একাই ভালো আছেন জাহ্নবী কাপুর। যদিও মাঝেমধ্যে একাকীত্ব গ্রাস করে তাঁকে। ‘কফি উইথ করণ’- শোতে এসে নিজের একাকীত্বের কথা জানিয়েছেন জাহ্নবী। পাশাপাশি বলেছেন, আপাতত কোনো সম্পর্কে যেতে চাচ্ছেন না তিনি।
নিজের ব্যক্তিগত সম্পর্কের বিষয় কথা বলতে গিয়ে জাহ্নবী বলেন, ‘আমি একাই ভালো আছি। তবে মাঝেমধ্যে একাকীত্ব বোধ হয়।’ তাঁর সঙ্গে প্রেম করতে চান তাঁদের উদ্দেশে জাহ্নবীর মন্তব্য, ‘আমি এমন মানুষ চাই যে জোর করে আমাকে পরিবর্তন করতে চাইবে না। তবে তার ভালোবাসা আমাকে সঠিকভাবে বেড়ে উঠতে সাহায্য করবে। কেউ যদি রোগী হয়, আর আমার কাছে এসে আরোগ্য চায়, তাহলে বলবো চলে যাও, এখানে এসো না।’
অতীত সম্পর্কের ইঙ্গিত দিয়ে জাহ্নবী বলেছেন, ‘ঘনিষ্ঠতা এতটাই সহজ হয়ে উঠেছে, কেউ যখনই চায় তখনই পেয়ে যায়। কিন্তু সবাই আবার প্রতিশ্রুতিবদ্ধ হতে ভয় পায়। ফলে সত্যিকারের সম্পর্কে যেতে স্বাভাবিকভাবেই ভয় হয়।’
ভবিষ্যতের প্রেমিক সম্পর্কে কোনও বার্তা দিতে বলা হলে জাহ্নবী বলেন, ‘আমার সঙ্গে ভালো ব্যবহার করুক। আমাকে খুশি রাখুক। আমারও মনে হয় তাঁকে ভালো রাখতে পারব। আমি সবসময় তাঁর পাশে থাকব।’
‘কফি উইথ করণ’ -এর ৭ নম্বর সিজনে কফি কাউচে বসেছিলেন সারা আলি খান আর জাহ্নবী কাপুর। দুজনে এখন ইন্ডাস্ট্রির নতুন আলোচিত নায়িকা। করণের শো-তেও তাঁরা এসেছিলেন একই সঙ্গে। আর সেখানেই প্রেম নিয়ে এই দুই তরুণ নায়িকাকে বেশ কিছু প্রশ্ন করেন করণ। সঙ্গে এটাও ফাঁস করেন দুই জনে একসঙ্গে দুই ভাইয়ের সঙ্গে প্রেম করেছেন। আর করণের মুখ থেকে এই কথা চাউর হওয়ার সঙ্গে সঙ্গেই পাহারিয়া ভাইদের সঙ্গেই দুই নায়িকার ছবি ভাইরাল হয়।
যারা জানেন না, তাঁদের জন্য বলে দিই করণ যে দুই ভাইয়ের কথা বলছেন তাঁরা হল বীর এবং শিখর পাহারিয়া। মুম্বাইয়ের নাম করা ধনী এবং রাজনৈতিক ক্ষমতাসম্পন্ন এই পাহারিয়া পরিবার। এদের নানা সুশীল কুমার শিন্ডে সাবেক কেন্দ্রীয় মন্ত্রী। বাবার নানারকম ব্যবসা আছে।
একাই ভালো আছেন জাহ্নবী কাপুর। যদিও মাঝেমধ্যে একাকীত্ব গ্রাস করে তাঁকে। ‘কফি উইথ করণ’- শোতে এসে নিজের একাকীত্বের কথা জানিয়েছেন জাহ্নবী। পাশাপাশি বলেছেন, আপাতত কোনো সম্পর্কে যেতে চাচ্ছেন না তিনি।
নিজের ব্যক্তিগত সম্পর্কের বিষয় কথা বলতে গিয়ে জাহ্নবী বলেন, ‘আমি একাই ভালো আছি। তবে মাঝেমধ্যে একাকীত্ব বোধ হয়।’ তাঁর সঙ্গে প্রেম করতে চান তাঁদের উদ্দেশে জাহ্নবীর মন্তব্য, ‘আমি এমন মানুষ চাই যে জোর করে আমাকে পরিবর্তন করতে চাইবে না। তবে তার ভালোবাসা আমাকে সঠিকভাবে বেড়ে উঠতে সাহায্য করবে। কেউ যদি রোগী হয়, আর আমার কাছে এসে আরোগ্য চায়, তাহলে বলবো চলে যাও, এখানে এসো না।’
অতীত সম্পর্কের ইঙ্গিত দিয়ে জাহ্নবী বলেছেন, ‘ঘনিষ্ঠতা এতটাই সহজ হয়ে উঠেছে, কেউ যখনই চায় তখনই পেয়ে যায়। কিন্তু সবাই আবার প্রতিশ্রুতিবদ্ধ হতে ভয় পায়। ফলে সত্যিকারের সম্পর্কে যেতে স্বাভাবিকভাবেই ভয় হয়।’
ভবিষ্যতের প্রেমিক সম্পর্কে কোনও বার্তা দিতে বলা হলে জাহ্নবী বলেন, ‘আমার সঙ্গে ভালো ব্যবহার করুক। আমাকে খুশি রাখুক। আমারও মনে হয় তাঁকে ভালো রাখতে পারব। আমি সবসময় তাঁর পাশে থাকব।’
‘কফি উইথ করণ’ -এর ৭ নম্বর সিজনে কফি কাউচে বসেছিলেন সারা আলি খান আর জাহ্নবী কাপুর। দুজনে এখন ইন্ডাস্ট্রির নতুন আলোচিত নায়িকা। করণের শো-তেও তাঁরা এসেছিলেন একই সঙ্গে। আর সেখানেই প্রেম নিয়ে এই দুই তরুণ নায়িকাকে বেশ কিছু প্রশ্ন করেন করণ। সঙ্গে এটাও ফাঁস করেন দুই জনে একসঙ্গে দুই ভাইয়ের সঙ্গে প্রেম করেছেন। আর করণের মুখ থেকে এই কথা চাউর হওয়ার সঙ্গে সঙ্গেই পাহারিয়া ভাইদের সঙ্গেই দুই নায়িকার ছবি ভাইরাল হয়।
যারা জানেন না, তাঁদের জন্য বলে দিই করণ যে দুই ভাইয়ের কথা বলছেন তাঁরা হল বীর এবং শিখর পাহারিয়া। মুম্বাইয়ের নাম করা ধনী এবং রাজনৈতিক ক্ষমতাসম্পন্ন এই পাহারিয়া পরিবার। এদের নানা সুশীল কুমার শিন্ডে সাবেক কেন্দ্রীয় মন্ত্রী। বাবার নানারকম ব্যবসা আছে।
১ থেকে ৫ সেপ্টেম্বর ভারতের দিল্লিতে অনুষ্ঠিত হয়েছে ‘ডক প্রোডিউসিং সাউথ’ শীর্ষক আয়োজন। স্বাধীন চলচ্চিত্র নির্মাতাদের নিয়ে অনুষ্ঠিত এই আয়োজনে তথ্যচিত্র নির্মাণের বাজেট, ডিস্ট্রিবিউশন পরিকল্পনা, চিত্রনাট্য রচনাসহ নানা বিষয়ে আলোচনা করেন বিভিন্ন দেশের নির্মাতা ও প্রযোজকেরা।
১৯ ঘণ্টা আগেগত বছরের শেষ দিকে মাদককাণ্ডে জড়িত থাকার অভিযোগে খবরের শিরোনাম হন টিভি নাটকের অভিনেত্রী—তানজিন তিশা, মুমতাহিনা চৌধুরী টয়া ও সাফা কবির। তাঁদের বিরুদ্ধে অভিযোগ ছিল, একটি বিশেষ হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে নিয়মিত মাদক সংগ্রহ করছিলেন তাঁরা।
১৯ ঘণ্টা আগে২০২১ সালের শেষ দিন অর্থাৎ ৩১ ডিসেম্বর নাট্যদল বাতিঘর থিয়েটার মঞ্চে নিয়ে এসেছিল তাদের ১৫তম প্রযোজনা ‘মাংকি ট্রায়াল’। চার বছরের মাথায় অনুষ্ঠিত হতে যাচ্ছে মাংকি ট্রায়ালের রজতজয়ন্তী প্রদর্শনী। ১৯ সেপ্টেম্বর শুক্রবার সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার পরীক্ষণ থিয়েটার...
১৯ ঘণ্টা আগেশাহরুখপুত্র আরিয়ান খানের প্রথম ওয়েব সিরিজে তিন খানকে দেখা যাবে অতিথি চরিত্রে। প্রথমবারের মতো একই প্রজেক্টে অভিনয় করেছেন তাঁরা।
১ দিন আগে