বলিউডের বর্ষীয়ান অভিনেত্রী জয়া বচ্চনের মেজাজ ভীষণ চড়া। বিভিন্ন অনুষ্ঠান থেকে শুটিং, মেজাজ হারিয়ে সংবাদের শিরোনাম হন তিনি। জয়া বচ্চন এবার উত্তরসূরি পেলেন। ইদানীং নাকি অল্পতেই মেজাজ হারাচ্ছেন অভিনেত্রী তাপসী পান্নু। তাই তাঁকে ইয়াং জয়া বচ্চন নামে ডাকা শুরু করেছেন নেটিজেনরা। তাপসী যেন জয়া বচ্চনের জুনিয়র ভার্সন!
গতকাল বৃহস্পতিবার এক ভক্ত সেলফি তুলতে চাইলে মেজাজ হারান তাপসী। সে সময় পাপারাজ্জিদের সঙ্গেও নাকি খারাপ ব্যবহার করেন তিনি। সেই ভক্ত আর পাপারাজ্জিদের সেখান থেকে সরে যেতে বলেন অভিনেত্রী। গাড়িতে ওঠার সময়ও তাপসী সেখান থেকে ভক্তদের সরে যেতে বলেন। এরপর রীতিমতো বিরক্ত হয়ে গাড়ির দরজা বন্ধ করে দেন। তাপসীর এত বিরক্তি কীসের? প্রশ্ন তুলেছেন নেটিজেনরা।
একজন মন্তব্য করেছেন, ‘অত্যন্ত খারাপ ব্যবহার। ফটোগ্রাফারদের সঙ্গে এত খারাপ ব্যবহার করেন কেন? ওরা ওদের কাজ করছেন। নিজেকে কী মনে করেন আপনি?’ অনেকে আবার অভিনেত্রীকে ট্রল করছেন ইয়াং জয়া বচ্চন বলে। একজন লিখেছেন, ‘এ যেন ইয়াং জয়া বচ্চনকে দেখছি।’
কিছুদিন আগেই বিয়ে করেছেন তাপসী। সেই খবর বা ছবিও তিনি ভাগ করে নেননি অনুরাগীদের সঙ্গে। এক নেটিজেনের বক্তব্য, ‘এত প্রাইভেট লাইফ পছন্দ হলে এই পেশা থেকে সরে যাওয়া উচিত।’
বলিউডের বর্ষীয়ান অভিনেত্রী জয়া বচ্চনের মেজাজ ভীষণ চড়া। বিভিন্ন অনুষ্ঠান থেকে শুটিং, মেজাজ হারিয়ে সংবাদের শিরোনাম হন তিনি। জয়া বচ্চন এবার উত্তরসূরি পেলেন। ইদানীং নাকি অল্পতেই মেজাজ হারাচ্ছেন অভিনেত্রী তাপসী পান্নু। তাই তাঁকে ইয়াং জয়া বচ্চন নামে ডাকা শুরু করেছেন নেটিজেনরা। তাপসী যেন জয়া বচ্চনের জুনিয়র ভার্সন!
গতকাল বৃহস্পতিবার এক ভক্ত সেলফি তুলতে চাইলে মেজাজ হারান তাপসী। সে সময় পাপারাজ্জিদের সঙ্গেও নাকি খারাপ ব্যবহার করেন তিনি। সেই ভক্ত আর পাপারাজ্জিদের সেখান থেকে সরে যেতে বলেন অভিনেত্রী। গাড়িতে ওঠার সময়ও তাপসী সেখান থেকে ভক্তদের সরে যেতে বলেন। এরপর রীতিমতো বিরক্ত হয়ে গাড়ির দরজা বন্ধ করে দেন। তাপসীর এত বিরক্তি কীসের? প্রশ্ন তুলেছেন নেটিজেনরা।
একজন মন্তব্য করেছেন, ‘অত্যন্ত খারাপ ব্যবহার। ফটোগ্রাফারদের সঙ্গে এত খারাপ ব্যবহার করেন কেন? ওরা ওদের কাজ করছেন। নিজেকে কী মনে করেন আপনি?’ অনেকে আবার অভিনেত্রীকে ট্রল করছেন ইয়াং জয়া বচ্চন বলে। একজন লিখেছেন, ‘এ যেন ইয়াং জয়া বচ্চনকে দেখছি।’
কিছুদিন আগেই বিয়ে করেছেন তাপসী। সেই খবর বা ছবিও তিনি ভাগ করে নেননি অনুরাগীদের সঙ্গে। এক নেটিজেনের বক্তব্য, ‘এত প্রাইভেট লাইফ পছন্দ হলে এই পেশা থেকে সরে যাওয়া উচিত।’
টেলিভিশন ও ওটিটিতে পরিচিতি পাওয়ার পর বড় পর্দায়ও অভিনয় করেছেন তাসনিয়া ফারিণ। ২০২৩ সালে ‘আরো এক পৃথিবী’ দিয়ে অভিষেক হয়েছে টালিউড ইন্ডাস্ট্রিতে। গত কোরবানির ঈদে ‘ইনসাফ’ দিয়ে যাত্রা শুরু করেছেন ঢালিউডে। এবার এই অভিনেত্রী আসছেন প্রযোজক হয়ে।
৩ ঘণ্টা আগে৩৬ বছরে পদার্পণ করল নাটকের দল ‘নাট্যকেন্দ্র’। গত শুক্র ও শনিবার রাজধানীর মহিলা সমিতির নীলিমা ইব্রাহিম মিলনায়তনে দুই দিনের অনুষ্ঠান আয়োজনের মধ্য দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন করেছে নাট্যদলটি।
৩ ঘণ্টা আগেদুজনই বিচ্ছেদের যন্ত্রণাদায়ক সময় পেরিয়ে এসেছেন। দুজনই খুঁজছেন জীবনসঙ্গী। সংসারে আবার থিতু হওয়ার তীব্র ইচ্ছা দুজনের মনেই। এ বছরের জুনে অরল্যান্ডো ব্লুমের সঙ্গে বিচ্ছেদ হয় মার্কিন গায়িকা কেটি পেরির। অন্যদিকে, কানাডার সাবেক প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর ১৮ বছরের সংসার ভাঙে ২০২৩ সালে।
৪ ঘণ্টা আগেফিল্মফেয়ার অ্যাওয়ার্ডসের ৭০তম আসরটি হয়ে গেল ১১ অক্টোবর রাতে ভারতের আহমেদাবাদের ইকেএ অ্যারেনায়। উপস্থাপনায় ছিলেন শাহরুখ খান, করণ জোহর ও মনীশ পাল। এবারের আসরে সর্বোচ্চ ১৩টি বিভাগে পুরস্কার পেয়েছে কিরণ রাও পরিচালিত ‘লাপাতা লেডিস’।
৪ ঘণ্টা আগে