযাপনে অভ্যস্ত কুপ তার জীবনমান বজায় রাখতে ধনী প্রতিবেশীদের সম্পদ চুরি করতে থাকে।
সিরিজটি নিয়ে সোহা আলী খান বলেন, ‘ইদানীং আমার সবচেয়ে প্রিয় হয়ে উঠেছে এই সিরিজ। জন হ্যাম ও আমান্ডা পিট অভিনীত সিরিজটি তাঁদের জন্য, যাঁরা টুইস্টে ভরা কোনো গল্প খুঁজছেন।’
রোডিজ, স্লিপটসভিলা, বিগ বসের মতো রিয়েলিটি শো যেমন পছন্দ করেন অভিনেত্রী সোহা আলী খান; তেমনি কমেডি সিরিজও তাঁর খুব প্রিয়। সোহা সম্প্রতি দেখেছেন রোমান্টিক কমেডি ‘কলিন ফ্রম অ্যাকাউন্টস’ ও ডার্ক কমেডি ‘ইয়োর ফ্রেন্ডস অ্যান্ড নেইবারস’। সিরিজ দুটি নিয়ে নিজের ভালো লাগার কথা জানিয়েছেন তিনি।
কলিন ফ্রম অ্যাকাউন্টস
অস্ট্রেলিয়ান রোমান্টিক কমেডি সিরিজ ‘কলিন ফ্রম অ্যাকাউন্টস’ বিঞ্জে প্রচারিত হয় ২০২২ সালে। পরের বছর প্যারামাউন্ট প্লাসেও মুক্তি পায়। এ পর্যন্ত দুটি সিজন এসেছে। এ বছর দেওয়া হয়েছে তৃতীয় সিজনের ঘোষণা। সিডনি শহরের গল্প। গল্পের কেন্দ্রে রয়েছে অ্যাশলে ও গর্ডন নামের দুই চরিত্র। এক সড়ক দুর্ঘটনার সূত্র ধরে তাদের পরিচয়। এই দুই মজার চরিত্রের মানুষ একসঙ্গে থাকার সিদ্ধান্ত নেয়। কলিন ফ্রম অ্যাকাউন্টস নিয়ে সোহা আলী খান বলেন, ‘এত ভালো চিত্রনাট্যের সিরিজ আগে খুব কমই দেখেছি। চরিত্রগুলো আনন্দ দেয়। সিরিজটি লিখেছেন প্যাট্রিক ব্রামাল ও হ্যারিয়েট ডায়ার, যাঁরা বাস্তবেও দম্পতি। প্রধান চরিত্রে অভিনয় করেছেন ডায়ার।’
ইয়োর ফ্রেন্ডস অ্যান্ড নেইবারস
অ্যাপল টিভি প্লাসে ‘ইয়োর ফ্রেন্ডস অ্যান্ড নেইবারস’ সিরিজটি প্রচারিত হয় গত এপ্রিলে। কুপ নামের এক ব্যক্তিকে নিয়ে এই সিরিজের গল্প। সম্প্রতি তার বিবাহবিচ্ছেদ হয়েছে।
এদিকে উচ্চ বেতনে যে প্রতিষ্ঠানে সে কাজ করত, সেখান থেকে বরখাস্ত করা হয়েছে তাকে। কুপ এখন সম্পূর্ণ বেকার। কিন্তু উন্নত জীবনযাপনে অভ্যস্ত কুপ তার জীবনমান বজায় রাখতে ধনী প্রতিবেশীদের সম্পদ চুরি করতে থাকে।
সিরিজটি নিয়ে সোহা আলী খান বলেন, ‘ইদানীং আমার সবচেয়ে প্রিয় হয়ে উঠেছে এই সিরিজ। জন হ্যাম ও আমান্ডা পিট অভিনীত সিরিজটি তাঁদের জন্য, যাঁরা টুইস্টে ভরা কোনো গল্প খুঁজছেন।’
দক্ষিণ কোরিয়ার একটি আদালত একটি ভার্চুয়াল কে-পপ বয়ব্যান্ডের সদস্যদের মানহানি করার জন্য এক সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীকে ৩৬০ মার্কিন ডলার (৫ লাখ ওয়ান) জরিমানা করেছেন।
৩ ঘণ্টা আগেকয়েক বছর ধরে নাটকে অভিনয় কমিয়ে দিয়েছেন মেহজাবীন চৌধুরী। মনোযোগ দিয়েছেন ওটিটি ও সিনেমায়। ‘প্রিয় মালতী’ সিনেমা দিয়ে গত বছর ডিসেম্বরে বড় পর্দায় অভিষেক হয়েছে তাঁর। প্রিয় মালতী মেহজাবীনের মুক্তি পাওয়া প্রথম সিনেমা হলেও তিনি প্রথম অভিনয় করেছিলেন ‘সাবা’ সিনেমায়।
৫ ঘণ্টা আগেনির্মাণের পর থেকে বিভিন্ন দেশের আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয়েছে ‘ফেরেশতে’ ও ‘বাড়ির নাম শাহানা’। এবার দেশের দর্শকদের দেখার পালা। আজ দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে সিনেমা দুটি। এ ছাড়া গত মঙ্গলবার থেকে সিনেপ্লেক্সে দেখা যাচ্ছে জাপানি অ্যানিমে ‘ডেমন স্লেয়ার: ইনফিনিটি ক্যাসেল’।
৬ ঘণ্টা আগেআরও এক সিনেমা থেকে বাদ পড়লেন দীপিকা পাড়ুকোন। নাগ অশ্বিনের ‘কল্কি ২৮৯৮ এডি’ ছিল সাম্প্রতিক সময়ের সবচেয়ে বড় প্যান-ইন্ডিয়া রিলিজ। প্রভাস, অমিতাভ বচ্চন, কমল হাসান এবং দীপিকা পাড়ুকোনকে নিয়ে তৈরি এই সায়েন্স ফিকশন-মিথোলজি মিশ্রিত কাহিনি গত বছর নতুন উদাহরণ সৃষ্টি করেছিল বক্স অফিসে।
৭ ঘণ্টা আগে