Ajker Patrika

বাবা হতে চলেছেন বলিউড অভিনেতা বরুণ ধাওয়ান

বাবা হতে চলেছেন বলিউড অভিনেতা বরুণ ধাওয়ান

অনেক দিন ধরেই বলিউডে জল্পনা, বাবা হতে চলেছেন অভিনেতা বরুণ ধাওয়ান। সাম্প্রতিক সময়ে স্ত্রীকে নিয়ে বেশ কয়েকবার হাসপাতালে যেতেও দেখা গেছে অভিনেতাকে। তবে এত দিন এ বিষয় এড়িয়ে গেলেও, আজ রোববার স্ত্রীর অন্তঃসত্ত্বা হওয়ার খবর ইনস্টাগ্রামে নিজেই জানিয়েছেন বরুণ। বাবা হতে চলেছেন তিনি, অন্তঃসত্ত্বা তাঁর স্ত্রী নাতাশা দালালা।

বরুণের পোস্ট করা সাদা-কালো ছবিতে হাঁটু গেড়ে বসে বরুণকে নাতাশার বেবি বাম্পে চুমু দিতে দেখা গেছে। নাতাশার পরনের পোশাকে স্পষ্ট বোঝা যাচ্ছে তিনি অন্তঃসত্ত্বা। ছবিটি শেয়ার করে অভিনেতা লিখেছেন, ‘আমরা অন্তঃসত্ত্বা। আপনাদের সকলের ভালোবাসা এবং আশীর্বাদ চাই’। সঙ্গে জুড়ে দিয়েছেন লাল হৃদয়ের ইমোজি।

বরুণের পোস্টে শুভেচ্ছা জানিয়েছেন ভক্ত থেকে সহকর্মীরা। সামান্থা রুথ প্রভু, মৌনি রায়, জাহ্নবী কাপুর, মালাইকা আরোরা, সোনাম কাপুর, অর্জুন কাপুর, কৃতি শ্যানন, শোভিতা ধুলিপালা, রোহান শ্রেষ্ঠা, ম্রুণাল ঠাকুর থেকে চিত্রাঙ্গদাসহ আরও অনেকে হবু মা-বাবাকে ভালোবাসায় ভাসিয়েছেন।

উল্লেখ্য, ২০২১ সালে দীর্ঘ দিনের প্রেমিকা নাতাশা দালালাকে বিয়ে করেন বরুণ ধাওয়ান। আরব সাগরের উপকূলবর্তী অলিবাগে, সাসওয়ান হ্রদের লাগোয়া পাম গাছে ঘেরা এক রিসোর্টে বসেছিল বিয়ের আসর।

উল্লেখ্য, বরুণ ধাওয়ানকে সামনে দেখা যাবে সামান্থা রুথ প্রভুর বিপরীতে ‘সিটাডেল’-এর ভারতীয় সংস্করণে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

এনবিআর চেয়ারম্যানের কক্ষের সামনে কর্মকর্তাদের অবস্থান

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত