শাহরুখ খানের ফোন পেয়েই সুর বদল করলেন আসামের মুখ্যমন্ত্রী ও বিজেপি নেতা হিমন্ত বিশ্বশর্মা। টুইট করে আসামে ‘পাঠান’ সিনেমার মুক্তিকে কেন্দ্র করে নিরাপত্তাব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী।
আজ রোববার সকালে শাহরুখ খানকে ট্যাগ করে টুইটারে মুখ্যমন্ত্রী শর্মা লেখেন, ‘বলিউড অভিনেতা শ্রী শাহরুখ খান আমাকে ফোন করেছিলেন এবং আমরা আজ ভোর দুইটায় কথা বলেছি। তাঁর সিনেমা প্রদর্শন নিয়ে গুয়াহাটিতে ঘটে যাওয়া ঘটনা নিয়ে তিনি উদ্বিগ্ন। আমি তাঁকে আশ্বস্ত করেছি যে, রাজ্যের আইনশৃঙ্খলা রক্ষা করা রাজ্য সরকারের দায়িত্ব। বিষয়টি খতিয়ে দেখা হয়েছে এবং এমন ঘটনা যাতে আর না ঘটে, সেই ব্যবস্থাও নেওয়া হচ্ছে।’
গতকাল গুয়াহাটিতে ‘পাঠান’ প্রদর্শন ঠেকাতে সিনেমা হলে হামলা হয়। এ নিয়ে সাংবাদিকদের প্রশ্নে মুখ্যমন্ত্রী বিশ্বশর্মা বলেছিলেন, তিনি শাহরুখ খানকে চিনেন না। মুখ্যমন্ত্রী বলেন, ‘কে এই শাহরুখ খান? আমি তো তাঁর সম্পর্কে বা তাঁর সিনেমা ‘‘পাঠান’’ সম্পর্কে কিছুই জানি না।’
গত শুক্রবার ভারতের গুয়াহাটির নারেঙ্গী এলাকার সিনেমা হলে ‘পাঠান’ না চালাতে দলবল নিয়ে যায় আসামের বজরং দলের সদস্যরা। ‘পাঠান’ এখানে চালানো যাবে না বলে তাঁরা ঘোষণা দেন। এ সময় বজরং দলের সদস্যরা ‘পাঠান’–এর পোস্টার ছিঁড়ে ফেলে এবং আগুন ধরিয়ে দেয়।
এ ঘটনায় আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা ভারতের সংবাদমাধ্যমে বলেন, ‘খান তো এ সমস্যা সম্পর্কে আমাকে ফোন দেননি। বলিউডের অনেকেই তো আমাকে ফোন দেন। তিনি যদি এ বিষয়ে আমাকে কিছু বলতেন, অবশ্যই আমি বিষয়টা দেখতাম।’ এ সময় তিনি আবার বলেন, ‘কে এই শাহরুখ খান, আমি শাহরুখকে চিনি না।’
মুক্তির আগেই নানা বিতর্কে জড়িয়েছে শাহরুখের নতুন ছবি ‘পাঠান’। ভারতের নানা প্রান্তে এ নিয়ে চলছে আলোচনা-সমালোচনা। হ্যাশট্যাগ ‘বয়কট পাঠান’ এখন টুইটারের ট্রেন্ডিংয়ে।
চার বছর বিরতির পর ‘পাঠান’ দিয়ে নতুন করে ফিরছেন বলিউড বাদশাহ শাহরুখ খান। যশরাজ ফিল্মসের প্রযোজনায় ‘পাঠান’ ছবিতে তাঁর সঙ্গে অভিনয় করেছেন দীপিকা পাড়ুকোন ও জন আব্রাহাম। ২৫ জানুয়ারি হিন্দি, তামিল ও তেলেগু ভাষায় এই ছবি মুক্তি পাওয়ার কথা রয়েছে।
শাহরুখ খানের ফোন পেয়েই সুর বদল করলেন আসামের মুখ্যমন্ত্রী ও বিজেপি নেতা হিমন্ত বিশ্বশর্মা। টুইট করে আসামে ‘পাঠান’ সিনেমার মুক্তিকে কেন্দ্র করে নিরাপত্তাব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী।
আজ রোববার সকালে শাহরুখ খানকে ট্যাগ করে টুইটারে মুখ্যমন্ত্রী শর্মা লেখেন, ‘বলিউড অভিনেতা শ্রী শাহরুখ খান আমাকে ফোন করেছিলেন এবং আমরা আজ ভোর দুইটায় কথা বলেছি। তাঁর সিনেমা প্রদর্শন নিয়ে গুয়াহাটিতে ঘটে যাওয়া ঘটনা নিয়ে তিনি উদ্বিগ্ন। আমি তাঁকে আশ্বস্ত করেছি যে, রাজ্যের আইনশৃঙ্খলা রক্ষা করা রাজ্য সরকারের দায়িত্ব। বিষয়টি খতিয়ে দেখা হয়েছে এবং এমন ঘটনা যাতে আর না ঘটে, সেই ব্যবস্থাও নেওয়া হচ্ছে।’
গতকাল গুয়াহাটিতে ‘পাঠান’ প্রদর্শন ঠেকাতে সিনেমা হলে হামলা হয়। এ নিয়ে সাংবাদিকদের প্রশ্নে মুখ্যমন্ত্রী বিশ্বশর্মা বলেছিলেন, তিনি শাহরুখ খানকে চিনেন না। মুখ্যমন্ত্রী বলেন, ‘কে এই শাহরুখ খান? আমি তো তাঁর সম্পর্কে বা তাঁর সিনেমা ‘‘পাঠান’’ সম্পর্কে কিছুই জানি না।’
গত শুক্রবার ভারতের গুয়াহাটির নারেঙ্গী এলাকার সিনেমা হলে ‘পাঠান’ না চালাতে দলবল নিয়ে যায় আসামের বজরং দলের সদস্যরা। ‘পাঠান’ এখানে চালানো যাবে না বলে তাঁরা ঘোষণা দেন। এ সময় বজরং দলের সদস্যরা ‘পাঠান’–এর পোস্টার ছিঁড়ে ফেলে এবং আগুন ধরিয়ে দেয়।
এ ঘটনায় আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা ভারতের সংবাদমাধ্যমে বলেন, ‘খান তো এ সমস্যা সম্পর্কে আমাকে ফোন দেননি। বলিউডের অনেকেই তো আমাকে ফোন দেন। তিনি যদি এ বিষয়ে আমাকে কিছু বলতেন, অবশ্যই আমি বিষয়টা দেখতাম।’ এ সময় তিনি আবার বলেন, ‘কে এই শাহরুখ খান, আমি শাহরুখকে চিনি না।’
মুক্তির আগেই নানা বিতর্কে জড়িয়েছে শাহরুখের নতুন ছবি ‘পাঠান’। ভারতের নানা প্রান্তে এ নিয়ে চলছে আলোচনা-সমালোচনা। হ্যাশট্যাগ ‘বয়কট পাঠান’ এখন টুইটারের ট্রেন্ডিংয়ে।
চার বছর বিরতির পর ‘পাঠান’ দিয়ে নতুন করে ফিরছেন বলিউড বাদশাহ শাহরুখ খান। যশরাজ ফিল্মসের প্রযোজনায় ‘পাঠান’ ছবিতে তাঁর সঙ্গে অভিনয় করেছেন দীপিকা পাড়ুকোন ও জন আব্রাহাম। ২৫ জানুয়ারি হিন্দি, তামিল ও তেলেগু ভাষায় এই ছবি মুক্তি পাওয়ার কথা রয়েছে।
সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে নায়ক রুবেলের মৃত্যুর খবর। এমন ঘটনায় বিরক্তি প্রকাশের পাশাপাশি যাঁরা মিথ্যা ছড়াচ্ছেন, তাঁদের হুঁশিয়ার করে দিলেন রুবেলের বড় ভাই অভিনেতা, প্রযোজক ও নির্দেশক মাসুদ পারভেজ সোহেল রানা।
১৭ মিনিট আগেভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলায় ২৬ জন নিহত হওয়ার পর নয়া দিল্লি পাকিস্তানের সঙ্গে ৬ দশকের পুরোনো সিন্ধু পানিবণ্টন চুক্তি স্থগিতের ঘোষণা দেয়। তবে সেই ঘোষণা কতটা কার্যকর হয়েছে তা এখনো সঠিকভাবে জানা যায়নি। দুই দেশের মূল ধারার গণমাধ্যম এই বিষয়ে সেই অর্থে কোনো তথ্য দেয়নি।
৩ ঘণ্টা আগেঈদে মুক্তি পাওয়া আফরান নিশো অভিনীত ‘দাগি’ সিনেমায় জেফার রহমানের গাওয়া ‘নিয়ে যাবে কি’ শিরোনামের গানটি ইতিমধ্যেই শ্রোতাদের মন ছুঁয়েছে। অনলাইনেও গানটি নেটিজেনদের প্রশংসা কুড়াচ্ছে। ‘নিয়ে যাবে কি আমায় দূরে কল্পনায়, তোমার আর আমার গল্পে কি আবার হবে নতুন সূচনা’ এমন কথায় গানটি লিখেছেন বাঁধন, সুর করেছেন জেফার
১০ ঘণ্টা আগেআন্তর্জাতিক নৃত্য দিবসে নতুন উদ্যোগের কথা জানালেন অভিনেত্রী ও নৃত্যশিল্পী উম্মে হাবিবা। রাজধানীর নিকেতনে শুরু করেছেন নিজের নৃত্য প্রতিষ্ঠান। টিম কালারস ড্যান্স ক্লাস নামের এই প্রতিষ্ঠানে ভরতনাট্যম, সেমি-ক্লাসিক্যাল, কনটেম্পরারি ও বলিউড নৃত্যশৈলীতে প্রশিক্ষণ দেওয়া হবে।
১১ ঘণ্টা আগে