Ajker Patrika

বহুদিন পর গ্যালারিতে কোহলির লাকি চার্ম আনুশকা শর্মা

বহুদিন পর গ্যালারিতে কোহলির লাকি চার্ম আনুশকা শর্মা

এবারের আইপিএলে প্রথমবারের মতো মাঠে এসেছিলেন বলিউড অভিনেত্রী ও ক্রিকেটার বিরাট কোহলি পত্নী আনুশকা শর্মা। বিরাটের লাকি চার্ম আনুশকা মাঠে এসেই নজর কাড়লেন নেটিজেনদের। এত বছর পরে এসেও, বিরাটের খেলা যে মুগ্ধ করে আনুশকাকে তা প্রমাণ হয়ে গেল আরও একবার।

রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু এবং গুজরাট টাইটানসের মধ্যে ম্যাচ চলাকালীন, কোহলির ব্যাটিং মুগ্ধ করল সকলকে। আর বাদ গেলেন না অভিনেত্রীও। গ্যালারি থেকে উৎসাহ দিয়েছেন কোহলিকে। বিরাটের ব্যাটিং চলাকালীন আনুশকার প্রতিক্রিয়াই এখন টক অফ দ্য টাউন!

গত ১ মে ছিল আনুশকার ৩৬তম জন্মদিন। দীর্ঘদিন ধরে সিনেমার দুনিয়া থেকে দূরে রয়েছেন তিনি। ২০১৮ সালের জিরো-র পর আর তাঁকে দেখা যায়নি পর্দায়। নেটফ্লিক্সের সঙ্গে আসার কথা ছিল চাকদা এক্সপ্রেসের। তবে বিলম্ব হওয়ার কারণে সম্প্রতি নেটফ্লিক্স সেই প্রোজেক্টের সঙ্গে চুক্তি বাতিল করেছে বলে শোনা যাচ্ছে। যদিও এর শুটিং হয়েছে বছরখানেক আগেই। কিন্তু মুক্তি এখনো অনিশ্চিত।

তবে নিজে অভিনয় থেকে দূরে থাকলেও, আনুশকা ভোলেন না বিরাটকে উৎসাহ দিয়ে যেতে। ২০২৩ বিশ্বকাপে প্রেগনেন্সি নিয়েই প্রায় প্রতিটা ম্যাচে তিনি হাজির ছিলেন বিরাটের পাশে।

আনুশকা-কোহলিচলতি বছরে আনুশকার জন্মদিন উপলক্ষে পোস্ট করে বিরাট লিখেছিলেন, ‘তোমাকে না পেলে আমি সম্পূর্ণ হারিয়ে যেতাম। শুভ জন্মদিন ভালোবাসা। তুমি আমার পৃথিবীর আলো। আমরা তোমাকে অনেক ভালোবাসি।’

লন্ডনে ছেলে অকায়ের জন্ম দেন বিরাট-আনুশকা। যদিও মেয়ে ভামিকার সময় ভারতেই ছিলেন দম্পতি। শোন যায়, কোনও স্বাস্থ্য সম্পর্কিত জটিলতার কারণেই ছিল তাঁদের এই সিদ্ধান্ত। ভামিকার মতো অকায়ের ছবিও এখনো সামনে আনেননি বিরাট-আনুশকা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

বগুড়ায় ছাত্রদল নেতার ওপর হামলা, পাঁচ নেতা-কর্মীকে শোকজ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত