ধীরে ধীরে প্রভাবশালী হয়ে উঠেছে ওটিটি প্ল্যাটফরম। এমন অনেক সিনেমা আছে, সিনেমা হলে সুবিধা করতে না পারলে ওটিটি মুক্তির পর আলোচনায় এসেছে। অনেক নতুন শিল্পী উঠে আসছে হালের জনপ্রিয় এই মাধ্যম থেকে। পুরোনো অনেক শিল্পীও নিজেদের নতুন করে চেনাচ্ছেন। তবে সম্প্রতি এই মাধ্যমের কিছু নিয়ম নিয়ে বিরক্তি প্রকাশ করেছেন বলিউড অভিনেতা নওয়াজুদ্দিন সিদ্দিকী।
ওটিটি প্ল্যাটফরমে সিনেমা স্বত্ব বিক্রির ক্ষেত্রে অনেক সময় শর্ত থাকে, বড় পর্দায় সিনেমা রিলিজ করতে হবে। তারপর সেটা ওটিটি প্ল্যাটফরমে দেখানো হবে। আর তাতেই বিরক্ত নওয়াজুদ্দিন, করেছেন তীব্র প্রতিবাদ।
সম্প্রতি নওয়াজের দুটি সিনেমা এমনভাবে মুক্তি পাওয়ার পর সমস্যায় পড়তে হয়েছে তাঁকে, এমনটাই দাবি অভিনেতার। ভারতীয় এক গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে নওয়াজউদ্দিন বলেন, ‘সিনেমা রিলিজ করার দিকটা ভালো করে দেখা দরকার, না হলে মুক্তি দেওয়ার কোনো মানে নেই। যদি যথেষ্টসংখ্যক হলে দেখানোর ইচ্ছা না থাকে, তাহলে কেন রিলিজ করছেন? আমাদের কি বোকা বানাচ্ছেন? অভিনেতাদের মুখ পোস্টারে থাকে। তাই সিনেমার ব্যবসার অঙ্ক খারাপ হওয়ার পর সেটা নিয়ে আলোচনা শুরু হয়ে যায়। “নওয়াজের সিনেমা এত কম ব্যবসা করল”—এমন বলা হয়। অথচ এটা বলা হয় না, কয়টি হলে সিনেমাটি মুক্তি পেয়েছিল।’
নওয়াজুদ্দিন আরও বলেন, ‘সিনেমা হলে মুক্তি দিলে ভালো করে মুক্তি দেন, না হলে বাদ দেন। অভিনেতাদের হাতে কী আছে বলুন? কিন্তু এমন কোনো সিদ্ধান্ত নিতে হলে সৎ থাকা প্রয়োজন। অভিনেতাকে সেটা জানানো প্রয়োজন।’
নওয়াজুদ্দিনের এমন মন্তব্যের পর বলিউডে শুরু হয়েছে আলোচনা। একাংশের দাবি, এমনটা সত্যিই হচ্ছে বলিউডে। গত তিন বছরে উদাহরণের সংখ্যা কম নয়। ফলে অভিনেতাদের নামের সঙ্গে একাধিক ফ্লপ সিনেমা।
ধীরে ধীরে প্রভাবশালী হয়ে উঠেছে ওটিটি প্ল্যাটফরম। এমন অনেক সিনেমা আছে, সিনেমা হলে সুবিধা করতে না পারলে ওটিটি মুক্তির পর আলোচনায় এসেছে। অনেক নতুন শিল্পী উঠে আসছে হালের জনপ্রিয় এই মাধ্যম থেকে। পুরোনো অনেক শিল্পীও নিজেদের নতুন করে চেনাচ্ছেন। তবে সম্প্রতি এই মাধ্যমের কিছু নিয়ম নিয়ে বিরক্তি প্রকাশ করেছেন বলিউড অভিনেতা নওয়াজুদ্দিন সিদ্দিকী।
ওটিটি প্ল্যাটফরমে সিনেমা স্বত্ব বিক্রির ক্ষেত্রে অনেক সময় শর্ত থাকে, বড় পর্দায় সিনেমা রিলিজ করতে হবে। তারপর সেটা ওটিটি প্ল্যাটফরমে দেখানো হবে। আর তাতেই বিরক্ত নওয়াজুদ্দিন, করেছেন তীব্র প্রতিবাদ।
সম্প্রতি নওয়াজের দুটি সিনেমা এমনভাবে মুক্তি পাওয়ার পর সমস্যায় পড়তে হয়েছে তাঁকে, এমনটাই দাবি অভিনেতার। ভারতীয় এক গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে নওয়াজউদ্দিন বলেন, ‘সিনেমা রিলিজ করার দিকটা ভালো করে দেখা দরকার, না হলে মুক্তি দেওয়ার কোনো মানে নেই। যদি যথেষ্টসংখ্যক হলে দেখানোর ইচ্ছা না থাকে, তাহলে কেন রিলিজ করছেন? আমাদের কি বোকা বানাচ্ছেন? অভিনেতাদের মুখ পোস্টারে থাকে। তাই সিনেমার ব্যবসার অঙ্ক খারাপ হওয়ার পর সেটা নিয়ে আলোচনা শুরু হয়ে যায়। “নওয়াজের সিনেমা এত কম ব্যবসা করল”—এমন বলা হয়। অথচ এটা বলা হয় না, কয়টি হলে সিনেমাটি মুক্তি পেয়েছিল।’
নওয়াজুদ্দিন আরও বলেন, ‘সিনেমা হলে মুক্তি দিলে ভালো করে মুক্তি দেন, না হলে বাদ দেন। অভিনেতাদের হাতে কী আছে বলুন? কিন্তু এমন কোনো সিদ্ধান্ত নিতে হলে সৎ থাকা প্রয়োজন। অভিনেতাকে সেটা জানানো প্রয়োজন।’
নওয়াজুদ্দিনের এমন মন্তব্যের পর বলিউডে শুরু হয়েছে আলোচনা। একাংশের দাবি, এমনটা সত্যিই হচ্ছে বলিউডে। গত তিন বছরে উদাহরণের সংখ্যা কম নয়। ফলে অভিনেতাদের নামের সঙ্গে একাধিক ফ্লপ সিনেমা।
টেলিভিশন ও ওটিটিতে পরিচিতি পাওয়ার পর বড় পর্দায়ও অভিনয় করেছেন তাসনিয়া ফারিণ। ২০২৩ সালে ‘আরো এক পৃথিবী’ দিয়ে অভিষেক হয়েছে টালিউড ইন্ডাস্ট্রিতে। গত কোরবানির ঈদে ‘ইনসাফ’ দিয়ে যাত্রা শুরু করেছেন ঢালিউডে। এবার এই অভিনেত্রী আসছেন প্রযোজক হয়ে।
১ ঘণ্টা আগে৩৬ বছরে পদার্পণ করল নাটকের দল ‘নাট্যকেন্দ্র’। গত শুক্র ও শনিবার রাজধানীর মহিলা সমিতির নীলিমা ইব্রাহিম মিলনায়তনে দুই দিনের অনুষ্ঠান আয়োজনের মধ্য দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন করেছে নাট্যদলটি।
১ ঘণ্টা আগেদুজনই বিচ্ছেদের যন্ত্রণাদায়ক সময় পেরিয়ে এসেছেন। দুজনই খুঁজছেন জীবনসঙ্গী। সংসারে আবার থিতু হওয়ার তীব্র ইচ্ছা দুজনের মনেই। এ বছরের জুনে অরল্যান্ডো ব্লুমের সঙ্গে বিচ্ছেদ হয় মার্কিন গায়িকা কেটি পেরির। অন্যদিকে, কানাডার সাবেক প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর ১৮ বছরের সংসার ভাঙে ২০২৩ সালে।
১ ঘণ্টা আগেফিল্মফেয়ার অ্যাওয়ার্ডসের ৭০তম আসরটি হয়ে গেল ১১ অক্টোবর রাতে ভারতের আহমেদাবাদের ইকেএ অ্যারেনায়। উপস্থাপনায় ছিলেন শাহরুখ খান, করণ জোহর ও মনীশ পাল। এবারের আসরে সর্বোচ্চ ১৩টি বিভাগে পুরস্কার পেয়েছে কিরণ রাও পরিচালিত ‘লাপাতা লেডিস’।
১ ঘণ্টা আগে