কয়েক দিন আগেই বলিউড অভিনেতা সালমান খানকে প্রাণনাশের হুমকি দিয়েছিলেন ধাকড়রাম বিষ্ণই নামে এক যুবক। ই-মেইলে পাঠানো সে হুমকিতে ভাইজানকে জানানো হয়, সিধু মুসেওয়ালার মতোই মৃত্যু হবে তাঁর। ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্থান টাইমস জানিয়েছে, যোধপুর ও মুম্বাই পুলিশের যৌথ উদ্যোগে বান্দ্রা রেলস্টেশন থেকে গ্রেপ্তার করা হয়েছে রাজস্থানের ওই যুবককে।
বলিউড ভাইজানকে হত্যার হুমকির পর সরগরম হয়ে উঠেছিল বলিউড পাড়া। সুপারস্টারের বাড়ির বাইরে ভক্তদের ভিড় জমানোর ওপরও নিষেধাজ্ঞা জারি করা হয়। অভিনেতার যাতায়াতেও রাখা হচ্ছিল কড়া নজরদারি। হুমকির পরই সেই যুবকের খোঁজে মাঠে নেমেছিল মুম্বাই পুলিশ। জানা যায়, ঘটনায় অভিযুক্তদের যোধপুরের সঙ্গে সংযোগ রয়েছে। এরপরই যৌথ তদন্তে নামে যোধপুর ও মুম্বাই পুলিশ। অবশেষে ধাকড়রাম বিষ্ণই নামে ২১ বছরের ওই তরুণকে গ্রেপ্তার করে গতকাল রোববার মুম্বাই পুলিশের হাতে তুলে দেওয়া হয়।
ভারতীয় সংবাদমাধ্যমকে পুলিশ জানায়, সালমান খানকে ই-মেইলে হত্যার হুমকি দেওয়ার ঘটনার সঙ্গে সঙ্গেই বান্দ্রা থানায় একটি সাধারণ ডায়েরি নথিভুক্ত করা হয়েছে। এর আগে পাঞ্জাবের সদর মনসা থানার পুলিশও ধাকড়রাম বিষ্ণইয়ের খোঁজে যোধপুর পৌঁছেছিল। পুলিশ আরও জানায়, ওই তরুণই গায়ক সিধু মুসেওয়ালার বাবাকে ই-মেইলের মাধ্যমে হত্যার হুমকি দিয়েছিলেন। তাই পাঞ্জাব পুলিশের ওয়ান্টেডের তালিকাতেও ছিল এই অভিযুক্ত। ধাকড়রামের বিরুদ্ধে ২০২২ সালে অস্ত্র আইনে যোধপুরের সরদারপুরায় একটি মামলাও দায়ের করা হয়।
কয়েক দিন আগেই বলিউড অভিনেতা সালমান খানকে প্রাণনাশের হুমকি দিয়েছিলেন ধাকড়রাম বিষ্ণই নামে এক যুবক। ই-মেইলে পাঠানো সে হুমকিতে ভাইজানকে জানানো হয়, সিধু মুসেওয়ালার মতোই মৃত্যু হবে তাঁর। ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্থান টাইমস জানিয়েছে, যোধপুর ও মুম্বাই পুলিশের যৌথ উদ্যোগে বান্দ্রা রেলস্টেশন থেকে গ্রেপ্তার করা হয়েছে রাজস্থানের ওই যুবককে।
বলিউড ভাইজানকে হত্যার হুমকির পর সরগরম হয়ে উঠেছিল বলিউড পাড়া। সুপারস্টারের বাড়ির বাইরে ভক্তদের ভিড় জমানোর ওপরও নিষেধাজ্ঞা জারি করা হয়। অভিনেতার যাতায়াতেও রাখা হচ্ছিল কড়া নজরদারি। হুমকির পরই সেই যুবকের খোঁজে মাঠে নেমেছিল মুম্বাই পুলিশ। জানা যায়, ঘটনায় অভিযুক্তদের যোধপুরের সঙ্গে সংযোগ রয়েছে। এরপরই যৌথ তদন্তে নামে যোধপুর ও মুম্বাই পুলিশ। অবশেষে ধাকড়রাম বিষ্ণই নামে ২১ বছরের ওই তরুণকে গ্রেপ্তার করে গতকাল রোববার মুম্বাই পুলিশের হাতে তুলে দেওয়া হয়।
ভারতীয় সংবাদমাধ্যমকে পুলিশ জানায়, সালমান খানকে ই-মেইলে হত্যার হুমকি দেওয়ার ঘটনার সঙ্গে সঙ্গেই বান্দ্রা থানায় একটি সাধারণ ডায়েরি নথিভুক্ত করা হয়েছে। এর আগে পাঞ্জাবের সদর মনসা থানার পুলিশও ধাকড়রাম বিষ্ণইয়ের খোঁজে যোধপুর পৌঁছেছিল। পুলিশ আরও জানায়, ওই তরুণই গায়ক সিধু মুসেওয়ালার বাবাকে ই-মেইলের মাধ্যমে হত্যার হুমকি দিয়েছিলেন। তাই পাঞ্জাব পুলিশের ওয়ান্টেডের তালিকাতেও ছিল এই অভিযুক্ত। ধাকড়রামের বিরুদ্ধে ২০২২ সালে অস্ত্র আইনে যোধপুরের সরদারপুরায় একটি মামলাও দায়ের করা হয়।
কলেজের প্রথম দিনে সবচেয়ে দুষ্টু ছাত্র সাদের (ইয়াশ রোহান) সঙ্গে দেখা হয় হৃদির। সাদ যতটা চঞ্চল ও দুষ্টু, হৃদি ঠিক ততটাই মিষ্টি ও গম্ভীর। ধীরে ধীরে হৃদিকে ভালোবেসে ফেলে সাদ।
৫ ঘণ্টা আগেবিদেশে ব্যস্ত সময় পার করছে দেশের ব্যান্ডগুলো। এরই ধারাবাহিকতায় ৭ আগস্ট ম্যানচেস্টারে ইউকে ম্যানেজমেন্ট কলেজে ‘সামারফেস্ট ২০২৫’-এ অংশ নেয় চিরকুট। পৃথিবীর নানা দেশের শিক্ষার্থী ছাড়াও চিরকুটের টানে এই আয়োজনে ছুটে এসেছিলেন প্রবাসী বাংলাদেশিরাও।
৫ ঘণ্টা আগেনয়া মানুষ মূলত নদীর চরে বসবাসরত মানুষের গল্প। নতুন মানুষ চরে এলে তাদের কী রকম সংকট বা সমস্যার মুখে পড়তে হয়, তা নিয়েই সিনেমার গল্প।
৯ ঘণ্টা আগেপাইরেটস অব দ্য ক্যারিবিয়ানের ষষ্ঠ সিনেমায় ফিরতে পারেন জনি ডেপ। প্রযোজক জেরি ব্রুকহেইমার জানিয়েছেন, পাইরেটস সিরিজের নতুন সিনেমা নিয়ে এরই মধ্যে জনি ডেপের সঙ্গে কথা হয়েছে তাঁর। সব ঠিক থাকলে জ্যাক স্প্যারো হয়ে আবারও ফিরতে পারেন তিনি।
১০ ঘণ্টা আগে