ভারতের জনপ্রিয় তামিল অভিনেত্রী রেবতীর পরিচালনায় অভিনয় করতে চলেছেন কাজল। ছবির নাম ‘দ্য লাস্ট হুররা’। সত্য ঘটনা অবলম্বনে ছবির গল্প তৈরি হয়েছে। প্রযোজনা করছেন সূর্য সিং ও শ্রদ্ধা আগারওয়াল। খুব শিগগির এর শুটিং শুরু হবে। সুজাতা নামের এক মায়ের গল্প বলা হবে ছবিতে। জটিল পরিস্থিতিতে হাসতে হাসতে সব সমস্যা সামলে নেয় সুজাতা।
এ প্রসঙ্গে রেবতী বলেন, ‘ছবিতে সুজাতার জার্নিটা আমার হৃদয়ের খুব কাছের। আমাকে খুব অনুপ্রাণিত করে। সবাই মিলে এই ছবি নিয়ে যখন আলোচনা করছিলাম, কাজলের নামটাই মাথায় আসে। কাজলের নরম কিন্তু শক্তিশালী চোখ, অসাধারণ হাসি আপনাকে বিশ্বাস করাতে বাধ্য যে সব পরিস্থিতিই সামলানো সম্ভব। কাজলের সঙ্গে কাজ করার জন্য মুখিয়ে রয়েছি।’
কাজলেরও পূর্ণ আস্থা রয়েছে এই পরিচালকের ওপর। তাঁর কথায়, ‘গল্পটা শুনেই সুজাতাকে মনে গেঁথে নিয়েছি। অসাধারণ এই গল্পটা সবার সঙ্গে ভাগ করে নেওয়ার অপেক্ষায় আছি। আর রেবতীর পরিচালনায় কাজ করব বলে বাড়তি শক্তি পাচ্ছি।’
একটা বিষয় লক্ষণীয়, সম্প্রতি নারী পরিচালকদের সঙ্গে টানা কাজ করছেন কাজল। এর আগে কাজ করেছেন রেণুকা সাহার ‘ত্রিভঙ্গ’ ছবিতে, তার আগে করেছেন প্রিয়াঙ্কা ব্যানার্জির ‘দেবী’তে।
১৯৮৩ সাল থেকে বিভিন্ন ভাষার দুই শতাধিক ছবিতে অভিনয় করেছেন রেবতী। পরিচালনায়ও তাঁর সুখ্যাতি রয়েছে। প্রথম ছবি ‘মিত্র, মাই ফ্রেন্ড’ দিয়ে জাতীয় পুরস্কার পেয়েছেন।
ভারতের জনপ্রিয় তামিল অভিনেত্রী রেবতীর পরিচালনায় অভিনয় করতে চলেছেন কাজল। ছবির নাম ‘দ্য লাস্ট হুররা’। সত্য ঘটনা অবলম্বনে ছবির গল্প তৈরি হয়েছে। প্রযোজনা করছেন সূর্য সিং ও শ্রদ্ধা আগারওয়াল। খুব শিগগির এর শুটিং শুরু হবে। সুজাতা নামের এক মায়ের গল্প বলা হবে ছবিতে। জটিল পরিস্থিতিতে হাসতে হাসতে সব সমস্যা সামলে নেয় সুজাতা।
এ প্রসঙ্গে রেবতী বলেন, ‘ছবিতে সুজাতার জার্নিটা আমার হৃদয়ের খুব কাছের। আমাকে খুব অনুপ্রাণিত করে। সবাই মিলে এই ছবি নিয়ে যখন আলোচনা করছিলাম, কাজলের নামটাই মাথায় আসে। কাজলের নরম কিন্তু শক্তিশালী চোখ, অসাধারণ হাসি আপনাকে বিশ্বাস করাতে বাধ্য যে সব পরিস্থিতিই সামলানো সম্ভব। কাজলের সঙ্গে কাজ করার জন্য মুখিয়ে রয়েছি।’
কাজলেরও পূর্ণ আস্থা রয়েছে এই পরিচালকের ওপর। তাঁর কথায়, ‘গল্পটা শুনেই সুজাতাকে মনে গেঁথে নিয়েছি। অসাধারণ এই গল্পটা সবার সঙ্গে ভাগ করে নেওয়ার অপেক্ষায় আছি। আর রেবতীর পরিচালনায় কাজ করব বলে বাড়তি শক্তি পাচ্ছি।’
একটা বিষয় লক্ষণীয়, সম্প্রতি নারী পরিচালকদের সঙ্গে টানা কাজ করছেন কাজল। এর আগে কাজ করেছেন রেণুকা সাহার ‘ত্রিভঙ্গ’ ছবিতে, তার আগে করেছেন প্রিয়াঙ্কা ব্যানার্জির ‘দেবী’তে।
১৯৮৩ সাল থেকে বিভিন্ন ভাষার দুই শতাধিক ছবিতে অভিনয় করেছেন রেবতী। পরিচালনায়ও তাঁর সুখ্যাতি রয়েছে। প্রথম ছবি ‘মিত্র, মাই ফ্রেন্ড’ দিয়ে জাতীয় পুরস্কার পেয়েছেন।
বুসান ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে ‘কুরাক’ চলচ্চিত্রকে বাংলাদেশের জুলাই মেমোরিয়াল পদকে ভূষিত করা হয়েছে। আজ বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) আনুষ্ঠানিকভাবে সিনেমার পরিচালক এর্কে জুমাকমাতোভার হাতে পুরস্কার তুলে দেন সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী।
৭ ঘণ্টা আগেগত আগস্টে বঙ্গরঙ্গ নাট্যদল নিয়ে এসেছিল তাদের নতুন নাটক ‘মৃত্যুহীন প্রাণ’। আবারও মঞ্চে উঠছে নাটকটি। আগামীকাল শুক্রবার রাজধানীর শিল্পকলা একাডেমির এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে সন্ধ্যা ৭টায় প্রদর্শিত হবে মৃত্যুহীন প্রাণ নাটকের দ্বিতীয় প্রদর্শনী।
১১ ঘণ্টা আগেছন্দে ফিরেছে কোক স্টুডিও বাংলা। এক বছরের বেশি সময় বন্ধ থাকার পর হাশিম মাহমুদের ‘বাজি’ গান দিয়ে আবার শুরু হয়েছে কোক স্টুডিও বাংলার তৃতীয় সিজনের কার্যক্রম। এরপর প্রকাশ পেয়েছে অংকন কুমার ও শেখ মুমতাহিনা মেহজাবিনের গাওয়া ‘লং ডিসট্যান্স লাভ’। এবার কোক স্টুডিওতে আসছেন সংগীতশিল্পী হাবিব ওয়াহিদ।
২১ ঘণ্টা আগেবিশ্ববিদ্যালয়ের জীবনের দুষ্ট-মিষ্টি সময়ের গল্পের ওয়েব ফিল্ম ‘লিটল মিস ক্যাওস’। বানিয়েছেন মাহমুদা সুলতানা রীমা। এটি নির্মাতার প্রথম ওয়েব ফিল্ম। কেন্দ্রীয় দুই চরিত্রে অভিনয় করেছেন সাদ সালমি নাওভী ও সাদনিমা বিনতে নোমান।
১ দিন আগে