সাবেক স্ত্রী হলেও আমির খানের সঙ্গে এখনো বেশ ভালো বন্ধুত্ব রয়েছে পরিচালক কিরণ রাওয়ের। দুজনের সম্মতিতেই একসঙ্গে না থাকলেও, তাঁরা একসঙ্গে এখনো কাজ করেন। কিন্তু সেই বন্ধু আমিরকে নিয়েই এবার বিস্ফোরক মন্তব্য করে বসলেন কিরণ রাও। সম্প্রতি এক সাক্ষাৎকারে আমির খানকে একরকম দায়িত্বজ্ঞানহীন বলেই অভিযোগ করেছেন তিনি।
সম্প্রতি কারিনা কাপুরের টক শোতে গিয়েছিলেন কিরণ রাও। সেখানেই আলাপচারিতার একপর্যায়ে সন্তানের প্রসঙ্গ টেনে কিরণ বলেন, ‘আমির খুবই ব্যস্ত বাবা। আমরা দুজনেই আজাদের সহ-অভিভাবক। কিন্তু বেশির ভাগ চিন্তাভাবনা, কাজ আমাকেই করতে হয়। আমিরকে এ নিয়ে কিছু বললে আমির স্পষ্টই বলে, রিল্যাক্স। আজাদকে নিয়ে এত ভাবতে হবে না। আসলে বিচ্ছেদের পরেও তো আমরা একই সঙ্গে থাকি, তাই আমির ঠিক বুঝতে পারল না। আমির তো আজাদের খোঁজই রাখে না। এমনকি আমির জানেনই না আজাদ কোন স্কুলে পড়ে, কী পড়ছে।’
আমিরের সঙ্গে সম্পর্ক নিয়ে কিরণ বলেন, ‘সম্পর্ক ব্যাপারটা খুবই ব্যক্তিগত। একেকজন একেক রকমভাবে দেখে। আমি আর আমির বরাবরই বন্ধুত্বকে সবার ওপরে রেখেছি। বিয়েটা টিকল না, সেই খারাপ লাগাটা নিয়ে থেকে কোনো লাভ নেই। তার থেকে ভালো, সম্পর্কের ভালো দিকগুলো নিয়ে থাকা। যে ভালো সময়গুলো কাটিয়েছেন একসঙ্গে সেটা নিয়ে থাকুন। এতে নিজেও ভালো থাকতে পারবেন, অন্যজনও ভালো থাকবেন।’
সাবেক স্ত্রী হলেও আমির খানের সঙ্গে এখনো বেশ ভালো বন্ধুত্ব রয়েছে পরিচালক কিরণ রাওয়ের। দুজনের সম্মতিতেই একসঙ্গে না থাকলেও, তাঁরা একসঙ্গে এখনো কাজ করেন। কিন্তু সেই বন্ধু আমিরকে নিয়েই এবার বিস্ফোরক মন্তব্য করে বসলেন কিরণ রাও। সম্প্রতি এক সাক্ষাৎকারে আমির খানকে একরকম দায়িত্বজ্ঞানহীন বলেই অভিযোগ করেছেন তিনি।
সম্প্রতি কারিনা কাপুরের টক শোতে গিয়েছিলেন কিরণ রাও। সেখানেই আলাপচারিতার একপর্যায়ে সন্তানের প্রসঙ্গ টেনে কিরণ বলেন, ‘আমির খুবই ব্যস্ত বাবা। আমরা দুজনেই আজাদের সহ-অভিভাবক। কিন্তু বেশির ভাগ চিন্তাভাবনা, কাজ আমাকেই করতে হয়। আমিরকে এ নিয়ে কিছু বললে আমির স্পষ্টই বলে, রিল্যাক্স। আজাদকে নিয়ে এত ভাবতে হবে না। আসলে বিচ্ছেদের পরেও তো আমরা একই সঙ্গে থাকি, তাই আমির ঠিক বুঝতে পারল না। আমির তো আজাদের খোঁজই রাখে না। এমনকি আমির জানেনই না আজাদ কোন স্কুলে পড়ে, কী পড়ছে।’
আমিরের সঙ্গে সম্পর্ক নিয়ে কিরণ বলেন, ‘সম্পর্ক ব্যাপারটা খুবই ব্যক্তিগত। একেকজন একেক রকমভাবে দেখে। আমি আর আমির বরাবরই বন্ধুত্বকে সবার ওপরে রেখেছি। বিয়েটা টিকল না, সেই খারাপ লাগাটা নিয়ে থেকে কোনো লাভ নেই। তার থেকে ভালো, সম্পর্কের ভালো দিকগুলো নিয়ে থাকা। যে ভালো সময়গুলো কাটিয়েছেন একসঙ্গে সেটা নিয়ে থাকুন। এতে নিজেও ভালো থাকতে পারবেন, অন্যজনও ভালো থাকবেন।’
এ বছরের শুরু থেকে শারীরিক নানা জটিলতায় ভুগছিলেন ইলিয়াস কাঞ্চন। অবস্থার অবনতি হলে পরিবারের সদস্যরা তাঁকে চিকিৎসকের কাছে নিয়ে যান। সেখানে নানা পরীক্ষা-নিরীক্ষার পর জানা যায়, ইলিয়াস কাঞ্চনের মাথায় টিউমার রয়েছে।
৩ ঘণ্টা আগেলন্ডনে আয়োজিত বাংলা বইমেলার বিশেষ সংগীতানুষ্ঠানে গান গাইতে যুক্তরাজ্যে যাচ্ছেন সংগীতশিল্পী সাবিনা ইয়াসমীন। আজ লন্ডনের উদ্দেশে ঢাকা ছাড়বেন তিনি। ১৯ অক্টোবর আয়োজিত অনুষ্ঠানে একই মঞ্চে সাবিনা ইয়াসমীনের পাশাপাশি আরও গাইবেন পশ্চিমবঙ্গের সংগীতশিল্পী মৌসুমী ভৌমিক।
১৫ ঘণ্টা আগেযুক্তরাষ্ট্রের এনভায়রনমেন্টাল মিডিয়া অ্যাসোসিয়েশন (এমা) অ্যাওয়ার্ডের স্বল্পদৈর্ঘ্য বিভাগে প্রথমবারের মতো জায়গা করে নিয়েছে বাংলাদেশের সিনেমা। এমা অ্যাওয়ার্ডের ৩৫তম আসরে প্রদর্শিত হবে গোলাম রাব্বানী ও জহিরুল ইসলামের যৌথ পরিচালনায় নির্মিত স্বল্পদৈর্ঘ্য সিনেমা ‘নিশি’।
১৫ ঘণ্টা আগেএকসময়ের সাজানো-গোছানো শহর বিরলপুর এখন মাদকের আখড়া। দিনদুপুরে খুন হয়। পুলিশ কিছুই করতে পারছে না। শহরের সবচেয়ে প্রভাবশালী ব্যক্তি চৌধুরীর ব্যবসার আড়ালে রয়েছে অবৈধ ব্যবসা। হঠাৎ তার তিনজন লোক খুন হয়ে যায়। গোয়েন্দা মারুফ জামানের ওপর মামলার তদন্তভার দেওয়া হয়।
১৫ ঘণ্টা আগে