Ajker Patrika

‘জানে দুশমন’খ্যাত বলিউড নির্মাতা রাজকুমার কোহলির মৃত্যু

‘জানে দুশমন’খ্যাত বলিউড নির্মাতা রাজকুমার কোহলির মৃত্যু

‘জানে দুশমন’খ্যাত বলিউড পরিচালক ও প্রযোজক রাজকুমার কোহলি মারা গেছেন। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়েছে আজ শুক্রবার সকালে মৃত্যু হয়েছে তাঁর। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৩ বছর। তিনি বলিউড অভিনেতা আরমান কোহলির বাবা।

প্রতিবেদন থেকে জানা যায়, শুক্রবার সকালে গোসল করার জন্য বাথরুমে গিয়েছিলেন রাজকুমার। বেশ কিছু সময় পেরিয়ে গেলেও বাইরে না আসায় এবং সাড়া না পাওয়ায় দরজা ভাঙেন ছেলে। তখন মেঝেতে লুটিয়ে পড়া অবস্থায় দেখতে পাওয়া যায় প্রখ্যাত পরিচালককে।

এদিন সন্ধ্যায় রাজ কুমারের শেষকৃত্য অনুষ্ঠিত হবে বলেও জানানো হয়েছে প্রতিবেদনে। এদিকে তাঁর মৃত্যুতে শোকের ছায়া নেমেছে ইন্ডাস্ট্রিতে।

প্রসঙ্গত, ১৯৬৩ সাল থেকে সিনেমার সঙ্গে জড়িত রাজকুমার। ‘ডুল্লা ভাট্টি’ তাঁর প্রথম ছবি। প্রেম চোপড়াকে নিয়ে ‘সপনি’ সিনেমা নির্মাণ করে নজর কাড়েন তিনি। প্রথম সিনেমা দিয়ে আলোচনায় আসার পর প্রচুর সুপারহিট সিনেমা উপহার দিয়েছেন।

রাজকুমার কোহলি ১৯৬৭ সালে তাঁর পরিচালিত ‘নাগিন’ সিনেমাটিও সেই সময় বেশ জনপ্রিয়তা পায়। তার পর ছেলে আরমান কোহলিকে নিয়ে আসেন অভিনয়ে। যদিও আরমান একেবারেই সাফল্য পাননি।

রাজকুমার প্রযোজিত সিনেমাগুলোর মধ্যে ‘বদলে কি আগ’, ‘নৌকর বিবি কা’, ‘রাজ তিলক’ সিনেমাগুলো সুপারহিট হয়েছিল বক্স অফিসে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মৌচাকে গাড়িতে লাশ: ২৫ লাখ টাকায় যুক্তরাষ্ট্রের কথা বলে জাকিরকে শ্রীলঙ্কায় নিয়েছিল দালাল

যেভাবে শেখ হাসিনাকে ফেরানোর পরিকল্পনা চলছিল, স্বীকারোক্তিতে জানালেন মেজর সাদিকের স্ত্রী জাফরিন

পুলিশের এডিসিকে ছুরি মেরে পালিয়ে গেল ছিনতাইকারী

টেলিটক এখন গলার কাঁটা পর্যায়ে চলে এসেছে: ফয়েজ আহমদ তৈয়্যব

সিন্ধু পানিবণ্টন নিয়ে আন্তর্জাতিক আদালতের রায় পাকিস্তানের বড় জয়: পররাষ্ট্র মন্ত্রণালয়

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত