বলিউডের বর্ষীয়ান অভিনেত্রী জয়া বচ্চনের মেজাজ ভীষণ চড়া। বিভিন্ন অনুষ্ঠান থেকে শুটিং, মেজাজ হারিয়ে সংবাদের শিরোনাম হন তিনি। জয়া বচ্চন এবার উত্তরসূরি পেলেন। ইদানীং নাকি অল্পতেই মেজাজ হারাচ্ছেন অভিনেত্রী তাপসী পান্নু। তাই তাঁকে ইয়াং জয়া বচ্চন নামে ডাকা শুরু করেছেন নেটিজেনরা। তাপসী যেন জয়া বচ্চনের জুনিয়র ভার্সন!
গতকাল বৃহস্পতিবার এক ভক্ত সেলফি তুলতে চাইলে মেজাজ হারান তাপসী। সে সময় পাপারাজ্জিদের সঙ্গেও নাকি খারাপ ব্যবহার করেন তিনি। সেই ভক্ত আর পাপারাজ্জিদের সেখান থেকে সরে যেতে বলেন অভিনেত্রী। গাড়িতে ওঠার সময়ও তাপসী সেখান থেকে ভক্তদের সরে যেতে বলেন। এরপর রীতিমতো বিরক্ত হয়ে গাড়ির দরজা বন্ধ করে দেন। তাপসীর এত বিরক্তি কীসের? প্রশ্ন তুলেছেন নেটিজেনরা।
একজন মন্তব্য করেছেন, ‘অত্যন্ত খারাপ ব্যবহার। ফটোগ্রাফারদের সঙ্গে এত খারাপ ব্যবহার করেন কেন? ওরা ওদের কাজ করছেন। নিজেকে কী মনে করেন আপনি?’ অনেকে আবার অভিনেত্রীকে ট্রল করছেন ইয়াং জয়া বচ্চন বলে। একজন লিখেছেন, ‘এ যেন ইয়াং জয়া বচ্চনকে দেখছি।’
কিছুদিন আগেই বিয়ে করেছেন তাপসী। সেই খবর বা ছবিও তিনি ভাগ করে নেননি অনুরাগীদের সঙ্গে। এক নেটিজেনের বক্তব্য, ‘এত প্রাইভেট লাইফ পছন্দ হলে এই পেশা থেকে সরে যাওয়া উচিত।’
বলিউডের বর্ষীয়ান অভিনেত্রী জয়া বচ্চনের মেজাজ ভীষণ চড়া। বিভিন্ন অনুষ্ঠান থেকে শুটিং, মেজাজ হারিয়ে সংবাদের শিরোনাম হন তিনি। জয়া বচ্চন এবার উত্তরসূরি পেলেন। ইদানীং নাকি অল্পতেই মেজাজ হারাচ্ছেন অভিনেত্রী তাপসী পান্নু। তাই তাঁকে ইয়াং জয়া বচ্চন নামে ডাকা শুরু করেছেন নেটিজেনরা। তাপসী যেন জয়া বচ্চনের জুনিয়র ভার্সন!
গতকাল বৃহস্পতিবার এক ভক্ত সেলফি তুলতে চাইলে মেজাজ হারান তাপসী। সে সময় পাপারাজ্জিদের সঙ্গেও নাকি খারাপ ব্যবহার করেন তিনি। সেই ভক্ত আর পাপারাজ্জিদের সেখান থেকে সরে যেতে বলেন অভিনেত্রী। গাড়িতে ওঠার সময়ও তাপসী সেখান থেকে ভক্তদের সরে যেতে বলেন। এরপর রীতিমতো বিরক্ত হয়ে গাড়ির দরজা বন্ধ করে দেন। তাপসীর এত বিরক্তি কীসের? প্রশ্ন তুলেছেন নেটিজেনরা।
একজন মন্তব্য করেছেন, ‘অত্যন্ত খারাপ ব্যবহার। ফটোগ্রাফারদের সঙ্গে এত খারাপ ব্যবহার করেন কেন? ওরা ওদের কাজ করছেন। নিজেকে কী মনে করেন আপনি?’ অনেকে আবার অভিনেত্রীকে ট্রল করছেন ইয়াং জয়া বচ্চন বলে। একজন লিখেছেন, ‘এ যেন ইয়াং জয়া বচ্চনকে দেখছি।’
কিছুদিন আগেই বিয়ে করেছেন তাপসী। সেই খবর বা ছবিও তিনি ভাগ করে নেননি অনুরাগীদের সঙ্গে। এক নেটিজেনের বক্তব্য, ‘এত প্রাইভেট লাইফ পছন্দ হলে এই পেশা থেকে সরে যাওয়া উচিত।’
গ্লাসগোর রাস্তায় শুটিং দেখতে জড়ো হয়েছেন অনেকে। ভক্তদের উদ্দেশে হাত নাড়ছেন হল্যান্ড। তাঁদের সঙ্গে কথা বলছেন। ছবি তুলছেন। স্পাইডার-ম্যানের পোশাক পরা এক শিশুকে কাছে টেনে নেন তিনি।
১২ ঘণ্টা আগেঅভিনেত্রী ভূমি পেডনেকারও শুরু করলেন নিজের ব্যবসা প্রতিষ্ঠান। তবে খানিকটা ভিন্ন পথে হেঁটেছেন। মিনারেল ওয়াটারের ব্যবসা শুরু করেছেন তিনি। এ উদ্যোগে ভূমির সঙ্গে আছেন তাঁর বোন সমীক্ষা পেডনেকার।
১৫ ঘণ্টা আগেসেই দৃশ্যের শুটিংয়ের সময় যাতে প্রেমিকাকে বারবার জড়িয়ে ধরতে পারেন ধর্মেন্দ্র, সেই ব্যবস্থা করেছিলেন। স্পটবয়দের প্রত্যেককে ২০ রুপি দিয়ে বলেছিলেন, শটটি কোনো না কোনোভাবে বারবার ভেস্তে দিতে; যাতে বারবার রিটেকের প্রয়োজন হয়।
১৭ ঘণ্টা আগেব্যক্তিগত বিষয় আড়ালে রাখতেই পছন্দ করেন অভিনেত্রী জয়া আহসান। সিনেমা, সমাজ, পরিবেশ, সংস্কৃতি—নানা বিষয় নিয়ে সংবাদমাধ্যমে ঘণ্টার পর ঘণ্টা সাক্ষাৎকার দিলেও, ব্যক্তিগত প্রসঙ্গ তিনি সব সময় এড়িয়ে যান। তবে সম্প্রতি এক সাক্ষাৎকারে জয়া জানালেন, দীর্ঘদিন ধরে প্রেমের সম্পর্কে আছেন তিনি।
২০ ঘণ্টা আগে