Ajker Patrika

পাঁচ বায়োপিকে রণবীর!

আপডেট : ০১ জানুয়ারি ২০২২, ২২: ০৫
পাঁচ বায়োপিকে রণবীর!

বড় পর্দায় ফুটে উঠেছে ভারতীয় ক্রিকেট দলের প্রথম বিশ্বকাপ জয়ের শিহরণ জাগানো গল্প। ১৯৮৩ সালে ইংল্যান্ডে ক্রিকেটের বিশ্বকাপ জয়ের ১৭ দিনের সেই কাহিনিই আড়াই ঘণ্টায় রুপালি পর্দায় তুলে ধরেছেন পরিচালক কবির খান। ‘৮৩’ ছবিতে কপিল দেবের চরিত্রে দেখা গেছে রণবীর সিংকে। ছবিতে নিজের দুরন্ত পারফরম্যান্সের সুবাদে সমালোচকদের প্রশংসা কুড়িয়েছেন রণবীর। এবার জানা গেল, ফের একটি স্পোর্টস বায়োপিকের কেন্দ্রীয় চরিত্রে দেখা যেতে চলেছে তাঁকে। এবার সাঁতারুর চরিত্রে দেখা যাবে।

এ মুহূর্তে রণবীরের হাতে রয়েছে পাঁচটি বায়োপিকের কাজ। সম্প্রতি, ই টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে নিজেই এই কথা জানিয়েছেন ‘৮৩’-র ‘কপিল’। নিজেই বলেছেন ভবিষ্যতে একাধিক বায়োপিকে মূল চরিত্রে দেখা যাবে তাঁকে। এই তালিকার মধ্যে রয়েছে একটি সাতারুর চরিত্র।

সাক্ষাৎকারে ভবিষ্যতে তাঁর এই সাঁতারুর স্পোর্টস বায়োপিকের প্রসঙ্গ উঠলে তিনি জানান, এখনই এই নিয়ে কথা বলার সময় আসেনি। আরও একটু অপেক্ষা করতে হবে। পাঁচটি বায়োপিক নিয়েই কথা চলছে। ভবিষ্যতে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে তাঁর সব প্রজেক্টের।

বিশেষ চাহিদাসম্পন্ন সাঁতারুর প্রসঙ্গে প্রয়াত মাসুদুর রহমান বৈদ্যর কথা মনে পড়েছে অনেকেরই। দশ বছর বয়সে মাল গাড়ির নিচে নিজের দুই পা হারিয়েছিলেন মাসুদুর। তবু প্রতিবন্ধকতার বিরুদ্ধে থেমে থাকেনি মাসুদুরের লড়াই। অবিশ্বাস্য এই সাঁতারুর নিজের দুর্বলতাকেই নিজের শক্তি বানিয়ে দৌড় শুরু করেন তিনি। পেরিয়েছিলেন ইংলিশ চ্যানেল।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ফরিদপুরে পালিয়ে যাওয়া আ.লীগ নেতা গ্রেপ্তার, থানার ওসিকে বদলি

আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করায় ভারতের উদ্বেগ

কাতারের রাজপরিবারের দেওয়া বিলাসবহুল বিমান না নেওয়াটা বোকামি: ট্রাম্প

সৌদি আরবের সঙ্গে ১৪২ বিলিয়ন ডলারের অস্ত্র বিক্রির চুক্তি করে নিজের রেকর্ড ভাঙল যুক্তরাষ্ট্র

পুলিশ হত্যাকারী ফোর্স হতে পারে না: আইজিপি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত