সালমান খানকে কখনোই তাঁর নীল স্টোনের ব্রেসলেট ছাড়া দেখা যায় না! সালমানের ফ্যাশন ট্রেন্ড হয়ে গিয়েছে এটি। যদিও অভিনেতার জন্য এটা খুব পয়া, তাই কখনও হাতছাড়া করেন না এটিকে। এক সাক্ষাৎকারে সালমান এক ভক্তের প্রশ্নের উত্তরে জানিয়েছেন ব্রেসলেটের গোপন রহস্য! সালমান বলেন,‘আমার বাবা এটা সবসময় পরেন। আর বড় হয়ে ওঠার সময় আমার ওটা বাবার হাতে দেখতে খুব ভালো লাগতো। ছোটরা যেমন বড়দের জিনিস নিয়ে খেলা করে আমিও করতাম ব্রেসলেট নিয়ে। তারপর যখন অভিনয়ে পা রাখি বাবা আমাকে ঠিক ওরকম একটা ব্রেসলেট উপহার হিসেবে দেয়। এটায় যে পাথর বসানো, ওটাকে বলে ফিরোজা।’
ব্রেসলেটে বসানো ফিরোজা পাথরটিকে ‘লিভিং স্টোন’ হিসেবে উল্লেখ করে সালমান জানান, ‘এটার সাথে যেটা হয় তা হল যখনই কোনও নেতিবাচক জিনিস আমার দিকে আসে তখন এটা সেটাকে সবার আগে নিয়ে নেয়। এর গায়ে সূক্ষ্ম সূক্ষ্ম দাগ আসে। তারপর গায়ে ফাটল ধরে। এটা আমার সাত নম্বর ব্রেসলেট।’
ডিসেম্বরে নিজের ৫৬তম জন্মদিন পালন করলেন সালমান খান পানভেলের ফার্ম হাউজে। আর জন্মদিনের ঠিক আগেই সাপের ছোবল খান অভিনেতা। যদিও সেই সাপটি বিষাক্ত ছিল না। সেরে উঠে জন্মদিনের রাতে মিডিয়াকে সালমান জানিয়েছিলেন, ‘আমাকে সাপে কামড়েছে শুনে বাবার প্রথম প্রশ্ন ছিল সাপ ঠিক আছে আর বেঁচে আছে তো। আর আমি বলেছিলাম যে সাপ আর টাইগার দুজনেই ভালো আছে। তিনি জানতে চেয়েছিলেন আমরা সাপটাকে কোনও আঘাত করিনি তো? আমি তখন জানিয়েছিলাম যে না ওটাকে যত্নের সাথে আমরা জঙ্গলে ছেড়ে এসেছি।’
সালমান খানকে কখনোই তাঁর নীল স্টোনের ব্রেসলেট ছাড়া দেখা যায় না! সালমানের ফ্যাশন ট্রেন্ড হয়ে গিয়েছে এটি। যদিও অভিনেতার জন্য এটা খুব পয়া, তাই কখনও হাতছাড়া করেন না এটিকে। এক সাক্ষাৎকারে সালমান এক ভক্তের প্রশ্নের উত্তরে জানিয়েছেন ব্রেসলেটের গোপন রহস্য! সালমান বলেন,‘আমার বাবা এটা সবসময় পরেন। আর বড় হয়ে ওঠার সময় আমার ওটা বাবার হাতে দেখতে খুব ভালো লাগতো। ছোটরা যেমন বড়দের জিনিস নিয়ে খেলা করে আমিও করতাম ব্রেসলেট নিয়ে। তারপর যখন অভিনয়ে পা রাখি বাবা আমাকে ঠিক ওরকম একটা ব্রেসলেট উপহার হিসেবে দেয়। এটায় যে পাথর বসানো, ওটাকে বলে ফিরোজা।’
ব্রেসলেটে বসানো ফিরোজা পাথরটিকে ‘লিভিং স্টোন’ হিসেবে উল্লেখ করে সালমান জানান, ‘এটার সাথে যেটা হয় তা হল যখনই কোনও নেতিবাচক জিনিস আমার দিকে আসে তখন এটা সেটাকে সবার আগে নিয়ে নেয়। এর গায়ে সূক্ষ্ম সূক্ষ্ম দাগ আসে। তারপর গায়ে ফাটল ধরে। এটা আমার সাত নম্বর ব্রেসলেট।’
ডিসেম্বরে নিজের ৫৬তম জন্মদিন পালন করলেন সালমান খান পানভেলের ফার্ম হাউজে। আর জন্মদিনের ঠিক আগেই সাপের ছোবল খান অভিনেতা। যদিও সেই সাপটি বিষাক্ত ছিল না। সেরে উঠে জন্মদিনের রাতে মিডিয়াকে সালমান জানিয়েছিলেন, ‘আমাকে সাপে কামড়েছে শুনে বাবার প্রথম প্রশ্ন ছিল সাপ ঠিক আছে আর বেঁচে আছে তো। আর আমি বলেছিলাম যে সাপ আর টাইগার দুজনেই ভালো আছে। তিনি জানতে চেয়েছিলেন আমরা সাপটাকে কোনও আঘাত করিনি তো? আমি তখন জানিয়েছিলাম যে না ওটাকে যত্নের সাথে আমরা জঙ্গলে ছেড়ে এসেছি।’
দেশের রক সংগীতকে যাঁরা আন্তর্জাতিক পর্যায়ে নিয়ে গেছেন, তাঁদের মধ্যে অন্যতম আইয়ুব বাচ্চু। উপমহাদেশের অন্যতম সেরা গিটারিস্ট বলা হতো তাঁকে। আজ প্রয়াত এই ব্যান্ড তারকার ৬৪তম জন্মবার্ষিকী। এ উপলক্ষে রাজধানীর আগারগাঁওয়ের মুক্তিযুদ্ধ জাদুঘর মিলনায়তনে এক অনুষ্ঠানের আয়োজন করেছে আইয়ুব বাচ্চু ফাউন্ডেশন।
৩ ঘণ্টা আগে৯টি নমিনেশন ও দুটি অস্কার পুরস্কার আছে হলিউড অভিনেতা ডেনজেল ওয়াশিংটনের ঝুলিতে। ১৯৮৯ সালে ‘গ্লোরি’ সিনেমার জন্য সেরা সহ-অভিনেতা এবং ২০০১ সালে ‘ট্রেনিং ডে’ সিনেমার জন্য জিতেছেন সেরা অভিনেতার পুরস্কার। সেই অভিনেতা এবার জানালেন, তাঁর কাছে অস্কারের কোনো গুরুত্ব নেই। ডেনজেল ওয়াশিংটন জানান, তিনি তাঁর ক্যার
৩ ঘণ্টা আগেউপমহাদেশের প্রখ্যাত সংগীতশিল্পী রুনা লায়লার গাওয়া দেশের গান ‘আমায় গেঁথে দাও না মাগো’। নজরুল ইসলাম বাবুর লেখা ও আলাউদ্দিন আলীর সুর করা গানটি এখনো গেঁথে আছে মানুষের হৃদয়ে। রুনা লায়লার গাওয়া এই গান এবার গাইলেন এলিটা করিম। নতুন করে সংগীতায়োজন করেছেন কাজী ফয়সাল আহমেদ।
৩ ঘণ্টা আগেমুক্তির প্রথম দিনেই বক্স অফিসে নতুন রেকর্ড গড়ল টালিউডের সিনেমা ‘ধূমকেতু’ ও তামিল সিনেমা ‘কুলি’। দুটি সিনেমাই নিজ নিজ ইন্ডাস্ট্রিতে প্রথম দিনে সর্বোচ্চ আয়ের কীর্তি গড়েছে। ধূমকেতু প্রথম দিনে আয় করেছে ২ কোটি ১০ লাখ রুপির বেশি। অন্যদিকে বিশ্বব্যাপী কুলির আয় দাঁড়িয়েছে ১৫১ কোটি রুপির বেশি।
৩ ঘণ্টা আগে