সালমানভক্তরা অপেক্ষায় আছেন প্রিয় তারকার নতুন ছবি ‘অন্তিম: দ্য ফাইনাল ট্রুথ’-এর মুক্তির জন্য। চলতি মাসের ২৬ তারিখে বড় পর্দায় মুক্তি পাচ্ছে ছবিটি। ইতিমধ্যেই ছবির ট্রেলার দেখে নড়েচড়ে বসেছেন দর্শক। কথা ছিল ছবিতে অতিথি চরিত্রে অভিনয় করবেন সালমান খান। পরে চিত্রনাট্যে পরিবর্তন আনা হয়, সালমানের চরিত্রের ব্যাপ্তি বাড়ানো হয়।
শুটিং শেষ হওয়া পর্যন্ত বেশ কয়েক ধাপে পরিবর্তন করা হয়েছে চিত্রনাট্য। শুরুতে সালমান ছিলেন অতিথি চরিত্র। সেটা মেনেই শুটিংয়ের সম্মতি দিয়েছেন তিনি। পরে চরিত্রটির ব্যাপ্তি বাড়ানো হয়। তবে, সালমানের কোনো নায়িকা বা গান রাখা হয়নি। এটা ঠিক মনঃপূত হয়নি সালমানের। ফলে চিত্রনাট্যে আবার পরিবর্তন আনেন নির্মাতা মহেশ মাঞ্জেরেকর। নতুন করে সংযুক্ত করা হয় সালমানের নায়িকা এবং নাচ-গান। কিন্তু তত দিনে সালমানের ভালো লেগেছে চরিত্রটি। ফলে তিনি বললেন, ‘না, যেমন আছে তেমনই থাক। ছবিতে আমার চরিত্রের সঙ্গে এসবের একটিও মানায় না। সুতরাং কোনো প্রয়োজন নেই।’
আবারও আগের চিত্রনাট্যে ফিরে যান পরিচালক মহেশ মাঞ্জেরেকর। কিন্তু ছবির বাণিজ্যিক ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তায় পড়ে যান। তিনি বলেন, ‘ছবিতে সালমানোচিত কিচ্ছু নেই। নায়িকা নেই, সালমানের নাচ নেই। সালমানভক্তরা কীভাবে গ্রহণ করবে এই ছবি, সেটা ভেবেই টেনশন হচ্ছিল। তবে জোর পেয়েছি এটা ভেবে যে সালমান নিজে এই ছবির প্রতি ভরসা রাখছে।’
প্রশ্ন হলো, সালমান এই ছবি করতে রাজি হয়েছেন কেন? প্রথমত, ছবির প্রযোজক সালমান খান নিজেই। এই ছবির মূল চরিত্রে আছেন সালমানের ছোট বোন অর্পিতার স্বামী, আয়ুষ শর্মা। অ্যাকশন ধাঁচের এই ছবিতে দুজনের হাড্ডাহাড্ডি লড়াই দেখা যাবে। ছবিতে শিখ পুলিশ অফিসারের চরিত্রে থাকছেন সালমান, আয়ুষকে দেখা যাবে গ্যাংস্টারের চরিত্রে। আয়ুষ জানালেন, শুটিংয়ে ছবির একটি দৃশ্যে সালমানকে ঘুষি মারতে গিয়ে ভয়ে ঘেমে গিয়েছিলেন। শুধু তা-ই নয়, ভয়ের চোটে আগেভাগেই তিনি ফ্লোরের বাইরে একটি গাড়ির ব্যবস্থাও করে রেখেছিলেন। আয়ুষের যুক্তি, ‘যদি ঘুষি মারার দৃশ্যে কোনোরকম গন্ডগোল করে ফেলতাম, তাহলে আর এক মুহূর্তের জন্য ওখানে দাঁড়াতাম না। সোজা ওই গাড়িতে উঠে চম্পট দিতাম!’
সালমানভক্তরা অপেক্ষায় আছেন প্রিয় তারকার নতুন ছবি ‘অন্তিম: দ্য ফাইনাল ট্রুথ’-এর মুক্তির জন্য। চলতি মাসের ২৬ তারিখে বড় পর্দায় মুক্তি পাচ্ছে ছবিটি। ইতিমধ্যেই ছবির ট্রেলার দেখে নড়েচড়ে বসেছেন দর্শক। কথা ছিল ছবিতে অতিথি চরিত্রে অভিনয় করবেন সালমান খান। পরে চিত্রনাট্যে পরিবর্তন আনা হয়, সালমানের চরিত্রের ব্যাপ্তি বাড়ানো হয়।
শুটিং শেষ হওয়া পর্যন্ত বেশ কয়েক ধাপে পরিবর্তন করা হয়েছে চিত্রনাট্য। শুরুতে সালমান ছিলেন অতিথি চরিত্র। সেটা মেনেই শুটিংয়ের সম্মতি দিয়েছেন তিনি। পরে চরিত্রটির ব্যাপ্তি বাড়ানো হয়। তবে, সালমানের কোনো নায়িকা বা গান রাখা হয়নি। এটা ঠিক মনঃপূত হয়নি সালমানের। ফলে চিত্রনাট্যে আবার পরিবর্তন আনেন নির্মাতা মহেশ মাঞ্জেরেকর। নতুন করে সংযুক্ত করা হয় সালমানের নায়িকা এবং নাচ-গান। কিন্তু তত দিনে সালমানের ভালো লেগেছে চরিত্রটি। ফলে তিনি বললেন, ‘না, যেমন আছে তেমনই থাক। ছবিতে আমার চরিত্রের সঙ্গে এসবের একটিও মানায় না। সুতরাং কোনো প্রয়োজন নেই।’
আবারও আগের চিত্রনাট্যে ফিরে যান পরিচালক মহেশ মাঞ্জেরেকর। কিন্তু ছবির বাণিজ্যিক ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তায় পড়ে যান। তিনি বলেন, ‘ছবিতে সালমানোচিত কিচ্ছু নেই। নায়িকা নেই, সালমানের নাচ নেই। সালমানভক্তরা কীভাবে গ্রহণ করবে এই ছবি, সেটা ভেবেই টেনশন হচ্ছিল। তবে জোর পেয়েছি এটা ভেবে যে সালমান নিজে এই ছবির প্রতি ভরসা রাখছে।’
প্রশ্ন হলো, সালমান এই ছবি করতে রাজি হয়েছেন কেন? প্রথমত, ছবির প্রযোজক সালমান খান নিজেই। এই ছবির মূল চরিত্রে আছেন সালমানের ছোট বোন অর্পিতার স্বামী, আয়ুষ শর্মা। অ্যাকশন ধাঁচের এই ছবিতে দুজনের হাড্ডাহাড্ডি লড়াই দেখা যাবে। ছবিতে শিখ পুলিশ অফিসারের চরিত্রে থাকছেন সালমান, আয়ুষকে দেখা যাবে গ্যাংস্টারের চরিত্রে। আয়ুষ জানালেন, শুটিংয়ে ছবির একটি দৃশ্যে সালমানকে ঘুষি মারতে গিয়ে ভয়ে ঘেমে গিয়েছিলেন। শুধু তা-ই নয়, ভয়ের চোটে আগেভাগেই তিনি ফ্লোরের বাইরে একটি গাড়ির ব্যবস্থাও করে রেখেছিলেন। আয়ুষের যুক্তি, ‘যদি ঘুষি মারার দৃশ্যে কোনোরকম গন্ডগোল করে ফেলতাম, তাহলে আর এক মুহূর্তের জন্য ওখানে দাঁড়াতাম না। সোজা ওই গাড়িতে উঠে চম্পট দিতাম!’
শাশ্বত চট্টোপাধ্যায় এখন শুধু বাংলার নন, বলিউডেও তাঁর ব্যস্ততা বেড়েছে। তবু বাংলাদেশের সিরিজে অভিনয়ের প্রস্তাব পেতেই উচ্ছ্বসিত হয়ে উঠেছিলেন। বাংলাদেশে আসতে পারবেন, এটাই ছিল তাঁর প্রধান আগ্রহের বিষয়। সৈয়দ আহমেদ শাওকীর পরিচালনায় ‘গুলমোহর’ সিরিজের শুটিং করতে গত বছর ঢাকায় এসেছিলেন শাশ্বত।
১২ ঘণ্টা আগেবিশ্বের অন্যতম ধনী সংগীতশিল্পী সেলেনা গোমেজ। গত বছর বিলিয়নিয়ার হওয়ার গৌরব অর্জন করেন তিনি। সেই সেলেনাই নাকি হিমশিম খাচ্ছেন কর্মীদের বেতন দিতে। প্রতিষ্ঠান চালাতে তাঁর মা ব্যাংক থেকে বড় অঙ্কের ঋণ নিয়েছেন। ফোর্বসে এমন খবর প্রকাশের পর সমালোচনার মুখে পড়েছেন সেলেনা।
১৩ ঘণ্টা আগেকিংবদন্তি নির্মাতা মৃণাল সেনের বায়োপিক বানিয়েছিলেন সৃজিত মুখার্জি। ‘পদাতিক’ নামের সিনেমাটিতে মৃণাল সেনের ভূমিকায় অভিনয় করেন বাংলাদেশের চঞ্চল চৌধুরী। বিভিন্ন চলচ্চিত্র উৎসব ঘুরে, প্রেক্ষাগৃহে মুক্তির পর সিনেমাটি এবার আসছে টিভির পর্দায়।
১৩ ঘণ্টা আগে১৯৯৯ সালে যাত্রা শুরু নেমেসিস ব্যান্ডের। প্রতিষ্ঠার ছয় বছর পর ২০০৫ সালে প্রকাশ পেয়েছিল ব্যান্ডের প্রথম স্টুডিও অ্যালবাম ‘অন্বেষণ’। এরপর ২০১১ ও ২০১৭ সালে আসে ‘তৃতীয় যাত্রা’ ও ‘গণজোয়ার’ নামের আরও দুটি স্টুডিও অ্যালবাম। প্রতিটি অ্যালবামে ছিল ৬ বছরের গ্যাপ। তবে চতুর্থ অ্যালবাম প্রকাশ করতে আরও বেশি সময়
১ দিন আগে