জুনিয়র আর্টিস্ট থেকে ‘পঞ্চায়েত’-এর মতো ওয়েব সিরিজের পছন্দের চরিত্র হয়ে ওঠার জার্নিটা সহজ ছিল না অভিনেতা আসিফ খানের কাছে। অভিনেতা হওয়ার স্বপ্ন নিয়ে মুম্বাইয়ে পা রাখা আসিফ একসময় হোটেলে ওয়েটারের কাজ করতেন। তিনি যে হোটেলে কাজ করতেন সেখানেই বসেছিল বলিউড দম্পতি সাইফ আলি খান এবং কারিনা কাপুরের বিয়ের অনুষ্ঠান। সাইফ-কারিনার সঙ্গে দেখা করার ইচ্ছে থাকলেও অনুমতি দেওয়া হয়নি তাঁকে। সম্প্রতি এবিপি আনকাটকে দেওয়া এক সাক্ষাৎকারে অভিনেতা তাঁর জার্নি ফিরে দেখলেন।
পডকাস্টে আসিফ জানান, স্ট্রাগলের সময়ে এক পাঁচতারকা হোটেলে ওয়েটারের কাজ করতেন তিনি। ২০১২ সালে যে হোটেলে অভিনেতা সাইফ ও কারিনার বিয়ে হয়েছিল, সেই হোটেলের রান্নাঘরে তখন তিনি বাসন মাজতেন।
সাইফ-কারিনার সঙ্গে দেখা করার জন্য বেশ ইচ্ছা হয়েছিল আসিফের। ম্যানেজারের কাছে অনুমতি চেয়েছিলেন আসিফ। কিন্তু ম্যানেজার তাঁকে সে অনুমতি দেননি। তিনি বলেন, ‘ওদের এত কাছে থাকা সত্ত্বেও দেখা করতে পারিনি বলে সেদিন খুব কেঁদেছিলাম’। তবে ওই দিনই আসিফের মাথায় জেদ চেপে বসে যে করেই হোক বলিউডে নিজের পথ খুঁজে বের করতে হবে।
মাসখানেক পর এক কাস্টিং এজেন্সির ম্যানেজারের সঙ্গে সাক্ষাতের সুযোগ হয় তাঁর। সেখানে নিজের চেহারা নিয়ে ‘সৎ ফিডব্যাক’ পান আসিফ। তাঁর কথায়, ‘ওই এজেন্সির ম্যানেজার আমাকে বলেছিলেন, ‘‘আমার ফিডব্যাক ব্যক্তিগতভাবে নেবেন না, আমি আপনাকে সৎ ফিডব্যাক দিচ্ছি। তোমার চেহারা আকর্ষণীয় নয়, বডি দুর্দান্ত এমনও নয়। কেউ তোমাকে কাস্ট কেন করবে?’
ওই ব্যক্তি আসিফকে প্রথমে অভিনয় শেখার পরামর্শ দিয়েছিলেন। তখনই রাজস্থান ফিরে যাওয়ার সিদ্ধান্ত নেন আসিফ। জয়পুরের একটি থিয়েটার দলে নাম নথিভুক্ত করান। একটানা ছয় বছর থিয়েটার গ্রুপে কাজ করেন, এরপর ভাগ্য অন্বেষণের জন্য আবারও মুম্বাইয়ে পা রাখেন।
জুনিয়র শিল্পী হিসেবে সুযোগ পান আসিফ। সালমান খানের ‘রেডি’ ও হৃতিক রোশনের ‘অগ্নিপথ’ সিনেমায় দেখা গিয়েছিল তাঁকে। অর্জুন কাপুরের সঙ্গে অক্ষয় কুমার অভিনীত ‘টয়লেট এক প্রেম কথা’ এবং ‘ইন্ডিয়াস মোস্ট ওয়ান্টেড’ সিনেমাতেও অভিনয় করেছেন তিনি।
আসিফ ২০১৮ সালে মির্জাপুর দিয়ে ওটিটিতে আত্মপ্রকাশ করেন, যেখানে তিনি বাবরের অনুগত সহযোগী চরিত্রে অভিনয় করে দর্শকপ্রিয়তা পান। পঞ্চায়েত ছাড়াও ‘পাতাল লোক’, ‘জামতাড়া-সবকা নম্বর আয়েগা’ এবং ‘মির্জাপুর ২’-তেও দেখা গিয়েছে তাঁকে।
জুনিয়র আর্টিস্ট থেকে ‘পঞ্চায়েত’-এর মতো ওয়েব সিরিজের পছন্দের চরিত্র হয়ে ওঠার জার্নিটা সহজ ছিল না অভিনেতা আসিফ খানের কাছে। অভিনেতা হওয়ার স্বপ্ন নিয়ে মুম্বাইয়ে পা রাখা আসিফ একসময় হোটেলে ওয়েটারের কাজ করতেন। তিনি যে হোটেলে কাজ করতেন সেখানেই বসেছিল বলিউড দম্পতি সাইফ আলি খান এবং কারিনা কাপুরের বিয়ের অনুষ্ঠান। সাইফ-কারিনার সঙ্গে দেখা করার ইচ্ছে থাকলেও অনুমতি দেওয়া হয়নি তাঁকে। সম্প্রতি এবিপি আনকাটকে দেওয়া এক সাক্ষাৎকারে অভিনেতা তাঁর জার্নি ফিরে দেখলেন।
পডকাস্টে আসিফ জানান, স্ট্রাগলের সময়ে এক পাঁচতারকা হোটেলে ওয়েটারের কাজ করতেন তিনি। ২০১২ সালে যে হোটেলে অভিনেতা সাইফ ও কারিনার বিয়ে হয়েছিল, সেই হোটেলের রান্নাঘরে তখন তিনি বাসন মাজতেন।
সাইফ-কারিনার সঙ্গে দেখা করার জন্য বেশ ইচ্ছা হয়েছিল আসিফের। ম্যানেজারের কাছে অনুমতি চেয়েছিলেন আসিফ। কিন্তু ম্যানেজার তাঁকে সে অনুমতি দেননি। তিনি বলেন, ‘ওদের এত কাছে থাকা সত্ত্বেও দেখা করতে পারিনি বলে সেদিন খুব কেঁদেছিলাম’। তবে ওই দিনই আসিফের মাথায় জেদ চেপে বসে যে করেই হোক বলিউডে নিজের পথ খুঁজে বের করতে হবে।
মাসখানেক পর এক কাস্টিং এজেন্সির ম্যানেজারের সঙ্গে সাক্ষাতের সুযোগ হয় তাঁর। সেখানে নিজের চেহারা নিয়ে ‘সৎ ফিডব্যাক’ পান আসিফ। তাঁর কথায়, ‘ওই এজেন্সির ম্যানেজার আমাকে বলেছিলেন, ‘‘আমার ফিডব্যাক ব্যক্তিগতভাবে নেবেন না, আমি আপনাকে সৎ ফিডব্যাক দিচ্ছি। তোমার চেহারা আকর্ষণীয় নয়, বডি দুর্দান্ত এমনও নয়। কেউ তোমাকে কাস্ট কেন করবে?’
ওই ব্যক্তি আসিফকে প্রথমে অভিনয় শেখার পরামর্শ দিয়েছিলেন। তখনই রাজস্থান ফিরে যাওয়ার সিদ্ধান্ত নেন আসিফ। জয়পুরের একটি থিয়েটার দলে নাম নথিভুক্ত করান। একটানা ছয় বছর থিয়েটার গ্রুপে কাজ করেন, এরপর ভাগ্য অন্বেষণের জন্য আবারও মুম্বাইয়ে পা রাখেন।
জুনিয়র শিল্পী হিসেবে সুযোগ পান আসিফ। সালমান খানের ‘রেডি’ ও হৃতিক রোশনের ‘অগ্নিপথ’ সিনেমায় দেখা গিয়েছিল তাঁকে। অর্জুন কাপুরের সঙ্গে অক্ষয় কুমার অভিনীত ‘টয়লেট এক প্রেম কথা’ এবং ‘ইন্ডিয়াস মোস্ট ওয়ান্টেড’ সিনেমাতেও অভিনয় করেছেন তিনি।
আসিফ ২০১৮ সালে মির্জাপুর দিয়ে ওটিটিতে আত্মপ্রকাশ করেন, যেখানে তিনি বাবরের অনুগত সহযোগী চরিত্রে অভিনয় করে দর্শকপ্রিয়তা পান। পঞ্চায়েত ছাড়াও ‘পাতাল লোক’, ‘জামতাড়া-সবকা নম্বর আয়েগা’ এবং ‘মির্জাপুর ২’-তেও দেখা গিয়েছে তাঁকে।
অভিনেত্রী ভূমি পেডনেকারও শুরু করলেন নিজের ব্যবসা প্রতিষ্ঠান। তবে খানিকটা ভিন্ন পথে হেঁটেছেন। মিনারেল ওয়াটারের ব্যবসা শুরু করেছেন তিনি। এ উদ্যোগে ভূমির সঙ্গে আছেন তাঁর বোন সমীক্ষা পেডনেকার।
২ ঘণ্টা আগেসেই দৃশ্যের শুটিংয়ের সময় যাতে প্রেমিকাকে বারবার জড়িয়ে ধরতে পারেন ধর্মেন্দ্র, সেই ব্যবস্থা করেছিলেন। স্পটবয়দের প্রত্যেককে ২০ রুপি করে দিয়ে বলেছিলেন, শটটি কোনো না কোনোভাবে বারবার ভেস্তে দিতে। যাতে বারবার রিটেকের প্রয়োজন হয়।
৩ ঘণ্টা আগেব্যক্তিগত বিষয় আড়ালে রাখতেই পছন্দ করেন অভিনেত্রী জয়া আহসান। সিনেমা, সমাজ, পরিবেশ, সংস্কৃতি—নানা বিষয় নিয়ে সংবাদমাধ্যমে ঘণ্টার পর ঘণ্টা সাক্ষাৎকার দিলেও, ব্যক্তিগত প্রসঙ্গ তিনি সব সময় এড়িয়ে যান। তবে সম্প্রতি এক সাক্ষাৎকারে জয়া জানালেন, দীর্ঘদিন ধরে প্রেমের সম্পর্কে আছেন তিনি।
৭ ঘণ্টা আগেহলিউডের আলোচিত সিনেমা ‘দ্য ইন্টার্ন’-এর স্বত্ব কিনেছিলেন দীপিকা পাড়ুকোন। ২০২১ সালে সিনেমাটির হিন্দি রিমেকের ঘোষণা দেন অভিনেত্রী। তাঁর প্রযোজনা প্রতিষ্ঠান কা প্রোডাকশনস থেকে সিনেমাটি তৈরির কথা ছিল। তবে নানা কারণে পিছিয়েছে কাজ। দীর্ঘদিন আটকে থাকার পর অবশেষে দ্য ইন্টার্নের হিন্দি রিমেকের শুটিং...
৭ ঘণ্টা আগে