বয়সটা যেন শুধুই একটা সংখ্যা, যেন শুধু ক্যালেন্ডারেই বাড়ে—এমনটিই দেখিয়েছেন বলিউডের ‘মাস্ত মাস্ত’ গার্ল রাভিনা ট্যান্ডন। ৪৭ বছর বয়স্ক রাভিনা ট্যান্ডন নিজের নতুন ঝলক দেখালেন আবার। বহুল প্রতীক্ষিত ‘কেজিএফ—চ্যাপ্টার ২’-তে অন্যতম চরিত্র ‘রামিকা সেন’ হিসেবে তাঁর লুক ইতিমধ্যে প্রশংসা পেয়েছে।
তবে তার আগেই নেটফ্লিক্সের আগামী সিরিজ ‘আরণ্যক’ -এর মাধ্যমে ওয়েবজগতে অভিষেক হচ্ছে রাভিনার। ইতিমধ্যেই টিজার প্রকাশ হয়েছে, ভক্তদের প্রশংসাও পাচ্ছে ‘আরণ্যক’।
নব্বইয়ের দশকের সাড়া জাগানো অভিনেত্রী এই বয়সে এসে কতটা নিপুণ অভিনয় দেখাবেন ওয়েব সিরিজে, তা দেখার অপেক্ষায় আছেন অনেকেই। আগামী ১০ ডিসেম্বর মুক্তি পাচ্ছে ‘আরণ্যক’।
গল্পটা হিমালয়ের পার্বত্য অঞ্চলের ঘন জঙ্গলের প্রেক্ষাপটে। আর সেই পরিপ্রেক্ষিতেই সিরিজের নামকরণ হয়েছে ‘আরণ্যক’।
হিমালয়ের গহিন অরণ্য। সূর্যের আলোও ঢোকে না। সেখানেই উৎপাত এক রক্তপিপাসু জন্তুর, যার ভয়ে তটস্থ সেখানকার নিরাপত্তাকর্মীরা। এক রাতে সেই ভয়ংকর জন্তুকে শেষ করার পরিকল্পনা নিয়ে নামে পুলিশ কর্মকর্তা কস্তুরি। তারপর, কী হয়? সেই গল্পই বলবে ‘আরণ্যক’।
এ ওয়েব সিরিজে রাভিনা ট্যান্ডন ছাড়াও আছেন পরমব্রত চট্টোপাধ্যায়, আশুতোষ রানা, জাকির হুসেন, মেঘনা মালিকের মতো দক্ষ অভিনয়শিল্পীরা। কস্তুরি চরিত্রে অভিনয় করেছেন রাভিনা। সিরিজটির পরিচালক বিনয় ওয়েকুল। প্রযোজনায় সিদ্ধার্থ রায় কাপুর, রমেশ সিপ্পি ও রোহান সিপ্পি।
রাভিনা নতুন করে আলোচনায় এসেছেন আরও এক কারণে। ব্লকবাস্টার হতে যাওয়া ‘সূর্যবংশী’ ছবিতে ‘টিপ টিপ বরষা পানি’ গানটি নতুন করে তৈরি হয়েছে। পারফর্ম করেছেন অক্ষয় ও ক্যাটরিনা। নতুন গানটি প্রশংসা পেয়েছে। তবে এই গানে রাভিনার পারফরম্যান্স ভোলেননি দর্শক। ‘সূর্যবংশী’র হাত ধরে তিনিও হয়ে উঠেছেন আলোচনার কেন্দ্রবিন্দু।
বয়সটা যেন শুধুই একটা সংখ্যা, যেন শুধু ক্যালেন্ডারেই বাড়ে—এমনটিই দেখিয়েছেন বলিউডের ‘মাস্ত মাস্ত’ গার্ল রাভিনা ট্যান্ডন। ৪৭ বছর বয়স্ক রাভিনা ট্যান্ডন নিজের নতুন ঝলক দেখালেন আবার। বহুল প্রতীক্ষিত ‘কেজিএফ—চ্যাপ্টার ২’-তে অন্যতম চরিত্র ‘রামিকা সেন’ হিসেবে তাঁর লুক ইতিমধ্যে প্রশংসা পেয়েছে।
তবে তার আগেই নেটফ্লিক্সের আগামী সিরিজ ‘আরণ্যক’ -এর মাধ্যমে ওয়েবজগতে অভিষেক হচ্ছে রাভিনার। ইতিমধ্যেই টিজার প্রকাশ হয়েছে, ভক্তদের প্রশংসাও পাচ্ছে ‘আরণ্যক’।
নব্বইয়ের দশকের সাড়া জাগানো অভিনেত্রী এই বয়সে এসে কতটা নিপুণ অভিনয় দেখাবেন ওয়েব সিরিজে, তা দেখার অপেক্ষায় আছেন অনেকেই। আগামী ১০ ডিসেম্বর মুক্তি পাচ্ছে ‘আরণ্যক’।
গল্পটা হিমালয়ের পার্বত্য অঞ্চলের ঘন জঙ্গলের প্রেক্ষাপটে। আর সেই পরিপ্রেক্ষিতেই সিরিজের নামকরণ হয়েছে ‘আরণ্যক’।
হিমালয়ের গহিন অরণ্য। সূর্যের আলোও ঢোকে না। সেখানেই উৎপাত এক রক্তপিপাসু জন্তুর, যার ভয়ে তটস্থ সেখানকার নিরাপত্তাকর্মীরা। এক রাতে সেই ভয়ংকর জন্তুকে শেষ করার পরিকল্পনা নিয়ে নামে পুলিশ কর্মকর্তা কস্তুরি। তারপর, কী হয়? সেই গল্পই বলবে ‘আরণ্যক’।
এ ওয়েব সিরিজে রাভিনা ট্যান্ডন ছাড়াও আছেন পরমব্রত চট্টোপাধ্যায়, আশুতোষ রানা, জাকির হুসেন, মেঘনা মালিকের মতো দক্ষ অভিনয়শিল্পীরা। কস্তুরি চরিত্রে অভিনয় করেছেন রাভিনা। সিরিজটির পরিচালক বিনয় ওয়েকুল। প্রযোজনায় সিদ্ধার্থ রায় কাপুর, রমেশ সিপ্পি ও রোহান সিপ্পি।
রাভিনা নতুন করে আলোচনায় এসেছেন আরও এক কারণে। ব্লকবাস্টার হতে যাওয়া ‘সূর্যবংশী’ ছবিতে ‘টিপ টিপ বরষা পানি’ গানটি নতুন করে তৈরি হয়েছে। পারফর্ম করেছেন অক্ষয় ও ক্যাটরিনা। নতুন গানটি প্রশংসা পেয়েছে। তবে এই গানে রাভিনার পারফরম্যান্স ভোলেননি দর্শক। ‘সূর্যবংশী’র হাত ধরে তিনিও হয়ে উঠেছেন আলোচনার কেন্দ্রবিন্দু।
আজ দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে নতুন চার সিনেমা। দেশের তিনটি সিনেমার সঙ্গে মুক্তির তালিকায় আছে হলিউডের এক সিনেমা। সিনেমাগুলো হলো ‘সাবা’, ‘স্বপ্নে দেখা রাজকন্যা’, ‘উদীয়মান সূর্য’ ও ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’। এ সপ্তাহের মুক্তি পাওয়া সিনেমা নিয়ে এই প্রতিবেদন।
১০ মিনিট আগেপ্রতি সপ্তাহে নতুন সিনেমা বা ওয়েব সিরিজের জন্য দর্শকদের নজর থাকে ওটিটি প্ল্যাটফর্মে। এ সপ্তাহেও মুক্তি পাবে নানা দেশের, নানা ভাষার কনটেন্ট। বাছাই করা এমন কিছু কনটেন্টের খোঁজ থাকছে এ প্রতিবেদনে।
১ ঘণ্টা আগেবুসান ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে ‘কুরাক’ চলচ্চিত্রকে বাংলাদেশের জুলাই মেমোরিয়াল পদকে ভূষিত করা হয়েছে। আজ বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) আনুষ্ঠানিকভাবে সিনেমার পরিচালক এর্কে জুমাকমাতোভার হাতে পুরস্কার তুলে দেন সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী।
৮ ঘণ্টা আগেগত আগস্টে বঙ্গরঙ্গ নাট্যদল নিয়ে এসেছিল তাদের নতুন নাটক ‘মৃত্যুহীন প্রাণ’। আবারও মঞ্চে উঠছে নাটকটি। আগামীকাল শুক্রবার রাজধানীর শিল্পকলা একাডেমির এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে সন্ধ্যা ৭টায় প্রদর্শিত হবে মৃত্যুহীন প্রাণ নাটকের দ্বিতীয় প্রদর্শনী।
১৩ ঘণ্টা আগে