কয়েক দিন আগেই বলিউড অভিনেতা সালমান খানকে প্রাণনাশের হুমকি দিয়েছিলেন ধাকড়রাম বিষ্ণই নামে এক যুবক। ই-মেইলে পাঠানো সে হুমকিতে ভাইজানকে জানানো হয়, সিধু মুসেওয়ালার মতোই মৃত্যু হবে তাঁর। ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্থান টাইমস জানিয়েছে, যোধপুর ও মুম্বাই পুলিশের যৌথ উদ্যোগে বান্দ্রা রেলস্টেশন থেকে গ্রেপ্তার করা হয়েছে রাজস্থানের ওই যুবককে।
বলিউড ভাইজানকে হত্যার হুমকির পর সরগরম হয়ে উঠেছিল বলিউড পাড়া। সুপারস্টারের বাড়ির বাইরে ভক্তদের ভিড় জমানোর ওপরও নিষেধাজ্ঞা জারি করা হয়। অভিনেতার যাতায়াতেও রাখা হচ্ছিল কড়া নজরদারি। হুমকির পরই সেই যুবকের খোঁজে মাঠে নেমেছিল মুম্বাই পুলিশ। জানা যায়, ঘটনায় অভিযুক্তদের যোধপুরের সঙ্গে সংযোগ রয়েছে। এরপরই যৌথ তদন্তে নামে যোধপুর ও মুম্বাই পুলিশ। অবশেষে ধাকড়রাম বিষ্ণই নামে ২১ বছরের ওই তরুণকে গ্রেপ্তার করে গতকাল রোববার মুম্বাই পুলিশের হাতে তুলে দেওয়া হয়।
ভারতীয় সংবাদমাধ্যমকে পুলিশ জানায়, সালমান খানকে ই-মেইলে হত্যার হুমকি দেওয়ার ঘটনার সঙ্গে সঙ্গেই বান্দ্রা থানায় একটি সাধারণ ডায়েরি নথিভুক্ত করা হয়েছে। এর আগে পাঞ্জাবের সদর মনসা থানার পুলিশও ধাকড়রাম বিষ্ণইয়ের খোঁজে যোধপুর পৌঁছেছিল। পুলিশ আরও জানায়, ওই তরুণই গায়ক সিধু মুসেওয়ালার বাবাকে ই-মেইলের মাধ্যমে হত্যার হুমকি দিয়েছিলেন। তাই পাঞ্জাব পুলিশের ওয়ান্টেডের তালিকাতেও ছিল এই অভিযুক্ত। ধাকড়রামের বিরুদ্ধে ২০২২ সালে অস্ত্র আইনে যোধপুরের সরদারপুরায় একটি মামলাও দায়ের করা হয়।
কয়েক দিন আগেই বলিউড অভিনেতা সালমান খানকে প্রাণনাশের হুমকি দিয়েছিলেন ধাকড়রাম বিষ্ণই নামে এক যুবক। ই-মেইলে পাঠানো সে হুমকিতে ভাইজানকে জানানো হয়, সিধু মুসেওয়ালার মতোই মৃত্যু হবে তাঁর। ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্থান টাইমস জানিয়েছে, যোধপুর ও মুম্বাই পুলিশের যৌথ উদ্যোগে বান্দ্রা রেলস্টেশন থেকে গ্রেপ্তার করা হয়েছে রাজস্থানের ওই যুবককে।
বলিউড ভাইজানকে হত্যার হুমকির পর সরগরম হয়ে উঠেছিল বলিউড পাড়া। সুপারস্টারের বাড়ির বাইরে ভক্তদের ভিড় জমানোর ওপরও নিষেধাজ্ঞা জারি করা হয়। অভিনেতার যাতায়াতেও রাখা হচ্ছিল কড়া নজরদারি। হুমকির পরই সেই যুবকের খোঁজে মাঠে নেমেছিল মুম্বাই পুলিশ। জানা যায়, ঘটনায় অভিযুক্তদের যোধপুরের সঙ্গে সংযোগ রয়েছে। এরপরই যৌথ তদন্তে নামে যোধপুর ও মুম্বাই পুলিশ। অবশেষে ধাকড়রাম বিষ্ণই নামে ২১ বছরের ওই তরুণকে গ্রেপ্তার করে গতকাল রোববার মুম্বাই পুলিশের হাতে তুলে দেওয়া হয়।
ভারতীয় সংবাদমাধ্যমকে পুলিশ জানায়, সালমান খানকে ই-মেইলে হত্যার হুমকি দেওয়ার ঘটনার সঙ্গে সঙ্গেই বান্দ্রা থানায় একটি সাধারণ ডায়েরি নথিভুক্ত করা হয়েছে। এর আগে পাঞ্জাবের সদর মনসা থানার পুলিশও ধাকড়রাম বিষ্ণইয়ের খোঁজে যোধপুর পৌঁছেছিল। পুলিশ আরও জানায়, ওই তরুণই গায়ক সিধু মুসেওয়ালার বাবাকে ই-মেইলের মাধ্যমে হত্যার হুমকি দিয়েছিলেন। তাই পাঞ্জাব পুলিশের ওয়ান্টেডের তালিকাতেও ছিল এই অভিযুক্ত। ধাকড়রামের বিরুদ্ধে ২০২২ সালে অস্ত্র আইনে যোধপুরের সরদারপুরায় একটি মামলাও দায়ের করা হয়।
শাশ্বত চট্টোপাধ্যায় এখন শুধু বাংলার নন, বলিউডেও তাঁর ব্যস্ততা বেড়েছে। তবু বাংলাদেশের সিরিজে অভিনয়ের প্রস্তাব পেতেই উচ্ছ্বসিত হয়ে উঠেছিলেন। বাংলাদেশে আসতে পারবেন, এটাই ছিল তাঁর প্রধান আগ্রহের বিষয়। সৈয়দ আহমেদ শাওকীর পরিচালনায় ‘গুলমোহর’ সিরিজের শুটিং করতে গত বছর ঢাকায় এসেছিলেন শাশ্বত।
২ ঘণ্টা আগেবিশ্বের অন্যতম ধনী সংগীতশিল্পী সেলেনা গোমেজ। গত বছর বিলিয়নিয়ার হওয়ার গৌরব অর্জন করেন তিনি। সেই সেলেনাই নাকি হিমশিম খাচ্ছেন কর্মীদের বেতন দিতে। প্রতিষ্ঠান চালাতে তাঁর মা ব্যাংক থেকে বড় অঙ্কের ঋণ নিয়েছেন। ফোর্বসে এমন খবর প্রকাশের পর সমালোচনার মুখে পড়েছেন সেলেনা।
২ ঘণ্টা আগেকিংবদন্তি নির্মাতা মৃণাল সেনের বায়োপিক বানিয়েছিলেন সৃজিত মুখার্জি। ‘পদাতিক’ নামের সিনেমাটিতে মৃণাল সেনের ভূমিকায় অভিনয় করেন বাংলাদেশের চঞ্চল চৌধুরী। বিভিন্ন চলচ্চিত্র উৎসব ঘুরে, প্রেক্ষাগৃহে মুক্তির পর সিনেমাটি এবার আসছে টিভির পর্দায়।
২ ঘণ্টা আগে১৯৯৯ সালে যাত্রা শুরু নেমেসিস ব্যান্ডের। প্রতিষ্ঠার ছয় বছর পর ২০০৫ সালে প্রকাশ পেয়েছিল ব্যান্ডের প্রথম স্টুডিও অ্যালবাম ‘অন্বেষণ’। এরপর ২০১১ ও ২০১৭ সালে আসে ‘তৃতীয় যাত্রা’ ও ‘গণজোয়ার’ নামের আরও দুটি স্টুডিও অ্যালবাম। প্রতিটি অ্যালবামে ছিল ৬ বছরের গ্যাপ। তবে চতুর্থ অ্যালবাম প্রকাশ করতে আরও বেশি সময়
১ দিন আগে