Ajker Patrika

সালমানের ব্রেসলেট রহস্য

আপডেট : ০৪ জানুয়ারি ২০২২, ১১: ৫৫
সালমানের ব্রেসলেট রহস্য

সালমান খানকে কখনোই তাঁর নীল স্টোনের ব্রেসলেট ছাড়া দেখা যায় না! সালমানের ফ্যাশন ট্রেন্ড হয়ে গিয়েছে এটি। যদিও অভিনেতার জন্য এটা খুব পয়া, তাই কখনও হাতছাড়া করেন না এটিকে। এক সাক্ষাৎকারে সালমান এক ভক্তের প্রশ্নের উত্তরে জানিয়েছেন ব্রেসলেটের গোপন রহস্য! সালমান বলেন,‘আমার বাবা এটা সবসময় পরেন। আর বড় হয়ে ওঠার সময় আমার ওটা বাবার হাতে দেখতে খুব ভালো লাগতো। ছোটরা যেমন বড়দের জিনিস নিয়ে খেলা করে আমিও করতাম ব্রেসলেট নিয়ে। তারপর যখন অভিনয়ে পা রাখি বাবা আমাকে ঠিক ওরকম একটা ব্রেসলেট উপহার হিসেবে দেয়। এটায় যে পাথর বসানো, ওটাকে বলে ফিরোজা।’

ব্রেসলেটে বসানো ফিরোজা পাথরটিকে ‘লিভিং স্টোন’ হিসেবে উল্লেখ করে সালমান জানান, ‘এটার সাথে যেটা হয় তা হল যখনই কোনও নেতিবাচক জিনিস আমার দিকে আসে তখন এটা সেটাকে সবার আগে নিয়ে নেয়। এর গায়ে সূক্ষ্ম সূক্ষ্ম দাগ আসে। তারপর গায়ে ফাটল ধরে। এটা আমার সাত নম্বর ব্রেসলেট।’

সালমান খানডিসেম্বরে নিজের ৫৬তম জন্মদিন পালন করলেন সালমান খান পানভেলের ফার্ম হাউজে। আর জন্মদিনের ঠিক আগেই সাপের ছোবল খান অভিনেতা। যদিও সেই সাপটি বিষাক্ত ছিল না। সেরে উঠে জন্মদিনের রাতে মিডিয়াকে সালমান জানিয়েছিলেন, ‘আমাকে সাপে কামড়েছে শুনে বাবার প্রথম প্রশ্ন ছিল সাপ ঠিক আছে আর বেঁচে আছে তো। আর আমি বলেছিলাম যে সাপ আর টাইগার দুজনেই ভালো আছে। তিনি জানতে চেয়েছিলেন আমরা সাপটাকে কোনও আঘাত করিনি তো? আমি তখন জানিয়েছিলাম যে না ওটাকে যত্নের সাথে আমরা জঙ্গলে ছেড়ে এসেছি।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

যুক্তরাষ্ট্রে পা রাখামাত্র পুতিনকে গ্রেপ্তারের আহ্বান

জ্যেষ্ঠ সেনা কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ তদন্তে উচ্চপদস্থ বোর্ড গঠন: আইএসপিআর

ফেসবুকে ছাত্রলীগ নেতার ‘হুমকি’, রাবিতে ১৫ আগস্টের কনসার্টে যাচ্ছে না আর্টসেল

পাবনায় প্রবাসীর স্ত্রীকে নিয়ে এএসআই উধাও, থানায় শ্বশুরের জিডি

সিঙ্গাপুরে স্থায়ী বসবাসের সুযোগ, আবেদন ফি মাত্র ৭ হাজার টাকা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত