অদ্ভুতুড়ে পোশাক দিয়ে প্রায়ই আলোচনায় থাকেন বলিউড অভিনেতা রণবীর সিং। তবে এবার নগ্ন ফটোশুট করে একটু বেশিই চর্চায় অভিনেতা। সামাজিক যোগাযোগমাধ্যমে মুহূর্তে ছড়িয়ে পড়েছে সেই সব ছবি। প্রশংসার পাশাপাশি বইছে নিন্দার ঝড়ও।
ভারতীয় বিভিন্ন গণমাধ্যমের খবরে জানা যায়, পেপার ম্যাগাজিনের জন্য সম্পূর্ণ নগ্ন হয়ে ফটোশুট করেছেন রণবীর। মার্কিন পপ কালচারের আইকন বার্ট রেনল্ডসের মতো করে পোজ দিয়েছেন। আর সেই সব ছবি ভাইরাল হওয়ার পর নেট দুনিয়ায় আলোচনা-সমালোচনার ঝড় থামছে না।
রণবীরের নগ্ন ছবি সামনে আসতেই প্রশংসায় ভরিয়ে দিয়েছেন ভক্তরা। কেউ বলছেন ‘আগুন’, কেউ আবার লিখেছেন ‘সাহসী’! পাশাপাশি অনেকে নিন্দাও জানাচ্ছেন। কটু মন্তব্য ছুড়ছেন অভিনেতার উদ্দেশে। বলিউডের আর কোনো প্রথম সারির অভিনেতার এমন ফটোশুট সচরাচর দেখা যায়নি।
রণবীর সিং অবশ্য এসব থোড়াই কেয়ার করেন। পেপার ম্যাগাজিনকে রণবীর বলেছেন, ‘ক্যামেরার সামনে শারীরিকভাবে নগ্ন হওয়া আমার কাছে অদ্ভুত কিছু না। আমার কিছু কাজের মাধ্যমে আমি আমার আত্মাকে পর্যন্ত নগ্ন করে দর্শকের সামনে হাজির করেছি। ওটাকেই আসলে নগ্ন হওয়া বলে। আমার কাজের প্রয়োজনে আমি বারবার নগ্ন হতে রাজি। আমার কিছুই যায় আসে না। সামনে থাকা মানুষগুলোই বরং অপ্রস্তুত হয়ে পড়বে।’
এর আগে অবশ্য ২০১৭ সালে কিছু নগ্ন ফটোশুটের ছবি ভাইরাল হয়েছিল রণবীরের। বাথটবে শুয়ে পোজ দিয়েছিলেন তিনি। তবে সেই ছবিগুলো খুব একটা আয়োজন করে তোলা ছিল না। এবারের ছবিগুলো অনেক বেশি আর্টিস্টিক। ক্যামেরার সামনে অনায়াস রণবীর।
বিনোদনের খবর সম্পর্কিত আরও পড়ুন:
অদ্ভুতুড়ে পোশাক দিয়ে প্রায়ই আলোচনায় থাকেন বলিউড অভিনেতা রণবীর সিং। তবে এবার নগ্ন ফটোশুট করে একটু বেশিই চর্চায় অভিনেতা। সামাজিক যোগাযোগমাধ্যমে মুহূর্তে ছড়িয়ে পড়েছে সেই সব ছবি। প্রশংসার পাশাপাশি বইছে নিন্দার ঝড়ও।
ভারতীয় বিভিন্ন গণমাধ্যমের খবরে জানা যায়, পেপার ম্যাগাজিনের জন্য সম্পূর্ণ নগ্ন হয়ে ফটোশুট করেছেন রণবীর। মার্কিন পপ কালচারের আইকন বার্ট রেনল্ডসের মতো করে পোজ দিয়েছেন। আর সেই সব ছবি ভাইরাল হওয়ার পর নেট দুনিয়ায় আলোচনা-সমালোচনার ঝড় থামছে না।
রণবীরের নগ্ন ছবি সামনে আসতেই প্রশংসায় ভরিয়ে দিয়েছেন ভক্তরা। কেউ বলছেন ‘আগুন’, কেউ আবার লিখেছেন ‘সাহসী’! পাশাপাশি অনেকে নিন্দাও জানাচ্ছেন। কটু মন্তব্য ছুড়ছেন অভিনেতার উদ্দেশে। বলিউডের আর কোনো প্রথম সারির অভিনেতার এমন ফটোশুট সচরাচর দেখা যায়নি।
রণবীর সিং অবশ্য এসব থোড়াই কেয়ার করেন। পেপার ম্যাগাজিনকে রণবীর বলেছেন, ‘ক্যামেরার সামনে শারীরিকভাবে নগ্ন হওয়া আমার কাছে অদ্ভুত কিছু না। আমার কিছু কাজের মাধ্যমে আমি আমার আত্মাকে পর্যন্ত নগ্ন করে দর্শকের সামনে হাজির করেছি। ওটাকেই আসলে নগ্ন হওয়া বলে। আমার কাজের প্রয়োজনে আমি বারবার নগ্ন হতে রাজি। আমার কিছুই যায় আসে না। সামনে থাকা মানুষগুলোই বরং অপ্রস্তুত হয়ে পড়বে।’
এর আগে অবশ্য ২০১৭ সালে কিছু নগ্ন ফটোশুটের ছবি ভাইরাল হয়েছিল রণবীরের। বাথটবে শুয়ে পোজ দিয়েছিলেন তিনি। তবে সেই ছবিগুলো খুব একটা আয়োজন করে তোলা ছিল না। এবারের ছবিগুলো অনেক বেশি আর্টিস্টিক। ক্যামেরার সামনে অনায়াস রণবীর।
বিনোদনের খবর সম্পর্কিত আরও পড়ুন:
কলেজের প্রথম দিনে সবচেয়ে দুষ্টু ছাত্র সাদের (ইয়াশ রোহান) সঙ্গে দেখা হয় হৃদির। সাদ যতটা চঞ্চল ও দুষ্টু, হৃদি ঠিক ততটাই মিষ্টি ও গম্ভীর। ধীরে ধীরে হৃদিকে ভালোবেসে ফেলে সাদ।
৫ ঘণ্টা আগেবিদেশে ব্যস্ত সময় পার করছে দেশের ব্যান্ডগুলো। এরই ধারাবাহিকতায় ৭ আগস্ট ম্যানচেস্টারে ইউকে ম্যানেজমেন্ট কলেজে ‘সামারফেস্ট ২০২৫’-এ অংশ নেয় চিরকুট। পৃথিবীর নানা দেশের শিক্ষার্থী ছাড়াও চিরকুটের টানে এই আয়োজনে ছুটে এসেছিলেন প্রবাসী বাংলাদেশিরাও।
৫ ঘণ্টা আগেনয়া মানুষ মূলত নদীর চরে বসবাসরত মানুষের গল্প। নতুন মানুষ চরে এলে তাদের কী রকম সংকট বা সমস্যার মুখে পড়তে হয়, তা নিয়েই সিনেমার গল্প।
৯ ঘণ্টা আগেপাইরেটস অব দ্য ক্যারিবিয়ানের ষষ্ঠ সিনেমায় ফিরতে পারেন জনি ডেপ। প্রযোজক জেরি ব্রুকহেইমার জানিয়েছেন, পাইরেটস সিরিজের নতুন সিনেমা নিয়ে এরই মধ্যে জনি ডেপের সঙ্গে কথা হয়েছে তাঁর। সব ঠিক থাকলে জ্যাক স্প্যারো হয়ে আবারও ফিরতে পারেন তিনি।
১০ ঘণ্টা আগে