Ajker Patrika

শাহরুখের ফোন পেয়ে সুর পাল্টালেন আসামের মুখ্যমন্ত্রী

আপডেট : ২২ জানুয়ারি ২০২৩, ১৮: ২৫
শাহরুখের ফোন পেয়ে সুর পাল্টালেন আসামের মুখ্যমন্ত্রী

শাহরুখ খানের ফোন পেয়েই সুর বদল করলেন আসামের মুখ্যমন্ত্রী ও বিজেপি নেতা হিমন্ত বিশ্বশর্মা। টুইট করে আসামে ‘পাঠান’ সিনেমার মুক্তিকে কেন্দ্র করে নিরাপত্তাব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী। 

আজ রোববার সকালে শাহরুখ খানকে ট্যাগ করে টুইটারে মুখ্যমন্ত্রী শর্মা লেখেন, ‘বলিউড অভিনেতা শ্রী শাহরুখ খান আমাকে ফোন করেছিলেন এবং আমরা আজ ভোর দুইটায় কথা বলেছি। তাঁর সিনেমা প্রদর্শন নিয়ে গুয়াহাটিতে ঘটে যাওয়া ঘটনা নিয়ে তিনি উদ্বিগ্ন। আমি তাঁকে আশ্বস্ত করেছি যে, রাজ্যের আইনশৃঙ্খলা রক্ষা করা রাজ্য সরকারের দায়িত্ব। বিষয়টি খতিয়ে দেখা হয়েছে এবং এমন ঘটনা যাতে আর না ঘটে, সেই ব্যবস্থাও নেওয়া হচ্ছে।’ 

গতকাল গুয়াহাটিতে ‘পাঠান’ প্রদর্শন ঠেকাতে সিনেমা হলে হামলা হয়। এ নিয়ে সাংবাদিকদের প্রশ্নে মুখ্যমন্ত্রী বিশ্বশর্মা বলেছিলেন, তিনি শাহরুখ খানকে চিনেন না। মুখ্যমন্ত্রী বলেন, ‘কে এই শাহরুখ খান? আমি তো তাঁর সম্পর্কে বা তাঁর সিনেমা ‘‘পাঠান’’ সম্পর্কে কিছুই জানি না।’ 

গত শুক্রবার ভারতের গুয়াহাটির নারেঙ্গী এলাকার সিনেমা হলে ‘পাঠান’ না চালাতে দলবল নিয়ে যায় আসামের বজরং দলের সদস্যরা। ‘পাঠান’ এখানে চালানো যাবে না বলে তাঁরা ঘোষণা দেন। এ সময় বজরং দলের সদস্যরা ‘পাঠান’–এর পোস্টার ছিঁড়ে ফেলে এবং আগুন ধরিয়ে দেয়। 

এ ঘটনায় আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা ভারতের সংবাদমাধ্যমে বলেন, ‘খান তো এ সমস্যা সম্পর্কে আমাকে ফোন দেননি। বলিউডের অনেকেই তো আমাকে ফোন দেন। তিনি যদি এ বিষয়ে আমাকে কিছু বলতেন, অবশ্যই আমি বিষয়টা দেখতাম।’ এ সময় তিনি আবার বলেন, ‘কে এই শাহরুখ খান, আমি শাহরুখকে চিনি না।’ 

মুক্তির আগেই নানা বিতর্কে জড়িয়েছে শাহরুখের নতুন ছবি ‘পাঠান’। ভারতের নানা প্রান্তে এ নিয়ে চলছে আলোচনা-সমালোচনা। হ্যাশট্যাগ ‘বয়কট পাঠান’ এখন টুইটারের ট্রেন্ডিংয়ে। 

চার বছর বিরতির পর ‘পাঠান’ দিয়ে নতুন করে ফিরছেন বলিউড বাদশাহ শাহরুখ খান। যশরাজ ফিল্মসের প্রযোজনায় ‘পাঠান’ ছবিতে তাঁর সঙ্গে অভিনয় করেছেন দীপিকা পাড়ুকোন ও জন আব্রাহাম। ২৫ জানুয়ারি হিন্দি, তামিল ও তেলেগু ভাষায় এই ছবি মুক্তি পাওয়ার কথা রয়েছে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তাঁর প্রেমিকাকে ধর্ষণ করলেন ছাত্রদল নেতা

বিবাহিতদের পুলিশ ক্যাডারে না নেওয়ার প্রস্তাব র‍্যাব ডিজির

পরিপাকতন্ত্রের ওষুধের পেছনেই মানুষের ব্যয় সাড়ে ৫ হাজার কোটি টাকা

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত